প্রিয় ভাই ও বোনেরা,
আস্সালামু আলাইকুম ও ঈদ মোবারক। আমি সিসিবির নতুন একজন সদস্য। এটি আমার প্রথম লিখা। আপনাদের কেমন লাগবে বুঝতে পারছিনা। অনেক সংকোচ, লজ্জা আর দ্বিধা নিয়েই লিখছি বলতে পারেন। খারাপ হলে ব্লগ এ্যাডজুট্যান্ট মুছে ফেলতে পারেন।
শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সায়েদের প্রতি, যার মাধ্যমে এই নতুন জগতে আমার অনুপ্রবেশ। গত ২৩ শে নভেম্বর আমি যেদিন মনরোভিয়া থেকে ফিরব তার আগের দিন সায়েদ আমাকে বলল “তুই কি সিসিবি র মেম্বার?” আমি বললাম, “সিসিবি কি জিনিস? আমি সিসিসি র, তুই বিসিসি র, বাট সিসিবি টা আবার কোন অর্গানাইজেশন?” তখন সায়েদ ওর পিসি অন করে বলল, তাড়াতাড়ি তোর ক্যাডেট নং, ইনটেক নং বল।“ আমি এক এক করে বললাম, ও ই বাকি সব করে দিল। শেষে বলল “ঢুকে দেখ, ভাল লাগবে, আমি এখন দিনের অধিকাংশ সময় এখানেই কাটাই।“
২৪ শে নভেম্বর আমি আমার ক্যাম্পে চলে আসলাম। ২/৩ দিন পর সায়েদকে বাংলায় একটা মেইল করলাম। এখানে মেইলটার পুরাটুকুই তুলে দিলামঃ
“দোস্ত,
আসসালামু-আলাইকুম। কেমন আছিস? তোর ক্যাডেট কলেজ ব্লগে আছি ২ দিন ধরে। তুই তো দেখি চরম হিট। সিরাম সিরাম কয়েকটা লিখা দিয়েছিস দেখলাম। ওয়েলডান। কয়েকটা টুশকি বেশ লেগেছে। আমি ভাল লেখক না, তাই আপাতত পাঠক হিসেবেই থাকতে চাই। এই ব্লগটা সম্ভবত জিহাদ, মুহাম্মদ ওরা শুরু করেছে তাই না? গুড ইনিসিয়েটিভ বাই দা জুনিয়ার্স। তুই চালিয়ে যা, কিপ অন রাইটিং।
ব্লগে অনলাইন চ্যাট করে কিভাবে? আমাকে জানাইস। তোর সাথে ব্লগে চ্যাট করব। ভাল থাকিস। আল্লাহ হাফেজ।
– রহমান ”
————————————————————-
পরবতী ঘটনাঃ (০৮ ডিসেম্বর – সায়েদ ও আমার মধ্যে কথপোকথন)
সায়েদঃ এই রহমান, তুই সিসিবিতে ঢুকিস, সবার লিখা পড়িস, অথচ লিখা দিস না কেন?
আমিঃ আমার লজ্জা লাগে, সবাই যদি হাসে? কি লিখব? আমি তো ভাল লেখক না।
সায়েদঃ ইসস্স্, “আমার লইজ্জা লাগে।“ কি আমার লইজ্জাবতী রে, ঘোমটা দিয়ে বসে থাক। আরে শোন, যা মনে আসবে তাই লিখবি, এজন্য লেখক হতে হবে নাকি? এই দেখ্ আমি লিখছি, সিরাজ লিখছে, সহল লিখছে, লাইবেরিয়ার সব এক্স ক্যাডেটরা লিখছে। সাহস করে লিখে ফেল।
আমিঃ না, আমি পারব না দোস্ত, সিসিবি তে দেখি অনেক উচু মানের লেখা লিখে সবাই। আমার লেখা পড়ে হাসবে সবাই, তখন আমার প্রেসটিজ যাবে।
সায়েদঃ কে বলল তোকে এই বাজে কথা? কেউ পচাবে না, তুই লিখ।
আমিঃ না দোস্ত, সিসিবিতে অনেক সিনিয়র ভাইরা লিখে। সানাউল্লাহ ভাই, ফয়েজ ভাই, মরতুজা ভাই, সেলিনা আপুসহ অনেক সিনিয়র দেরকে আমি তো চিনিই না।
সায়েদঃ আরে, শুধু সিনিয়রদের ই দেখলি? মুহাম্মদ, জিহাদ, কামরুল হাসান, কামরুলতপু, মাসরুফ, রেজওয়ান, তানভীর, রবিন, তৌফিক, টিটো, রায়হান, সামিয়া, সুষমা, রাফি, নাজমুল, মুসতাকীম এদের দেখলি না? এরা সবাই তো আমাদের জুনিয়র, আর আমাগো তাইফুর, কাইয়ুম ও তো আছে। আরে, লিখা শুরু করলে দেখবি সবাই পরিচিত হয়ে গিয়েছে। আর, এইডাতো হইলো আমাগো ফ্যামিলি, ক্যাডেট ফ্যামিলি। ফ্যামিলিতে তো ছোট, বড় সবাই থাকবে। রাগ, অভিমান, দুষ্টামি, হাসি, কান্না সবই থাকবে। তাই বলে ফ্যামিলির কাছে যাবিনা, দূরে দূরে থাকবি?
