টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১৩]
১. কুমিল্লার একটা ইউনিটে জনা ত্রিশেক নতুন সৈনিক যোগদান করেছে। এ্যাডজুট্যান্ট জিজ্ঞেস করল, “সামনে বক্সিং কম্পিটিশন আছে, কে কে বক্সিং করবি”? কেউ হাত তোলে না। যথারীতি সিএসএম ঘন্টাখানের রগড়ায়ে নিয়ে আসে। এইবার প্রশ্ন করা মাত্র সবগুলো হাত খাড়া হয় – একজন ছাড়া। কারণ জিজ্ঞেস করতেই বলে, “আমার আম্মা আমারে মারামারি করতে নিষেধ করছে”।
২. স্ল্যাং মিলিটারি ইউনিফর্মেরই একটা অংশ – বোধ করি এই কথাটাকে স্মরণ করেই ছোট্ট একটা ছড়া চালু আছে এরকম:
স্যার বলেছে ুিরভাই,
আনন্দের আর সীমা নাই।
৩. আমার এক কলিগ ব্যাডমিন্টন খেলার সময় প্রতিপক্ষকে খুব ভালো স্লেজিং করতে পারে। সমস্যা হল সে মাঝে মাঝে নিজেই নিজেকে স্লেজিং করে এবং অবধারিতভাবে কয়েকটা শট মিস করে।
৪. শোনা গল্প: আইভোরি কোস্ট মিশন এলাকায় বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে রেসপন্স পেয়ে টু পাইস ইনকাম হলেও বাংলাদেশীদের কাছ থেকে কোন পাত্তা না পেয়ে বিরক্ত মহিলাদের মন্তব্য, “ইউ বাংলা – বিগ প্রবলেম। নো ঝিকিঝিকি নো পমপম”।
৫. কলেজে একবার একটা ছোট্ট প্যাঁচা পাখি আমাদের হাতে পাকড়াও হয়েছিল। সেটাকে নামকরণ করা হয়েছিল “শোয়েব”। কারণ, আমাদের ক্লাসমেট একজনের টিজনেম ছিল “প্যাঁচা” আর ওর ছোট ভাইয়ের নাম ছিল ‘শোয়েব’।
৬. মেসের রান্না খারাপ হলে মেস এনসিও ইন চার্জকে ঝাড়ি মারা হচ্ছে। এক পর্যায়ে আর থাকতে না পেরে বেচারা বলে উঠল, “আই (আমি) কি ফাক (পাক) কইচ্চি নি? ফাক কইচ্চে তো মোর ককে (কুক)”।
৭. আর্মিতে একই শব্দের ভিন্ন অর্থে কতিপয় ব্যবহার:
খাবার পরিবেশন অর্থে = খানা লাগানো হইছে স্যার।
শাস্তির ভয় দেখানো প্রসঙ্গে = ইডি লাগাই দিব কিন্তু।
শাস্তি দেয়া প্রসঙ্গে = লাগান, তাড়াতাড়ি দশটা ফ্রন্টরোল লাগান।
গাড়ী রেডি করা বোঝাতে = জিপটা লাগাও তো।
ছিদ্রান্বেষী বোঝাতে = সবার পিছনে এইভাবে লাইগা থাকলে হবে?
প্রমোশন বোঝাতে = র্যাংক কবে লাগাইলা?
বাৎসরিক বেতন বৃদ্ধি বোঝাতে = এই বছর ইনক্রিমেন্ট ঠিক লাগবে।
টেলিফোনে নম্বর মিলানো = ৯১১ নম্বরটা লাগান তো।
অকেজোকরণ করা প্রসঙ্গে = দুইটা মগ কনডেম লাগাইছি।
শোয়েব তোমার মাথা এইবার ফাটাবে নিশ্চিত।
টুশকি রেটিং তো বাইরা গেল এইবার
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হ, আন্নে ত দিলেন শুরু কইরা ~x(
😛 😛 😛 সুরি 😀 ।
Life is Mad.
আপনার এই পোস্টে পাঁচ তারা লাগালাম... =))
গত কয়েক পর্বের মধ্যে সেরা এটা... :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:shy: :shy: :shy:
Life is Mad.
সায়েদ ভাই, দিলেন তো এইবার উড়াইয়া! :boss: :boss: :boss:
পড়ে যাওয়া = পিরা
মরে যাওয়া = মিরা
উড়ে যাওয়াটা কি হবে :-/ :-/ ??
Life is Mad.
কয়েকদিন থাকার পর ঐ প্যাঁচাটা আর উইড়া যাইতে পারে নাই। বেচারা মিরা গেছিল 🙁 ।
Life is Mad.
"ইরা" হইব মুনে হয় 😛
পমপম শব্দটা প্রথম শুনি থাইল্যান্ডে গিয়ে। রাস্তায় রাস্তায় বিকাল থেকেই শুনা যায়।
😛 রাস্তায় রাস্তায় বিকালে আপনেও কি পমপম কর্তেগেছিলেন? 😛
মাস্ফু, বয়স হোক, তারপর বলব নে
কার বয়স হোক মাস্ফু'র না তোর?
😉 😉
বেটা তুই আবার আমারে পিন দেস কেন? মাস্ফু এর বয়স এর কথা কইতাছি। ওই মাস্ফু, আমি থার্টি ফাস্ট করতে থাইল্যান্ড যাইতাসি। পম পম এর ছবি দিমু নে। তুই, জাস্ট ফ্রেন্ড বানাইস
😮 ৩১সট করতে থাইল্যান্ডে???? যাইয়েন না মামা বড়ই বিদায়াতী যায়গা-বিশেষ কইরা পাতায়া সী বিচ---নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ!!
হোরে। লাস্ট ফেব্রুয়ারীতে গেছিলাম। হঠাত মনে পড়লো, যাই, ওদের একটু হেদায়েত কইরা আসি
:khekz: :khekz: :frontroll: :frontroll:
Life is Mad.
নাহ, মনে হইতাসে, থাইল্যান্ড টুর নিয়া ১টা লেখা দিতে হবেক
:(( না আমি এখনি শুনপো :((
ঐ ব্যাডা, পড়তে বস... 🙁
ফার্স্ট হওয়া চাই কিন্তু... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পাঁচ নাম্বার টা ছারা সবগুলা সিরাম ওইছে। হাসতে হাসতে আবার পিরা যাইতাছি :goragori:
আফ দ্যা রেকর্ডঃ পাঁচ নাম্বার টাও সিরাম ওইছে
😛 😛 😀 😛
Life is Mad.
না হবে না।আমি ঝিকিঝিকি আর পমপম করপো :(( :((
এক জীবনে আর কত কিছু করপি............
দুষ্টু হয়া গেছে পোলাপাইন 😛 😛 ।
Life is Mad.
সায়েদ ভাই,শালার সিসিবি ব্লগ পড়লে বিসিএস পিরিপারেশন অর্ধেক হয়া যায়।একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ প্রশ্ন বিসিএসে এক্কেবারে বান্ধা 😀 দুই মার্ক কমন পাই গেলাম 😀 😀
অফ টপিক-এই শোয়েবই কি আমি যার কথা ভাবতেছি সেই শোয়েব(ইনি এই ব্লগের কতিপয় ব্লগারের ব্যাচমেট 😛 ,এইখানেও তাঁর মন্তব্য আছে)?
বেশি বেফাঁস কথা কইলে কিন্তু............ x-( x-(
কিরে :bash:
এই ছুড ভাই ক্যাডেট হইছিল কি না মনে করতে পারতেছি না।
আচ্ছা, হের বড় ভাইরে জিগাই লই।
তারপর কমুনে।
Life is Mad.
😀 😀 মুনে হইতাছে এক্কেরে বুলস আই,আফনের ঠিক উপরের কমেন্ট দেখেন মামু 😀
এই শোয়েব ছুডুভাই পরবর্তীতে আমাদের কলেজেরই ক্যাডেট হইছিল। তবে ততদিনে আমরা এক্স ক্যাডেট হয়া গেছি 😛 😛 ।
Life is Mad.
*অফ হইব ~x(
যথারীতি। 😉
'নো ঝিকিঝিকি নো পমপম'কথাটা মনে ধরছে। চালু করতে হইব :dreamy:
ককে ভাল ফাক না কইললে কক চেন্জ করা উচিত 😛
আর্মিতে লগা-লাগি খুব বেশি
সেইরম হইছে ভাই । ফাটাফাটি......... :khekz: :khekz: :khekz: :gulti:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
উফ ভুল কইরা ভালরে কি লিখছি 😕 ঠিক করা যায় না ?
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তোরেও আজকাল মাস্ফু'রোগে ধরছে। 😉 😉
মাস্ফু’তোমার রোগ সারাও...তাইলে আমিও বাঁচি
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঠিক কইরা দিছি।
😛 😛 😀 😀
Life is Mad.
এইবারের টুশকিতে ৫ লাগাইলাম। পুরা ঝিকিঝিকি পমপম। 😉 😉
😀 😀 😀
আচ্ছা, এই কথার মানে কি 😕 :-B :-/ ?
কেউ কি বুঝায়ে দিবেন 😀 😛 ?
Life is Mad.
মানে - "পিকিঝিকি ঝমঝম"
😀 ঝাতির বিবেকের কাছে প্রশ্ন- ঝিকিঝিকি পমপম মানে কিইইইইইইইইইইইইইইইই? 😛
'ঝিকিঝিকি পমপম'
আমার মনে হয়, ঝকঝকা ঝাস্ট পেরেন্ডগো লগে ঝাক্কাস পেম পেম [মতান্তরে পম পম] খেলা ;))
😮 😮 😮 ওই মিয়া যাস্ট ফেরেন্ডগো লগে অইগুলা করে লুইচ্চা টাইপ পুলাপাইন আর এই রিলেশনের আরেকটা নাম আছে নসুতে-এইরকম ফেরেন্ড গুলারে কয় "ফা* বাডী"
x-( আমি এইগুলার থিকা শত হস্ত দূরে থাকি-ছি কি অশ্লীল!
সিনিয়রের লগে বান্ধবি পাতানির লাইগা তরে দশটা ই ডি লাগানি হইলো। :gulli2:
একজায়গার কমেন্ট আরেক জায়গায় দেয়ার লাইগা নিজেরেই দশটা ইডি দিলাম :bash: :bash:
=)) =))
সিনিয়ের অটো ইডিতে গিরগিরায়া হাসার লাইগা তরেও দশটা ইডি দেয়া হইলো x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
:boss: পুরা ঝিকিঝিকি পমপম।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দিলাম পাঁচ তারা 'লাগাইয়া'... পুরা ঝিকিঝিকি পমপম। 😀
সায়েদ ভাই পুরা উরাধুরা এক্কেরে ঝিকিঝিকি পমপম। 😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
যথারীতি দারুণ। :gulli2: :gulli2: :gulli2:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সেই রকম। কোনটা রেখে কোনটা কোট করি। :boss:
তোমার কমেন্টটাই তো কোট করার মতন হইছে... :-B
:clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:shy:
সায়েদ দোস্ত,
অনেকদিন পর টুশকি দেইখা পাচ তলা থেইকা 'ইরা' গেলাম। ফলাফল, পিরা গেলাম লগেলগেই, বাট, যাও 'বিচা' ছিলাম সাত নম্বরের বেশুমার 'লাগালাগি' দেইখা ফিট কইরা 'মিরা' গেলাম। =))
এখন ক আমারে ধিরা তুলবো ক্যাডায় 😕
দোস্ত পুরা সেইরকম হইছে :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
নব্য বাংলা গদ্যরীতির সার্থক ব্যবহারকারী(আবিস্কারক শ্রী রবিনাচার্য)শ্রী শ্রী কাইউম ঠাকুরকে অভিনন্দন 😀
:ahem:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইউম ভাই, ইমো দিয়া পার পাইবেন না,কমেন্ট দ্যান কইলাম যদি ভালা চান x-(
তলে আবিষ্কারকাচার্যরে দ্যাখ কেমনে পিরা গিয়া গিরগিরাইতাছে =)) আর আমি সামান্য ব্যবহারকারী ঠাকুর হয়া বেশি আর কি করুম =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
:boss:
মানে কি ভাই?
মাস্ফুর দেয়া আমাগো পিরা ল্যাংগুয়েজের উপাধিরে :bash:
সংসারে প্রবল বৈরাগ্য!
:goragori: :goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz:
ফৌজিয়ান ভাই, আপনেরে না দেইখ্যা পিরা অবস্থায় ধিরা তিলার কথা দিতে পিরতিছিনা...কারন আপনে যদি মাসরুফের মিতন হন-তিলে ধিরতে গিলে আমার নিজেরই পিরা যাবার পিসিবিলিটি আছে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
টিনশন নিস না, আমি মাস্ফুর মতন না :)) । পিরা থিকা ধিরা তিলতে বিশি ডিস্টার্ব হইবোনা। তোর অন্তত পিরা যিবার কিংবা পিরা গিয়া মিরা যাবার পিসিবিলিটি নাই 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
যাক হাঁফ ছিড়া বিঁচলাম...আমি তো ভয়ই পিয়া গিছিলাম- খাল কিটা তিমি ডিকা আনলাম না তো?? 😕
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
x-( মাস্ফু আবার কি দোষ করল?এই হ্যাংলা পাতলা, ছুড খাড পোলাডারে নিয়া এত মাথাবেথা ক্যান আফনেগো? x-(
তোরে আমি টাইনা আনিনাইরে, জুনায় আনছে, সো মাথা ব্যথা না, ক' কান্ড ব্যথা :grr:
বুজসি।উনার নাইট্রোজেন সার বেশি পইড়া গেছে।যাই গোবরওয়ালারে খবর দেই-জৈব সার পাইলে যুদি কিছু ঠিক হয় 😛
ভাল মাটি পেয়ে গায়ে গতরে বেড়ে তোমার সাহস বাড়ছে...দাঁড়াও মালি ডাইকা আজই তোমারে ছাঁইটা দেওনের এন্তেজাম করতাছি... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি এখন ঝিকিঝিকি পমপম করতে যাপো।আমাকে বাধা দেওয়ার অপচেষ্টা না করতে বৃক্ষ মো জু কবীর সাহেবকে বিনীত অনুরোধ করা হল B-)
হে অরণ্য দেবতা! তুমি তোমার ঐ দীর্ঘকায় বৃক্ষকে ভ্রষ্টাচার হতে রক্ষা কর...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কই যাবি?
মনে হয় বোটানিক্যাল গার্ডেনে ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও পাঁচ 'লাগাইলাম'
ঝিকিঝিকি পমপম। পিকিঝিকি ঝমঝম। ;;)
সংসারে প্রবল বৈরাগ্য!
😮 :gulti: 😮 :gulti:
:gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
মামা তোমরাই তো জমায়া দিলা... :frontroll: :frontroll:
Life is Mad.
পিকিঝিকি ঝমঝম।
😀 😀 :)) :)) :khekz: :khekz:
Life is Mad.
এইটা মনে হয় পিকিপিকি ঝমঝম হবে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
৫নং এ ৫ 'লাগাইলুম'। বাকীগুলাতে 'ঝিকিপম ঝিকিপম' 😀
x-(
চ্রম হইসে, চ্রম।
'নো ঝিকিঝিকি, নো ফুকু ফুকু
অনলি বুবি পাঞ্চিং'
(কক্সবাজার ঘুড়ে গিয়ে এক ইটালিয়ান মহিলা পর্যটক তার অভিজ্ঞতা বর্ণনাতে বলেছিলেন। মহিলা'র নাম ভুলে গেছি।)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮 😮 😮 😮
😮 😮 😮 বুবিপাঞ্চিংকি? 😮 😮 😮 😮 😮 😮 😮 😮
😮
"বুবি পাঞ্চিং"... এইটা আবার কি??? 😮 😮 😮 😮
মাসরুফ, কই গেলা? একটু বুঝাইয়া দাওনা রে ভাই!!
:shy: আমি ছুড মানুষ আমি এইগুলা বুজি না যান যে ল্যাকছে তারেই জিগান :shy:
ভাই, যা শুনাইলেন, পিরা গেলাম একেবারে।
😮
সংসারে প্রবল বৈরাগ্য!
ঝিকিঝিকি পমপম।
পিকিঝিকি ঝমঝম।
ঝিকিঝিকি ফুকু ফুকু
অতিসত্তর এইতিন্টার ইমো এড করার জন্যে এডমিনের কাছে জোর দাবি জানাই। 😉 😉
বুব থুক্কু বুবি পাঞ্চিং’??? ~x( ~x( এইডা কি বস??? :goragori: :goragori:
এইডা কি বুবিঝিকি বুবিঝিকি???? ;)) ;))
অশ্লীল অশ্লীল 😛
😀 😀 😀
বুবিঝিকি বুবিঝিকি, ঝমপম ঝমপম
পমপমাপমপম পমপমাপমপম ;))
বাহ, বড়ই সৌন্দর্য্য ছড়া লেইখা ফেলসি মনে লয়, ক্যামনে লেখলাম :dreamy: নিজেরেই :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
সায়েদ ভাইয়ের ঝিকিঝিকি পমপম দেখি "পিরা যাওয়ার" মতই হিট 😀
কাইউম,
ছড়া সুন্দর হয়েছে। যদিও মাঝে মাঝে কিছু ছন্দ পতন আছে।
ও অবশ্য কিছু না ... বিয়ে করলে ঠিক হয়ে যাবে।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জবর বলেছিস মামা, সত্যি বলছি মাইরি =)) =))
😛 এইবার জবর দেইখা একটা বিয়া কইরা ফেলান 😛
'জাস্ট বিয়া' ? :grr: :grr:
ব্যাচেলর গুলারে নিয়া এই এক প্রবলেম। খালি লাফালাফি করে। 😐
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মামাজি উয়ো তো হ্যায় হি দিল্লি কা লাড্ডু, যো খায়া উয়ো পস্তায়া,যো নেহি খায়া উয়ো ভি পস্তায়া 😛
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমিও জাস্ট বিয়া করতে চাই, ১টা জাস্ট বিয়ে করার মত মেয়ে চাই।
৪ টা কইরা জায়েজ আছে। তোর যেহেতু ১ টাতেই হবে বাকি ৩ টা আমারে দিয়া দিস। ঝিকিপম ঝিকিপম খেলুম। 😉 😉
কইতে ভুইলা গেছিলাম, বাকি গুলা রে নিয়া আমি পম পম প্রাকটিস করমু :shy:
=))
সংসারে প্রবল বৈরাগ্য!
সকল বিয়া মানেই এরপর ঝিকিঝিকি পমপম...কিন্তু সকল ঝিকিঝিকি পমপম মানেই এর আগে বিয়া নয়... :-B :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) =))
এই কথায় মাসরুফ মজা পাইছে বেশি।পাওনের ই কথা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
x-( আর রক্ষা নাই।একুশের গল্পের এডাল্ট ভার্সন বানানো থিকা আমারে কেউ ঠেকাইতে পারবো না x-(
:khekz: :khekz: :khekz: :goragori: :goragori: :goragori:
ওইক...তুই এত কেলাইসনা... তোর আর তোর **ষা ম্যাডামের :-* 😡 'ঝিকিঝিকি পুমপুম' বাইর করতে আমি শনিবারে আইতাসি তোর এল এ সি হোস্টেলে... মান সম্মান ইজ্জত কিচ্ছু রাখলিনা... :chup:
অফ টপিকঃশনিবারে তোর রুম এ একটু এয়ার ফ্রেশনার লাগাইয়া রাখিস... :khekz: :khekz:
নইলে পলাশ তোর রুমে পাদিবেনা। 😮 😮
😕 😕
এডু রে কইয়া ব্লগেও মাঝেমধ্যে একটু এয়ার ফ্রেশনার 'লাগায়া' দেয়ার বন্দোবস্ত করা দরকার। তাইলে ব্লগ এর পরিবেশটাও ভালো থাকবে... এবং সকলে এখানে নিশ্চিন্তে পাদিতেও পারবে... ;))
রাজীব ভাই হাসেন কেন?আপনের তো এখন ইয়া নফসি অবস্থা হওনের কথা-অন্য ব্লগে দেখেন আপনের ইজ্জতের ফালুদা হওয়ার কাহিনি চলতাছে-এবাউট "**ষা" ম্যাডাম 😛
কিরে তোরে নিয়ে এইসব কি শুনি? :-/
মাস্ফু... "**ষা" :-* :-* :-* ম্যাডাম তোর 'ফ্রেন্ড' হইলে তো সম্পরকে রাজীব এর 'ভাগ্নী' হয়... তাই না??? :goragori: :goragori: =))
কাহিনি ত কিছু বুঝতেসি না।।খারা দেইখা লই 😕
😮 😮 😮 😮
বেশি খারা করাইস না। 😉 😉 😉
:))
সংসারে প্রবল বৈরাগ্য!
:goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz:
১...
কোন সন্দেহ নাই, সিসিবির সবচেয়ে পাঠক প্রিয় সিরিজ এটা। মরতুজা ভাই, মাইন্ড খায়েন না, আপনারটা কঠিন ফাইট দিবে এ ব্যাপারে। অন্তত আমার ধারণা তাই।
২...
দাদা কি ভাবীকে ইমপ্রেস করতে চাচ্ছেন? 😀
😛 বুজসি মামা,আপনে মামীরে এইডা কইয়া ইম্প্রেস করেন 😛
মনে মনে খুশিই হচ্ছিলুম...কিন্তু ২ নং পয়েন্টে টাশকি.... 😮 😮 ।
Life is Mad.
টুশকি'র লেখক দেখি টাশকি ও খায় ...
সুকুমার রয় যথার্থই বলেছেন ...
'ও বগী তুই খাস কি??
টুশকি না টাশকি??
টাশকি আমি খাই না,
টুশকি নিয়মিত পাই না,
একটা যদি পাই ...
অমনি ধরে ঝকম পকম খাই'
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
থ্যাংকস 😀 😛 😀 😛 🙂 😀 😛 ।
Life is Mad.
আমিও ঝকম পকম খাপো :((
বাদ দে। পড়তে বস
আই মিশন যাইবার চাই :(( :(( :((
মিশনে কি hunk নিয়ে যাবি , নাকি প্লেনে যাবি ?