‘পরানের গহীন ভিতর’- সিসিবি স্মৃতিচারণ সঙ্কলন (সংশোধিত)

অবশেষে অনেক প্রতীক্ষার পর প্রকাশিত হলো সিসিবির প্রথম ই-বই ‘পরানের গহীন ভিতর’।

পরনের গহীন ভিতর

পরনের গহীন ভিতর


প্রথমবার বলে এতে শুধুমাত্র ক্যাডেট কলেজ নিয়ে স্মৃতিচারণমূলক লেখাগুলি থেকে বাছাই করে লেখা রাখা হয়েছে। ভবিষ্যতে ভিন্নধর্মী লেখাগুলিকে নিয়ে আরো সঙ্কলন প্রকাশের ইচ্ছা সিসিবি প্রকাশনা পরিষদের রয়েছে।

প্রথমবারের অনভিজ্ঞতার কারণে এতে হাজারো রকমের ভুল রয়েছে । আমরা সবার কাছে এর জন্যে আন্তরিক ভাবে দুঃখিত। আশাকরি সিসিবির সকল সদস্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আন্তরিক ভাবে চেষ্টা করবো ভবিষ্যতে এসব ভুল শুধরে নেয়ার।

‘পরানের গহীন ভিতর’ আসলে একটি সম্মিলিত প্রয়াশ। পাঠকদের কিছুটা ভালো লাগলেও এর কৃতিত্ব সিসিবি’র সকলের। সবাইকে ধন্যবাদ।

প্রকাশনা’র সঙ্গে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ । চমৎকার প্রচ্ছদ ও অলঙ্করণের জন্য বিশেষ ধন্যবাদ কাইয়ূম (৯২-৯৮) ভাইকে। শুধু সিসিবি সঙ্কলন নয়, বিভিন্ন সময় সিসিবি’র বর্ণিল ব্যানার আর গেট-আপের সকল কৃতিত্ব তার। কাইয়ূম ভাইয়ের জন্যে কোন প্রশংসাই যথেষ্ট নয়।

টেক্সট ফরম্যাটিং একটু এদিক-ওদিক হয়ে গিয়েছিলো। সেটা ঠিক করে করে বইটা আবার আপলোড করা হয়েছে। তাই সুযোগ থাকলে দয়া করে পুনরায় ডাউনলোড লিন্ক থেকে বইটা ডাউনলোড করার অনুরোধ থাকলো সবার প্রতি ।

# ডাউনলোডের জন্য ক্লিক করুন: এখানে অথবা উপরের ছবিতে।

# হ্যাকার বক্স থেকে ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন এখানে
পাসওয়ার্ড- ccb

১৩,২৩৬ বার দেখা হয়েছে

৭২ টি মন্তব্য : “‘পরানের গহীন ভিতর’- সিসিবি স্মৃতিচারণ সঙ্কলন (সংশোধিত)”

  1. রকিব (০১-০৭)

    ভাইয়া, ই-বুকের বেশ কিছু জায়াগায় (এখনো পু্রোটা পড়া হয়ে উঠেনি) কিছু শব্দ আগে পিছে ভাবে এসেছে। একবার একটু চেক করে ঠিক করে দিলে ভালো হয়।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. সাজিদ (২০০২-২০০৮)
    আসাধারণ, আসাধারণ, আসাধারণ

    লেখাগুলো চমৎকার, আহসান ভাইয়ের "আমরা তিনজন" ক্যাডেট কলেজ সম্পর্কিত না হলেও অসাধারণ লেখা :thumbup: :thumbup: :thumbup: , এখানে না দিলে হয়ত পড়াই হত না, উনি কি, এ্যাভেবা তে যাওয়ার পর কি হয়েছিল ঐটা নিয়ে কোন পোস্ট দিয়েছিলেন? দিয়ে থাকলে লিন্কটা প্লীজ কেউ দিতে পারবেন??