আমিঃ চিন্তায় ফালাইয়া দিলি। দোস্ত, কিন্তু আমার নাম টাতো সুন্দর না। আমার কলেজের ক্যাডেটরা তো আমারে “কুদ্দুস” নামেই চিনে। এই নামটা আবার বেশ জনপ্রিয়, বয়াতি মানুষের নাম তো, তাই আরো লজ্জা লাগে। সিনিয়র, জুনিয়র সবাই ক্ষ্যাপাবে।
সায়েদঃ কি যে কস্? কাইয়ুম হয়ে গেসে ফৌজিয়ান, ফুয়াদ হইসে বন্য, তুহিন হইছে “কুচ্ছিত হাসের ছানা”, দরকার হইলে তুই ও অন্য কোন নাম দে। ছদ্দনামে লিখ্। আচ্ছা তুই তো এখন রহমান। এই নামটাই দে।
আমিঃ আরো প্রবলেম আছে দোস্ত, একবার যদি লিখা দিয়া ধরা খাই, তাইলে তো ১০ ক্যাডেট কলেজের ক্যাডেটরা পচানো শুরু করবো। মান ইজ্জত থাকবে না আর।
সায়েদঃ ফি আমানিল্লাহ, তুই শুরু কর। কেউ পচাবে না। আমি তোকে সাপোর্ট দিব।
আমিঃ দোস্ত, আরেকটা প্রবলেম।
সায়েদঃ কোন প্রবলেম নাই, তুই বেশি কথা বলিস। এইটাই তোর আসল প্রবলেম। এত কথা মুখে না বলে কী বোর্ডে টাইপ করে সিসিবিতে জমা দে। তাইলে আরো কাজে দিব।
আমিঃ দোস্ত, প্রবলেম টা একটু তো শোন…
এমন সময় দরজায় ঠক্ ঠক্ ঠক্। রানারের গলাঃ “স্যার, ৭ টা বাজে, ৮ টায় ঈদের জামাত। নামাজে যাবেন না?”
আমি লাফ দিয়ে উঠলাম। মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষন বিছানায় বসে ভাবলাম, এইটা আমি কি দেখলাম? আমি সিসিবিকে নিয়ে এত বড় স্বপ্ন দেখে ফেললাম? আমার মনে হয় স্বপ্নের রেশ টা তখনো কাটেনি। কল্পনাতেই দেখলাম সায়েদ দূর থেকে মুচকি হাসছে আর বলছে ”সারাদিন সিসিবি তে ঢুকে লুকিয়ে লুকিয়ে সবার লিখা পড়লে তো এমন স্বপ্ন আরো দেখবি।“
এরপর সকালে ঈদের জামাত পড়লাম, নামাজ শেষে বাংলাদেশে মা, বাবা, স্ত্রী এবং বোনদের সাথে মোবাইলে কথা বললাম, আরো কিছুক্ষন পর সিও, এ্যাডজুট্যান্ট, অন্যান্য অফিসাররা আসল আমার ক্যাম্পে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে, দুপুরে বড়খানা (প্রীতিভোজ) খেলাম সবার সাথে, বিকালে সব কোর্সমেটদের সাথে বিভিন্ন ক্যাম্পে গিয়ে দেখা করলাম। কিন্তু এসবের ফাকে ফাকে বার বার সিসিবি র এই স্বপ্নটা আমার মনে খোঁচা দিতে থাকল। আমি কেন এই সপ্নটা দেখলাম? অনেকবার ভাবলাম সারা দিনে। আসলেইতো সানাউল্লাহ ভাই, ফয়েজ ভাই, মরতুজা ভাই, সেলিনা আপু, ফৌজিয়ান (কাইয়ুম), মাশরুফ, জিহাদ, মুহাম্মদ, কামরুলতপু, জুনায়েদ, রেজওয়ান, তৌফিক, টিটো, রায়হান, সামিয়া, সুষমা, নাজমুল, মুসতাকীম এই নামগুলো এখন আমার কাছে খুবই পরিচিত লাগছে। অথচ এদের কাউকেই আমি আগে থেকে চিনতাম না।
সন্ধ্যা থেকে মনটা খুব ছটফট করছে। সময় ও কাটছে না। সারা দিনে বেশ কবার স্ত্রীর সাথেও কথা হয়েছে। কিন্তু তারপরও কিছুই ভাল লাগছে না। কি যেন চাচ্ছে করতে এই মনটা।
অতঃপর বুঝলাম আমার পরান এখন কি চায়। আমার পরান সিসিবির মাঝে হারাইবার চায়। অবশেষে ধরা দিলাম আমার প্রিয় সিসিবি র কাছে। সাহস করে এই সত্য ঘটনা নিয়ে বিশাল এক ব্লগ লিখে ফেললাম। এই কদিনে সিসিবি কে সত্যি খুব ভালবেসে ফেলেছি। আই লাভ ইউ সিসিবি।
(বিঃদ্রঃ যাদের নাম বেশি চোখে পড়েছে গত কয়দিনে, তাদের নাম বার বার চলে এসেছে আমার এই লিখায়, পাঠকগণ আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক )
কি যে কন... :shy: :shy: :shy: :shy: লিজ্জা লাগে...।
আপনার লিখা দিখা ত আমাদের টাসকি খাবার জোগার...কঠিন হইসে বস...।
আর আপনি কন যে লিখবার পারেন না...বিসমিল্লায় ই হিট... :clap: :clap: :clap: :clap: :clap:
চালায়া যান বস :salute: :salute: :salute:
আমার ও লিজ্জা লাগছে :shy: । উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ
:boss: :boss: :boss: :boss: :boss: :boss:
ঈদ এর শুভকামনা... :hug: :hug: :hug: :hug:
প্রথমেটাতেই উড়াইছেন বস। এতোদিন ধৈরা সিসিবি-তে লিখি, তারপরও এইরকম একটা স্বপ্ন দেখতে পারলাম না। সিসিবি-র প্রতি আপনের ভালবাসার তুলনা নাই। এই নজির বোধকরি কেউ স্থাপন করতে পারে নাই। :boss:
আপনার ভালবাসা সিসিবিকে আরও এগিয়ে নিয়ে যাবে, সন্দেহ নাই। লেখা চালায়া যান।
অফটপিকঃ সচলায়তনে তোমার অনুবাদটা খুবই চমৎকার হচ্ছে। পড়ার পর প্রশংসা না করে থাকা গেল না। লেখাগুলার জন্য অনেক অনেক ধন্যবাদ।
প্রথমে সিসিবি-তে দেয়ার ব্যাপারে মত দিছিলাম। রহমান ভাইয়ের এই লেখা পড়ে তো সিসিবি-র প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। তাই আবারও এখানে দিতে ইচ্ছে করছে।
কিন্তু কপিরাইটজনিত জটিলতার কারণে দেয়া যাচ্ছে না। সরি...
উৎসাহ দেয়ার জন্য থ্যাঙ্কিউ।
অফটপিক@মুহাম্মদ
সচল এর অনুবাদটা 'সিরাম' হইতেসে...
এক কাজ করলে কেমন হয়? তুমি তোমার সচল এর পোস্টগুলা এইখানেও নিয়ে আসোনা...সিসিবি আরো সমৃদ্ধ হবে...অবশ্য একই পোস্ট বিভিন্ন ব্লগে শেয়ার করার ব্যাপারে সচল এর নীতিমালা যদি এর সাথে কনফ্লিক্ট না করে।
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
উৎসাহ পাইলাম। 🙂 থ্যাংকু
=)) চরম ভাইয়া, চরম চরম
আপনার লেখায় নিজের নাম দেখে একদম আকাশে উড়তেসি :ahem:
শুভেচ্ছা স্বাগতম, মজার মজার স্বপ্ন আর লেখা দিয়ে সিসিবি ভাসিয়ে দিন।
কিন্তু সায়েদ ভাই আপনেরে ভুল বলসে, :grr: পচাবে না কেন? অবশ্যই পচাবে, আপনি নিজেও নিজেকে পচাবেন, আপনি ক্যাডেট না? :grr: :tuski: :grr:
আর আমি লাফাইতেছি খুশিতে
আমিও এট্টু লাফাই...http://www.freesmileys.org/smileys/fc/bounce.gif
যাক ইসমাইল, তুই ইসমাইলি দেওয়া শিখা গেছস রে...
এই খুশিতে আমিও এট্টু লাফাই ইসমাইলের লগে
ভাল লাগল কমেন্টটা পড়ে। থ্যাংকস্। আমি এখন পচার জন্যই প্রস্তুতি নিচ্ছি :bash:
বস, প্রথমটাতেই তো পুরা গুল্লি :gulli2: :gulli2: :gulli2: মাইরা উড়ায়া দিছেন। ডেব্যু ম্যাচেই সেঞ্চুরি।
কথাটা সত্য, এতদিন ধৈরা সিসিবিতে থাইকাও একখান স্বপ্ন দেকবার পারলাম না। :(( :(( :((
তবে কানে কানে একটা কই বস, ডেব্যু লেখা হিসেবে যতগুলা লেখা আসছে, এইটা আমার কাছে বেস্ট।
সায়েদ ভাইকে :hatsoff: :hatsoff: :hatsoff: আপনাকে সিসিবিতে নিয়ে আসার জন্য, আর আপনাকে :salute: :salute: :salute:
আপনাদের সবাইকে
ডেব্যু ম্যাচে সেঞ্চুরি কইরা আসলে তো বিপদে পড়লাম। এখন তো আশরাফুলের মতো ডাক মারতে থাকব 🙁 । কমেন্টের জন্য থ্যাংকস্
Rahman Bhai,this is the best debut blog in CCB till now.........I am sorry I am writing from my sister's PC(My one is virus ridden) so I am writing in English....
I am literally dancing seeing my name there.....hehehehehe....
x-( x-( x-( x-( x-( This is to inform Mr.Rahman that he has been nominated as this Eid's Personification of Politeness(Binoyer Obotar)
...and "Mashroof" has become "Mashfu" x-( x-(
Boss.....keep rocking!!!!!
ঠিক ঠিক ...
মাস্ফ্যু'র নামের বানানে সংশোধণী চাই।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আর রহমান নামটা ‘অমায়িক চো*’!!!’ লিষ্টে আপডেট করা হউক।
(বিনয়ের অবতার=‘অমায়িক চো*’!!!’)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আর আমি কিছু দেখি নাই 😛
মাসরুফ,encourage korar jonno thanউৎসাহ দেয়ার জন্য ধন্যবাদk 🙂 মাস্ফু নামটা কিন্তু আমার কাছে ভালই লাগে। সবাই আদর করে ডাকে, ;;) তুমি ক্ষ্যাপ ক্যালা ?
তাই-তো.....মাসরুফ ক্যানো খ্যাপে 😉 ?
Life is Mad.
ইয়ে মানে কার কথা যানি মুনে পইড়া যায় মাস্ফু ডাক শুনলে :shy:
কার কথা না, বলেন যে বেশ কয়েক জনের কথা মনে পরে যায়। 😉
ভাই আপনি তো সিরাম লেখেন, আর লেখা দিতে চান না। এইটা ঠিক না। আমরা নাহয় ডজ মারি :grr: কিন্তু আপনার তো লেখা দেয়া উচিত নিয়মিত।
😛 ষ্টক যে সীমিত। লেখা অনেক কঠিন রে ভাই। 🙁 কমেন্ট লেখা সহজ। আপাততঃ কয়দিন এই লেখাডাই বেইচা খাই 😉
ওরে না রে! ভাইজান তো প্রথম ব্লগেই ফাটায় দিসেন। ব্লগ এডজু্ট্যান্ট লেখা মুছবো? কন কি?! একেবারে রক্তগঙ্গা বয়ে যাবে তাইলে। আমরা আছি আপনার পিছে।
আপনি হাত খুলে লিখতে থাকেন। আর আমরা হাত গুটিয়ে পড়তে থাকি। ঈদ মোবারক, ভাইয়া।
সাতেও নাই, পাঁচেও নাই
আরে, হাত খুলে লিখতে বলিস নারে, চোখ বন্ধ কইরা আরো স্বপ্ন দেখতে বল্ 😉 আমি তো কিছু লিখি নাই, শুধু দেখছি; স্বপ্ন দেখছি 😛
একই অঙ্গে কত রূপ 😮 😮 😮
এইখানে আমার নামও আছিল। লাফ দিতে ভুইলা গেছিলাম। হাসের ছানার বদৌলতে এইবার লাফটা দিয়া দেই
আবারও ছানার বদৌলতে সবাইরে আরেকবার
😀 😛 😀 😛 😀
Life is Mad.
