টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৪]
১. আমার এক ইউনিট অফিসারের ছবির এ্যালবাম দেখতে বসলে শাড়ি পরিহিত একজনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, “তোমার গোয়িং টু বি ভাবী” বলে। প্রায় বছর তিনেক পর সেই প্রসঙ্গ মনে করিয়ে দিতেই একটা হাসি দিয়ে বললেন, “সে এখন আমারই ভাবী হয়ে গেছে”।
২. অঙ্কের ক্লাসে স্যার ব্ল্যাকবোর্ডে ‘প্রোপোশনাল চিহৃ’ (একটা সিঙ্গেল প্যাঁচের মতোন) ব্যবহার করলে আমাদের একজন পিছন থেকে সেটা বুঝতে না পেরে বারবার ডাউট দিচ্ছিল, “ওইটা কি – ওইটা কি” বলে। তার এহেন ডাউটে বিরক্ত আরেক ক্লাসমেট পাশ থেকে বলে উঠল, “ওইটা তোর োন”। সেদিন থেকে এটা স্ট্যাবলিশড হল যে ওর একান্ত ব্যক্তিগত অঙ্গ একটা “প্যাঁচ”। সেটা তার নামে পরিণত হতে দেরী হয়নি। তারপর মৃদু বিবর্তনের খপ্পরে পড়ে নামটা হয়ে গেল “প্যাঁচা” (ইনারই ছোট ভাইয়ের নাম শোয়েব 😛 )।
৩. লাইবেরিয়ার লোকজন আমাদের মতোন “বাঁশ দেয়া” সংক্রান্ত কোন শব্দ বা বাক্য ব্যবহার করে বলে এখনও প্রমাণ পাইনি। সম্ভবত বাঁশ ঝাড়ের এহেন সাইজের কারণে তারা তুলনা করে খুব একটা জুত পায় না।
৪. মুশফিকের তিন বছর বয়সী ভাতিজা নিজের হিশি করার যন্ত্রটাকে খুব মনোযোগে খেয়াল করে গম্ভীরভাবে তার নানাকে বলছে, “আচ্ছা নানা আমার এইটাতো পানির ট্যাপের মতোন তাই না”? নানা হ্যাঁ বোধক উত্তর দিলে তাকে আরও গম্ভীর দেখায়, বলে “তাহলে তো আমার মত তোমারও একটা ট্যাপ আছে তাই না? এইবার হ্যাঁ বোধক উত্তর পাওয়ার সাথে সাথে পিচ্চির আবদার, “আমাকে একটু দেখাবা”?
৫. ‘পুঁটি মাছ বড় হয়ে ইলিশ হয়’ টাইপ আরেকটা ভাবনা: আমি ক্লাস এইট নাইন পর্যন্ত মনে করতাম মাইকেল জ্যাকসন একজন নারী! স্টেজে পারফর্মরত বুক খোলা শার্টের গ্যাপে তার প্রমাণ খোঁজার অনেক চেষ্টা করেছি 😛 ।
৬. আমাকে পচানোর জন্য আমার ছোট বোন তার দুই বছর বয়সী ছেলেকে নানান বিষয় শিখিয়ে রেখেছে। ওকে যদি বলা যায়, “বাবু, বুদ্ধি কোথায় থাকে রে”? সে তখন সবকটা দাঁত বের করে দিয়ে দুই হাঁটুতে থাপ্পর মেরে বলে “হাঁটুতে”।
৭. লাইবেরিয়ান ললনাদের নিয়ে মিশনের বিভিন্ন সময়ে আমাদের মনোভাব:
প্রথম চার মাস: ইস্, এরা এত কালো – ময়লা।
পরবর্তী চার মাস: এরা কালো হইলেও অ-ত-টা ময়লা না।
শেষ চার মাস: এদের অনেকেই নয়নাভিরাম, ঝাক্কাস :dreamy: ।
বয়েজ, টুশকি আইছে...জলদি আয় সবাই... :clap:
যাই এবার গিয়া পড়ি... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পড়ার আগেই একটা ফাটাইয়া গুল্লি কইরা লই। তারপর পরুম।
এইটা কই পাইলি? কঠিন তো!
www.tareqnurulhasan.com
😮 😮
খাড়া ভাবিরে কইতাছি :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
সায়েদ ভাইয়ের এখন কোন চার মাস চলতেছে??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সায়েদ ভাইয়ের মিশন তো শেষের দিকে...
নিজগুনে বুইঝা নে... 😉 😉 😉
ঝাক্কাস মাইয়াগো ছবি দেখতে চাই... :(( :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কাইন্দো না কাইন্দো না.....দেখি কি করবার পারি... 😛 ।
Life is Mad.
😮 প্রশ্নটা এট্টু কেমুন জানি হয়া গেল না?সায়েদ ভাই,কবীর ভাই এইগুলা কি প্রশ্ন করে?আফ্রিকায় কি পুরুষ মানুষও......???
অবৈজ্ঞানিক, অপ্রাকৃতিক ও আবায়োলজিকাল ডাউট দেবার জন্য মাসরুফের ব্যান চাই...যদি ওর সাইজের ব্যানার না পাওয়া যায়, তাইলে কমপক্ষে ওর হাফ ব্যান চাইই চাই... x-( x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কবীর ভাই,আপনে সায়েদ ভাইরে সহজ সরল পিয়া উল্টাপাল্টা ইঙ্গিত দিবেন আর পাবলিক সেইটা মুখ বুইজা সহ্য করবে তা তো হয়না।পাব্লিকের মুখ তো আপনে বন কর্তে পার্বেন্না কবীর ভাই-যা সত্যি পাব্লিক তা একদিন বল্বেই(কপি রাইট-কামরুল ভাই) 😛
কোন হাফ? উপ্রের না নিচের 😛 😉 ।
Life is Mad.
জাস্ট বেটার হাফ!!! :grr: :grr: :grr:
আমি পালাই...ওরা দুইজনই তো এখানকার মেম্বার... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
খবদ্দার না :chup: :chup: ।
Life is Mad.
দোস্ত, ফ্যান্টাস্টিক টুশকি হইছে এইবারেরটা ... নানা নাতির কাহিনিটার মতই আরেকটা জিটল কাহিনিমনে পড়ছে, কইতাছি..
তার আগে পিরা যিবার পর আমারে ধিরা তুলতে কেউ আয়রে... কইরে জুনা, কামরুল তাড়াতাড়ি আয় মিরা যিবার আগেই :goragori: :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনে আগে আবজাব আনেন তারপর তুলুম... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আবজাব কেমনে আনুমরে, দেখতাছসনা ক্যামনে পিরা গিয়া গিরগিরাইতাছি :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি আইতে পারুম না। আমি টেবিলের নিচে পিরা গেছি। 😉
আপনে কোনমতে ক্রলিং কইরা আমার বাসায় আইসা আমারে তুলেন। :goragori: :gulti: :goragori: :gulti:
:gulli2: :goragori: :goragori: :khekz: =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
কামরুল ভাই আর কাইয়ুম ভাইয়ের কথবার্তা বড়ই সন্দেহজনক x-( দুইজনকেই কড়া নজরে রাখার অনুরোধ জানাই-সেই সাথে ডর্ম প্ল্যান চেঞ্জ কইরা উনাগোর বাসাও দূরে সরাই দিতে রেকমেন্ড করা হইল। 😛
পিরেন না ভাই,
আমিও কাইয়ুম ভাইকে ধিরা তুলপো :((
:khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
থ্যাংকু বন্ধু।
তাড়াতাড়ি শুনতে চাই....।
Life is Mad.
:goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
শুধু স্মাইলি আর উদ্বৃতি দিয়া কমেন্ট করার অপরাধে রবিনের সানগ্লাস শুদ্ধা ব্যান চাই। :chup: :chup:
:goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
দোস্ত, অফিসে in the run আছি। যা শুক্রবারে লেখা দিমু নে।
তোরে ত গুগল এ নক কইরা জীবনেও রেস্পন্স পাই না
ফোন দিস। 😀
সায়েদ ভাই, যে বাঁশ দেখাইলেন তা মাইনষেরে দিলে তো সাপোজেটরির কাম হইব...আমগো বাঁশ দেখলে এই বাঁশ শিওর লজ্জায় আত্মহত্যা করব... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =))
সাপোজেটরির জোকস মনে করায়া দিলা ভাই... 😀 ।
Life is Mad.
আমি জুক শুনপো :((
২নং এ বরাবরের মতো ৫ দিলাম... 😀 😀 :gulti: :gulti:
৪নং টা সিরম হইছে।কিছু লিখবার পারতাছিনা। সমানে পিরা যাইতাসি। :goragori: :goragori: :khekz: :khekz:
এক্কেবারে মনের কথা কইছোস, সমানে পিরা যাইতাছি :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
আবার পিরা গেলাম... :goragori: :goragori: :khekz: :khekz:
আহারে 😀 😀 ।
Life is Mad.
ভেঙ্গাইলেন ক্যা???? :gulli2: :gulli2:
:(( :(( :((
:(( ভ্যা :(( ভ্যা :(( ভ্যা 😛
Life is Mad.
আফনের সাথে খেলুম না কইলাম... 😛 😛
সায়েদ মামা,লিখা তো আবারো পুরা হিট!আপনেরে মোস্ট পপুলার রাইটার অফ সিসিবি খেতাব দেওয়া হউক-এডু স্যারের কাছে এই দাবি জানাই 🙂
অফ টপিক-পিড়তে পিড়তে(এইটা পিরা যাওয়া না,পিড়াশিনা) মাথায় জাম লাইগা গেছিল-টুশকি পইড়া মাথা ঠান্ডা হইছে।হাসতে আছি,হাসতেই আছি :)) :))
হিসতে হিসতে পিড়তে যা
😮 😮 এইডা কি কইলেন?আখনো ছুডু বাথ্রুমরে "হিসি করা" কন? 😛
নাহ, তুই এখনো সিসিবি এর জাস্ট ভাষা টা শিখতে পারলি না
x-( "যাস্ট ভাষা"? রবিন ভাই ভাল হয়া যান কইতাছি
আজাইরা দাবী দাওয়া না জানায়া 'পিড়াশিনা' নিয়া থাক না বাপ। কয়দিন আছে আর পরীক্ষার?
Life is Mad.
ওফ টপিক-শোয়েব ভাই,আফনে কুই?বড়ই মিস কর্তাছি আফনেরে 😀
:khekz: :khekz:
আলমরে+আফামনিরে বাদ দিয়া এইবার কি শোয়েবরে ধরলি??? ;)) ;))
মাস্ফু, আইজ বাদে কাইল পরিক্ষা, বাঁদড়ামি বাদ দিয়া পড়তে যা। নাইলে কিন্তু প্যাঁচা ভাইরে দিয়া গাছপালা সব তছনছ করাইয়া দিমু।
নাম্বার ৫ এর সূত্রানুসারে কইতাছি-মামী কি আফনের এই সিরিজ পড়ে সায়েদ মামা?না পড়লে মামির ইমেইল এড্রেস টা এট্টু দেন আমারে-লিঙ্ক টা পাঠাই দেই 😀
মামি বুঝতে পারবেন আপনের আসল চরিত্র 😛 আর সত্যি তথ্য ফাঁস কইরা দেওনের জুন্যে দেবর আমারে চা নাস্তা খাওনের টেকা দিবেন কনফার্ম 😀
হ...তোমারে ইমেইল অ্যাড্রেস দিই আর খাল কাইট্টা কুমির আনি আর কি....।
Life is Mad.
বস কথাটা হবে "তোমারে ইমেইল অ্যাড্রেস দিই আর খাল কাইট্টা জাস্ট কুমির আনি আর কি….।"
এইবার ঠিকাছে। 😉 😉
:khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:goragori: :goragori: :khekz: :khekz:
:khekz: :khekz:
আমারও এইবার ঠিক মনে হইতেছে।
:khekz: :khekz: :khekz:
Life is Mad.
খালি চা নাস্তায় পোষাইবো?
আমি তো যদ্দুর জানি তোমার জন্য গন্ডায় গন্ডায় অর্ডার করণ লাগে :)) =)) :khekz: ।
Life is Mad.
🙁 🙁 🙁
বরিশাল কি পাবনার কাছে? :dreamy: :dreamy: :dreamy:
জাতি জানতে চায়, বুদ্ধি কই থাকে? :gulti: :gulti: :gulti:
হাসিতে হাসিতে পিরা গিয়া গিরগির খাইতাছি। :goragori: :goragori: :goragori:
তাইতো, তা-ই-তো....বুদ্ধি কই থাকে :-/ :-/ ?
Life is Mad.
জাতির বিবেক আপনার দুই বছর বয়েসী ভাগ্নে জানে। 😛
=)) =)) =)) =)) =))
:goragori: :goragori: :goragori:
:khekz: :khekz: :khekz:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
এত হাসাহাসি না কইরা :frontroll: প্রাকটিস কর। কামে দিব 😀 :)) 😛 ।
Life is Mad.
🙁 🙁 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আরে ব্যাপার না। আমরা থাকতে বিএমএ আছিল "বিলিক্যান্ডহোয়াইট" - সাদাকালো। এখন তো পুরা রঙ্গিন 🙂 😉 । জাস্ট চিয়ার আপ।
Life is Mad.
সায়েদ ভাই এর শেষ চার মাস? তাই ত কই,টুশকি দিনে দিনে ইরাম ঝাক্কাস ওইতাসে ক্যান.........
জট্টিল আবিস্কার.... 😀 ।
Life is Mad.
পুরা ঝিকিঝিকি পমপম :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
"ঝিকিঝিকি পমপম" আবার আইলো কোথ্থিকা?
Life is Mad.
নাহ, খেলা আসলেই জইমা গেসে। সায়েদ, তুমি এইসব কই পাও? আমি তো এত চেস্টা কইরাও কিছু পাই না। পুরা :gulli2:
😛 😛 থ্যাংকস বস 😛 😛 ।
এই আপনাদের মতোন বসদের দোয়া আর কামরুল-মাসরুফদের মতোন কঁচিকাচাদের উৎসাহ... 😀 ।
Life is Mad.
বন্ধুদের ভুইলা গেলি ? x-( x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
সুরি :shy: :shy: ।
কন্ধুদের উস্কানি :grr: :grr: ।
Life is Mad.
সায়েদ ভাই, চরম হইসে, এক্কেবারে ঝিকিঝিকি পমপম! 😀
কোনটা বাদ দিয়া যে কোনটার কথা কই!
সবগুলাই :gulli2: :gulli2: :gulli2:
সবগুলাই অসাধারণ কিন্তু এইটা পড়ে হাসতে হাসতে পড়ে যাচ্ছিলাম ... আপনার বোনরে উত্তম জাঝা 😀 [উত্তম জাঝা কি জিনিস না জানলে জিহাদ-রায়হান নাহলে তারেক ভাইরে জিজ্ঞেস কইরেন 😀 ]
আররে কিংকু মামা নাকি?ম্যালাদিন পর দ্যাক্তাছি?এতদিন পরে দেশের হোয়াইট এলিফেন্ট, হাঁটুপার্টি এই ক্যাডেটদের কথা মুনে পিড়ল?
(অফ টপিক-"পিরা" মানে ঝান্তে চাইলে রবিন ভাইরে জিগান 😛 )
কেন তোরে শিখাইসি না
দৌড়ের উপরে থাকি, লগাই না আরকি 😀
কি জিনিস :-/ :-/ ?
Life is Mad.
:-/ আসলেই, কি জিনিস?
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও বুঝি নাই। তয় মনে হইতেছে,
জাঝা মানে জাদু কি ঝাপ্পি। 😉 😉
তাইলেতো জাকিঝা হবার কথা ;)) ;))
আর আগে তাইলে উত্তম কি ? :-/
সংসারে প্রবল বৈরাগ্য!
কিয়ের 'জাদু কি ঝাপ্পি'??? মানি না... 🙁
ওইডা হইব 'জাস্ট ঝাপ্পি'... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এইবার ঠিকাছে
:khekz: :khekz: :khekz:
Life is Mad.
x-( যাস্ট আইলো কৈথিক্কা?
এইবার পুরা ক্লিয়ার হইল, মিশনে ১২ মাসের বেশি রাখে না ক্যান। ;))
এরা মনে হয় বুঝতে পারছে, জনসংখ্যা বাইড়া যাইতে পারে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ছি ছি সায়েদ ভাই অনেক সচ্চরিত্র মানুষ উনারে নিয়া বাজে কথা বলে না 😛
আপনে বস 😀 😀 😛 😛 ।
Life is Mad.
:khekz: :khekz: জটিলসসস... :goragori: :goragori:
আসলেও সায়েদ ভাই জাস্ট সৎ চরিত্রের মানুষ।
পিচ্চির আবদার, “আমাকে একটু দেখাবা”?
😛 :shy: 😛
Life is Mad.
নাতির আবদার নানা রাখছিল কি না ... খুব জানতে ইচ্ছা করে। :-B
টুশকি'র দেখি lucky / unlucky নাই।
তের'তেও hit
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:shy: :shy: 😛 😛
Life is Mad.
:gulli2: :gulli2: :gulli2: একেবারে ব্রাশফায়ার সায়েদ। :salute:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:shy: :shy: :shy:
থ্যাংকস সানাউল্লাহ ভাই।
Life is Mad.
:khekz: :khekz: :khekz:
ভাই আপনার মাথায় এতো কিছু স্টোর থাকে কিভাবে??
মাথায় থাকে না তো..... 😛 😀 ।
Life is Mad.
😮 😮 😮
:gulli2: :gulli2: :goragori: :goragori:
😮 ইউ মিন হাঁটুতে রাখেন? 😛
x-( x-( x-( ~x( ~x( x-( :chup: :chup:
Life is Mad.
:khekz: :khekz: :khekz:
হাঁটু পার্টি নিয়া কলেজে একটা গল্প বানাইছিলাম...আপনেগো সম্মতি থাকলে দিবার পারি... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দেরি করস ক্যান ব্যাটা.।দে কুইক :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনেরে বিশ্বাস নাই...যখন তখন পল্টি খাইবার পারেন... 🙁
পরে মাইরটা খাইব কেডা??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আরে অরা আমার বন্ধু মানুষ, তরে কিছু কইবোনা x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
কেডায় আবার? তুমি :grr: :grr: 😀 ।
Life is Mad.
দেখছেন? দেখছেন??? আমি জানতাম এমনডাই হইব... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সিসিবির সবচেয়ে পাঠক প্রিয় সিরিজের সেঞ্চুরী হোক। কমেন্টের সেঞ্চুরী কইরা গ্যালারীর দিকে ব্যাট তুইলা দিয়া এই একটা কথাই বললাম। B-)
:khekz: :khekz: :khekz:
😛 😛 😛
কত্তদিন পর আবার পিরা গেলাম 😀
সংসারে প্রবল বৈরাগ্য!