    জবাব দিন
  3. জুবায়ের অর্ণব (৯৮-০৪)

    আরও একটা ব্যাপার।প্রচ্ছদ পাতাটির ঠিক পরের পাতাটি কি হতে যাচ্ছে বা কি হওয়া উচিত তার একটি মাত্র অপশনই আছে, সেটি না পেয়ে একটু অবাক হয়েছিলাম, তবে ঐ পাতাটি আমি পাই অবশেষে সম্পাদকীয় ও সুচীপত্র এর পরে। আমি মনে করি উৎসর্গ পাতাটি প্রচ্ছদের পর প্রথম পাতা হওয়া উচিত। আমি জানি এটা প্রকাশ হয়ে গেছে, তারপরও বলবো এটা করা যায় কিনা ভেবে দেখতে, কেননা সাধারণত উৎসর্গ পাতাটিই বইয়ের প্রথম পাতা হয়ে থাকে, সেটি মুল কথা নয় মুল কথা হচ্ছে আমাদের পিলখানা হত্যাযজ্ঞের শিকার শহীদ বন্ধুদের আত্নত্যাগ আমরা যে কোন কিছুর আগে, সবার উপরে, সবচেয়ে গুরুত্বের সাথে, এক ও অদ্বিতীয়ভাবে, মনে-প্রাণে আপহোল্ড করি এবং ডিফেন্ড করি।

    জবাব দিন
  4. জুবায়ের অর্ণব (৯৮-০৪)

    আরও একটা ব্যাপার। আমি জানি এটা ইচ্ছাকৃত না, এটা শুধুই একটা ভুল, এবং খুবই ছোট এবং স্বাভাবিক ভুল যদিও। তবে, আমাদের ই-বুকটার নামে সৈয়দ সামসুল হকের একটা কবিতার বই আছে যেটা আমাদের ই-বুকের পুর্বে প্রকাশিত হয়।

    জবাব দিন
    • সাব্বির (৯৮-০৪)

      কবিতা টা দেয়ার লোভ সামলাতে পারলাম না।

      পরানের গহীন ভিতর

      জামার ভিতর থিকা যাদুমন্ত্রে বাড়ায় ডাহুক,
      চুলের ভিতর থিকা আকবর বাদশার মোহর,
      মানুষ বেকুব চুপ, হাটবারে সকলে দেখুক
      কেমন মোচড় দিয়া টাকা নিয়া যায় বাজিকর।
      চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও
      বুকের ভিতর থিকা পিরীতের পুন্নিমার চান,
      নিজেই তাজ্জব তুমি - একদিকে যাইবার চাও
      অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান।
      সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না,
      খেলা যে দেখায় তার দ্যাখানের ইচ্ছায় দেখায়,
      ডাহুক উরায়া দিয়া তারপর আবার ধরে না,
      সোনার মোহর তার পরা থাকে পথের ধুলায়।
      এ বড় দারুন বাজি, তারে কই বড় বাজিকর
      যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর ।।

      রচনাকাল-২ রা মার্চ,১৯৭৯, কুড়িগ্রাম

      (পরানের গহীন ভিতর-সৈয়দ শামসুল হক)

      কবিতাটা দিলাম বলে কেউ মনে করবেন না যে এটা ছিলো কোনো ভুল ধরার চেষ্টা। নামের পছন্দ টা যথোপযোগী কিন্তু তারপরও আমার মনে হয় এ ব্যাপারে ক্যাডেট পরিবারের বাইরের কেউ নাক সিটকালে ঘুষি মারার অক্ষমতায় খুব মানসিক কষ্টে ভুগবো। তা ভুগতে চাই না তাই অনুরোধ করবো নাম পরিবর্তন করার জন্য অথবা প্রথম পাতায় নামের উতসো উল্লেখ করার জন্য। ( নন্দিত নরক নামে রফিক আজাদের কবিতা ছিলো। এটা নতুন কিছু না)

      বইটা পরছি তাই কমেন্টা পরে করি কিন্তু এই মুহুর্তে কাইয়ুম ভাই কে :salute: না দিয়ে পারলাম না।

      কাইয়ুম ভাই :boss:

      জবাব দিন
  5. কামরুলতপু (৯৬-০২)

    কি যে ভাল লাগতেছে আহাহাহাহাহাহাহাহা।
    অনেক অনেক সুন্দর হইছে ডাউনলোড করে প্রতি পাতায় চোখ বুলাইছি এখনো পড়িনাই। নিজের একখান লেখা আছে সেই খুশিতে বাঁচতেছিনা। ইশশ কি যে ভাল লাগতাছে কি যে ভাল লাগতাছে...।

    জবাব দিন
  6. নাজমুল (০২-০৮)

    জতই ভুল হোক সমস্যা নাই আমার ভাবতেই ভালো লাগতেসে আমাদের একটা বই বের হইসে উফফফফফফফ এখন উত্তেজনায় কাপ্তেসি ডাউনলোড দিসিতো। দেখি আমার কয়টা গল্প ছাপায় B-)

    জবাব দিন
  7. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    প্রথম চেষ্টা হিসেবে এতে অসংখ্য ভুল রয়ে গেছে 🙁 ফরম্যাটিং এবং কনভার্সনের ঝামেলায় কিছু জায়গায় টেক্সট উলটে পালটে গেছে। তবে শেষ মেশ বের করা গেছে এইটাই শান্তি 😀 সবাই আমাদের অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এবং নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে এগুলোর পুনরাবৃত্তি না করার। 🙂


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
    • জিহাদ (৯৯-০৫)

      😮

      আমি আসলে এই ইবুকের ক্ষেত্রে কিছুই করিনাই। ব্যাপক ডজ মারসি। সবচে বেশি অবদান কাইয়ুম ভাইয়ের। পুরা বইয়ের ডিজাইন + মেকিং পুরাটা সে করসে অনেক খাটাখাটনি করে।

      আর বিজ্ঞ সম্পাদকদরা তো আছেনই। :hatsoff:


      সাতেও নাই, পাঁচেও নাই

      জবাব দিন
  8. আন্দালিব (৯৬-০২)

    কী যে চমৎকার হয়েছে ই-বুকটা!!! এর সাথে জড়িত সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, আর প্রাণঢালা ভালোবাসা! আপনাদের পরিশ্রমটা অনেক ব্যাকগ্রাউন্ডে থেকে গেছে। কিন্তু যখনই ওপেন করেছি, বিস্ময়ে অভিভূত হয়েছি। একটা গল্প থেকে আরেকটা গল্পে যেতে যেতে সহসাই চমকে গেছি শিরোনাম-ছবিটি দেখে!
    আমি ডাউনলোড করেছি সকালে, তারপর থেকেই এটা পড়ছি আর পড়ছি। কয়েকটা লেখা মন ছুঁয়ে গেছে, কোন কোনটা মন খারাপ করে দিয়েছে। আবার কোনটা পড়ে হাসতে হাসতে অনেকটাই টেবিল চেয়ার কাঁপিয়ে পড়ে যাচ্ছিলাম! সব মিলিয়ে একটা টোটাল অভূতপূর্ব অনুভূতি! 🙂
    :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap:

    জবাব দিন
  9. জাবীর রিজভী (৯৯-০৫)

    কাল রাত ২.৩০ এ ডাউনলোড শেষ হইছে। রাতে না ঘুমাইয়া এই মাত্র পড়া শেষ করলাম(মাঝখানে সকালের নাস্তা আর লাঞ্চ বাদে ফুলটাইম দিছি)। সিলেকশন অসাধারণ। গেট আপ সুন্দর। আমার কয়েকটা ফ্রেন্ডরে পড়তে দিছি।

    বছরখানেক আগে facebook profile এ self comment এর ঘরে লিখছিলাম-

    Proud to be a CADET

    আজ লেখাগুলো পড়ার সময় এই কথাটিই বারবার মনে পড়ল......

    জবাব দিন
  10. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    :salute: কাইয়ুম এবং গং। দারুণ হয়েছে। পড়ার সময় পাইনি। ডাউনলোড করে রেখেছি, পৃষ্ঠা উল্টিয়ে গেছি। সময় নিয়ে পড়বো।

    তবে একটা ভিন্নমত। নামটা নিয়ে। এর আগে অর্ণবও বলেছে। নামটা বদলানো যায় না? এইখানেই নতুন নামের প্রস্তাব আসতে পারে। যদি সবাই সম্মত হও। তাহলে আগামীতে এটাকে কোনো প্রকাশকের কাছে দিয়ে বই হিসাবেও ছাপানো যায়।

    সিসিবি থেকে এরকম প্রকাশনা আরো আসতে পারে। আবারো বলি, সত্যিই খুব ভালো কাজ হয়েছে।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  11. আমিন (১৯৯৬-২০০২)

    অনেকদিন পরে ঢুকলাম এখানে। অসম্ভব সুন্দর একটা ইবুক পেয়ে খুব ভালো লাগলো। সময় নিয়ে পুরোটা পড়বো। আপাতত এর পিছনে জড়িত সবার উদ্দেশ্য :just: :salute: :salute:

    আর ভালো কথা , এখানে নিজের লেখা দেখে সম্মানিত বোধ করছি।

    জবাব দিন
  12. ইউসুফ (১৯৮৩-৮৯)

    এডু-মডু, রোববারের আগেই পাবলিশ করার জন্য বেঁচে গেলে! 😀

    সংশ্লিষ্ট সবাইকে ৩ মিনিট সাবধান হয়ে :salute: করছি।

    আমার একটা অনেকদিনের ডিমান্ড পূরন হল! :dreamy:
    :hug: :boss: :hatsoff: :thumbup:

    জবাব দিন
  13. জুবায়ের অর্ণব (৯৮-০৪)

    যে লেখাগুলো নির্বাচন করেছে তাকে :salute: আমার মনে হয়না এরচেয়ে ভালো করে এই নির্বাচনের কাজটা করা যেত, বা এদের চেয়ে ভালো কোন স্মৃতিচারণমূলক পোস্ট সিসিবিতে আছে যা কিনা এখানে প্রকাশিত হয়নি। সবগুলো পোস্টই বেশ সুন্দর, মোটামুটি একবসায় পড়ে শেষ করে ফেলা যায়।

    জবাব দিন
  14. ডাউনলোড করে চোখ বুলালাম দ্রুত। বেশ কিছু লেখাও পড়লাম। এরপরে এসে কমেন্ট করে ধন্যবাদ এবং অভিনন্দনটুকু জানাতেই এ মন্তব্য। খুবই চমৎকার একটি ই-বুক হয়েছে।
    খুব অল্প সময়ে ক্যাডেট কলেজ ব্লগ নিজস্ব গতি নিয়ে সমৃদ্ধ হচ্ছ...। বাংলা ব্লগস্ফিয়ারের নিয়মিত পাঠক হিসেবে বলতে পারি, এ খুব সহজ কাজ নয়। ক্যাডেট কলেজ ব্লগ সে-ই কঠিনের পথ পাড়ি দিচ্ছে সফলভাবে, যার ক্ষূদ্র প্রমাণ 'পরাণের গহীন ভিতর'।
    সবার জন্য শুভকামনা রইলো।
    ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।

    জবাব দিন
  15. টিটো রহমান (৯৪-০০)

    নাহ কাইয়ুম ভাই....কামডা ভাল করলেন না....ইলাস্ট্রেশান দেইখা পাচ মিনিট থম মারায়া রাখলেন...
    বস :salute: :salute: :salute: :salute: :salute: :salute:

    সেই সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা..... :guitar: :guitar:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  16. তানভীর (৯৪-০০)

    অসম্ভব সুন্দর একটা ই-বুক। দেখেই মনটা ভালো হয়ে গেল। আর লেখাগুলোর বাছাইয়েও দারুণ মুন্সীয়ানার পরিচয়। সংশ্লিষ্ট সবার জন্য অসংখ্য শুভেচ্ছা আর অভিনন্দন।
    আর কাইয়ূম ভাইয়ের জন্য রইল :salute: :salute:
    কাইয়ূম ভাই, আপনি একটা "মাল"। 😀 😀

    জবাব দিন
  17. ফয়েজ (৮৭-৯৩)

    @কাইয়ুম এন্ড গং

    আমি আসলে তোমাগো বিশাল ঝাড়ি দিবার চাইছিলাম। কিন্তুক সবাই এমনে এমনে বাহবা দিতাছে দেইখ্যা আসলে যা কবার চাইছিলাম এইটা কইতে এখন ডর ডর করে। এমনেও মার্কেটে শুনলাম দাম কমায় দিছে জুনা আর জুলা দুই ভাই। :thumbdown:

