সমস্ত দিনের শেষে ক্লান্ত হয়ে বিশ্রাম খুঁজি রাতের আঁধারে। হয়ত জানালার গ্রীলে দাঁড়িয়ে আকাশ দেখা, সিনিয়র ব্লকের সিঁড়িতে দাঁড়িয়ে কুয়াশার দৌড়, মধ্যরাতে দল বেধে এক কিলোমিটার হেটে দুধ চা খেয়ে আসা, কান পেতে শুনতে চাওয়া বাতাসের শব্দ, পূর্নিমার চাঁদ (কেমন আছ তুমি ঈদানীং), পুকুরের পারে বসে গিটারের টুংটাং শব্দে তিতাসের গান, কিংবা আবৃত্তি, অথবা বৃষ্টির ঝিমঝিম শব্দে গায়ের উপর পর্যন্ত টেনে নেয়া কম্বল, (বৃষ্টির ফোটা গুনতে চাওয়া, এটা কি ঠিক) কিংবা, অন্য আর কোন কিছু নয়। শুধুই টানা ঘুম।
মধ্য রাতের তারারা, কেমন আছ তুমি, জায়গা বদলে ফেলেছ আবার, নাকি এখনও সেই আগের জায়গায় আছ, আগের মতই মিটমিটে?
ইন্টার পরীক্ষার আগে আগে, টাল-মাটাল সময়টাতে, ইনসমনিয়া পেয়ে বসল আমায়।
নানা জটিলতায় কেটেছে কলেজের ভিতরের শেষ দুটো বছর। হয়ত এগুলো কোন জটিলতাই নয়, হবে হয়ত। কিন্তু আমি সাক্ষী, আমার রুমমেট সাক্ষী, সাক্ষী আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার, দুটো বছর প্রায় কিছুই পড়িনি আমি। প্রি-টেষ্ট রেজাল্ট দেখে ঘুম সেই যে উড়ে গেল, পরবর্তী দেড় বছর রাতগুলো কাটল প্রায় নির্ঘুম। পরীক্ষার আগের সারা দিন পড়তাম, সারারাত রিভাইজ করতাম, ঘুম ঘুম চোখে পরীক্ষা দিয়ে আসতাম। ফলাফল, কি আর, অশ্বডিম্ব। এখনো শুনতে পাই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসা প্রিন্সিপাল লেঃ কর্নেল ওবায়েদ স্যারের কন্ঠ “আর ইউ হ্যাপী উইথ ইউর রেজাল্ট?“ “নট অ্যাট অল স্যার” এছাড়া কি বলব আমি আর।
চর্তুভূজ প্রেমে জড়িয়ে পড়েছিলাম। অথবা চর্তুভূজ প্রেম ছিল না সেটা, ছিল নিছকই বন্ধুত্ব, যেমন করে অন্যরা বলেছিল আমাকে, অন্যরা মানে মাস্কেটিয়ার্স টিমের সদস্যরা। ভুলটা আমার, বুঝিনি আমি, প্রেম আর বন্ধুত্বের মাঝের দেয়ালটা এত ধুসর কিংবা অস্পষ্ট হতে পারে। অনেকটা থ্রী মাস্কেটিয়ার্স টিমে মশিয়ে ডি আঁরাতনা নয়, মাদাম ডি আঁরাতনা যোগ দিলে যা হতে পারত, অনেকটাই তেমন। এক অসাধারন জটিল পরিস্থিতি। আলেকজান্ডার দ্যুমা সে জটিলতায় যাননি। আমাকে যেতে হল, আমার ভূলের প্রায়শ্চিত্ত, আমাকেই করতে হল। হারিয়ে ফেললাম নিজের একটি শিক্ষা-বছর। নিজেকে গুটিয়ে পরের বছর চলে গেলাম খুলনায়, প্রতিজ্ঞা করলাম, গ্রাজুয়েশন শেষ না করা পর্যন্ত কোন দিকে তাকাবো না। নারীময় শৈশব আর কৈশোর পেরিয়ে নারীহীন যৌবনের গান বাধলাম।
তবে এসময় অর্জন যে কিছুই হয়নি তাই বা বলি কি করে। অনেক কষ্টের দামে বুঝেছি “কোন কিছু আশা করতে নেই কারও কাছে”। এ এক অনেক বড় “বুঝতে পারা” আমার কৈশোরের জীবনে ।
ইনসমনিয়ার সেই সময়ে শুয়ে শুয়ে কত কিছু যে গুনতাম। আকাশের তারা, ভেড়ার পাল, ডাইরীর পাতা। কাজ হত না কিছুতেই। এক অনেক বড় সাইক্রিয়াটিষ্ট (সম্পর্কে আমার আত্মীয় যদিও) এর সংগে কথা বললাম। তিনি বললেন “গুনে তো ঘুম আসে না, তুই চোখ বন্ধ করে শুবি, আর নিজেকে অটো সাজেস্ট করবি, বলবি আমি এখন ঘুমাবো। ব্যাস, এরপর ঘুমিয়ে পড়বি।“ আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম, নিজেকে অটো সাজেস্ট করলাম, সবই হোল, কিন্তু ঘুমটা হোল না।
