টুশকি ১৩

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৪]

১. আমার এক ইউনিট অফিসারের ছবির এ্যালবাম দেখতে বসলে শাড়ি পরিহিত একজনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, “তোমার গোয়িং টু বি ভাবী” বলে। প্রায় বছর তিনেক পর সেই প্রসঙ্গ মনে করিয়ে দিতেই একটা হাসি দিয়ে বললেন, “সে এখন আমারই ভাবী হয়ে গেছে”।

২. অঙ্কের ক্লাসে স্যার ব্ল্যাকবোর্ডে ‘প্রোপোশনাল চিহৃ’ (একটা সিঙ্গেল প্যাঁচের মতোন) ব্যবহার করলে আমাদের একজন পিছন থেকে সেটা বুঝতে না পেরে বারবার ডাউট দিচ্ছিল, “ওইটা কি – ওইটা কি” বলে। তার এহেন ডাউটে বিরক্ত আরেক ক্লাসমেট পাশ থেকে বলে উঠল, “ওইটা তোর োন”। সেদিন থেকে এটা স্ট্যাবলিশড হল যে ওর একান্ত ব্যক্তিগত অঙ্গ একটা “প্যাঁচ”। সেটা তার নামে পরিণত হতে দেরী হয়নি। তারপর মৃদু বিবর্তনের খপ্পরে পড়ে নামটা হয়ে গেল “প্যাঁচা” (ইনারই ছোট ভাইয়ের নাম শোয়েব 😛 )।

৩. লাইবেরিয়ার লোকজন আমাদের মতোন “বাঁশ দেয়া” সংক্রান্ত কোন শব্দ বা বাক্য ব্যবহার করে বলে এখনও প্রমাণ পাইনি। সম্ভবত বাঁশ ঝাড়ের এহেন সাইজের কারণে তারা তুলনা করে খুব একটা জুত পায় না।

৪. মুশফিকের তিন বছর বয়সী ভাতিজা নিজের হিশি করার যন্ত্রটাকে খুব মনোযোগে খেয়াল করে গম্ভীরভাবে তার নানাকে বলছে, “আচ্ছা নানা আমার এইটাতো পানির ট্যাপের মতোন তাই না”? নানা হ্যাঁ বোধক উত্তর দিলে তাকে আরও গম্ভীর দেখায়, বলে “তাহলে তো আমার মত তোমারও একটা ট্যাপ আছে তাই না? এইবার হ্যাঁ বোধক উত্তর পাওয়ার সাথে সাথে পিচ্চির আবদার, “আমাকে একটু দেখাবা”?

৫. ‘পুঁটি মাছ বড় হয়ে ইলিশ হয়’ টাইপ আরেকটা ভাবনা: আমি ক্লাস এইট নাইন পর্যন্ত মনে করতাম মাইকেল জ্যাকসন একজন নারী! স্টেজে পারফর্মরত বুক খোলা শার্টের গ্যাপে তার প্রমাণ খোঁজার অনেক চেষ্টা করেছি 😛 ।

৬. আমাকে পচানোর জন্য আমার ছোট বোন তার দুই বছর বয়সী ছেলেকে নানান বিষয় শিখিয়ে রেখেছে। ওকে যদি বলা যায়, “বাবু, বুদ্ধি কোথায় থাকে রে”? সে তখন সবকটা দাঁত বের করে দিয়ে দুই হাঁটুতে থাপ্পর মেরে বলে “হাঁটুতে”।

৭. লাইবেরিয়ান ললনাদের নিয়ে মিশনের বিভিন্ন সময়ে আমাদের মনোভাব:

প্রথম চার মাস: ইস্, এরা এত কালো – ময়লা।
পরবর্তী চার মাস: এরা কালো হইলেও অ-ত-টা ময়লা না।
শেষ চার মাস: এদের অনেকেই নয়নাভিরাম, ঝাক্কাস :dreamy: ।

১১৫ টি মন্তব্য : “টুশকি ১৩”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    প্রথম চার মাস: ইস্, এরা এত কালো - ময়লা।
    পরবর্তী চার মাস: এরা কালো হইলেও অ-ত-টা ময়লা না।
    শেষ চার মাস: এদের অনেকেই নয়নাভিরাম, ঝাক্কাস

    😮 😮
    খাড়া ভাবিরে কইতাছি :gulli2:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    দোস্ত, ফ্যান্টাস্টিক টুশকি হইছে এইবারেরটা ... নানা নাতির কাহিনিটার মতই আরেকটা জিটল কাহিনিমনে পড়ছে, কইতাছি..
    তার আগে পিরা যিবার পর আমারে ধিরা তুলতে কেউ আয়রে... কইরে জুনা, কামরুল তাড়াতাড়ি আয় মিরা যিবার আগেই :goragori: :goragori: :goragori:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সায়েদ ভাই, যে বাঁশ দেখাইলেন তা মাইনষেরে দিলে তো সাপোজেটরির কাম হইব...আমগো বাঁশ দেখলে এই বাঁশ শিওর লজ্জায় আত্মহত্যা করব... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    সায়েদ মামা,লিখা তো আবারো পুরা হিট!আপনেরে মোস্ট পপুলার রাইটার অফ সিসিবি খেতাব দেওয়া হউক-এডু স্যারের কাছে এই দাবি জানাই 🙂

    অফ টপিক-পিড়তে পিড়তে(এইটা পিরা যাওয়া না,পিড়াশিনা) মাথায় জাম লাইগা গেছিল-টুশকি পইড়া মাথা ঠান্ডা হইছে।হাসতে আছি,হাসতেই আছি :)) :))

    জবাব দিন
  5. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    নাম্বার ৫ এর সূত্রানুসারে কইতাছি-মামী কি আফনের এই সিরিজ পড়ে সায়েদ মামা?না পড়লে মামির ইমেইল এড্রেস টা এট্টু দেন আমারে-লিঙ্ক টা পাঠাই দেই 😀

    জবাব দিন
  6. তৌফিক

    সে এখন আমারই ভাবী হয়ে গেছে

    🙁 🙁 🙁

    স্টেজে পারফর্মরত বুক খোলা শার্টের গ্যাপে তার প্রমাণ খোঁজার অনেক চেষ্টা করেছি

    বরিশাল কি পাবনার কাছে? :dreamy: :dreamy: :dreamy:

    বাবু, বুদ্ধি কোথায় থাকে রে

    জাতি জানতে চায়, বুদ্ধি কই থাকে? :gulti: :gulti: :gulti:

    হাসিতে হাসিতে পিরা গিয়া গিরগির খাইতাছি। :goragori: :goragori: :goragori:

    জবাব দিন
  7. মুসতাকীম (২০০২-২০০৮)
    “সে এখন আমারই ভাবী হয়ে গেছে”
    পিচ্চির আবদার, “আমাকে একটু দেখাবা”?
    “বাবু, বুদ্ধি কোথায় থাকে রে”? সে তখন সবকটা দাঁত বের করে দিয়ে দুই হাঁটুতে থাপ্পর মেরে বলে “হাঁটুতে”।
    প্রথম চার মাস: ইস্, এরা এত কালো - ময়লা।
    পরবর্তী চার মাস: এরা কালো হইলেও অ-ত-টা ময়লা না।
    শেষ চার মাস: এদের অনেকেই নয়নাভিরাম, ঝাক্কাস

    =)) =)) =)) =)) =))
    :goragori: :goragori: :goragori:
    :khekz: :khekz: :khekz:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  8. আমাকে পচানোর জন্য আমার ছোট বোন তার দুই বছর বয়সী ছেলেকে নানান বিষয় শিখিয়ে রেখেছে। ওকে যদি বলা যায়, “বাবু, বুদ্ধি কোথায় থাকে রে”? সে তখন সবকটা দাঁত বের করে দিয়ে দুই হাঁটুতে থাপ্পর মেরে বলে “হাঁটুতে”।

    সবগুলাই অসাধারণ কিন্তু এইটা পড়ে হাসতে হাসতে পড়ে যাচ্ছিলাম ... আপনার বোনরে উত্তম জাঝা 😀 [উত্তম জাঝা কি জিনিস না জানলে জিহাদ-রায়হান নাহলে তারেক ভাইরে জিজ্ঞেস কইরেন 😀 ]

    জবাব দিন
  9. ফয়েজ (৮৭-৯৩)
    প্রথম চার মাস: ইস্, এরা এত কালো - ময়লা।
    পরবর্তী চার মাস: এরা কালো হইলেও অ-ত-টা ময়লা না।
    শেষ চার মাস: এদের অনেকেই নয়নাভিরাম, ঝাক্কাস ।

    এইবার পুরা ক্লিয়ার হইল, মিশনে ১২ মাসের বেশি রাখে না ক্যান। ;))
    এরা মনে হয় বুঝতে পারছে, জনসংখ্যা বাইড়া যাইতে পারে।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  10. হাসনাইন (৯৯-০৫)
    “তাহলে তো আমার মত তোমারও একটা ট্যাপ আছে তাই না? এইবার হ্যাঁ বোধক উত্তর পাওয়ার সাথে সাথে পিচ্চির আবদার, “আমাকে একটু দেখাবা”

    :khekz: :khekz: জটিলসসস... :goragori: :goragori:

    জবাব দিন
  11. তাইফুর (৯২-৯৮)
    “আমাকে একটু দেখাবা”?

    নাতির আবদার নানা রাখছিল কি না ... খুব জানতে ইচ্ছা করে। :-B

    টুশকি'র দেখি lucky / unlucky নাই।
    তের'তেও hit


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।