করিম সিদ্ধান্ত নিছে জীবনেও সে বিয়ে করবে না। একদিন সবাই গিয়া ধরলো, কেন বিয়া করবা না। করিমের জবাব, ভয়ে। বিবাহে তার ভয় নাই, ভয় বৌকে। যে জীবনেও বিবাহ করে নাই তার আবার বৌকে ভয়? কেমনে কী?
করিম বললো, অনেক আগে একবার বন্ধুর বিয়ে খাইতে গেছিলাম। ভীড়ের মধ্যে হঠাৎ এক মহিলার শাড়ীর আঁচলে পা পইরা গেলো। সেই মহিলা ঘুইরাই কইলো, চোখের মাথা খাইছো? দেইখ্যা হাঁটতে পারো না? এক চরে দাঁত ফালাইয়া দিবো। কোনো কান্ডজ্ঞান নাই। আন্ধা কোনখানকার।
এইটুক বলার পরই সেই মহিলার চোখ পড়লো আমার উপর। জিহবায় কামড় দিয়া কয়, ও সরি, আপনি। আমি ভাবছিলাম আমার হাজব্যান্ড।
সেই কথা করিম ভাবলে এখনও আইতকা ওঠে। তারপর থেকেই তার প্রতিজ্ঞা, জীবনেও বিবাহ করবে না।
তাইলে পুরান আরেকটা গল্প কই।
চোর ধরা পড়েছে। ধরলো আবার দবিরের বউ সখিনা। খালি ধরাই পড়েনি, সখিনা তাকে এমন মার দিয়েছে যে বেচারা চোর হাসপাতালে।
আসলো পুলিশ। পুলিশ সখিনাকে ধন্যবাদ দিয়ে বললো-এই বেটা দাগী চোর। বহুদিন ধরে খুঁজছি। তা আপনি একা একজন মেয়ে মানুষ ধরলেনই বা কিভাবে আর এভাবে মার দিলেনই বা কিভাবে?
সখিনা-আসলে এটা যে চোর আমি বুঝতে পারিনি । অনেক রাত ছিলোতো। আমি ভেবেছিলাম আমার স্বামী বাসায় ফিরেছে।
আজাইরা গল্প বাদ। এবার একটা সত্যি কাহিনী কই।
এই লোক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর ছিলেন। কড়া লোক। বাঘের মতো সবাই তারে ডরাইতো। রিটায়েরমেন্টের পর তারে বানানো হইলো একটা সরকারি ব্যাংকের চেয়ারম্যান। সেইখানেও তার ভয়ে বাঘে-মহিষে এক টেবিলে কাজ করে।
একদিন এই লোকের পিএস রুমে ঢুইকা দেখে সারা রুম মোটামুটি তছনছ। চেয়ারম্যান সাব সবগুলা বই একটা একটা কইরা নামাইয়া কি যেন খুঁজতাছে। পিএস জিগাইলো কাহিনী কী। কাহিনী হইলো-আগের দিন বোর্ড মিটিং ছিল। বোর্ড মিটিং হইলে সেসময় ৩ হাজার টাকা কইরা দেওয়া হইতো। সেই টাকা তিনি বইয়ের মধ্যে লুকাইয়া রাখছিলেন। আইজ আইসা আর পাইতাছেন না, কোন বইয়ের মধ্যে রাখছেন সেইটাও মনে নাই।
বইয়ের মধ্যে কেন? বউয়ের ভয়ে। টাকা দেখলেই নাকি বউ নিয়া জায়গা।
কথা হইলো বউরে ভয় পায় না কেডা?
তারাপদ রায় একবার একটা বিলাতী ছড়ার অনুবাদ করছিলেন। কোনো এক বিলাতী পাবে এই ছড়াটা লেখা আছে।
বাড়ি ফিরেই সেই তো আজও
বৌয়ের হাতে খাবেন মার
বরং সখা, থাকুন না কেন,
থাকুন কিছুক্ষণটা আর।
এই পাবে নাকি বেজায় ভিড়। বসার জায়গা পাওয়া যায় না।
বউ আসলেই ভয়ের বস্তু। আমিও বউডে ডরাই। বউরে ভয় পাওয়া নিয়ম এবং লাভজনক। বউলে ভয় না পাইলেও ভয় পাইতাছি এরম ভাব ধরাটা বিপুল পরিমাণ উপকারী। বউরে খালি বুঝাইতে হইবে যে, তারে ভয় পাই। বাস, তাতেই বউ খুশী। বউয়ের কাছে বোকা-সোকা মানুষ সাইজা থাকা আরও লাভজনক। আরও কামের কাম হইলো, দোকান থেইকা ভুল-ভাল জিনিষ কেনা, ইচ্ছা কইরা ঠকা। বউ যদি একবার টের পায় তার জামাইরে সাদাসিদা পাইয়া সবাই খালি ঠকায়, তাইলে তো কথাই নাই।
এইসব অবশ্য আমার কথা না। আমার একটাই কথা-বউরে ভয় পাওয়া স্বাস্থ্যকর কাজ। আমি রুটিন কইরা এই কাজটা করি।
(অবশেষে বাসায় নেট নিলাম। বউয়ের ভয়ে আমার হাত পা………। খাল কাইটা কুমির আনা ঠিক হইলো কিনা বুঝতাছি না। আমার জন্য দোয়া কইরেন। যদি কেউ দেখেন মাথায় তিনটা সেলাই আর ভাঙা হাত নিয়া ঘুরতাছি তাইলে কেউ আবার অন্য কিছু মনে কইরেন না। বুঝবেন যে বাথরুমে পইড়া গেছিলাম।)
প্রথম 😀 (সম্পাদিত)
আমার ধারণা এটা :just: ফ্রেন্ডদের জন্যও প্রযোজ্য ;))
🙁 🙁 🙁 হ ভাই-এক্কেরে গিরায় গিরায় সত্য 🙁 🙁 :((
গিরায় গিরায় না লতায় পাতায়?
ম্যাস্ফু ভাই তাহলে এইভাবেই...চালাইতেছেন!
:(( :((
হাসান ভাই সম্বন্ধে আমারও তাই ধারণা
এইসব জ্ঞানের কথা পড়তেও ভালো লাগে। 😀
আপনার কেন মনে হইলো আমরা অন্য কিছু মনে করুম? 😉
:clap: :clap: :clap:
আমি বউরে ভয় পাই না 😀 কারণ আমি এখনও জীবিত। :goragori:
মাত্র তিনজনের গল্প শুনাইলেন, আরও কত গল্প এখানে সেখানে মাথা ঠুকছে 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইয়া আর দেরী না করে আপনিও স্টেজে চলে আসুন। আমরা সবার কথা শুনতে চাই, সব গল্প শুনতে চাই 😀
এ-ই সুযোগ।
জাগো বাহে কোন্ঠে সবাই ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
রেল লাইনে বডি দেব মাথা দেব না ................. :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জ্বী বস, যার যা দেয়ার সামর্থ আছে ............ B-)
শিক্ষা গ্রহণ করলাম। অনেক কিছু জানা গেল যা কাজে আসবে।
আসলেই কি কাজে লাগবে?
লাগবে মানে কী, বল লাগছে। । :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি বউ ভয় পাইনা 🙂 🙂 🙂
আস্তে কন, আপনের বউ শুনলে পি এস থ্রী শেষ। :grr: :grr: :grr:
আমি কি আমার বউয়ের কথা কইসি ????
ভাই,ঈমানে কইতাছি যে ভাবী জামাইরে পি এস থ্রী গিফট করেন তারে ভয় পাওয়া নেকীর কাজ :boss: :boss:
=)) =)) =)) =))
ভালো কইসো ...
শওকত ভাই কি বৌরে ভয় পাওয়াটাকে বৈধ করার চেষ্টাই আছেন ? 😀
হাহ!
আমি একেবারেই ভয় পাইনা .... থাব্রাইয়া দাত নড়ায় দেই 😉 😉 😉
আমি জীবিত এবং সাহসী ;;;
আমারও করিমের মত বিয়া করতে ডর লাগে... 🙁 যদিও এখনো বাচ্চা পোলাপান...বিয়াশাদী আইতে দেরী আসে...তয় বড় মিয়া (মোত্তাকী - ১৭৩০ -[১৯৯৪-২০০০] মকক) আগামি মাসেই :duel: তারপরেই আমার সিরিয়াল। সুতরাং আম্মাজান আমার বিয়াশাদীর নীল নকশা করার আগেই :just: উচ্চতর শিক্ষার নাম কইরা দেশ ছাইড়া পালাইতে হবে... 😛
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
তুই মোত্তাকীর ভাই? ভালো, জানতাম না
রবিন ভাই...!!! কি মজা আজকে সকালেই আপনার নামটা 'আমন্ত্রিত অতিথি' দের তালিকায় লিখলাম। 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মোত্তাকি মানে এবিসি রেডিও'র সুহৃদ ভাই?
B-)
মোকা,তুই যে কি কারনে যাইতে চাস,সেটা কিন্তু আমি জানি...লস্ট
আপনেগো এই লস্ট ম্যানিয়া এখনো আছে??? 😮 😮 😮
এই লস্ট বিবর্তিত হইতে হইতে শ্যাষ পর্যন্ত "আইস্ট" এ গিয়া থামছিল। :khekz: :khekz: :khekz:
৩৬তম ব্যাচের সব কিছুই তো আউলা...এখনো পোলাপান যেমনে একটা আরেকটা রে লস্ট করাইতে থাকে দেখলে চান্দি গরম হয়া যাইব... :khekz:
'আইস্ট' আইসিল আরবী উচ্চারনে লস্ট থেইকা যতদুর মনে পরে 😛
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
পাইলট চট্রগ্রামে কি কইরা বেড়াও ১৫ নং ঘাটের রাস্তায় বাইক নিয়া সেইটা আর এইখানে খোলাসা না করি... :duel: বেশী কথা কইলে কিন্তু খুলনায় তোর নামে চারিত্রিক সনদপত্র চইলা যাইব... :goragori:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
সহমত :thumbup:
x-( এইখানে :just: আইলো কৈথিকা?
মাস্ফু ভাই এর কি :just: এর প্রতি :just: আ্যালার্জি আছে নাকি ? 😀
x-( x-( x-(
সুস্মিত!!! কেমন আছো ভাইয়া???
আপনি কোন মিশেল ভাই??!!!!!! এই নামে একটা ভাই কেই চিনি গাজীপুর ক্যান্টনমেন্টে ছিল...একই মানুষ নাকি ???!!!!! 😕
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀
আমরা ডেডলি ওয়ারিয়র গ্রুপ (কপিরাইটঃ ফয়েজ ভাই)। আমরা মুক্ত, স্বাধীন, স্মার্ট, আমরা (বউয়ের ভয়ে) ধূমপান করি না। 😀
ভাইয়া,
কোন লাইন কোট করলাম না। লেখা চরম হইছে। ৫ তারা। প্রিয়তে যোগ। পড়তে গিয়া সিরাম মজা পাইছি। আপনিও বউরে ডরান দেইখা ইট্টু ভরসা পাইলাম। টিপসগুলার জন্য সহস্র সালাম। :boss:
চ্যারিটি বিগিনস এট হোম
আহমদ ভাই ভরসা পাইছে্ন যে নাহ,তিনি একা নন 😛
হুম ... সঠিক 🙁 😛 😀
চ্যারিটি বিগিনস এট হোম
এলিজেবল ব্যাচেলর পার্টিকে ভয় দেখানোর জন্যে মাসুম ভাইয়ের ব্যাঞ্চাই।
সভাপতি কাইয়ুম এর পক্ষে
(সাক্ষর অস্পষ্ট)
রবিন
সাধারণ-সম্পাদক।
এবিপি (এলিজেবল ব্যাচেলর পার্টি)
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল হাসান
প্রচার সম্পাদক
এবিপি (এলিজিবল ব্যাচেলর পার্টি)
আমি তো জানতাম
কামরুল হাসান
নারী বিষয়ক সম্পাদক
এবিপি (এলিজিবল ব্যাচেলর পার্টি)
😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আজকেই আমাকে ভয় পায় কিনা টেস্ট করছি :grr: :grr:
রেজাল্ট কি? +/-
আমার মনে হয় কাইয়ুম ভাই এর পার্টির নামটা "এলিজিবল" যা না হয়া অলওয়েজ ব্যাচেলর পার্টি হবে, :frontroll: :frontroll: :frontroll:
আমিও কারো বউরে ডরাই না। B-)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বউ রে ডরানোর ভাব দেখান আর যাই দেখান......ভাবী আপনারে লাই দিয়া দিয়া মাথায় তুলছে,বাথরুমে পড়ার দরকার আছে মনে হয় :grr: :grr:
ভাই..................ঈমানে কইতেছি,আপনার এত সুন্দর ব্লগিং এর পিছনে ভাবীরও অবদান আছে,আপনি সুখী মানুষ :boss:
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
বউরে ডরাই নাকি? দাঁড়ান বউরে জিগায়া আসি 🙁 🙁 🙁
😮 😮 😡
অবাক হওনের কি আছে চান্দু? আমি মুখে AMLO কয়া কামে অন্যডা করি না 😀 😀 😀 খালি বিয়াতেই আমার অ্যালার্জি 🙁 🙁
আমি কথায় এবং কাজে ২ টা করি না O:-) O:-) যদিও দ্বীনদার পরহেজগার পাত্রী পাইলে আপত্তি নাই ( দেরি আছে ) :shy: :shy:
x-( x-( হ,আমার মত গরিলা টাইপ মানুষও সুন্দরী বউ চায় কেননা তা না হলে ভবিষ্যত প্রজন্মের চেহারার ১২টা বাজবে-তাইলে তোর মত "চরিত্রবান" ( x-( ) পোলাও যে দ্বীনদার বৌ চাইবো সেইটা আর বেশি কথা কি :((
তুই তো মানুষও না, গরিলাও না-আসলে...... :duel: :duel: :duel:
x-( কিকৈবার্চাস?
আমার চরিত্র খারাপ কুথায় ? 😕
এইডা তো আমারো আছে,বাকি তো হইল গিয়া বয়সের দুষ্টতা 😛
তোর কোন বউ এর কাছে জিগাবি ? :grr:
আমারে কি মান্না ভাই পাইছস যে আমি "আমার বউরা" নামে সিরিজ চালু করুম? :grr: :grr: :grr:
=)) =)) =)) মান্না ভাই কই?
=)) =))
দিহান ভাবীরে মিস করতেছি 🙁 🙁 🙁
ভাবতেছি, হ্যায় থাকলে কি কইতো B-) B-) B-)
বউরে ডরাইতে চাই।কিন্তু পামু কই??? :tuski: :tuski:
লেখা জট্টিল হইছে ভাইয়া :clap: :clap:
শওকত ভাই,ভাবী-ভাইস্তা-ভাইস্তীসহ আপনাকেও নববর্ষের শুভেচ্ছা :party:
তারপরেও বিয়া করুম......।।বিয়া... 🙂 ...।।আহা
হালা ছ্যাবলা........
রঞ্জনা আমি আর আসবো না...
আমি বওরে ডরাই না। কারন আমার বও নাই :((
:boss: :boss: :boss:
আমি বউরে ডরাই না, কারণ আমরা এখন ভাই-বোন!!
(বি. দ্র : বিয়ার ২৫ বছর হইলে নাকি সম্পর্কটা এইরকমই হয়)
;)) ;)) ;))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কিন্তু সানাউল্লাহ ভাই ২৫ বছর পরে বোন হয়ে যাওয়া মানুষটা যদি তখনো জ্বালাময়ী থাকে তখন??!! 😕
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😮 😮 😮 শুনছি ১৫ বছর হইলে নাকি "কাজিন" হয়া যায় তয় ২৫ বছর হইলে যে "ভাই-বোন" হয় এইডা আইজকাই পরথম শুনলাম
ভাবতেছি এই কেইস যাতে না হয় সেইজুন্যে পর্তি ৫ বছর পর পর মডেল চেঞ্জ করুম ;;;
=)) =)) =)) =)) =))
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মাস্ফ্যু, তাইলে তোমার ....... আবার বছর বছর মডেল বদলাইতে চাইতে পারে!! কারণ তুমি ডালে ডালে থাকলেও ওরা থাকে পাতায় পাতায়................ :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
=)) =)) =))
:khekz: :khekz: :khekz: :khekz:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ইয়ে,সানা ভাই,আপনেদের মাস্ফ্যুও ডজন ডজন ছ্যাঁক খাইতে খাইতে আইজকাল সিস্টেম শিখা গেছে :shy: ওরা পাতায় পাতায় চললে আমি চলুম শিরায় শিরায় :shy: এক্সপেরিয়েন্সের একটা ভেলু আছেনা? :shy:
মাস্ফ্যু ... :just: এক্সপেরিএন্স আর প্র্যাক্টিক্যাল এক্সপেরিয়েন্সের মধ্যে আসমান-জমিন ফারাক ... যাউকগ্যা, তুই আগে :just: ম্যারেড হইয়া নে, তারপরে বুঝবি কেমনে কি ... :grr:
চ্যারিটি বিগিনস এট হোম
:shy: ছি কি যে কন! আমি তো দুষ্টামি করি-আসলে আমি ছেলেটা :just: লয়াল,বুঝলেন আহমদ ভাই :shy:
কয় ডজন খাইছেন ? খাইতে কেমুন লাগে ? আমিও খাপোওওওও :grr: :grr:
🙁 খাইস না রে বাপ...মেলা কষ্ট :((
আমারতো বউ নাই...ডরামু কারে 🙁 🙁
ভাইয়ের বাড়ি কি নোয়াখালী????????
