ব্লগ বলতে আমি শুধু বুঝতাম টেকি ব্লগ, টেকনোলজিক্যাল কোন সমস্যায় পড়লে যেখানে সমাধান পাওয়া যায়। বাংলা ব্লগিং কি জিনিস জানতামই না। বাংলা ব্লগিং-এর সাথে আমার পরিচয় হয়েছিল কানাডায় আসার পর। এক বন্ধু ফেসবুকে একটা লিংক পাঠিয়ে জিজ্ঞেস করেছিল আমাদের আরেক বন্ধু যে ব্লগ লিখে তা জানি কিনা। সত্যি বলতে কি ব্লগিং শব্দটার মানেই তখন আমার কাছে পরিস্কার ছিল না। যাহোক লিংক ধরে চলে গেলাম সেই বন্ধুর ব্লগে, পড়লাম ওর লিখা। লেখার বিষয়বস্তু আমি, আমার জীবনের মোড় ঘোরানো ঘটনাগুলো নিয়ে লিখেছে ও। আমার ভালো বন্ধু, আমাকে নিয়ে সে উচ্ছাস প্রকাশ করবে এটাই স্বাভাবিক। কিন্তু মন্তব্যে গিয়ে দেখি, অজানা অচেনা কিছু মানুষ আমাকে শুভ কামনা জানিয়ে রেখেছে। আমার মন তাদের ভালোবাসায় আদ্র হলো, বাংলা ব্লগিং-এর অদ্ভুত জগতটার সাথেও পরিচয় হলো আমার। ঘটনাটা খুব বেশি দিন আগের না, মাস আটেক হবে হয়তো। মজার ব্যাপার হলো বন্ধু ব্লগটি লিখেছিল আমি যেদিন পড়ি তারও এক বছর আগে।
ব্লগিং-এর সাথে আমার প্রথম দেখাটা তাই খুব আলতো কিছু অনুভবে জড়ানো। আগ্রহ বাড়াতে অর্ন্তজালে খুঁজে বের করলাম দুটো বাংলা ব্লগ- সামহোয়ার ইন এবং সচলায়তন। সাপ্তাহিক ছুটি থাকায় প্রায় পুরোটা দিন কাটিয়ে দিলাম এই ব্লগ সাইট দুটোতে। ভালো লাগল, ভেবে কিছুটা অবাকও হলাম যে কতটা শক্তিশালী একটা মিডিয়া হতে পারে ব্লগিং। আরো কিছুদিন অর্ন্তজালিক ঘোরাঘুরির পর লিখেও ফেললাম একটা ব্লগ সামহোয়ার ইনে। লেখাটা বেশ কাঁচা হাতের হয়েছিল, সাড়া পাইনি খুব একটা। তারপর নিজের জীবন কাহিনী নিয়ে আরেকটা ব্লগ লিখলাম সচলায়তনে, অতিথি লেখক হিসাবে। ছাপল বটে তারা, কিন্তু প্রথম পাতায় না। কবিতা বলে দাবি করি এমন কিছু লেখার অভ্যাস ছিল বলেই হয়তো ওই ব্লগটাতে অনাবশ্যক দীর্ঘ বাক্য ব্যবহার করেছিলাম। প্রাঞ্জলতা হারিয়েছিল লেখাটা, সচলয়াতনের মডারেটররা খুব উদরতা দেখিয়েই ছেপেছিলেন বোধ হয়। লেখালেখি আমার কর্ম না – মেনে নিয়ে নীরব পাঠক হয়ে গেলাম।
সচলায়তন আর সামহোয়ার ইন আমার ব্রাউজারের দুটো ট্যাবে সবসময় খোলা থাকত, নতুন লেখা এলেই গোগ্রাসে গিলতাম। এই দুই ব্লগের কাহিনী বুঝতে বেশিদিন দেরীও করতে হয়নি। নিতান্তই অর্বাচীনের ব্যক্তিগত মতামত হিসেবে যদি নেন তবে এই দুই ব্লগের সম্পর্কে আমার মূল্যায়ন বলি। সামহোয়ার ইনের গালাগালি আর বেহুদা পোস্ট দেখে বমনের ইচ্ছাকেই যে বিবমিষা বলে মনে পড়ে গেল। মোহ ভাঙলো, সামহোয়ার ইনকে বিদায় দিলাম আমার প্রিয় সাইটগুলোর তালিকা থেকে। বুকমার্ক লিস্টে অবশ্য দূটো বুকমার্ক এখনো রয়ে গেছে সামহোয়ার ইনের, প্রায়ই ঢুঁ মারি ওই লিংক দুটোতে। দুটো লিংক-ই আমার দু’ বন্ধুর ব্লগের, ওদের লেখা পড়তে ভালো লাগে। এখন বাকি রইলো সচলায়তন, সচলায়তনের পরিচ্ছন্ন পরিবেশ এবং বিদগ্ধ লেখকরা আমাকে মুগ্ধ করে রেখেছিলেন অনেক দিন। তারপর একদিন আবিষ্কার করলাম তাদের সদস্য নিবন্ধনের নীতিমালা ও বাস্তবতার মাঝে পার্থক্যটুকু। ব্লগ পুলিশিং-এর সময় নীতিমালার দোহাই, তারপর পরিচিত অজুহাতে নীতির নামে দুর্নীতি আমাকে ব্যথিত করেছিল (তারেক ভাই মাইন্ড খায়েন না, আমি আপনারে অন্তত এরকম করতে দেখি নাই, আপনার লেখার একজন ভক্ত আমি)। একদিন একজন প্রোবেশনারী পিরিয়ড ব্লগারের কেন তাকে সদস্য করা হলো না শীর্ষক ব্লগে কিছু মন্তব্য দেখে সিদ্ধান্ত নিলাম, আর না। ও বাড়ি যাওয়া বন্ধ করে দিলাম আমি। বুকমার্ক লিস্টে অবশ্য বন্ধুবরের ব্লগের ঠিকানাটি ঠিকই রয়ে গেছে, মাঝে মাঝেই গিয়ে দেখে আসি কি লিখল ও।