দোস্ত, স্বপ্নে তো বললি সাপোর্ট দিবি। দেখুম এখন কত সাপোর্ট দেস। আমারে পচাইলে তোর খবর আছে।
অফটপিকঃ স্পেশালি তাইফুরের হাত থাইকা রক্ষা করিস। ও এই কাজে বিশেষ পারদর্শী
😛 😀 😛 😀
Life is Mad.
তোর কী-বোর্ড কই? :-/ মাউস টারে একটু রেষ্ট দে 😉
=)) =)) =))
রহমান ভাই, কিদলেন (কি দিলেন...!!!)???
পুরা ফাটায়ে দিছেন বস... :clap:
সায়েদ ভাই, সিরাজ ভাই, সহল ভাই...লাইবেরিয়ার এক্স-ক্যাডেট??? 😮
বস, আপনারে ব্লগে স্বাগতম... 😀 B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
~x( কবীর ভাই,ঈমানে কইতাছি,এইবার সুত্যি সুত্যি কাঠুরিয়ারে খবর দিতে পারে কইলাম।
অফ টপিক-আফ্রিকার ক্যাডেটরাও এত ভাল বাংলা জানে দেইক্কা বুকটা ভইর্যা গেল মামা!!!
আপ্নের virus ridden pc ডারেও আফ্রিকা লৈআ যান গা।
লাইবেরিয়ায় সিসিবি'র লেখকের চাইতে পাঠক বেশি। সরব পাঠক হলো সিরাজ। নিরব পাঠক আছে অনেকেই। তারা যদি লেখা শুরু করেন তাইলে নতুন করে "ঝিকি ....পম..." আওয়াজ শুরু হবে 😀 । তাদের কারও কারও কাছে "টুশকি" রীতিমতো শিশুতোষ 😛 ।
Life is Mad.
ভাই, মিশটেক হয়ে গেশে। 😛 "লাইবেরিয়ায়" শব্দটার পর "অবস্থানরত বাংলাদেশের সব" শব্দগুলো বসাতে হবে। 🙁 কষ্ট করে বসিয়ে নিন সবাই
রহমান ভাই, মাইন্ড করছেন নাকি??? :bash:
'পঁচানি'র ভয় করতেছিলেন দেইখ্যা একটু বুঝাইতে চাইছিলাম আমরা 'ঐ রকম' না... O:-)
বুদ্ধি-সুদ্ধি কম তো, তাই মনে হয় ঠিকমত কইতে পারি নাই... :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
না ভাই, এত সহজে মাইন্ড করলে চলব? মাইন্ড করি নাই। 🙂 এই সবের কারনেই তো সিসিবিরে এত ভালা পাই। 😡
আলোচনা থাকলে তো সমালোচনাও থাকবে। এই কমেন্ট গুলা পড়তে আমার আরো ভাল লাগে। 🙂 সো কিপ অন :gulli:
স্বাগতম ভাইয়া সিসিবিতে। নিজের নামটা এমনিতে দেখতে খুব একটা ভাল লাগে না আমারও কিন্তু এই লেখায় কামরুলতপু নামটা দেখে কেন এত ভাল লাগল... নামের গুনে না মনে হয় ।
তাহলে কিসের গুনে ??? :-/
সিসিবি ব্লগে স্বাগতম রহমান। :guitar: :guitar: খুব মজা লাগলো তোমার স্বপ্নের কথা পড়ে। প্রতি রাতে নেট বন্ধ করার পরও আমার মাথায়ও সিসিবির লেখাগুলো চক্কর খেতে থাকে।
তোমার প্রথম লেখাটাই দারুণ হয়েছে। নিজের লেখা নিয়ে দুশ্চিন্তার আর কোনো কারণ নিশ্চয়ই নেই এখন।
এই কদিনে সিসিবি কে সত্যি খুব ভালবেসে ফেলেছি। আই লাভ ইউ সিসিবি।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
থ্যাংক ইউ ভাইয়া, আপনি সম্ভবতঃ সিসিবি ব্লগে এখন পযন্ত সবচেয়ে সিনিয়র। সত্যি খুব ভাল লাগছে আপনাদের উৎসাহ পেয়ে। আপনাকে :salute:
সেই দিন আর নাই মামা।আজকা দুপুরে দ্যাকলাম আলীমুজ্জামান ভাই ব্লগে উপস্থিত-উনার কলেজে অবস্থানকাল ১৯৭০-১৯৭৬।সানাউল্লাহ ভাইয়ের চেয়েও সিনিয়র!!!!
যাক,সানাউল্লাহ ভাইয়ের নবীন হইবার আশা পুরাইল।আমাগোরে পিচ্চি কইয়া ডাকলে আমরা আলিমুজ্জামান ভাইকে ডাক দিবো।
অফ টপিক-আমার কাছে লাবলু ভাই চিরনবীন।আমাদের আর সবার মত উনার বয়সও সেই ১২ থেকে ১৮তে এসে থেমে গিয়েছে।
স্বাগতম দোস্ত,
শুরুতেই গুরু ... :boss:
স্বপ্ন দেখছ ভাল কথা, দোষ হয় নাই তো ... :-B
(উপরের লাইনডা কেমন কেমন হই গেল। আমি বলতে চাচ্ছিলাম ... মানে ... সিসিবি নিয়া স্বপ্ন দেখাতে দোষের কিছু নাই 😀 )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ধন্যবাদ। না দোস্ত, দোষ হয় নাই, এখন তো দেখতেছি গুন ই হইছে। 😉 এই স্বপ্নের গুনেই তো এখন আমি সবার পরিচিত হয়ে যাচ্ছি। 😀
:khekz: :khekz: :khekz:
যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান
ততদিন রবে কীর্তি তোমার কুদ্দুস-উর-রহমান
(ছানা-পোনার 'চল-চল-চল' জাতীয় কোবতে থেকে অনুপ্রাণিত হয়ে)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
পুরাই গুল্লি হৈছে তাইফুর্ভাই
তাইফুর ভাই, আপনের কবিতা অন্তঃমিল এবং প্রাসঙ্গিকতার দোষে দুষ্ট... :-B
কবিতাটা হবে এমন...
যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান
না থাক্লেও ক্ষতি নাই...রহমান ভাই বস... :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মেললে না তো......।
Life is Mad.
সায়েদ ভাই, আপনে আছেন মিয়া মিল নিয়া... 🙁
ফিলিংসটা বুঝলেন না... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পিরা গ্লাম্রেবাই...আরেক্টা লেক্সি,
ছানা-পোনা এবং জুনা ...
তোদের কাব্য প্রতিভায়, আমি তোদের গর্ভে গর্ভিত ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) :))
=)) =)) আজকে পিরা কন্ডিশন থিকা ক্রেন দিয়াও কেউ তুলতে পারবোনারে :goragori: :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
পুরা গুল্লি...
মন করে কুর কুর
সা-"বাঁশ" ব্যাটা তাইফুর :clap:
তোর মতো ছড়াকার
সিসিবির দরকার ;;)
কানে কানে বলিঃ আয় আমরা কোর্স গ্রুপ মেইলে :duel: করি, এইখানে না।
সিরাম ভাই সিরাম লিখা। একবারে ঝিকি ঝিকি...এক কোনায় আমার নাম ও দেখলাম। :guitar: যাক, তাইফুর ভাই খালি আমারে ডজার কয়।
তুই ডজার না ... 'বুল-ডোজার' ... :awesome:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
:khekz: :khekz:
রবিন (আশরাফ), কোথায় আছ এখন? তোমাকে দেখে একটু সাহস হচ্ছে। সিসিবি তে নীল নীল আপ আপ :thumbup: টা এতদিন কম শোনা যেত। সাপোর্ট দিও মিয়া
কক্ক...কক্ক...রহমান ভাই...উম্...উম্...আপ্নেও নীল??? :hug:
জট্টিল... :clap:
সাপোর্টের কোন অভাব হবে না...মে হুঁ না??? B-)
(কমেন্টে শাহ্রুখ খানের প্রভাব পরিলক্ষনীয়... :-B )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নীইইইইইইইইইইইইইলললললল!!!!!!!!!!!!!!
নীলের আর কি বলার লাগে বলেন...এই লাল সবুজ গুলা ক্যান যে হুদাই ঝগড়া করে... :ahem:
আবার জিগায়
স্বাগতম রহমান ভাই। :hatsoff:
এক্কেরে ফাটায় দিলেন বস। :awesome: :awesome:
দাঁড়ান গার্ড অব অনার দিয়া লই। :salute:
সাথে গুল্লি ধবনি। :gulli2: :gulli2:
থ্যাংকু, উৎসাহ পাইলাম 🙂
দোস্ত কেউ দেইখা ফেলার আগেই মরতুজা ভাইর নাম এই লিস্টি থিকা বাইর কইরা সানাউল্লাহ ভাই, আহসান ভাইদের দলে ফিলা। নাইলে ইডি আসতেছে কইলাম 😛 ।
Life is Mad.
দোস্ত, ইডি থাইকা রেহাই নাই আর, লেখা তো পাবলিশ হইয়া গেসে। এখন ঊপায়? :-/ পারলে রক্ষা কর।
মরতুজা ভাই, :salute: বস্, ভুল হইয়া গেসে। নিজ গুনে ক্ষমা কইরা দেন। এই আমি :frontroll: দিচ্ছি
"এডিট" থেকে 'এডিট' কইরা ফালা।
একদম সোজা 😛 ।
Life is Mad.
কইরা ফালাইসি। 🙂 :party: এতু সুজা, আগে কুবিনা? ;;)
গত কয়েকদিন ধরেই বন্ধু বান্ধবদের নিয়ে লেখা চলছে সিসিবিতে। বন্ধুর হাত ধরে আমার নাম যে এভাবে চলে আসবে তা কল্পনাতেও ছিল না।
ভালো লাগছে :shy: ।
বেশি ভালো লাগছে এই কথা ভেবে যে সিসিবিতে আরেকজন লেখক বাড়ল 🙂 ।
বেশি বেশি ভালো লাগছে এই জন্য যে রহমানের নামের পাশে "৯২-৯৮" আছে 😀 ।
চলুক বন্ধু - রকেটের গতিতে চলুক তোর লেখা। প্রথম লেখা খুব ভালো হইছে :hug: । স্বপ্নে আমি মনে হয় ভুল বলি নাই 😛 😉 ।
Life is Mad.
আমারও ভাল্লাগতাছে ভাই।
রহমান ভাই সিসিসি-এর তাও আবার মেঘনা হাউসের। 😀 :tuski: :frontroll: :frontroll:
জোরসে বলঃ নীল নীল আপ আপ :tuski: :thumbup: :thumbup: :thumbup:
রেড রেড আপ আপ...
দিনের বেলা ঘর থিকা বের হবি। বের হয়া সোজা আপ এ তাকাবি। :thumbup:
ঠিকাছে? :grr: 😉
কি দেখিস? :gulti:
নীল! :guitar:
নীলের উপরে কিছু আছে নাকি? :no: 😡
ব্লু ব্লু আপ আপ :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
এক্কেরে মনের কথা কইছস। 😀
রেজওয়ান যা মাঠে গড়াগড়ি দিয়া আয়। :grr:
:goragori: :goragori: :goragori:
এক্কেরে মনের কথা কইছস। 😀
রেজওয়ান যা মাঠে গড়াগড়ি দিয়া আয়। :grr:
গ্রীন গ্রীন আপ আপ.... 😀 😡 😀 ।
Life is Mad.
আমিও গ্রিন, :hatsoff: গ্রিন :hatsoff: গ্রিন আপ আপ
salute :salute: and Hats Off :hatsoff: for the Evergreen Greens.
লাল সবসময় সবুজের পিছেই থাকে
আরে সায়েদ ভাই আপ্নিও সবুজ!! আসেন :hug: :hug: :hug: করি।
জিহাদ মিয়া আকাশের উপরে দোজখের আগুন ... লাল
আর তার উপরে বেহেস্তের বাগান ... সবুজ
(এত আপ আপ কইতে হয় ক্যান ?? ডাউন হয়া যাইতেছে নাকি ?? আম্রা সবুজ পার্টি হগগল সময় আপ থাকি তো তাই আর আপ আপ কইতে হয় না)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জোরসে বলঃ নীল নীল আপ আপ :tuski:
আচ্ছা, ঠিকাসে বেহেশতের বাগান। মানলাম। তাইলে বাগান থিকাই একবার উপরের দিকে তাকান। :thumbup:
তাকাইসেন? 😡
কি দেখেন? 😛
বেহেশতের আকাশ! :dreamy:
আাকাশের রঙ কি? 😉
নীল! :tuski: :awesome: :khekz:
ব্লু ব্লু আপ আপ :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
ব্লু...?? ডার্টি,নটি...দুষ্ট...
এক দম্মনেরকথা কইসেন :clap: :clap: :clap:
ব্লু ব্লু আপ্পপ্পপ্পপ্পপ্পপ্পপ্পপ্পপ্পপ্প...আপ্পপ্পপ্পপ্পপ্পপ্পপ। উপ্রে। :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
আহ পৃথিবীর সব বস মানুষগুলা ক্যান যে নীল হাউসে.... :ahem:
আমার কথা না হয় বাদ দিলাম, তাইফুর ভাইরে বস মনে হয় না?
আর জি বি'র কথা বাদ।
ইয়েলো ইয়েলো অনলি ইয়েলো :boss: :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
ধুররর হলুদ তো হা.. কালার 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) :goragori:
আমি ভাবতেছিলাম হিমু কালার :-B
=)) =)) =)) =)) =)) =)) =)) সিরাম ভাই পুরা :gulli2:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ইয়েলো ইয়েলো ডার্টি ফেলো 😀
জিহাদ মিয়া আকাশের উপরে দোজখের আগুন … লাল
তার উপরে বেহেস্তের বাগান … সবুজ
(এত আপ আপ কইতে হয় ক্যান ?? ডাউন হয়া যাইতেছে নাকি ?? আম্রা সবুজ পার্টি হগগল সময় আপ থাকি তো তাই আর আপ আপ কইতে হয় না)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😀
ব্যাপারটি মোটেই স্বাভাবিক নয়... 😮 চিকিৎসাবিদগণ বরং এটিকে অসুখই বলবেন... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সবুজ রে ধর ধর...
রেজোয়ান, এক নীল রঙ্গের ছবি কুনু বেইল আছে নি? 😛
আর সবুজ ঘাস,সে তো গরুর খাবার...
হাউস তো একটাই...লাল
B-) সবাই জোরছে বলেন-তোমার হাউস আমার হাউস লাল হাউস!!!!!!!!!!!!!!!!
নিলের নামে কতই না অপকর্ম ...
আর হলুদ হইল...
সবুজরে আর কি কমু...
বস হইল গিয়া আমরা...
কারু কুনু ডাউট...????
না এক্কেরে ফিলিপ্স বাত্তির মতন ফকফকা 😀 😀 😀
রেড রেড আপ আপ :clap: :clap: :clap:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
রহমান, তোমার লেখা ভালো হয়েছে।
তবে আমি সিনিয়র ঠিক আছে কিন্তু পাঠক মাত্র...,
একটু এডিট করবে প্লিজ।
তবে আমার নামটা মেনশন করায় খুব ভালো লেগেছে।
আপু, এডিট করার আগে আপনি নিজে এডিটেড হয়ে গেলে মনে হয় আরো ভাল হতো। একটা লেখা দিয়া ফালান না। আর কত ডজিং মারবেন। 😀
সাতেও নাই, পাঁচেও নাই
ঠিক বলেছে জিহাদ, আপু এবার নিজেকে এডিট করে ফেলুন। আপনার কমেন্টের জন্য থ্যাংকস্
খাইছে, বস!
লাইলি-মজনু, শিরি-ফরহাদ, রোমিও-জুলিয়েট এর পরে এইবার তাইলে 'সিসিবি-রহমান' :awesome:
দ্যাটস দা স্পিরিট :salute:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আপনে খালি ঝিকিঝিকি পমপম টাইপ কথা কন 😉
মাস্ফ্যু,
ঝিকিঝিকি পমপম টাইপ কথা না কইলে ক্যাডেট দের মাঝে 'বেইল' নাই 😕
একবার 'বেইল' পায়া লই, তারপর একদম আযান দিয়া তাবলীগ শুরু করুম :gulli:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
এই না হইলে আমাদের "দুলা" ভাই। সাব্বাস বস। :gulli2:
সাকেব, আমার এত বড় লেখার মধ্যে বেছে বেছে এই লাইনটাই তোমার চোখে পড়ল? x-( দেশকে ভালবাসি, মা কে ভালবাসি, স্ত্রীকে ভালবাসি, সিসিবি কেও ভালবাসি। এই ভালবাসা গুলো একেকটা একেক রকম। সো, নো ঝিকিঝিকি পমপম টাইপ কথাবার্তা। 😛 😀
বস,
মাইন্ড খাইলেন নাকি? :no:
আসলে আমি কালকে ঢুকার আগেই আপনার ব্লগে কমেন্ট এর প্রায় সেঞ্চুরী হয়া গেসিলো...সবাই প্রায় সব লাইন নিয়া কমেন্ট কইরা ফেলছে দেইখা আমি অনেক কষ্ট কইরা এই লাইনটা খুইজা বাইর করসি...
জানেন নিশ্চয়-
"পুরুষ মানুষ মাত্রই ছিদ্রান্বেষী"
বেয়াদবি নিয়েন না...সেলফ টাইমে ফ্রন্টরোল শুরু করলাম :frontroll: :frontroll: :frontroll:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
এক্টা গ্রস জুক মুনে পড়ল।শালীনতার খাতিরে কইলাম না-কইলে আইপি সুদ্দা ব্যান খাওয়ার সম্ভাবনা 🙁
সাকেব, না ভাই, মাইন্ড করি নাই। 🙂 এত সহজে মাইন্ড করলে সিসিবিতে টিকন যাইব? আমার তো ভাই দেলোয়ার হোসেনের মতো সেলোয়ার ধইরা রাখার কোন এসিসট্যান্ট নাই, তাই নিজের প্যান্ট নিজেই টাইনা ধইরা রাখতেছি আর কি 😉 😛
(সিসিবিতে দেলোয়ার হোসেনের ইউ টিউব ভিডিও দেখে তা থেকে অনুপ্রানিত হয়ে লিখা)
বেয়াদবী নেই নাই, তয় সবসময় ছিদ্র না খুইজা মাঝে মাঝে _হাড় বা টি_ও খুজতে পার ;)লাভ হইলেও হইতে পারে। :-B আর :frontroll: দেওন লাগব না, গেট আপ
:)) :)) :)) :)) :)) :)) :)) :)) :))
জতিল কইসেন বস আপনাকে :salute:
আসেন, সবাই মিলে আমরা ১০০ পুরা করি... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দেড়শ হয়া গেল আর উনি আছেন ১০০ নিয়া... 😛
আমি আছি-নাইন্টি সিক্স নট আউট
নার্ভাস নাইন্টি নাইন-ধুর কবীর ভাই কই গেলেন??????এক রান নেন না মামা!
দিলাম বাড়ি......... 😀 :awesome: :awesome: :awesome:
Life is Mad.
কই কই বল কই...???? দেখি না তো...
ইয়াহু,সেঞ্চুরী হয়া গেছে-যাই কুক খাই 😛
যাক, এইবার আমাগো কলেজের আরেক ভাই চইল্যা আসছে। এখন শুধু :gulli2: :gulli2: :gulli2: চলব।
ভাইয়াকে স্বাগতম। :hug:
তানভীর, কোথায় আছ এখন? সানবীর স্যারের পোষ্টিং কোথায়? তুমি তো মিয়া ডজার,কমেন্ট করতে ওস্তাদ, লেখনা কেন? 😡
আমি এখন একটা বেসরকারী টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে আছি।
ভাইয়ার পোষ্টিং যশোরে, কিন্তু এখন এমআইএসটিতে পড়তেসে।
ভাইয়া, কমেন্ট করতে ওস্তাদ হইলাম কই? আগে কমেন্ট করতে জুনায়েদের মত ওস্তাদ হইয়া নেই, তারপর লেখা দিমু। :grr: :grr: :grr:
একদিন মাত্র ছিলাম না (গরু খাইতে কুমিল্লায় গেছিলাম )এর মধ্যে রহমান ভাই কাহিনী ঘটাইয়া ফেলাইছে। :awesome: :tuski: :guitar:
খাইছে, এইরম অপেনিং দুনিয়াতে(পড়ুন সিসিবিতে, আমার দুনিয়া আবার 'সিসিবি' কিনা ) আর কেউ করেনাই। আপ্নে তো মিয়া ফাটাইয়া ফালাইছেন। :thumbup: পুরা :gulli2: :gulli2: :gulli2:
:shy: :shy: :shy: কমেন্টের জন্য ধন্যবাদ
চমতকার রহমান ভাই
:hug: :hug: :hug: :hug: :hug: :hug: :hug: :hug:
:tuski: :tuski: :tuski: :tuski:
:awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
:hatsoff: :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
🙂 থ্যাংকস্
রহমান,
দোস্ত, সত্যি কইলাম, লেখাটা খুব ভাল্লাগছেরে। পুরাটা পইড়া ভালোমতোই বুঝা গেছে পাঠক হিসাবেও মামা জবর। :salute:
সায়েদের কথাটা কোট কইরা দেই,
এক্কেবারে মনের কথা। :boss: :boss:
আমআর লেখা আসেনা। সায়েদ আইসা পুরা জমায়া দিছিলো, এরপর তাইফুর মামা আমাগো আরো শক্তিশালী করছে 😀 এইবার তুইও নাইমা পড়লি, এইবার আর আমাগোরে পায় কেডা :duel: :duel: :duel:
দোস্ত বেশি বেশি লেখা চাই। বেশি বেশি :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
:shy: আর লইজ্জা দিস্নারে, আমার আবার লইজ্জা একটু বেশি ই। :shy: :shy: :shy:
তোদের কমেন্ট পড়ে আরো ভাল লাগছে। এতটা সাড়া পাব ভাবিনি আগে। সবার প্রত্যাশার মাত্রাটা বাড়িয়ে দিয়ে তো বিপদেই পড়লাম মনে হয়। 🙁 এখন তো দেখছি ষ্ট্যান্ডার্ড ধরে রাখাই কঠিন হয়ে যাবে। চেষ্টা করবো বন্ধু, যদি তোরা থাকিস পাশে
কমেন্টের জন্য ধন্যবাদ
আমি অলওয়েজ আছি দোস্ত, নিজে তো লেখতাম পারিনা। আমগো পোলাপাইনের লাইগা ফাটায়া গলাবাজি করুম 😀 তোরা জাস্ট লেখতে থাক :boss: :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
এই "জাস্ট" শব্দটার উদ্ভাবক কে রে? :-/ মাসরুফ, তুমি বলতে পারবা???
মাসরুফ সত্যিই জানো নাকি 😉 ?
Life is Mad.
~x( সুখ নাই রে পাগল সুখ নাই।যাস্ট মানে হইল গিয়া "শুধু"।খাড়ান ডিকশনারী ঘাইটা কইঃ
Definitions of just on the Web:
১।merely: and nothing more; "I was merely asking"; "it is simply a matter of time"; "just a scratch"; "he was only a child"; "hopes that last but a ...
precisely: indicating exactness or preciseness; "he was doing precisely (or exactly) what she had told him to do"; "it was just as he said--the jewel was gone"; "it has just enough salt"
২।only a moment ago; "he has just arrived"; "the sun just now came out"
used especially of what is legally or ethically right or proper or fitting; "a just and lasting peace"- A.Lincoln; "a kind and just man"; "a just reward"; "his just inheritance"
৩।absolutely; "I just can't take it anymore"; "he was just grand as Romeo"; "it's simply beautiful!"
৪।equitable: fair to all parties as dictated by reason and conscience; "equitable treatment of all citizens"; "an equitable distribution of gifts among the children"
barely: only a very short time before; "they could barely hear the speaker"; "we hardly knew them"; "just missed being hit"; "had scarcely rung the bell when the door flew open"; "would have scarce arrived before she would have found some excuse to leave"- W.B.Yeats
৫।fair: free from favoritism or self-interest or bias or deception; conforming with established standards or rules; "a fair referee"; "fair deal"; "on a fair footing"; "a fair fight"; "by fair means or foul"
৬।good: of moral excellence; "a genuinely good person"; "a just cause"; "an upright and respectable man"
৭।exactly at this moment or the moment described; "we've just finished painting the walls, so don't touch them";
মামা এত্তগুলা অর্থ দিলাম যাস্ট এই যাস্ট শদটার।চোখ বন্ধ কইরা যাস্ট এট্টা বাইছা ন্যান :hug:
আমার কাছে এইরকম একটা আছে "F" সংক্রান্ত 😉 😉 ।
বাস্তব ঐতিহাসিক উদাহরণসহ।
Life is Mad.
বুঝলাম না তো :no: বুঝাইয়া ক। ইনভারটেড কমার ভিতরে কি? আমার এখানে আসে নাই। এখানে বলার মতো না হইলে মেইলে বল 😐
বাইছ্যা নিছি......... 😀
আমি সাক্ষী 😀 😛 😀 😛
Life is Mad.
x :-/ কথা আর কাজের তো মিল পাচ্ছিনারে :-/
ক্যাডেট কি কখনো কাউরে পচায়???? 😀
জবর বলেছিসরে মাস্ফু :boss: :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
বস পুরা উরাধুরা ওপেনিং হইছে :salute: :salute: :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:shy: 🙂 দইন্যবাদ। তোমাদের কমেন্টের চোটে আকাশে উরতেছি O:-) এইবার একটু রেষ্ট নেই 😐 ততক্ষন তোমরা ব্যাটিং কর, আমারে আর ডাইকনা (লেখতে বইলনা) কইলাম :no:
বস চরম লিখছেন...... :clap: :clap: :clap: :clap:
কারেকশানঃ
জন্যঃ লিখছেন
পড়ুনঃ দেখছেন(স্বপ্ন দেখছেন) 😛
(তোরে ফৌজি তরিকায় উওর দিলাম 😀 , কমেন্টের জন্য ধন্যবাদ 🙂 )
রহমান ভাই,ক্যাডেট কলেজের নোটিশ বোর্ডের কথা মনে করায় দিলেন।আপনের এই খুব সূক্ষ কমেন্টে জন্য-পড়ুন সংক্রান্ত শত শত নোটিসের কথা মনে পইড়া গেল।
🙂 আসলে এই জন্য, পড়ুন টা এসেছে ইংরেজী "ফর" এবং "রীড" থেকে। বৃটিশ আর্মি থেকে এই ইংরেজীটা যখন আমাদের আর্মিতে এনে বাংলা ভাষায় বঙ্গানুবাদ করা হয় তখন এর ভাবানুবাদ না করে শুধুই আক্ষরিক অর্থে অনুবাদ করা হয়, যার কারনে প্রথম প্রথম আমার নিজের কাছে খুব বেখাপ্পা লাগত। এখন অভ্যস্ত হয়ে গিয়েছি।
সত্যিকথা বলতে কি আমরা আসলে অনেক পিছিয়ে আছি। এখনো অনেক পুরনো নিয়ম নীতিকে আকড়ে ধরে বসে আছি। ইচ্ছা আছে, কোনদিন সুযোগ পেলে এসব পুরোনো জঞ্জাল সরিয়ে আধুনিক, যুগোপযোগী এবং গঠনমূলক কিছু কাজ করার, দেশকে অনেক কিছু দেবার
আমি দোয়া করি ভাইয়া একদিন আপনার মত মানুষেরা যেন সে পর্যায়ে পৌঁছাতে পারেন।
অফ টপিক-আমার অবশ্য বেমানান লাগে নাই কখনোই!!!ইয়ে মানে জন্য-পড়ুন টা থাকুক...ছেলেবেলার স্মৃতি :shy:
ব্লগে অয়েল্কাম।
ড্যাশিং ওপেনিং হইছে এইডা।
শাব্বাস বেটা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
থ্যাংক্যু বস্ 🙂 । আপনাদের উৎসাহই আমার প্রেরণা। আপনাকে :salute: