সেইরকম আবজাব – বেইনসাফ পর্ব

নাহ্, আজকালকার দুইন্নায় ইনসাফ বইলা কিস্সু নাই। এই জিনিসটা অনেক আগেই উপরে উইঠা গ্যাছে।

বয়স বাড়তাছে। মানে বুড়া হইতাছি। অটোমেটিক বাড়তাছে, নিজের দোষে না। কোটেশন মার্কের ভিতরে অবস্থান করা জাস্ট দ্বারা শুরু হওয়া সম্পর্কগুলার এফ.এম বা ডিজুস টাইমটা অল্প কয়েকটা বছর আগে জন্মাইবার অপরাধে ধরতাম পারলামনা। এইটাতেও নিজের কোনো দোষ খুঁইজা পাইলামনা। টার্ণ আউট জিনিসটারে দীর্ঘ এক দশক আগে একশত পচাশি একরের এক জায়গায় নিজের আত্মা সহ রাইখা আইছি, যার জন্য পার্বতীদের সামনে ফলইনতো দূরের কথা পা ফসকায়া পিরা যাবার চান্সও আসেনাই। এইটাতেও বান্দার দোষ নাই। মূল কথা হইলো ইনসাফ নাই আর দুইন্নায়।

সারাদিন আগডুম বাগডুম কইরা বেড়াই বিভিন্ন ভাবে। ঢাকার সেইরকম নাগরিকদের জন্য সিমেন্ট কংক্রিটের বাক্স ডেলিভারির ফাকে ফাকে বাঘ ভাল্লুক মার্ডার করি বায়বীয় কিংবা মাটির দুনিয়ায়। কিন্তু দিন শেষে ঐ একই আফসোস আর কাহাতক সহ্য করা যায়!

শান্তির একখান জায়গাই বটে পাইছি, সিসিবি। লেখাতো আসেনা, মন ভইরা খালি খোচাখুচি করি গর্তের মধ্যে। ইন্টারনেট একটা জিনিস বটে। দিন রাইত কুন দিকে যায় বুঝিইনা। কিন্তু ওই যে, ইনসাফ উইঠা গেছে অনেক আগেই, তার নমুনা নিয়া হাজির হইলো সমকাল নামক বেয়ারা পত্রিকাটা। তিনি ঘটা করে হেরেছেন ইলেকশনে, কিন্তু তাই বলে আমরা কঠিন ভালোবাসায় আক্রান্তরা তার সাথীকেতো ছুড়ে ফেলে দেইনাই! বঙ্গ দেশে আসবেন, ভালো কথা। তাই বলে লিবারম্যান আর গ্রাহামকে নিয়ে আসতে হবে? এতোদিনের সহচরকে বরফাচ্ছাদিত আলাস্কায় ফেলে এদেশ সফরে আসার সিদ্ধান্ত নিয়ে এভাবে কেন আমাদের হৃদয়টা মাটিতে ফিলা দুমড়ায়া দেয়া!

নাহ্, দুইন্না থিকা আসলেই ইনসাফ উইঠ্ঠা গেছেগা।

৬৪ টি মন্তব্য : “সেইরকম আবজাব – বেইনসাফ পর্ব”

  1. এতোদিনের সহচরকে বরফাচ্ছাদিত আলাস্কায় ফেলে এদেশ সফরে আসার সিদ্ধান্ত নিয়ে এভাবে কেন আমাদের হৃদয়টা মাটিতে ফিলা দুমড়ায়া দেয়া!

    বস
    "সহচর" না "সহচরী" হবে মুনে হয়। 😉 নইলে ক্যাম্নে কী? :grr: :grr:

    আমার মুনে হয় পলিন আপারেও নিয়া আসার কথা ছিলো। কিন্তু মরতুজা ভাইয়ের চক্রান্তে আপা আমদের দেখা দিতে আসতে পারেন নাই।

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বস, হেরা আমগো দেশের নির্বাচনে খাড়াইতে আইতেছে না তো??? :-B

    আহারে! আফামনি আইলে কি সোন্দর হইত...নিজের চইক্ষে দেখতাম!!! :((


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. তৌফিক
    নাহ্, দুইন্না থিকা আসলেই ইনসাফ উইঠ্ঠা গেছেগা।

    ঠিক কথা।

    বুড়ি পালিনরে দেইখা আমারো যে দু'একটা হার্টবিট মিস হয় নাই, সেই কথা কইতে পারি না।

    ফৌজিয়ান ভাইয়ের শীত নিদ্রা ভাঙছে ... :clap:

    আপনার প্রিয় পোস্টের তালিকায় এই অধমের একখানা পোস্ট দেইখা বিশেষ অনুপ্রাণিত হইলাম। ধন্যবাদ। 🙂

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)

    আমিও পলিন আফারে দেখুম :(( :(( :((


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  5. রায়হান আবীর (৯৯-০৫)

    ঠিক কইছেন। প্রথম আলোতে দেইখা আমারও মন্টা খারাপ হইছে। আর লিখতে পারেন্না, কইলেন ক্যান? রসায়া রসায়া লিখলেন এতো মজা কইরা। আরে মিয়া কি-বোর্ড নিয়ে বসে পড়বেন। এইটা তো আড্ডার জায়গা। আমরা তো আর কেউ এখানে সাহিত্য প্রতিভা বিকশিত করতে আসি নাই। 🙂

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।