বাংলা ব্লগ নিয়ে আমার আলতো কোমল অনুভূতি যখন হতাশায় রুপ নিয়েছে তখন ফেসবুকে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম ক্যাডেট কলেজ ব্লগের পুরনো ওয়ার্ড প্রেসের ঠিকানাটা। মাউসের ক্লিকে ও বাড়ির সদর দরজায় পৌঁছে দেখি বিজ্ঞপ্তি ঝুলানো, ক্যাডেট কলেজ ব্লগ তার স্থায়ী ঠিকানায় চলে গিয়েছে, অনুগ্রহপূর্বক যেন নতুন ঠিকানায় তার খোঁজ নেই। আমার ক্যাডেট কলেজ ব্লগে পদার্পণ হলো এভাবেই। বিমুগ্ধ উচ্ছাসে পড়তে শুরু করলাম লেখাগুলো, রাত পেরিয়ে ভোর হয়েছে কখন টের পাই নি। সিসিবির সবগুলো পোস্ট পড়ার পর ভাবলাম সবাইকে জানান দিয়ে যাই আমার ভালোলাগার কথা। লিখে ফেললাম সিসিবিতে আমার প্রথম ব্লগ পোস্ট । এরপর দেখি নিজের ভেতরেই তড়পানি লেখার জন্য। নেমে গেল আরো কতগুলো পোস্ট। পরিচয় হলো কত নতুন আপু, বড়ভাই, বন্ধু, ছোট ভাইয়ের সাথে। অনেকের সাথে দেখা হলো বহুদিন পর।
আপনারা হয়তো একমত হবেন, বাংলা যে কোন ব্লগ সাইটের চেয়ে সিসিবি আলাদা। লেখক ও পাঠকদের আন্তরিকতা, আবেগ, পারস্পরিক শ্রদ্ধা, ক্যাডেট কলেজীয় সংস্কৃতি – সব মিলিয়ে এক অনন্য পরিবেশ এখানে। কারো নাম বলতে চাই না, কারণ সীমিত স্মৃতির আমি সবগুলো নাম কোনভাবেই মনে করতে পারব না। চমৎকার কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে এখানে। দেখা হয়নি তাদের সাথে কখনো, হয়তো হয়েছে ক্ষণিকের জন্য। কিন্তু ব্লগে চেনাজানাটা কম হয়নি। তাদের অনুপস্থিতিতে ব্লগে কেমন একটা শূণ্যতার অনুভূতি বোধ হয় তারই প্রমাণ। সিসিবি তাই আমার ব্রাউজারের হোম পেজ।
জয়তু সিসিবি। জয়তু ক্যাডেট কলেজ। জয়তু ক্যাডেট কলেজীয় কমরেডশিপ।
যে কোন ব্লগ সাইটের চেয়ে সিসিবি আলাদা। :salute: :salute:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ক্যাডেট কলেজীয় কমরেডশিপ কি এইটাই যে একেকজনের মনের কথাও এরকম মিলে যাবে! উপরের প্রত্যেকটা কথাই যেন আমার নিজের না বলা কথা মনে হচ্ছিলো :boss:
তৌফিক, এইভাবে চমৎকার গুছিয়ে লেখার ক্ষমতাটার জন্য তোমাদের কয়েকজনকে যে কী পরিমাণ হিংসা করি সেটাও লেখার ক্ষমতাটাও নাই :((
সিসিবি কে :salute:
লেখাটার জন্য তৌফিককেও সমসাময়িক ধারা বজায় রেখে :salute:
ঐডাই ঐডাই...আমারো একই কথা!!!
সিসিবি, তৌফিক, ফৌজিয়ান ভাই :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপনাদের :salute: বিনয়াবনত সশ্রদ্ধচিত্তে গ্রহণ করা হইলো।
:salute: :salute: :salute:
@ফৌজিয়ান ভাই
আপনি হিংসা করেন এইটাতো আমার জন্য পরম সৌভাগ্য। লেখার হাত কিন্তু আপনার ভালোই, তেল দিতাছি না, ঈমানে কইলাম। একটু টাইম দিলেই তো পারেন। 🙂
:clap: 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
ঠিক ঠিক....।
Life is Mad.
সিসিবি এবং ক্যাডেট কলেজকে :salute: :salute: :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আর কিছু মনে হয় বলার দরকার ছিল না 🙂
মরতুজা ভাই, আপনার হোমপেজ ও কি সিসিবি? 😀
ভালো কথা, গুগলে রসময় গুপ্ত লিখে সার্চ দিলে ফার্স্ট দশটা হিটের মধ্যে আপনার প্রাপ্তবয়স্ক সিরিজ একটা, জানেন নাকি? :gulti:
😉
সংসারে প্রবল বৈরাগ্য!
পোলাপাইন গুলার কোন একটা সমস্যা হইতেছে মনে হয়, দুই দিন ধইরা কোন পোষ্ট নাই, সবতি মনে লয় ইলেকশনে খাড়াইব, সব দল তো নতুন মুখ খুজতাছে শুনছি। B-)
তুমি লিখলা, মনটা জুড়াই গেল। 😀
সামহোয়ারে ডুকিনা, ওইটা আমার জায়গা না। আর সচলের কথা কি কমু :)পাব্লিক মাইন্ড খাইতে পারে। তয় ব্লগ চিনছি সচল দিয়া, কি একটা ঝামেলায় বিডিনিউজ সচল নিয়া নিউজ করছিল, তখন ঢু মারছিলাম। এর আগে ব্লগ বলতে বুঝতাম আমির খান আর অমিতাভের ঝগড়া করার টেকি সিষ্টেম।
সিসিবির খোজ পাইছি আমার ব্লগ থেইকা। আমার ব্লগে প্রায়ই ডুকি, ওদের আবার মডারেশন বইলা কিছু নাই, তয় উলটা পালটা কেউ কিছু কইলে গাইলা ভুত ছাড়ায় দেয়। ধর্ম নিয়া কোন পোষ্ট দিলেই হইছে, ভার্চুয়াল লাথি, মাইর দিয়া ব্লগ থাইক্যা বাইর কইরা দিব। মডারেটর কিছু কয় না। ওই আমার ব্লগের তলে এক কোনায় দেখি, ক্যাডেট কলেজ ব্লগের লিংক, আইয়া পড়লাম নিজের বাড়ি।
ইতিহাসটা কেমন কও তো, ফাটাফাটি না। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
যে আপনেরে লিঙ্ক দিছিল-তারে :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ফয়েজ ভাই, আপনিও দেখি আমার মতো। এ ঘাট থেকে ও ঘাটে ভাসতে ভাসতে এসে পড়ছেন। 😀
ইতিহাসটা অবশ্যই জটিল রকমের ফাটাফাটি। :hug:
আপনারে ধন্যবাদ, আপনার বলার পরই কাজ় ফেলায়া রাইখা ব্লগ নামায়া ফেললাম। 😛
তোমারে খুব ভালা পাই আমি। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😮 😮
অত্যন্ত প্রাঞ্জল একটা লেখা।
মোড় ঘোরানো ঘটনাগুলো কি আমরা জানতে পারি?
তোমার নামে ভাই সাল উল্লেখ ছিল না। প্রোফাইলটা দেখে আসলাম, একটু ধাক্কাও খেলাম। আমার একটা খুব ভালো বন্ধু ছিল যার ক্যাডেট নাম আর তোমার নাম একই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
মোড় ঘোরানো ঘটনা আর কি, আমার ৭ বছরের পার্বতীরে বিবাহ করা। :shy:
তৌফিক, সাব্বাশ ... :clap:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ধন্যবাদ তাইফুর ভাই।
চিন্তা কইরা দেখলাম, ক্যাডেটদের মধ্যে (ক্লাসমেট, জুনিয়ার, সিনিয়ার) যে সম্পর্ক সেটার ভাব শুধু কমরেড শব্দটা দিয়েই প্রকাশ করা যায়।
আমারো।
সারাদিন ওপেন কইরা রাখি। 😛
মাঝে মাঝে মাসফু বাসায় আড্ডা দিতে আসে। বাসায় ঢুকার সাথে সাথে ওর প্রথম প্রশ্ন হচ্ছে, নতুন কি কি কমেন্ট আসছে ভাইয়া?
বুঝি , এ রোগে শুধু আমি একাই আক্রান্ত না। রোগীর সংখ্যা
দিন দিন বাড়তেছে। 😀 😀
আমার বাসায় নেট এর লাইন নাই, তাই যতক্ষণ অফিসে থাকি, ততক্ষণ সিসিবি খুইলা রাখি। 😀
জয়তু সিসিবি। জয়তু ক্যাডেট কলেজ। জয়তু ক্যাডেট কলেজীয় কমরেডশিপ। :salute:
জয়তু কমরেড তানভীর ভাই। :salute:
কামরুল মামা,এই রোগ সারুক এইডা আমি চাইনা।ইহা এমুনি একটি রোগ যেই রোগ সারিলে নিজের অস্তিত্ব বিলীন হইয়া যাইবে।এইরকম একটা বাড়ি বানাই দেওনের কারণে এমনকী জিহাদের মত বদের ধাড়িরেও মাপ কইরা দেওন যায়(আমার বিশ্বাস হইতেছেনা যে আমি ইহা বলিতেছি) x-( x-(
অফ টপিক-ক্যাডেট ভ্রাতার পবিত্র নেমপ্লেটের অবমাননা করার জন্য ব্লগার কামরুল সাহেবের আইপি,ল্যান,ইন্টারনেট কানেকশন(মাহমুদ দোস্ত,আমি তো টেকি নলেজে ক অক্ষরে গোমাংস-তুই আরো দুই একটা ভংচং ঢুকাই দে)সব শুদ্দা ভ্যান চাই x-(
মাসফু ক্ষেপে ক্যান? ;))
সিসিবি ডেভলপারদের :salute:
রোগীর সংখ্যা বাড়ুক আরো। আমিন। :boss: :boss:
ঠিক ঠিক... সিসিবি স্বতন্ত্র। :boss: 🙂
সহমতে ধন্যবাদ। 😀
আমিও এই রোগে আক্রান্ত একজন রোগী, কিন্তু কোন রোগে যে এতো মজা তা জানতাম না।
আমিও ভাই। কিন্তু সারতে (সিরতে ) চাই না।
রবিন ভাই, সিরেন(সাইরেন না)। আমরা একলগে হিসপিটালে(হসপিটালে) যামু 😛
মিরা যাওয়ার আগ পর্যন্ত যেন না সিরে। 😀
তৌফিক মামা,জটিল লিখছেন বস!আপনের শিরোনাম "স্বাগতম পর্যন্ত পইড়া ফালাইছি" এর সাথে আকর্ণ বিস্তৃত হাসি দেওয়া ইমোটিকন দেইখা আমি নিজেও ওইভাবে হাইসা দিছিলাম-অফ হয়া থাকা মুড ভালা হয়া গেছিল 😀
অফ মুড ভালো করার জন্য আমার পোস্ট দেখতে হয় ক্যান? :dreamy:
তোমার 😡 আছে না? 😉
একবার মাসফু কয়া ডাক দিলেই তো তুমি কাইত। ;))
=))
সংসারে প্রবল বৈরাগ্য!
:goragori: :goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
গত জুলাই মাসের কোন এক রাত প্রায় ২টার দিকে সিরাজ (১৯৯৪-২০০০) ডিউটি অফিসারের দায়িত্ব পালন করতে এসে আমাকে সিসিবি'র খবর দেয়। সেখান থেকেই আমার ব্লগের সাথে পরিচয়। তারপর একে একে 'সামহোয়্যার ইন' আর 'সচলায়তন'। কিন্তু ওই দুই জায়গাতেই মনে হয়েছে ঠাঁই নাই ঠাঁই নাই। তৌফিকের তৃতীয় প্যারার সাথে দারুণভাবে সহমত।
ভালোবাসা জমে গেছে 'ক্যাডেট কলেজ ব্লগে'। টানা বসে থাকা সম্ভব হয় না বটে, তবে সারাদিনে আলাদা করে প্রায় ঘন্টা আট দশেক ঠিকই আমার সিসিবি'তে চলে যায়। সিসিবি'র সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
অসম্ভবরকম ভালোলাগায় মনটা ছেয়ে গেল।
:salute: :salute: :salute: :salute: :salute: :salute:
Life is Mad.
:salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute:
:salute: :salute: :salute: :salute: :salute:
আজকেও একজনরে ধইরা সদস্য বানায়া দিছি 😀 😀 ।
Life is Mad.
সাবাস সায়েদ ভাই। ভালো করছেন। আমিও চান্স পাইলে সিসিবির বিজ্ঞাপন করি সবজায়গায়। 🙂
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আড্ডা তো দেহি বালাই জমছে। কয়দিন আগে কার পোস্টে জানি মনে নাই, যাইয়া দেহি আমারে লইয়া পুলাপাইন গুল্লি মারতাছে। একটা আরেকটারে জিগায় মোরগটারে (মুরগী কয় নাই তো?) কই পাইলি? কেউ কেউ কামরুলের দিকে আঙ্গুল দেখায়। এই সব। তহনই ভাবছিলাম আমার কাহানিটা একদিন কমুনে। ঘুরতে ঘুরতে আজকা দেহি এইহানেই সুযুগ আইছে।
মনে অয়, বছর দেড়েক আগে বরিশাইল্লা (বিসিসি) শওকত হোসেন মাসুম (পরথম আলুর বিজিনেছ ইডিটর) আমারে সামহোয়ারের খবর দিছিল। দুই-তিনডা নিকে ওইখানে এহনো মাঝে-মইধ্যে ব্লগাই। কিন্তুক বালা পাই না। "ক্যাডেট নম্বর ৯৯৯" নিকে ওইহানে কলেজের নানা ঘটনা লইয়া স্মৃতিচারণ কইরতে আছিলাম। ওইহানে একদিন পা দিছিল জিহাদ। বইল্ল 'ক্যাডেট কলেজ ব্লগে'র কথা। তারপর থাইক্যা তো এইহানে আসি-যাই। এর মইধ্যে কামরুল আমারে মেইল কইরা আবার 'খুঁচায়' সিসিবিতে আয়েন না ক্যান। যেন একটা বুড়া মোরগ ওর খুব দরকার। তো কি করি? অহন তো নিয়মিতই। একদিন এইহানে ঢু না মারলে মনে অয় পেডে বুট বুট করতাছে। পুলাপাইনের মন্তব্য পইড়া হাসি, পিরা যাই, স্মৃতিকাতর অই। সুময় সুময় মন্তব্য করতে যাইয়া আবার নিজেরে সামলাই। মনেরে বলি, থাউগ্যা হাটুর বয়সি পুলাপাইন মজা করতাছে অর মইধ্যে তোর আঙ্গুল দেওনের দরকার কি!!
বালাই লাগতাছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই,আপনের এই ব্লগে আসা আমাদের একটা বিশাল পাওয়া।অন্যদের কেমন লাগে জানিনা কিন্তু এখানে আপনি,আহসান ভাই এঁনারা থাকায় কলেজে মাথার উপরে সিনিয়ররা যেভাবে ঢাল হিসেবে আমাদের যাবতীয় ঝামেলা নিজেরা মুখোমুখি হতেন, সেরকম একটা আমেজ পাই।কেউ বকাবকি করল বা মন খারাপ হল-সোজা চলে আসি এখানে।অনেক অনেক ধন্যবাদ আপনি সহ ব্লগের সব বড়ভাইদের।
ওই বদমাইশ, আমারে সিনিয়র মনে হয় না? x-(
খাড়া তোরে হাতের কাছে পাইলা লই, আর ভার্চুয়াল পাংগায় কাম হইব না মনে হয়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😮 :(( :(( :(( আমি মাপ চাই
মাসরু-র সাথে একমত।
আপনে আছেন দেইখা আমরা একটা মুরুব্বি পাইছি। আপনে না থাকলে কিন্তু আসলেই খালি খালি লাগে।
ওয়ান্স এ ক্যাডেট অলওয়েজ এ ক্যাডেট।
ভাই, আমার সাইন্স ফিকশন এ।
লাভলু ভাইয়ের এই কমেন্ট পড়লে কে বলবে ভাইয়া এই ব্লগের সবচেয়ে মুরুব্বী মানুষ। 😉
এতো পুরা যৌবনের ভাষা। 😉 😉
কে বলে আপনার বয়স হইছে। ক্যাডেটদের বয়স কখনো বাড়ে না। ক্যাডেটরা সারাজীবন ১২-১৮ বছরেরই থাকে। 😉
অফ টপিকঃ ভাইয়া, আপনার রেডিও স্টেশনের কিছু গল্প বলেন। কেমন লাগছে রেডিও স্টেশন সামলাতে, পত্রিকার সাথে এটার দায়িত্বের ধরন কতটা আলাদা। সব, সব শুন্তে চাই। 😀
'কথা বান্ধবীদের' কথাও 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
ওই মিয়া কথা বান্ধবীরা আফনের হাঁটুর বয়েসি।লোলগিরি কর্বেন না কইলাম।আমি এখুনু যুবোক বইসি আমারে এইগুলা মানায় 😛
মাস্ফুরে 'নিরাপদ' মনে হইতাছে! ফৌজিয়ান ভাই, কামরুল ভাই আসো একদিন; খালি কথা বান্ধবী না ক্যাডেট বন্ধু আর বান্ধবীও আছে এইহানে। 'যুবোক' মাস্ফুও কি এককাপ চা পান করতে আসতে চাও??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমিও আসপোওওওওওওওওওওওওওও :(( :(( :((
বস্ দাওয়াত যখন দিয়াই দিলেন তাইলেতো না আইসা আর পারা যায়না :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও চা খাপো
চা লগে পেয়াঁজ, মরিচ দিয়া চানাচুর- চলবো?? কবে আইবা জানাইয়ো। মাস্ফু কি বার্গারও খাইতে চাও?? (অফটপিক : পেটটা গুরগুর করতাছে। তুমি যেই পোজ দিছ!! আমি লজ্জায় লাল x-( x-( x-( !!!)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মাস্ফু কিন্তু আবার ডাবল বার্গার খায়
😮 😮 সিনিয়রের সামনে অশালীন ইঙ্গিত দেবার কারণে ব্লগার রবিন সাহেবকে মাসরুফ নামক(মতান্তরে মাস্ফু) কোমলমতি ব্লগারকে মস্তাকিমের দোকানে পেট ভরে গরুর চাপ খাওয়ানোর শাতির আবেদন করছি 😛
আপনার পোজ কিন্তু সিরকম
রবিন ভাই...সিরাম পোজ!!!
অফ টপিক- আপনারা যাওয়ার সময় আমারেও নিয়া যাইয়েন... :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তোরেনা সি ও বস্ নেটে ঢুকতে না করছে x-( x-(
যা বিসিএস গাইডটা নিয়া টেবিলের লগে লং আপ হয়া থাক x-( x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
পোলাপাইন গুলার কি যেন হইছে, খালি আউলা বাউলা কথা কয় ঈদানীং
কি যে করি............।। :dreamy:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তৌফিক ভাই স্মৃতিকাতর করে দিলেন। সামহোয়ারইনের সাথে আমার, লিংকন আর জিহাদের পরিচয় বেশ আগে থেকেই ছিলো। কিন্তু কেউই সেখানে খুব একটা জুত পেতাম না। রাগিব হাসানের লেখার লিংক ধরে একদিন সচলায়তনের খবর পেয়ে গেলাম। সবই আইইউটি-র চার মাসের ছুটির কাহিনী। আমি আর লিংকন পুরো তিন মাসই আইইউটি-তে ছিলাম। অলস সময়গুলো এগুলো করেই কেটেছিলো।
আইইউটি খোলার পোলার মহিবের তুখোড় ব্লগিং এ আমরা সবাই উৎসাহ পেলাম। সচলায়তনে চারজনের জায়গা হয়ে গেলো। কিন্তু ক্যাডেট কলেজ নিয়ে লিখে কোথাওই জুত পেতাম না। অনেক কিছু বুঝিয়ে বলার পরও অনেকে ভুল বুঝতো।
আমরা তখনই ক্যাডেটদের একটা আলাদা ব্লগের স্বপ্ন দেখেছিলাম। গত বছরের ৮ই ডিসেম্বর তৈরী করা সিসিবি-র প্রথম রূপটা নিচের লিংক থেকে দেখতে পারবেন।
Blog for all: MECA Wiki
লিংকন, জিহাদ, সামিয়া, তুহিন আর আমি; নিজেরাই লিখে নিজেদের ব্লগে কমেন্টাইতাম। তখন কল্পনাও কিরিনি সিসিবি এই পর্যায়ে আসবে।
কোন সন্দেহ নেই, সিসিবি একেবারে অন্যরকম। আমাদের আন্তরিকতাই এর মূল কারণ। কারও নাম দেখার সাথে সাথে আমরা তুই, তুমি বা আপনি বলা শুরু করতে পারি। এর চেয়ে বড় পাওয়া আর কি আছে! জয়তু সিসিবি।
সিসিবি-র প্রথম রূপ
রায়হান, জিহাদ, সামিয়া, তুহিন আর মুহাম্মদ কে :salute: :salute:
লিখাটা আবার পড়লাম আর আবারো ইমোশনাল হয়ে গেলাম।আমার পরীক্ষাটা যাক-ইয়া বড় লিখা আসিতেছে 😛
স্বপ্ন দেখলে বড় দেখা উচিৎ- কিন্তু আমার মনে হয় 'রায়হান, জিহাদ, সামিয়া, তুহিন,মুহাম্মদ...' ওরাও ভাবে নি সিসিবি আজ এই পর্যায়ে আসবে। কলেজ থেকে বের হবার পর স্মৃতিগুলোয় সময়ের যে ধুলো পড়ছিল তা আজ ওদের কারনে আবার টাটকা হয়ে উঠেছে...অবশ্য সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে দীর্ঘশ্বাসও...কলেজ জীবনটাকে খুব মিস করছি...আহা!!!
সিসিবির টেকিদের থ্যাঙ্কস দিয়েও ওদের ঋণ পরিশোধ সম্ভব না...তারপরও বলি ধন্যবাদ এবং অবশ্যই :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সব কয়টারে অন্তরের মধ্যিখান থাইক্যা ধন্যিবাদ।
তোমরা জীবনটাকে একটা নতুন সুতোয় বেধে দিয়েছো। এইটা শোধ করা যাবে না। :salute:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দারুন গোছানো একটা লেখা ভাইজান...
আমার কাহিনীতো মুহাম্মদ বলেই দিসে। আমরা সাইটটা শুরু করার পরও এইটা এতদূর আসতো না। মাঝে মাঝেই কেমন যেন চিমসে যেতো। তারপর হঠাৎ হঠাৎ কেউ এসে আবার জমিয়ে দিতো। কয়েকজনের কথা বলি...
** জিহাদ। মেকার ওই সাইট থেকে ওয়ার্ডপ্রেসে সিসিবিকে নিয়ে গিয়েছিল ঐ। এইটা খুবি দরকার ছিল। কারণ মেকার ওই সাইটটাতে আসলে ঠিক ব্লগিং হতো না...
** হাসনাইন, ইশতিয়াক।
** কামরুল তপু। এককালে তিনি অনেক অনেক পোস্ট দিতেন। দীর্ঘ সময় সিসিবিকে চাংগা করে রেখেছিলেন।
** মাসরুফ ভাই। সিসিবিতে অনেক মানুষ এসেছেন, কয়েকদিন ফাটায়ে স্মৃতিচারণ করে তারা চুপসে গেছেন। কিন্তু মাসরুফ ভাই সেইআমল থেকে এখন পর্যন্ত একই উৎসাহে টগবগ করছেন... সিসিবিকে ঝিমিয়ে পড়া থেকে রক্ষা করেছেন।
** আলম ভাই
** ফুয়াদ। ফুয়াদের কথা মনে আছে। ফুয়াদের স্টার্টিং ডে তে আমাদের সিসিবি সেই আমলে সবচেয়ে বেশী হিট পেয়েছিল একদিনে...
** শফিভাই, তারেক ভাই। তারেক ভাইয়ের উৎসাহটা আমাদের খুব দরকার ছিল। কারণ উনি অনেকদিন বিভিন্ন বাংলা ব্লগের সাথে পরিচিত। বাংলা ব্লগজগতের পরিচিত নাম।
** আর কারও নাম ভুলে বাদ পরে যেতে পারে।
** এইগুলো প্রথমদিককার কথা। এখন আর এভাবে আলাদা করা যাবে না। এখন কত মানুষ সিসিবিতে বিশাল পরিমান ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে রেখেছেন। আমি ব্যাক্তিগত ভাবে কামরুল ভাই, ফোজিয়ান ভাইয়ের সাথের পরিচিত। কামরুল ভাই সত্যিকার অর্থেই সারাদিন সিসিবিতে থাকেন, এমনকি ঘুমের সময় সিসিবির কথা ভাবেন। ফোজিয়ান ভাইয়ের ক্ষেত্রেও একই কথা...
সিসিবির এই অগ্রযাত্রার সম্পূর্ন কৃতিত্ত্ব তাই এর পাঠক ও লেখকদের। আপনাদের :salute: :salute:
:shy: কিরে আমার নাম কইলি নাকি?শরম্পাইলাম তো :shy:
আমি এই পর্যন্ত যতবার কামরুল ভাইয়ের বাসায় গেছি উনারে সিসিবি ছাড়া আর কিছুর সামনে পাই নাই 😛
আপনার কথা কইলাম কই, আমি তো মাসরুফ ভাইয়ের কথা কইছি...আপনার নাম তো যদ্দুর মনে হয় মাস্ফু। :grr: :grr:
আমিও আছি
সিসিবির ইতিহাসটা কেউ লিখে ফেললে মন্দ হয় না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুম...লিখে ফেলা দরকার।
ঘুমের মইধ্যে পার্বতী - চূড়াবতীদের নিয়া ভাইবা সিসিবি নিয়া ভাবার জন্য কামরুল ভাই আর ফৌজিয়ান ভাইরে :salute:
:goragori: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
তৌফিক,
না রে ভাই, আমি মাইন্ড খাই না সহজে, আগেও বলছি, আমার স্টমাকে প্রবলেম হয়। 🙂 ( এই লাইনটা ফয়েজ ভাইয়ের জন্যেও। )
সচলায়তন নিয়ে এরকম অভিযোগ শুনেছি বেশ কবার। ঠিকাছে। আসলে, একটা ফুল-প্রুফ মডারেটেড সাইট কখনোই সবার মন জুগিয়ে চলতে পারে না, নানান জটিলতা সামনে চলে আসে। সচলায়তন নিজের পরিচয়ও ব্লগ হিসেবে দেয় না, বলে, অনলাইন রাইটার্স ফোরাম, এ কারণেই সদস্যভুক্তি নিয়ে এত সাবধানতা।
আর যদি জিজ্ঞেস করো, কেন এই মডারেশন, তাহলে এর পেছনের বিরাট ইতিহাস টানতে হবে। নানা রকম তিক্ত অভিজ্ঞতা পার করে সচলায়তনের জন্ম। এর পেছনে যারা কাজ করছে, তারা সবাই কাজ করতে করতেই শিখছে। অনেক ভুলভ্রান্তি হয়, হয়ে যায়, ইচ্ছায় বা অনিচ্ছায়।
তোমার ( এবং আরও কারও কারও) ওখানকার অভিজ্ঞতা ভাল না শুনে একটু খারাপ লাগলো, হয়তো তোমার অথবা সচলেরই দুর্ভাগ্য, অথবা হয়তো এটাই ভালো হলো। তবে, এখানেরই কারও কারও কিন্তু সচলেও বেশ সমাদর, আমি এই পোস্টের মন্তব্যগুলোর শেষ মাথায় পৌঁছতে পৌঁছতে ভেবেছি, নিশ্চয়ই ওদের কারও কোন একটা বক্তব্য পাবো এখানে। পেলাম না দেখেও খানিকটা খারাপ লাগলো।
যাকগে, এইসব নিয়ে আর কথা না বাড়াই। এই পোস্টের সকল ভালবাসা সিসিবি-র উদ্দেশ্যে নিবেদিত, আমিও দ্বিধাহীন চিত্তে সেখানেই শামিল হই।
জয়তু সিসিবি। :clap:
www.tareqnurulhasan.com
তারেক তোমার ব্যাখাটা ভালো লাগল।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমারও ভালো লাগছে।
Life is Mad.
আমি অবশ্যই একদিন না একদিন সচলে বোমা ফাটায় দিয়ে আসবো 🙁
(তারক ভাই সিরিয়াসলি নিয়েন না, আপনাদের মতন মানুষরা সচলে লিখেন, তাই সিসিবিতে লিখতে একটু দেরী হলেই আমার হিংসা লাগে, এইজন্য বললাম 😛 )
ইয়ে ব্যাপারটা 'তারেক ভাই' হবে
আমি ব্যক্তিগত ভাবে আইলসা টাইপের একজন মানুষ। সচলে আমরা যারা আছি তাদের মতামত না থাকায় তারেক ভাইয়ের খারাপ লাগবে এইটা জানলে হয়তো আরো আগেই আইলসামি ঝেড়ে কমেন্ট করতাম।যাইহোক, ব্যক্তিগত ভাবে আমার সচল চারণ অভিজ্ঞতা খুবই মধুর। রেজিস্ট্রেশন পিরিয়ড থেকে শুরু করে এখন অবধি। রেজিস্ট্রেশন এর সময় সচলের কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় এটা ঠিক। সেটা একটা ক্লোজড কমিউনিটি হিসেবে থাকাই স্বাভাবিক। যার ভাল্লাগবে সেটা মেনে থাকার চেষ্টা করবে, না হৈলে নাই। সিম্পল লাইক দ্যাট। তবে এই কড়াকড়ির বিনিময়ে ব্লগিংএর যে সুন্দর পরিবেশ পাওয়া যায় তার বিনিময়ে এতটুকু বোধহয় মেনে নেয়াই যায়। কাজেই যদি আমার কথা বলি তাহলে বলবো সচলে ব্যক্তিগতভাবে আমাকে কোন খারাপ অভিজ্ঞতা ফেস করতে হয়নাই। বরং এমন কিছু মানুষের সংস্পর্শে এসেছি যাদের কোনদিন না দেখার পরও কখনো দুরের মানুষ ভাবতে পারিনা।
তবে আমার ক্ষেত্রে না হলেও আমার মনে হয়েছে (এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত) কিছু কিছু সদস্য সচলের ক্ষেত্রে অনাবশ্যক বেশি টাইম আবার কিছু কিছু সদস্য সচলের ক্ষেত্রে সচলের নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করার চে অন্য কিছু প্রভাবক হিসেবে কাজ করেছে। এই জিনিসটা ব্যক্তিগত ভাবে মাঝে মাঝে আমার খুব খারাপ লাগসে। তবে একটা জিনিস, সেটা যাই হোক না কেন, ভাল মন্দ মিলিয়েই হয়। সব মিলিয়েই বলি,আই সিম্পলি লাভ সচলায়তন। ওখানে ব্লগিং করার সুযোগ না পেলে আমার হয়তো কোন দিনই ব্লগিং করা হতোনা সেভাবে। সাম ইনে ছিলাম। বাট সেখানকার পরিবেশ আমার কোন কালেই ভাল্লাগেনি।শুধু সাম ইনে থাকলে আমি নিশ্চিত কয়েকদিন পরেই ব্লগিং বানানটাও একসময় ভুলে যেতাম। কাজেই আমার মত একটা মানুষ, যে কীনা কোন নির্দিষ্ট একটা কাজে কখনো বেশিদিন টানা লেগে থাকতে পারেনা ,এখনো যে টুকটাক হাবিজাবি ব্লগিং করছে তার সিংহভাগ অবদানের জন্য আমি সচলের কথাই আগে স্মরণ করবো।
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ, তোমার কথা খুব ভালো লাগল। আমি ব্যক্তিগত ভাবে তোমরা যারা ক্যাডেট এবং সচলকে জমিয়ে রাখছ তাদের জন্য গর্ববোধ করি।
তবে সচলকে ব্লগ সাইট আমি বলতে চাই না। In Fact সচল নিজেকেও মনে হয় ব্লগ সাইট বলে না। এ ক্ষেত্রে তারেকে কথাটাই সচল বলে, "অনলাইন রাইটার্স ফোরাম"।
এনি ওয়ে, সচল সবথেকে পরিচ্ছন্ন সাইট।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বেশ আগ্রহ বোধ করছি....।
Life is Mad.
জিহাদ,
সচলে তোমার স্বপ্নই মনে হয় ইনজুরড হইছে, নিক বললাম না, ইংগিত দিলাম। আমারমতামতে মাইন্ড খায়ো না, চাষাভুষা ধরনের মানুষ। যা মনে আসে কয়া ফেলি। চালায়া যাও, সচলই মূলধারা। আমরা থাকবো আমাদের মতো।
ভালো থেকো।
ভাই আপনে একটু বেশি সৌজন্যতা দেখান। জুনিয়রের লগে এত সৌজন্যতা দেখাইলে পাবলিক কিন্তু আবার অন্য কিছু ভাইবা বসতে পারে। 😛
আমি আসলে সি সি বি তে অন্য কোন ব্লগ নিয়ে আলোচনায় উৎসাহী ছিলাম না তেমন একটা। আমার মনে হয় আমাদের সবারই তাই করা উচিত। কিন্তু কথা প্রসংগে যখন চলেই এলো তাই নিজের কথাটা এই ফাঁকে বলে দিলাম। কোন কিছু অন্য কারো ভাল নাই লাগতে পারে । তাই বলে নিজের ভালবাসাটুকু প্রকাশে ক্ষতি তো নেই 🙂
এই হৈলো ঘটনা। সো মাইন্ড করাকরির কিছু নাই।
সাতেও নাই, পাঁচেও নাই
তারেক ভাই,
সচল বাংলা ব্লগ সাইটগুলার মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন, লেখাগুলো খুবই মান সম্পন্ন। সচলকে এই কৃতিত্ব না দিয়ে উপায় নেই। এবং এতোগুলো ক্যাডেট সেইখানে ব্লগিং করে, এইটাতো আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার। ঠিক কি কি কারণে আমি সচলে যাওয়া বন্ধ করেছি তা এখানে বলতে চাই না। তবে আপনার আপত্তি না থাকলে একদিন সময় করে হয়তো একটা ইমেইল পাঠিয়ে দিতে পারি। সচলের মডারেটর হিসাবে আপনি হয়তো ওই দিকগুলোতে (অবশ্যই যদি সংগত ও যুক্তিযুক্ত হয়) নজর দিতে পারবেন।
আপনি আমার ব্লগে এতো বড় মন্তব্য করছেন দেখে খুব ভালো লাগছে। নিজেকে মনে হইতাছে একজন সত্যিকারের ব্লগার। 😛
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আমিও সত্যিকারের ব্লগার হপো :((
:salute:
আপনি এত সুন্দর করে লিখেন কেমন করে ভাইয়া?? আপনার লিখা যে আমার কি ভালো লাগে...কি ভালো লাগে...
লজ্জা দিলা আফামনি। :shy: :shy: :shy:
তোমরা আছো দেইখাই তো লেখতে ইচ্ছা করে। 🙂