রাজ্যের ক্লান্তি নিয়ে ঘুমালাম খুলনার ভর্তির রেজাল্ট দেবার পরে। ততদিনে আমরা সবাই অনেক, অনেক বড় হয়ে গেছি। একজন হলে তার বেডের নীচে রামদা নিয়ে ঘুমায়, আরেকজনের কোমড়ে থাকে পিস্তল, ডিএমসির সাদ’ত প্রেমে পড়ল রাজশাহীর এক মেয়ের, প্রেমের খরচ জোটাতে পড়াশুনা বাদ দিয়ে খুলে বসল ফাস্ট ফুডের দোকান, বুয়েটের প্রথম সেমিস্টারে খুব ভালো করল আরিফ, স্ট্যান্ড করা রকিবুলের নিজস্ব যুদ্ধ শুরু হল মফস্বল শহর উলিপুরে, হঠাৎ বিয়ে করে ফেলল একজন প্রেমিক, হুজুর হয়ে গেল শান্ত-শিষ্ট রেজা, আহমেদিয়া গ্রুপে যোগ দিল একজন, নেভাল ট্রেনিং এর ফার্ষ্ট টার্ম খুব ভালো করা শামস স্কলারশীপ ট্রেনিং এ যাবে মালেশিয়া, খুব যত্ন আর ভালবাসায় চিঠি লিখল আমাকে, ভরসা না হারানো গান শুনিয়ে, আর স্যান্নসীর ব্রত নিয়ে আমি চড়ে বসলাম রূপসায়, গন্তব্য খুলনা, নির্বাসনে।
কত দিন হয়ে গেল এসবের, পনেরটি বছর?!
জীবনের গতি এখন কত পালটে গেছে, পালটে গেছে আমার রাত কাটানোর ধরন। তবে এখনো অনুভব করি সেই সময়ের চাপা বেদনা, কষ্ট আর হাহাকারের জায়গাগুলোকে।
🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
২য় 🙂 🙂
বস ভাল হইসে। আমি মাত্র ৫ বছর আগে বের হইসি, তাও মনে হয় এত গুছায়ে লিখতে পারব না।
আরে পারবা পারবা। মনে হচ্ছে পারবা না, আসলে পারবা। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
অদ্ভুত!
সংসারে প্রবল বৈরাগ্য!
কোনটা, ছ্যাকা কাহিনী, ইনসমনিয়া নাকি লেখা?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
না বস্, ছ্যাকা কাহিনীও না ইনসমনিয়াও না
সংসারে প্রবল বৈরাগ্য!
সবচে দুঃসহ স্মৃতি, সবচে দীর্ঘ সময় এবং সবচে কম কথায় ...
সময়টা পেরিয়ে এসেছি............
পেরিয়ে আসতে পেরেছি............
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
খুব ভাল লেখা....কিন্তু আমি কনফিউজড..
কেন ভাইয়া কনফিউজড.........
বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই কি সাধারণ ভাবেই না তুলে ধরলেন পুরান সময়ের সেই কাহিনি। লেখাটা পড়ে কেন জানি মনে পরে গেল কলেজের সেই সময়। ভাল থাইকেন বস 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
🙂
ভাল আছি তোমাদের দোয়ায়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এটা বুঝি কেউই বুঝতে পারে না যারা এর মধ্য দিয়ে যায়। ~x(
এত কিছু থাকতে ভেড়ার পাল..... :(( :(( :((
না জানি এই সময়গুলাতে মানুষ আরও কত কি গুইনা ফালায়... 😡
এইসব ফাউল জিনিস অনুভব কইরেন না। এইগুলা মনে আইলে খুব জোর দিয়া :gulti: মাইরা চিম্বুক পাহাড়ের উল্টা পাশে ছুড়ে মারবেন। 😕
লেখা জটিল লাগছে। বরাবরের মতো ফয়েজীয় হইছে। :hatsoff:
সবকিছু কি ফেলে দেয়া যায় পাগল, নাকি ফেলে দেয়া ঠিক হয়?
ধন্যবাদ তোমাকে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাইয়ের যেকোন লেখা আমি যে কতবার করে পড়ি ... প্রতিটা লেখার পর হাজারো কথা মনে ভিড় করে ...
এই জন্যই লোকটারে আমি এতো ভালো পাই। অথচ সে বলে কিনা তেলের দাম কম x-(
:chup: :chup:
আচ্ছা টিটো কই? খুব ব্যস্ত মনে হয় তাই না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুজুরটারে :grr: :grr: :grr:
:khekz: :khekz: এহেম হাসি উইথড্র ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
😀 😀
ঠিকাছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস, এই লাইনটা কি ভাবী'র উদ্দেশ্যে? 😛
তয়, পুরা লেখাটাই পাংখা হইছে। :boss: :boss:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
শুরু বলতে পার। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:salute: :salute: :boss: :boss:
অসাধারণ লেখনী । অফিসে আছি বস। ডিটেইলস মন্তব্য পরে করব ।
করবা তো, নাকি ভুইল্যা যাইবা?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভুলি নাই বস। তবে সময় করতে পারছি না। 🙂 🙂
বিষাদ এসে গল্প শোনায়
কতদিনের পরে,
মন খারাপের মেঘ জমেছে
স্মৃতির শহরে।
ভাইয়া আপনি জাত কবি। :boss:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:shy: :shy:
তোমার গদ্য এত সুপাঠ্য লাগলো!
তোমাদের, এই সিসিবিতে এসে,
দিনে অন্তত একবার না দেখতে
পেলে কেমন অস্থির লাগতে থাকে।
তার উপর নানান রকম লেখার স্বাদ।
দেশে এইবার আইসা চুটাইয়া আড্ডাবাজি
করতে হবে যতজনের সাথে পারা যায়।
কি বলো?
নূপুর ভাই, এই সিসিবি আমাদের সবার!
দেশে কবে আসবেন?
তানভীর,
যার অর্থ:
এই সিসিবিতে এসে, তোমাদের দিনে অন্তত একবার না দেখতে
পেলে...
বোঝা গেলো?
এবছরের মাঝামাঝি কোন একটা সময় দেশে
আসতে পারবো আশা করছি।
বস, আমিও। 😀 😀 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
দুঃখিত ভাইয়া, পুরাটাই আমার বুঝার ভুল। 🙁 🙁
বরাবরের মতোই গুরু গুরুর মতই লিখছেন।অথবা বলতে পারি "ফয়েজীয়"
:hatsoff:
🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:hatsoff:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কেমন আছ কামরুল?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বেঁচে আছি। 🙁 ভালোই আছি। 🙂
আপনি কেমন আছেন ?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুমম!
খুলনায় গিয়া ভালো করেছেন!!!
আরো ভালো করেছেন এখন চট্টগ্রাম এসে।
লেখা আগের গুলার মত বেশি ভালো লাগে নাই। শুধু সিম্পল ভালো লাগসে। পরে আরেকবার পড়তে হবে।
কিছু জটিল অবস্থা অল্প কথায় বলতে চেয়েছি। প্রথমে ভেবেছিলাম খোরোখাতায় লিখি, আরও অল্প করে, কিন্তু এর চেয়ে সংক্ষেপ করতে পারিনি।
আবার পড়, ভাল লাগবে তোমার আশাকরি। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মনের বেদনা জাগানিয়া লেখা । ফয়েজ ভাই লেখাতে নিজেকে অনেকখানি দেখতে পেলাম । লেখা যথারীতি ফয়েজীয় ভাবের । আপনাকে অনেক শুভেচ্ছা । :hatsoff:
🙂
থ্যাঙ্কু।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
অসাধারণ :boss: :boss:
সামি তুমি চলে গেছ নাকি দেশ থেকে?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হ্যা ভাই ৫ তারিখে চলে আসছি, আপাতত কানাডায় আছি কিছুদিন। আপনার সাথে দেখা হলো না এইটা একটা আফসোস থেকে গেলো। ভালো থাকবেন।
ভেব না তো, দেখা হবে নিশ্চয়ই একদিন। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বেদনাতুর স্মৃতি, চমৎকার লেখা । :clap:
স্মৃতি তুমি বেদনা............ 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জীবনে এত নস্টালজিয়া নিয়েও আপনি এত স্বচ্ছন্দ্যে জীবনযাপন করেন ক্যাম্নে? আমার হইলে তো তো থাইমা যাইতাম। অবশ্য এগুলা নিশ্চয়ই সবসময় মনে হয় না। মনে হওয়া মাত্রই লিখে ফেলেন, কিংবা লেখার জন্য মনে করেন। নইলে এত চমতকার লেখা হয় কি করে। চোখ বন্ধ করে পাঁচ তারা।
এগুলো সব জীবনের অংশ। মেনে নিয়েছি।
তোমরাও থামতে না। ক্যাডেট কলেজের ট্রেনিং তো হারতে শিখায় না, বরং লড়তে শিখায়। লড়ছি।
সেভাবে ভাবিনি। তবে মনে হয় প্রায় সময়। আর সবচেয়ে মজার ব্যাপার, সবার সংগেই যোগাযোগ আছে এখনো। তবে অনুভূতিটা মরে গেছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এতো সুন্দ্র করে লিখেন কিভাবে ফয়েজ ভাই?
আমার লেখায় তেমন কিছু নেই ফাহিম, তোমরা সুন্দর মন আর ভালোলাগা নিয়ে পড়, তাই তোমাদের ভাল লাগে। অবশ্য তোমাদের ভালো লাগলে আনন্দ লাগে আমার। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সেটাই। ;;;
তবে খালি আমাদের আনন্দের কথা ভেবে আবার এমন বেখেয়ালে এমন কিছু বইলেন না যা ভাবীসাবের নিরানন্দের কারন হয়। তাইলে কিন্তুক... 😛
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আরে না পাগল, তিনি আরও বেশি জানেন। তিনি মোটামুটি সুখেই আছেন, কারন আমি এখন "বেরি গুড বয়" 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাইয়ের আরেকটা লেখা! অসাধারণ!
দেরী হয়ে গেল কমেন্ট করতে। লেখাটা মোবাইলে পড়েছি আগেই, কিন্তু মোবাইল দিয়ে কমেন্ট করতে ইচ্ছা করে না।
জীবনের একটা পর্যায়ে আমাকেও এই সত্যটা শিখতে হয়েছে। তারপর থেকে আমি অনেক সুখী।
আস বুখে আস :hug:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনার এই লেখাটা পড়ে আমার এক কাছের বন্ধুর কথা মনে পড়ে গেল।
অসাধারণ ফয়েজ ভাই :hatsoff: :hatsoff: ।
Life is Mad.
বস, তাড়াতাড়ি একটা টুশকি ছাড়েন...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সায়েদ তোমাকে মিস করি খুব।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এই লেখাটা মিস করছি । অনেকদিন পরে এসে পড়লাম। আমি দেখি মাঝে মাঝেই অনেক ভাল ভাল লেখা মিস করে ফেলি।
ওহ ভাইয়া আরেকটা কথা দেশে আসলে আপনার সাথে যোগাযোগ করব। আপনাকে (অবশ্য সিসিবির সবাইকেই) দেখার খুব শখ।
কবে আসবা, আওয়াজ দিও। আর সাকেব কই, পোষ্ট দিলাম কমেন্ট দিল না, ব্যাপার কি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সাকেব ভাই নাকি ফ্রি থাকলে কমেন্ট করে না। ওনার যখন প্রেশার থাকে তখন নাকি সারাদিন সিসিবিতে থাকে আর মাইন্ড ফ্রেশ করে। এখন নাকি ফ্রি আছে।
তথ্যসূত্রঃ তন্বী আপু ।
:salute: :salute: :salute:
:boss: :boss: :boss:
:clap: :clap: :clap:
লেখাটা পড়ে মন ভরে প্রশংসা করতে চেয়েছিলাম। তারপর কমেন্টগুলো পড়তে পড়তে উপলদ্ধি করলাম - কোন কমেন্ট দিয়েই এই লেখাটাকে মূল্যায়ন করা সম্ভব নয়।
৫ তারা ফয়েজ ভাই :salute: