গাছিওবায়োগ্রাফি!!!

দুইদিন ধরে মনটা খারাপ হয়ে আছে, আবহাওয়ার কারনে…বৃষ্টি-ঝড়। শুধু বৃষ্টি হলে সমস্যা ছিল না…যত নষ্টের গোঁড়া সাথের ওই ঝড়ো হাওয়া।
আহারে! না জানি আমার কত ছোট-বড় ভাই কষ্ট পাচ্ছে…অনেকের নিশ্চয়ই হাত-পাও (ডাল-পালা?) ভেংগে গেছে…গত বছরও এই সময়টা আমাদের জন্য খারাপ গেছিল…’সিডর’ এর কারনে…টিভিতে যখন দেখতাম নাম না জানা আমার হাজার হাজার ভাই পড়ে আছে…চোখ ফাইট্যা কান্না
আসত!!! :((
এবার তাও মন্দের ভাল…..

সবাই ভাবে আমাগো আবেগ-অনুভূতি নাই…এটা কিন্তু ঠিক না…আমাদের সর্বকালের অন্যতম প্রিয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কিন্তু প্রমান করে গেছেন গাছেরাও মানুষ!!! (জগদীশদা, পেন্নাম!!!) :salute:
আমরা ঠিক করছি, ওঁনাকে আমরা সম্মানস্বরুপ জেসিসি’র মরনোত্তর ক্যাডেটশীপ প্রদান করব…
দেখি, আগামী বৃক্ষমেলায় (রি-ইউনিয়ন এ!) প্রস্তাবটা পাশ হয় কি না…

সবাইকে অক্সিজেন সমৃদ্ধ সবুজ শুভেচ্ছা।

৩,৭২২ বার দেখা হয়েছে

৩৪ টি মন্তব্য : “গাছিওবায়োগ্রাফি!!!”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    রবিন ভাই, খুব টেনশন এ ছিলাম-লেখাটা বেশি আজাইরা টাইপ হইল কিনা... 🙁
    অহন একটু ভালা লাগতাছে... 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    দোস্ত আরিফ, 'আগাছা' নিয়া তর এত জ্ঞান থাকায় আমি অবাক হই নাই... :))
    তোরে দেইখ্যা আমার আগেই সন্দেহ হইত, অক্ষন শিওর হইলাম... 😛


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    @ কবীর ভাই,আসেন গাছ মার্কায় ইলেকশনে দাড়াই।আমি আওয়ামিলীগের কট্টর সাপোর্টার হওয়ার পরেও জীবনে পরথম ভোট বি এন পি রে দিমু কারণ অদের লোগো তে গাছ থুক্কু ধানের শীষ আছে 😀 কি লিখা লিখলেন গো মামু হাইসা কুল পাইতাছিনা...
    @ফয়েজ ভাই,গাছের নামকরণ নিয়া এট্টা ব্লগ লিখছিলাম পইড়া দেখতে পারেন...অতি নিম্নমানের ব্লগ কিন্তু ইনফরমেশন দেওয়া আছে 😀

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মাসরুফ, দুনিয়ায় গাছ কি কম পড়ছে?
    মার্কাই যদি বানাবো তাইলে ধান গাছ না, এক্কেরে বাওবাব গাছ... 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    @আরিফ ভাই,ওই মিয়া গাছ আর চুল(আগ্রহী পাঠক অর্থব্যক্তির খাতিরে আমাদের প্রতিবেশী একটি দেশের রাষ্ট্রভাষায় বাংলা শব্দটি অনুবাদ করতে পারেন) কি এক জিনিস যে ৪০ দিন পর পর কাটা লাগবো?ধুর মিয়া আপনে একটা যা-তা 😛

    জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    মাসরুফ, তোমার কথা মত মিয়ানমারের ভাষায় অনুবাদ করে কিছু পাইলাম না…

    :)) :)) :)) :)) ওই কবীর, মরতুজা ভাই তোমারে শিখাইতে না চাইলেও দরকার পড়লে অন্য ব্যবস্থা নিমু 😀 😀 জটিল জটিল সব কমেন্ট 😀 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  7. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ফৌজিয়ান ভাই, ঠ্যাঙ্কু! মনটাই ভাল হয়ে গেল... 😀
    তয় একটা জিনিস, "মরতুজা ভাই তোমারে শিখাইতে না চাইলেও দরকার পড়লে অন্য ব্যবস্থা নিমু"- ব্যবস্থাগুলো একটু শরীয়ত সম্মত রাইখেন... 😉
    (দুই দিনের দুনিয়া, সবই মোহ মায়া... O:-) )


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  8. জুনায়েদ কবীর (৯৫-০১)

    দোষ তো মিয়া তোমারই, এত্ত জটিল সব কুলু (clue) দিলে চলবে? :-B

    অফ টপিকঃ অই জিনিস 'ধরি ফালাইতে' চাই না...গ্লাভস্‌ দিয়েও হলেও না... 😮


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  9. জুনায়েদ কবীর (৯৫-০১)

    তানভীর ভাই, আমি কবীর এবং জুনায়েদ- দুটোই। ক্যাডেট নাম ছিল কবীর আর বর্তমানে জুনায়েদ নামে পরিচিত। তাই, আপনার দুইটার মধ্যে যে নামে ইচ্ছা ডাকতে পারেন।

    সবাই এত সুন্দর সব মন্তব্য করেছেন, মনটাই ভাল হয়ে যায়...সবাইকে ধন্যবাদ।


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  10. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ঠিকই বলছেন আজিজ ভাই, আমাদের প্রচার করার কিছু নাই...
    ঐ যে কথায় বলে না,'বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়!!!' 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।