সকালের ঘুমটা ছুটলো হলের গেটম্যান এর চিল্লা-ফাল্লায়। ব্যাটা পারলে রুমের দরজা ভাইঙ্গা ফালায়! রাজিব ভাই, ও রাজিব ভাই, আপনার গেস্ট”….. শম্পা এসেছে। কোনোমতে চোখটা খুলে মোবাইল তুলে দেখলাম ১৭টা মিস্ড কল পড়ে আছে। সাইলেন্ট করে মরার মতো ঘুমিয়েছি। আজকে খবরই আছে।
শম্পাকে নিয়ে বাইরে বেরুনোর কথা। এদিকে পকেটে আছে মাত্র ১৪ টাকা। রুম মেট সুমনের কাছে ৩৫০ টাকা পাওনা আছে আজ প্রায় দু-সপ্তাহ ধরে। ব্যাটা দুই ঘন্টার কথা বলে নিয়ে এখনো দেয়ার নাম করছেনা। কাল রাতে ঘুমানোর আগে ঠিক করেছিলাম শালা রুমে ফিরলেই এর একটা হেস্ত-ন্যাস্ত করবো। কিন্তু টের পেয়েই কিনা জানিনা, বদমাইশটা কাল রুমেই ফিরেনি। এখন কি যে করবো কিছুই বুঝতে পারছিনা।শম্পার কলেজ পড়ুয়া ছোট ভাইএর বার্থডে কাল, তাই আজকে ওকে নিয়ে নিউ মার্কেটে যেতে হবে প্লাস হবু দুলাভাই হিসেবে শ্যালকের জন্য কিছু একটা গিফ্টও কিনে দিতে হবে। আইডিয়াটা যদিও আমার তেমন পছন্দ হয়নি, বলেছিলাম , এত বড় পোলার আবার কিয়ের বার্থডে! শম্পার ভয়াবহ চাহনি দেখে কাঠ হাসি দিয়ে সাথে সাথে বলতে হয়েছিলো, ফাইজলামী করলাম।
যাহোক, রাতে ঘুমিয়েছি দেরী করে, তার ওপর ঘুমানোর আগে পাশের রুমের “শিল্প-কালচার” করা বড় ভাই এর সাথে হালকা ধুন টানায় মাথাটা এখনো ঝিমঝিম করছে। অনেক কষ্টে বিছানা থেকে নেমে সিগারেট টা ধরালাম, তার পর টিস্যু পেপারটা ছিড়ে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য রওনা হলাম। দরজা খুলে বের হতেই দেখি সুমন হারামজাদা আসছে। মেজাজটা খারাপ হয়ে গেলো । তাও কিছু বল্লামনা তলপেটের তাড়া আছে দেখে। কিন্তু ওই শালাই আমার পথ রোধ করে দাঁড়ালো ঠোঁটে একটা দেঁতো হাসি ঝুলিয়ে। ইচ্ছে হলো থাবা দিয়ে সামনের দুটো দাঁত ফেলে দেই শালার। কিন্তু পেটে চাপ অনুভব করে সিগারেটটা শক্ত করে চেপে পাশ কাটাতে চাইলাম। ব্যাটা আমার সামনে চলে এসে বললো, তোর হাতে কি রে? বললাম, ‘ক্যান টয়লেট পেপার চিনোস না? জীবনে দেখোস নাই??’ বলবনা বলবনা করেও বলে ফেললাম, আমার টাকা কই শালা। আমাকে পুরা হতবাক করে দিয়ে পকেট থেকে লাল চকচকা ১০০০ টাকার একটা নোট বের করে ছুড়ে দিয়ে বললো, ‘এই নে তোর টাকা, আর আমার বাকী টাকাটা জলদি দে’। আমি সেকেন্ডেরও ভগ্নাংশ সময় নষ্ট না করে ছোঁ মেরে টাকাটা তাড়াতাড়ি হাতে নিতে নিতে বললাম, ‘খাড়া, আগে টয়লেট কইরা লই’।
যাক বাবা, বাঁচা গেলো, টয়লেট এ বসে সিগারেটে লম্বা টান দিতে দিতে পুরা দিনের প্ল্যান টা ফাইনাল করলাম। তারপর কোনো মতে বেরিয়ে এসে রুমে ঢুকলাম। সুমন বসে আছে ওর বিছানায়। বললো যাতে এখনই ওর বাকী ৬৫০ টাকা দিয়ে যাই। ভাংতি করাতে পাশের রুমের বড়ভাইকে গিয়ে ধরলাম, ‘বস্ ১০০০ টা টাকা ভাঙ্গায়া দ্যান। উনি বললেন, ‘দে, দিচ্ছি। পকেটে হাত দিয়ে টাকাটা বের করে বড় ভাইয়ের হাতে দিলাম। দেখি উনি চোখ পিট পিট করছেন। ‘কি ব্যাপার বড় ভাই?’ আমি জিগাই। উনি একইরকম চোখ পিট পিট করতে করতে কইলেন, ‘ আমারে টয়লেট পেপার দিতাছো ক্যান???’ এইবার আমিও ভালো কইরা তাকাইলাম। তাইতো, টয়লেট পেপারইতো!! মাথাটা আবারো ঝিম দিয়া উঠলো, তাইলে কি ১০০০ টাকার নোট টা দিয়াই একটু আগে………….!
1st
তোকে নোবেল দিলুম 😀 :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
😮 😮 😮
আর্মি ভাই লিখা দিছে?????
(কপিরাইটঃ কামতাজ ভাই)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা
নেক্সট গেট টুগেদার পর্যন্ত লং আপ হইয়া থাক ।
x-(
কামরুল ভাই, ১৫ মিনিট তো হয়ে গেছে বস... 🙁
হাত ব্যথা হয়ে গেছে...রক্ত সব মাথায় চইল্যা আইছে... :((
আর বেশিক্ষণ লং আপ হয়ে থাকলে তো... :-B
ইমি জ্ঞিন হিরাবো মিরেই যিব
বিচাতে পিরবে নি কিউ…
(কপিরাইটঃ কামতাজ ভাই) B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কিরে কামতাজ কই??? 😛
জুনারে লং আপ থেইকা তুলরে ভাই :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
😀 😀 😀 :clap:
ওরে কি দিলেন ভাই????
:just: তুরন্দাজ... :gulli: :gulli: :gulli:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
১০০০ ট্যাকা দিছি 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
জটিল হইছে কিন্তু।
পুরা ফাটাফাটি -
এরকম সিগারেট তৃপ্তি নিয়ে আর কে খেয়েছে কবে?
😀
সাবাশ।
পুরা :gulli2:
সৈয়দ সাফী
বস্, জাহিদ হাসানরে খাইতে দেখছিলাম এশিয়ান ফিল্টার কিংস , অবশ্য উনি তার আগে স্টিমার থেইকা নাইমা খামাখাই সেইরকম একজনরে জড়ায়া ধরছিলো 😀
কষ্ট কইরা হাবিজাবি পড়ার লাইগা থ্যাংকু বস্ :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
:tuski :tuski: :awesome: :awesome: :pira: :pira:
ইমি ছিড়া কি তির জীবনি ইর কিছিই নিই x-( x-(
😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও রবিন ভাই হপো :(( :(( :((
:gulli2: :gulli2: :just: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: ভাইজান,জ্বলে নাই?কারণ এক হাজ়ার টাকার নোট ত খস খসা অনেক,হাহা হা হা :just: পিরা যাতিছি =)) =))
সাইফ কাইউমকে নিয়ে দুশ্চিন্তা করিস না ...
আমার দোস্ত 'স্যান্ড-পেপার' ইউজ কইরা অভ্যস্ত লোক।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
স্যান্ড পেপার...???????????? 😮
আউচ্... 🙁
(ভাবতেই তো গায়ে কাঁটা দিয়ে উঠল... :dreamy: )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শীট্ 🙁 🙁 ডরাইছিরে :-/
সংসারে প্রবল বৈরাগ্য!
:goragori:
:pira: :pira: :pira: :pira: :just: :pira: :pira: :pira: :pira:
=)) :khekz:
এবিসি রেডিও, ঢাকা (১৪ জানুয়ারি, ২০০৯) : কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন কইরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানাইছে, ফৌজির মতো আর যাতে কারো সমস্যা না হয় তাই তারা ১০০০ টাকার নোট শিরিষ কাগজে ছাপাইবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস্ ইটা কি ব্রেকিং নিউজ দিলেন :(( :((
১০০০ টাকার নোট শিরিষ কাগজে ছাপাইবো !!
সব্বোনাশ 😮 😮 আমার গল্পের নায়কতো শ্যাষ :grr: :grr: যাউগ্গা, হেয় শেষ হইলেই ভালা, শম্পা ডার্লিং এর স্ট্যাটাস ইন এ রিলেশনশিপ থেইকা সিঙ্গেল হইবো 😡 😡 :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
সিনিয়রদের নায়িকাদের নিয়ে গল্প বানানোর জইন্য তুমার আইপি (এইডা কি?) শুদ্ধা :just: ভ্যান চাই। 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইয়া মাবুদ, উপপস বস্ ভুইলাই গেছিলাম ক্যাম্পাসের রানী শম্পার কথা ;)) ;)) দিলাম কয়টা :frontroll: এর লাইগা।
যুগে যুগে ফৌজিয়ানদের স্বপ্নের কুইন দেখি সেইম হইতাছে 😀 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
শম্পা আপু'স রক্... :clap: 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অ্যাপোস্টপিটা স এর পরে দে ব্যাটা, নাইলে কচিকাচারা ভুল বুঝতে পারে 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
আয় হায় তা তো... :bash:
(সবাই তো আর আমার মতন দেব যুবক না... :-B )
কারেকশন...যেমন ছিলে... :grr:
সব শম্পা আপুই রক্ করে... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:just: :pira: ভাই এইসব লিখলে হাস্তে হাস্তে মিরা যাবো। কালকে পরীক্ষা, সিসিবি ছাইড়া উঠতে পারতাছি না :(( :((
😮 😮 😮
মিমি, ইটা কিদলি রে কিদলি???
জিটিল হিসে রে মিমি, জিটিল :gulli2: হিসে :just: :pira:
এরমাদ্ধমেপ্রমানিথয়যেকাইয়ুমশুধুভাল্কমেন্টায়িনা,ব্রংভাল্পোষ্টাইতেওপারে
সবাইকে সুযোগ করে দেয়া নীতিতে বিশ্বাসী বলেই তেমন লিখি টিখিনা, বুঝছোসনা 😛 😛
কিষ্ট কিরা পিড়ছিস দিখি তিকে থিংকি মিমি :awesome:
সংসারে প্রবল বৈরাগ্য!
শেষ লাইনে যেয়ে দফা রফা করার ব্যাপারটা সত্যিই দারুণ জমে।
আমিও জইমা গেছিলাম =)) =)) ।
তবে সাইফের মতোন আমারো মনে উঁকি দিতেছে ডাউটটা......... 😉 😉 ।
Life is Mad.
দোস্ত তুই দেশে আয়, ট্রেনিং নিমু ব্যাটা ক্যামনে তোগো মতো লেখা যায় :dreamy:
আর সাইফের মতো কুনু ডাউট নাই কইলাম 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইয়া পুরা সেইরকম.... :khekz:
রাজিব পোলাটার লাইগা আমি কানতাছি আর তুই কস সেরকম :bash: :bash: 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
অসাধারণ...
দোস্ত ফেইসবুকের সেইরকম কবিতাগুলা থেইকা পোলাপাইনরে বঞ্চিত করা কি তোর ঠিক হইতাছে 😛 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
প্রকৃতির ডাকটা বড় না হয়ে ছোট হইতো,
তাইলে বিপারটা এত দূর যাওয়ার আগেই খিয়াল করতে পারতেন।
(ইফটিপিকঃ শম্পা কি ছদ্ম নাম, নাকি আসল নামই ব্যবহার করছেন :shy: )
:goragori:
কিরে সাব্বির অনেকদইন সিসিবিতে আসোসনা, কাহিনি কি? 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাল লিখছিস বন্ধু।
তোর তো এত সস্তা জিনিস লিখার কথা না।
টাকা পয়সার সমস্যা যাচ্ছে নাকি?
টাকা লাগলে বলিস।
শম্পার নাম্বার রাজিব কিংবা সাজ্জাদ জানেনা তো?
দেখিস আবার, এই বয়সে তো আর আগের মতো মেয়েদের স্কুল এর সামনে তো দাঁড়াতে পারবিনা।
দোস্ত কাউরে কইসনা, আর শম্পা ডার্লিংএর নাম্বারটা আমারে কুইক মেইল কর 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
লাস্টের ঝাকিটা সেইরকম হইসে।
পুরা :gulli2:
তবে আপনে খাল কাইটা সুপার ক্রকস নিয়া আসছেন। যদি এর পর আবার বলেন লিখতে পারেন না তাইলে খবর ই আছে 😡 :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
সব লাস্ট "ঝাকি"ই সেইরকম হয় ... বুঝলা বৎস্য। :ahem:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস, ওবায়দুল্লাহ ভাই অন প্যারেড নাই...
এই সু্যোগে আপনি ছোট ভাইদেরকে বিভিন্ন জ্ঞানগর্ভ বিষয়ে আরেকটু বুঝায়া দিতে পারেন... :awesome:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ওবায়দুল্লাহ ভাই নাই তাতে কি, আমি উইদাউট সুপারভিষণও সিনিয়রের কথা মেনে চলি ...
(ধুর বোকা ... যা কবি আস্তে ক ... এডু আছে না ...)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর মাম্মা পোলাপাইনের কেলাশ নিতাছোস শুনলাম বড়দের সিলেবাসে 😀 :duel:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও কেলাস করপো :(( :((
শম্পার ভাই'রে আপাতত টয়লেট পেপার গিফট দিয়া, স্যুইপার ডাক তাড়াতাড়ি। ১০০০ টাকার নোট বইলা কথা। সেফটি ট্যাংক ছাড়া যাইব কই ??
লেখা সুন্দর হইছে।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা শম্পার ভইনটারে নিয়া আরেকটা সেরম কাহিনি আছেতো 😀 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
ওরে নারে। আমি ভাবছিলাম সিরিয়াস মাল। :pira: :pira:
বিসি, ইটা কিদলিন রে কিদলিন???(কপিরাইটঃ রহমান ভাই)
ইবার শুধু পিরা না, পুরা মিরা গিলাম... :khekz: :khekz: :khekz:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
তিই ত ইমিকে লিজ্জায় ফিলি দিলিরে, যিহিক, চিমিলি হিতির পিলিটা না তিই 😡 😡 সিসিবিতি লিখিসনি কিন?? 😡 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
কোপানি হইছে।
আমি ভাবছিলাম আন্দালিব টাইপ মাল ছাড়ছেন। কিন্তু লাস্ট লাইন পইড়া পুরা ৩২ দাঁত বাইর হইয়া গেলো। 😉 😉 😉
ও ... আন্দালিব তাইলে মাল ছাড়ে ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ইয়ে মানে আমি যা ভাবতেছি আপ্নিও কি তাই ভাবতেছেন? 😉
আন্দালিব কইরে, তরে নিয়া তাইফ আর কামরুল খ্রাপ কথা কইতাছে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজিয়ান ভাই লেখা দিছেন? কেম্নে কি? ভাইয়া কি মাসে একটা করে লেখা দিবেন ঠিক করেছেন?
ঈশপের উপদেশঃ
টাকা নিয়ে সাথে সাথে মানিব্যাগে ঢুকাতে হবে।
তাইলে তো মানিব্যাগ দিয়াই... 😮
নাহ্, টাকাই ভালো... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা, বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ আছে।
"এই ক্ষেত্রে টাকা ভাল, না মানিব্যাগ"
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঠিকই বলছেন বস... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
x-( 😡 :gulli2: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
তপু আমিতো সেমেস্টার সিস্টেম মাইনা চলিরে, এক বছরে দুইটা :thumbup: :duel:
সংসারে প্রবল বৈরাগ্য!
নতুন টাকা বইলা বাইচা গ্যালা মামা। মাছের ব্যাপারী, এবং অন্যান্য ব্যাপারীদের ইউজ করা পুরান টাকা হইলে খবর ছিল ... চর্মরোগের ঔষধ খুজতে গুলিস্তান দৌড়াতে হইত।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইলে তো ব্যাপারটা মন্দের ভাল হইছে...কি কন তাইফুর ভাই??? :-B
:awesome: :awesome:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz: :khekz:
খুব মজা পাইলাম। একদম :pira: অবস্থা হইছে।
তুমি আসলেই একটা মিচকা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আচ্ছা বিভাগে "প্রযুক্তি" লাগাইছো ক্যান? টয়লেট পেপার জন্য?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, প্রথম প্যারায় মোবাইল নিয়া কথা আছে তো- সেজন্য মনে হয়... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস্ ঠিকই কইছেন, জুনা একটা মিচকা :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
ট্রায়াংগল বানাইতে গেলে এখন তো আমার উচিৎ ফয়েজ ভাইরে... :-B
না থাক, চুপ কইরা যাই... 😕 :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
একটা জুক্স মনে পড়ল 😀 😀 :
এক মেয়ে দোকানে যেয়ে লিপস্টিক চাইতে চ্যাংড়া সেলসম্যান সাফ সাফ জানিয়ে দিল "নাই"।
এভাবে সটান কাস্টমার হাতছাড়া x-( হয়ে যাওয়াতে তার সিনিয়র সেলসম্যান দিলেন ঝাড়ি, "লিপস্টিক নাই তো কি হইছে। কইতে পারলি না আপা লিপস্টিক নাই তয় নেইল পালিশ আছে"।
খানিক পরে এক লোক এসে চাইলেন টয়লেট পেপার। চ্যাংড়া এইবার খানিক আগে পাওয়া বিদ্যা ঝেড়ে দিল, "....টয়লেট পেপার নাই তয় শিরিষ কাগজ আছে। দিমু" 😕 😕 ?
Life is Mad.
:gulli2: :gulli2: :pira: :pira:
:pira: :pira: :pira: =)) :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:dreamy: :dreamy: :dreamy: :dreamy:
আবার :just: :pira:
:goragori: :goragori: :goragori:
:goragori: :goragori: :khekz:
আপনারেও ভাইয়ার মত কপি পেষ্টের রোগে ধরলো নাকি?? 😕
সংক্রামক দেখতাসি :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) :khekz: :pira:
চ্যারিটি বিগিনস এট হোম
বিল গেটসও এতো দামি বড়কাজ করতে পারেনি =)) =)) =))
=)) =)) :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) :khekz: :pira: :pira:
চ্যারিটি বিগিনস এট হোম
ভাইয়া এত্তদিন পরে পাইলেন এইটা?? :grr:
ভাইয়া এত্তদিন পরে পাইলেন এইটা?? :grr:
;)) ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তোরেও ভাইয়ার মত কপি পেষ্টের রোগে ধরলো নাকি?? 😕
সংক্রামক দেখতাসি :grr: :grr:
আপনেই তো দেখি উপ্রের থেইকা আমার কমেন্ট লয়া কপি পেষ্ট করছেন। এখন পয়সা দেন। :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হায় হায় ছোট্ট তোরটা তো দেখিনি ... 😕
চাইলি যখন ডলার-পাউন্ড চাইতি, কি আর করা ছোট্ট আবদার বইলা কথা, পয়সা পাঠায় দিমু নে :grr: :grr:
আপনে তো দ্বীপে থাকেন, আশেপাশে নাকি জাহাজ টাহাজ ডুবছিলো প্রাচীনকালে। সৈকতে যদি সোনার মোহর কুড়িয়ে পান, তাইলে দুইটা বড় বড় ব্যাগে ভইরা পাঠায়া দিয়েন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
পুরা :gulli2: :gulli2: :gulli2:
:thumbup: :gulli: :gulli:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই বিশাল একটা ধাক্কা খাইসি। খুবই সুন্দর লেখা!!!
পোলাপাইন রে ধাক্কা দেয়ার জন্যে কাইয়ুম ভাইয়ের ব্যাঞ্চাই 😉
রাফিরে ধাক্কা দিসি দেইখা নিজেরে ব্যাঞ্চাইলাম 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:just: :pira: :pira: :pira:
তিনবার পিরা = এক বার মিরা 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
অসাধারন লাগলো। :khekz: :khekz: :khekz: :khekz: :clap: :clap: :boss: :boss:
কারে, নায়িকারে? 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই
সত্য কইরা কন তো কাইল মিরপুরের দিক ক্যান গেছিলেন.......খেলা যে দেখেন নাই তা তো কইছেনই
তাইলে নিশ্চয়ই কাহিনী আছে। এক হাজার টাকার সন্ধানে ড্রেন ফলো করে মিরপুরে...........?? ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
ড্রেনতো সায়েদাবাদের দিকে গেছে ব্যাটা 😀 মিরপুরেতো আরেক অমর কাহিনি চলতেছিলো 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
প্রথমেই নিজের গায়ে একটা চিমটি কাইট্যা নেই। নাহ! আমি জাইগ্যাই আছি। কাইয়ুম ভাই লেখা দিসে বিশ্বাস করতে কষ্ট হইতেছে।
লেখা পুরা কোপানি হইছে। নেক্সট টাইম দেখা হইলে কেমনে ভাল কইরা গল্প লিখতে হয় শিখাইয়া দিয়েন।
আপনি এত বস্ কেন???
ওই তানভীর, সারাদিনে যতো কমেন্ট দেস, সবগুলা একসাথে করলেই তো ডেইলী একটা ব্লগ হইয়া যায়। :)) :))
;)) :)) :khekz: =)) :goragori:
:just: :pira:
:pira: ( 😉 😉 😉 )
রহমান দোস্ত, তুই রবিনের একটা ব্লগ পুরা কপি কইরা বসায়া দিলি, কাজটা কি ঠিক করলিরে =)) 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
😛 তুই দেখি ধইরা ফেলাইছস 😀 ।
কিছু কমুনা, কইলে পরে পোলাপাইন কি না কি কয় আবার 😛 তাইফ ব্যাটায় যা একখান টার্ম আমদানি করছে 😉
নেক্সট টাইম দেখা হইলে মিষ্টি নিয়া আসিস ব্যাটা। আর কিলার স্মাইল দিয়া ক্যামনে ললনাদের সাইজ করতে হয় সেইটা শিখায়া দিয়া যাইস আমারে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কি যেন টার্মটা 😀 😛 😉 ????
Life is Mad.
আমিও :just: মিরা গেলাম। আরো লেখা চাই 😀
১০০ তম মনতব্য। :grr:
:boss: :boss:
এত্তো ভালো একটা গল্প আমি মিস করলাম ক্যামনে?
এইজন্যে পানির বিকল্প নাই, সব ধুয়েও যায় কোন মুছামুছি নাই আবার টাকা হারানোর ভয়ও নাই।
কাইয়ূম ভাই, সত্যি কইরা কন তো এইটা কারে দিয়া লেখাইছিলেন??? 😛
যার থেকে এরকম লেখা বের হয় (ভাল অর্থে!), তিনি কিভাবে বছরের পর বছর না লিখে পারেন??
আপনি মিয়া আসলেই খুব খারাপ...(খারাপ অর্থেই...!!) :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কিরে এতোদিন পর এইটা আবার কইত্থেইকা টাইনা তুললি 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই, শম্পা ভাবী কেমুন আসে? একদিন পান্থপথ সিগন্যালে নিয়া আসেন একদিন, একসাথে আলুর চপ খাই : B-)
আলুর চপ? আইচ্ছা খাওয়ামুনে 😀 কিন্তু আসার আগে একজন শম্পাভাবী জোগাড় কইরা সাথে নিয়া আসিস :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
😮 মিমি টা কেডা?
কাইয়ুম ভাই দেখি, আপনে লিখতে পারেন? ভাইয়া জটিল হয়েছে। দেরীতে পড়ার জন্য :frontroll:
দিলাম।
এইটা পিরা ভাষা ভাবী। মামা এর পিরা রূপ। আপনি মনে হয় এখনো ধরতে পারেন নি। কাইয়ূম ভাইর সাথে কাউরে মিলায়া লাভ নাই। কে জানি বলছে উনি এক্সপায়ার।
আমি কিন্তু কিছু কই নাই... :frontroll:
তপু ভাইটা, ধন্যবাদ।
সেকি, তোমার না ডাক্তারের মানা। তুমি আবার ফ্রন্ট রল দিচ্ছো কেন?
কি বলেন কাইয়ূম ভাই? :grr:
ও কি! ও কি! আপনি কইত্থেইকা উকি দিলেন আবার এইখানে 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
জ্বী, এইতো সাগরের পাড় থিকা। :grr:
=)) =)) =))
:pira: :pira: :pira:
ভাইয়া,
বহর তো পেরুলো বলে; পোষ্ট দেন একখান। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আর পোষ্ট, তুইতো দেখি মহাসাগরে ডুব মারলি, হারিকেন দিয়াও তোরে খুইঁজা পাওন যাইতেসেনা 🙁
আমার এখনো বিশ্বাস হইতেছেনা যে এই জিনিস আমি মিস করছি!যাউজ্ঞা,বেটার লেট দ্যান নেভার!
শেয়ার বিজনেসে নামসে মনে হয় বেকার হবার পর। মূল্য এক হাজার থেকে এক লাখ বানানোর ধান্দায় আছে :grr:
সাতেও নাই, পাঁচেও নাই