    যাউজ্ঞা, শ্যাষ করছ এইটা খুশির খবর। অফিস, বাসা (যদিও তারু আর টিটো ছাড়া আর কারও বউ নাই), এরপর ধর হ্যান-ত্যান, ডেটিং, প্রোজেক্ট-প্রফাইল সব কামের ফাকে ফাকে এইটার জন্য সময় বার করছ ক্যামনে এই হিসাব মিলে না। তোমার ছবি নিয়া মাতামাতি বহুত ভালো লাগছে, এইটা আমাগো বই, এইটা ভাবতেই খুশিতে চউক্ষে পানি আসবার লাগছে। কিছু উলটাপালটা যদিও হইছে, বিয়াপার না, আমরা আমরাই তো। :awesome:

    তোমাগো সবডিরে আমার মনের মধ্যিখান থাইক্কা ধন্যবাদ। আই স্যালুট ইউ বয়েজ :salute:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  18. শাওন (৯৫-০১)

    কামরুল ভাই যে কি করতে পারে তা ওকাস এর কাজ করার সময় ই টের পাইছি। আবার ও অসাধারণ কামরুল ভাই এন্ড গং.........এইবার সিসিবি তে..... :salute: :salute: জাস্ট অসাধারণ..... 😉


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  19. আদনান (১৯৯৭-২০০৩)

    খুব ভাল লাগল। মাঝে মাঝে দু'একটা শব্দ ওলট-পালট হয়েছে, ব্যাপার না; 'প্রিন্টিং মিসটেক'।

    এই লেখাগুলি আমি সিসিবি'র সদস্য হিসেবে প্রথম এসে পাইনি (এই লাইনে নতুন আর কি)। খুব ভাল লাগছে পড়তে।

    জবাব দিন
  20. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতো এতো ভুলে ভাল থাকার পরও সবাই যেভাবে নিয়েছেন আমাদের এই ক্ষুদ্র চেষ্টাটাকে এইজন্য সবাইকে :salute:
    আর এইখানে আমার অবদানও সিসিবি প্রকাশনার টিম মেম্বার হিসাবে খুব একটা বেশি না :no: তারপরেও সবাই যেমনে অভিনন্দন দিচ্ছেন তাতে খুব একটা খারাপ লাগছেনা অবশ্য 😀 😀 এইজন্যই সিসিবি অনন্য, সবাইকে আবারো :salute:

    উল্টা পাল্টা টেক্সট ফরম্যাটিং সাইজ করে বইটা আবার আপলোড করা হয়েছে। তাই সুযোগ থাকলে দয়া করে পুনরায় উপরের লিন্কটা থেকে বইটা ডাউনলোড করার অনুরোধ থাকলো সবার প্রতি 🙂
    আর ই-বুকের নামকরণ প্রসঙ্গেঃ বইটির শিরোনাম 'পরানের গহীন ভিতর' করা হয়েছিলো সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের একই শিরোনামের কবিতাটি থেকেই, কিন্তু দুর্ভাগ্যবশতঃ অনিচ্ছাকৃত আরো অনেক ত্রুটির সাথে সাথে এটিও উল্লেখ করতে ভুল হয়ে গিয়েছিলো আমাদের। এই ভুলটিও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি সবাই অন্যান্য সময়ের মতোই। এটিও শুধরে দেয়া হয়েছে।
    সবাইকে আবারো ধন্যবাদ :salute:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  21. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    এ ক'দিন হাল্কা দৌড়ের উপর ছিলাম।
    ক'বার ঢু মেরে দেখে গেছি যে কামরুল কথা মত ই-বুক নামায় দিছে।

    শিরোনাম- প্রচ্ছদ- এওবং পুরো উদ্যোগের জন্য এর সাথে সম্পৃক্ত সবাইকে আগে আন্তরিক ধন্যবাদ জানায় দিলাম।

    ডাউন লোড করলাম।
    আডোব নাই বইলা এখন পড়তে পারলাম না।
    পরে নিব নে আস্তে আস্তে...

    সবাই ভাল থেকো/ থাকুন।

    সিসিবি রে সিসিবি- তুই বাইচ্যা থাক।


    সৈয়দ সাফী

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।