ডিস্ক্লেইমারঃ সাগরে পড়ে থাকায় সবসময় সিসিবিতে আসা হয় না।তবে, যখন সিসিবিকে ঝিমিয়ে পড়তে দেখি…নিজের কাছেই খারাপ লাগে :no: । আগের রেকর্ড বলে, আমি লেখা দিলেই ব্লগ সচল হয়…মনে হয় এবারও তার ব্যতিক্রম হবে না!! ;;;
অঃটঃ ইদানিং ব্লগে একটা নতুন চল শুরু হয়েছে…সবাই অণুকাব্যের ভুল অর্থ করে। সেকারণেই, অর্থসহ-ই দিয়ে দিলাম!!! (ওরে, মুই কি হনু রে!! :awesome: )
১। রগরগে বই,
গাছে তুলে কেড়ে নিল মই…
আমারও তো চাওয়া আছে…
অমানুষ নই।
অর্থঃ গাছে উঠে জ্ঞানের বই পড়া ভাল নয়! :dreamy:
২। উর্বশীরা ধরাধামে
সামনে এসে গাড়ী থেকে নামে।
প্রিয়দর্শিনী হাসি দিয়ে বলে, সাথে আসো…
আমায় খুব করে ভালবাসো।
বিবেককে জোর করে থামাতে চাই…
দেখি, পকেটে রাশি রাশি ডলার নাই!
বিবেক মুচকি হাসে…
বলে, পারলে যাও…উর্বশীর কাছে!!
অর্থঃ লেবাননের লিভিং কস্ট খুব হাই!!!
৩। তুই আর মুই…
এক থেকে দুই!
অর্থঃ আলাদা হয়েছি…এই ভাল!
৪। হঠাৎ উদাস হই আকাশের তারা দেখে
শুনেছি, তুমি আছো সুখে।
ভেব না খুব কষ্টে কাটছে আমার দিন…
স্ত্রী-সন্তান নিয়ে আমার জীবনও রঙ্গীন।
অর্থঃ পুরান প্রেম মনে পড়লে উদাস হওয়া জায়েজ আছে!
৫। নার্গিসরা অকারণে…বারে বারে
সানি-র কাছে ছুটে আসে।
কারা ভালবাসতে চায়…
আর কে ভালবাসে!!!
অর্থঃ আমাদের প্রিন্স্যু ভাইস্যার খুব দুষ্টু…! ছোটভাইদের পিছনে ফেলে….এই বয়সেও নিজে প্রেম চালিয়ে যাচ্ছেন!
৬। উত্তপ্ত পাথুরে বেলাভূমি…
আমি হাঁটি একা একা
এদিক-ওদিক দেখা
সাথে নেই তুমি।
অর্থঃ গরম সী-বীচে বউ ছাড়া একা একা হাঁটাই উপকারী।
৭। আপনারে আমি হারায়ে খুঁজি
মরু-প্রান্তরে…
আমার মনের সিন্দুক পড়ে আছে
চট্টলার বন্দরে!
অর্থঃ বউ বাচ্চারে খুব মিস কর্তাছি!!!!!!!!!!!
৮। কি খবর ভাই,
অনেকদিন দেখা নাই?
সাগরেতে পড়ে থাকি…
আসার সুযোগ নাই।
মাঝে মাঝে দেখা দিয়ে যাই…
জানিয়ে দিতে চাই…
দূরে আছি…, তাই বলে আমি হারাই নাই!!!!
অর্থঃ সিসিবি-বাসীরা সাবধান…আমি ইনশা-আল্লাহ্ নভেম্বরে ছুটিতে আসিতেছি!!!
পরথম নাকি?
You cannot hangout with negative people and expect a positive life.
হয় ভইনডি... তুমি-ই পরথম হইলা... 🙂
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
মজা পাইলাম জুলহাস ভাই :clap:
You cannot hangout with negative people and expect a positive life.
শুকরান...
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
মজা পাইলাম জুলহাস ভাই :clap:
আইচ্ছা... থ্যাঙ্কু...
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ক্যাম্নে কি? কিছুই তো বুঝতে পারলাম না :-/
...............
সহজ কথা যায় না বোঝা সহজে...
সব কথা-ই কি ঢোকে সবার মগজে... :grr: :grr:
ওরে...আমি কত ভস্ রে!!! :awesome: :awesome:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
এইটা সবচেয়ে বেশি পছন্দ হইসে। :)) :))
ভাবী আছে চট্টলার বন্দরে,
আল্লাহ-ই জানে কি আছে ভাই এর অন্তরে!
ভাই এর স্মৃতি আছে ভাবীর মন জুড়ে,
সী-বীচে ভাই কারে দেইখ্যা ড়ক্করে??
:frontroll:
কঠিন কোবতে দিলা ভাবী...
নিয়মিত লিখবা তুমি
এইটা আমার দাবী!!!!!!!!!!!!
(ওরে...আমি কত ভস্ কোবতে লিখি রে!! :grr: :grr: :awesome: :awesome: :goragori: :tuski: )
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
:shy:
থ্যাঙ্কু... শুকরান।
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
:boss: 😕 :clap: 😕
চ্যারিটি বিগিনস এট হোম
দোস্ত...কথা না কইয়া চইলা গেলা!!
বেশী খারাপ হইছে নাকি?
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
অসাধারন ভাল হইছে দোস্তো।
তোরে অনেকদিন পরে পাইলাম।
ব্যাচের মধ্যে একা পইরা গেসিলাম সিসিবিতে।
চ্যারিটি বিগিনস এট হোম
ভাইস্যার :hug:
কদ্দিন বাদে আসলেন :salute:
অনু কোবতেগুলা রসে টইটুম্বুর হয়েছে :pira:
থ্যাঙ্কু...শুকরান। :guitar: 😀
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
হই হই হই,
জুলহাস ভাই ভস। :clap: :clap:
হই হই হই,
জুলহাস ভাই ভস। :clap: :clap: :clap:
খুশ...খুশ... সবাই খুশ...
ভস্ ভস্ সানা-ভাই ভস্!!! :party: :party: :salute:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
=)) :))
তুমি গিরগিরাইয়া হাসি শুরু করলা ক্যান! 😡 :khekz:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ইয়ে জুলাদা,১ নম্বরে যেইসব বইয়ের কথা বললেন তা কি আর এম গুপ্তা নামক লেখকের লেখা? উনি আপনাদের সময়েও লিখতেন!!!!
গুপ্তা আপায় কেডা? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz: :khekz:
আমাগো ক্যাম্স জিগায়... গুপ্তা আপায় কেডা? :grr:
:pira: :pira:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
:awesome: :awesome: :guitar: :guitar:
তুই নাচোস কেন?
আহ... কতদিন পর 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দোয়া করিস্ ভাইডি... যেন কয়েকদিন হারবারে থাকতে পারি।
নইলে... আবার কয়েকদিনের জন্যে সাগরে ভাসতে হবে! 😕 😕
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
অনেক দিন পর জুলহাস ভাই রক্করে :grr: :salute:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
শুকরান ভাইডি! 🙂
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
জুলহাস ভাই
আপনারে আমি হারিকেন দিয়া
খুজিয়া বেড়াই
অর্থঃ লেখা ভালো হইলেও গুটিকয়েক অণুকাব্য দিয়া পার পাওয়া সম্ভব না। সূর্যপুত্র-র বাকি পর্ব চাই।
সাগরে সাগরে ঘুরিয়া বেড়াই... :(( 😕
সূর্যপুত্র লেখার টাইম নাই!!! 😛 😛
অর্থঃ সূর্যপুত্র-র বাকী পর্বগুলা না লেখার জন্য বিরাট অজুহাত পাইছি!
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
সূর্যপুত্র লিখার টাইম বাহির করিতে হইবে
নইলে আন্দোলনের জোরালো হাওয়া বইবে
অর্থঃ খোড়া অজুহাতে কাজ হবে না। সূর্যপুত্র কমপ্লিট করতে হবে।
আন্দোলনে দিলাম পানি...
আজ হোক , কাল হোক...
সূর্যপুত্র আসবে জানি...
অর্থঃ ইদানীং সূর্যপুত্র আসার কোন সম্ভাবনা নাই... 😛 😛
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
দোস্ত,
মাঝে আসিনাই।
তাই হয়তো এড়িয়ে গেছে।
তুমি - তোমার অনুকাব্য আর অর্থ --- সবই এক কথায় অনুপম।
:clap:
সৈয়দ সাফী
অণুকাব্য ভালো লেগেছে