সাধারণ স্ট্যান্ডার্ডে পাচ তারা হইলেও শওকত ভাই স্ট্যান্ডার্ডে চার তারা। (হাসতে হাসতে চেয়ার থিকা পিরা গিয়া পিরায়ে মীরা গেলে সেটারে আমি শওকত ভাই স্ট্যান্ডার্ড পাচ তারা ধরি B-) )
ক্যান জানি নিজেরে বিয়াপক ভাবে করিম-করিম লাগে ! :grr: :goragori:
বাংলা বিভাগের দিনেশ sir একবার একটা গল্প বলসিল। ওইটা শেআর না কইরে থাকতে পারলাম না।
১ রাজা তার বৌরে ভয় পাইত। এইজন্য তার মধ্যে ১ টা ভয় ছিল যে এইটা কেউ জেনে ফেললে তাকে আর কেউ হয়ত ভয় পাবে না। কিন্তু সে দেখতে চাইছিল তার প্রজাদের কি অবস্থা। তাই সে একদিন রাজ্যের সকল পুরূষ প্রজাকে আসতে বলল।এইবার রাজা বলল যারা বউকে ভয় পায় তারা যেন ডান দিকে দাঁড়ায় আর বাকিরা বাম দিকে দাঁড়ায় তখন দেখা গেল ১ জন ছাড়া আর সবাই ডান দিকে দাঁড়ায়সে রাজা তখন এই কথা ভাবে খুশি অন্তত ১ জন তার রাজ্যে আছে যে তার বৌরে ভয় পায়না তখন রাজা তাকে কাছে ডেকে জিগ্গেস করলো সে কোথা থেকে এত সাহস পায় আর সবাই যেখানে তার বুকে ভয় পায় তখন সে কিভাবে নিজেকে এই আতঙ্ক থেকে নিজেকে মুক্ত রাখে ?
প্রজা উত্তরে বলল হুজুর এত কিছু জানিনা আসার সময় আমার বউ আমাকে বলসে সবাই যা করবে তুমি তার উল্টাটা করবা তাই যখন দেখলাম সবাই ডান দিকে গেসে তাই আমি বাম দিকে গেসি
=)) =)) =)) =)) :khekz: :khekz: :khekz:
আর বাঁচুম না :khekz: :khekz:
খুবই মজা পাইলাম। কথাগুলো মাথায় রাখবো। পরে কাজে লাগবে।
ভাই খুবই মজা পাইলাম পইড়া। :boss: :boss: :boss: :clap: :clap:
পাঠকরা সবাই সাক্ষী- আমি কিন্তু কোনো মন্তব্য করি নাই। বউয়ের নির্দেশ- বউ সংক্রান্ত কোনো লেখালেখিতে আমি যেন কোনো মন্তব্য না করি।
=)) =)) =))
ছেঞ্চুরি এবং আবিদ ভাইয়ের কমেন্টে উত্তম জাঝা :clap: :clap: :))
মাসুম - ডরাই'না, সন্মান করি!
কিন্তু হামি ভূঈ পাই 🙁
তুই তো ব্যাটা বিয়াই করস নাই- ভয় পাস কাকে? :-/
:khekz: :khekz: :khekz: :khekz: 😀 😀
Life is Mad.
:khekz: :khekz: :khekz: :pira: :pira: :pira:
:khekz: :khekz: :khekz:
ভাই শীরররাআআআম মজা পাইলাম। প্রিয়তে+৫ ✰✰✰✰✰ + শেয়ারে...
:pira: :pira:
আমার আর এই লাইফে বিয়া করা হইল না।।।। :no: :bash:
হুম................. আমি ই লাইগাই বউ রাহি না..খালি জিএপ রাহি....হিহিহিহিহিহি
-আলীম হায়দার.1312.
কেন যে এই পোষ্টটা পড়তে গেছিলাম, আগে যাওবা বিয়া করনের এট্টু সাধ আছিল, অহন সেইডাও শেষ হয়া গেল 🙁 🙁 🙁
শওকত ভাই লেখা পড়ে মজা পাই নাই :(( :(( দুঃখ পাইছি।
রতেছে তাদের জন্য টনিক :boss: (সম্পাদিত)
:chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :brick: :brick: :brick: :brick: :brick: :khekz: :khekz: :khekz: