টুশকি ১২

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১৩]

১. কুমিল্লার একটা ইউনিটে জনা ত্রিশেক নতুন সৈনিক যোগদান করেছে। এ্যাডজুট্যান্ট জিজ্ঞেস করল, “সামনে বক্সিং কম্পিটিশন আছে, কে কে বক্সিং করবি”? কেউ হাত তোলে না। যথারীতি সিএসএম ঘন্টাখানের রগড়ায়ে নিয়ে আসে। এইবার প্রশ্ন করা মাত্র সবগুলো হাত খাড়া হয় – একজন ছাড়া। কারণ জিজ্ঞেস করতেই বলে, “আমার আম্মা আমারে মারামারি করতে নিষেধ করছে”।

২. স্ল্যাং মিলিটারি ইউনিফর্মেরই একটা অংশ – বোধ করি এই কথাটাকে স্মরণ করেই ছোট্ট একটা ছড়া চালু আছে এরকম:

স্যার বলেছে ুিরভাই,
আনন্দের আর সীমা নাই।

৩. আমার এক কলিগ ব্যাডমিন্টন খেলার সময় প্রতিপক্ষকে খুব ভালো স্লেজিং করতে পারে। সমস্যা হল সে মাঝে মাঝে নিজেই নিজেকে স্লেজিং করে এবং অবধারিতভাবে কয়েকটা শট মিস করে।

৪. শোনা গল্প: আইভোরি কোস্ট মিশন এলাকায় বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে রেসপন্স পেয়ে টু পাইস ইনকাম হলেও বাংলাদেশীদের কাছ থেকে কোন পাত্তা না পেয়ে বিরক্ত মহিলাদের মন্তব্য, “ইউ বাংলা – বিগ প্রবলেম। নো ঝিকিঝিকি নো পমপম”।

৫. কলেজে একবার একটা ছোট্ট প্যাঁচা পাখি আমাদের হাতে পাকড়াও হয়েছিল। সেটাকে নামকরণ করা হয়েছিল “শোয়েব”। কারণ, আমাদের ক্লাসমেট একজনের টিজনেম ছিল “প্যাঁচা” আর ওর ছোট ভাইয়ের নাম ছিল ‘শোয়েব’।

৬. মেসের রান্না খারাপ হলে মেস এনসিও ইন চার্জকে ঝাড়ি মারা হচ্ছে। এক পর্যায়ে আর থাকতে না পেরে বেচারা বলে উঠল, “আই (আমি) কি ফাক (পাক) কইচ্চি নি? ফাক কইচ্চে তো মোর ককে (কুক)”।

৭. আর্মিতে একই শব্দের ভিন্ন অর্থে কতিপয় ব্যবহার:

খাবার পরিবেশন অর্থে = খানা লাগানো হইছে স্যার।
শাস্তির ভয় দেখানো প্রসঙ্গে = ইডি লাগাই দিব কিন্তু।
শাস্তি দেয়া প্রসঙ্গে = লাগান, তাড়াতাড়ি দশটা ফ্রন্টরোল লাগান।
গাড়ী রেডি করা বোঝাতে = জিপটা লাগাও তো।
ছিদ্রান্বেষী বোঝাতে = সবার পিছনে এইভাবে লাইগা থাকলে হবে?
প্রমোশন বোঝাতে = র‌্যাংক কবে লাগাইলা?
বাৎসরিক বেতন বৃদ্ধি বোঝাতে = এই বছর ইনক্রিমেন্ট ঠিক লাগবে।
টেলিফোনে নম্বর মিলানো = ৯১১ নম্বরটা লাগান তো।
অকেজোকরণ করা প্রসঙ্গে = দুইটা মগ কনডেম লাগাইছি।

৮,৩৭৬ বার দেখা হয়েছে

১৩৮ টি মন্তব্য : “টুশকি ১২”

  1. তানভীর (৯৪-০০)
    “আমার আম্মা আমারে মারামারি করতে নিষেধ করছে”
    “ইউ বাংলা - বিগ প্রবলেম। নো ঝিকিঝিকি নো পমপম”
    “আই (আমি) কি ফাক (পাক) কইচ্চি নি? ফাক কইচ্চে তো মোর ককে (কুক)”

    সায়েদ ভাই, দিলেন তো এইবার উড়াইয়া! :boss: :boss: :boss:

    জবাব দিন
  2. রবিন (৯৪-০০/ককক)
    “আমার আম্মা আমারে মারামারি করতে নিষেধ করছে”।
    “ইউ বাংলা - বিগ প্রবলেম। নো ঝিকিঝিকি নো পমপম”

    পমপম শব্দটা প্রথম শুনি থাইল্যান্ডে গিয়ে। রাস্তায় রাস্তায় বিকাল থেকেই শুনা যায়।

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    সায়েদ ভাই,শালার সিসিবি ব্লগ পড়লে বিসিএস পিরিপারেশন অর্ধেক হয়া যায়।একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ প্রশ্ন বিসিএসে এক্কেবারে বান্ধা 😀 দুই মার্ক কমন পাই গেলাম 😀 😀

    জবাব দিন
  4. টিটো রহমান (৯৪-০০)

    'নো ঝিকিঝিকি নো পমপম'কথাটা মনে ধরছে। চালু করতে হইব :dreamy:

    ককে ভাল ফাক না কইললে কক চেন্জ করা উচিত 😛

    আর্মিতে লগা-লাগি খুব বেশি

    সেইরম হইছে ভাই । ফাটাফাটি......... :khekz: :khekz: :khekz: :gulti:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  5. মুসতাকীম (২০০২-২০০৮)

    সায়েদ ভাই পুরা উরাধুরা এক্কেরে ঝিকিঝিকি পমপম। 😀 😀 😀


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সায়েদ দোস্ত,
    অনেকদিন পর টুশকি দেইখা পাচ তলা থেইকা 'ইরা' গেলাম। ফলাফল, পিরা গেলাম লগেলগেই, বাট, যাও 'বিচা' ছিলাম সাত নম্বরের বেশুমার 'লাগালাগি' দেইখা ফিট কইরা 'মিরা' গেলাম। =))

    এখন ক আমারে ধিরা তুলবো ক্যাডায় 😕

    দোস্ত পুরা সেইরকম হইছে :boss:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  7. তাইফুর (৯২-৯৮)

    চ্রম হইসে, চ্রম।

    'নো ঝিকিঝিকি, নো ফুকু ফুকু
    অনলি বুবি পাঞ্চিং'
    (কক্সবাজার ঘুড়ে গিয়ে এক ইটালিয়ান মহিলা পর্যটক তার অভিজ্ঞতা বর্ণনাতে বলেছিলেন। মহিলা'র নাম ভুলে গেছি।)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  8. তৌফিক

    ১...

    কোন সন্দেহ নাই, সিসিবির সবচেয়ে পাঠক প্রিয় সিরিজ এটা। মরতুজা ভাই, মাইন্ড খায়েন না, আপনারটা কঠিন ফাইট দিবে এ ব্যাপারে। অন্তত আমার ধারণা তাই।

    ২...

    ইউ বাংলা - বিগ প্রবলেম। নো ঝিকিঝিকি নো পমপম

    দাদা কি ভাবীকে ইমপ্রেস করতে চাচ্ছেন? 😀

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।