১
যাবে যাবে করেও
যায়না তবু বশ করা
আমি বলি ভালবাসি
তুমি ভাব মশকরা
২
মন কেড়েছে উরমিলাই
ওর গানে তাই সুরমিলাই
৩
যুবক বয়েসে মন থাকেনা তো ঘরে
কে জানে কখন কার ডাক পরে
৪
মেঘ হতে চায় মন
তুমি চিল হয়ে,ওড়ো যখন
৫
বোন আমার খালাত
ভিষণ রকম জ্বালাত
দুপুরবেলা আমায় নিয়ে
আম বাগানে পালাত
৬
আগুন দেখে পতঙ্গ
চারদিকেতে ঘোরে,
আমি ছাড়া আর কেউ
আগুনে না পোড়ে!
৭
পাছে লোকে কিছু বলে
যখন সুন্দরী একলা চলে
৮
প্রেম পত্র
দিয়েছিলাম পৃষ্ঠাচার
জবাব এলো
শিখতে হবে শিষ্ঠাচার
৯
কবিতাকে খুব করে
ভালবাসে কাব্য
তাহাদের ভালবাসায়
জীবন নদী নাব্য
১০
ভর দুপুর বেলা
ভুতে মারে ঢেলা
আমাদের কি দোষ বল
লিটনের ফ্লাটে চলো
১১
স্বামী এলে এখন তুমি
ঘরে দাও ছিটকিনি
ভুল করে এখন আমি
মাথা খোরার ইট কিনি
তওবা ওস্তাগফিরুল্লাহা মিন কুল্লে জাম্বেও ওতুবি ইলাইহি লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লা হি আলিউওল আযিম (ভুল হইলে আল্লাহ মাফ করবো)
এইরকম অশ্লীলতায় ভরপুর পোস্টের জন্য টিটো ভাইকে :gulli: ওয়ালা :salute:
একন বলুনতো দাদা, কোবতেগুলো কি নিজের জীবন থেকে লিকেচেন?
আরে না! আমার যা কিছু সব তোমাদের দেখে শেখা
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এইটা টিটো'র জীবন থেকে নেয়া। :grr: :grr:
😕 :chup:
=)) :clap:
কি পিটান পিটায় রে। না পিটাইয়া হ্যান্ডস ডাউন করান যায় না!
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পুরা :gulli:
😛 :hug:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শেখ হাসিনার অভাব নাই
টিটো ভাইয়ের জবাব নাই 😀
সাতেও নাই, পাঁচেও নাই
...বোন নিয়া পালাব
আমার অমন স্বভাব নাই
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শেখ হাসিনা কার খালাতো বোন? :grr: :grr:
শেখ হাসিনার খালার ছেলের।
সাতেও নাই, পাঁচেও নাই
কার? এরশাদের নিশ্চয়ই না
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ফাটায় লিখছ তো। 😀
পাচ নম্বর তো পুরা গুল্লি।
বস ৫ নম্বর টা আপনারে গিফট করলাম
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
থ্যাঙ্কু, থ্যাঙ্কু :shy:
টিটো ভাইয়ের প্রোফাইল ছবির মেইন ফোকাসটা আসলে কোনদিকে ভাইয়া নাকি পিছনের টেবিলের ঐ আপু?
কাব্য গুলা জব্বর হইছে।
বিশ্বাস কর এই প্রথম কোন মেয়ে আমার দিকে তাকাইছে। তাই মুহূর্তটুকু রাঙাইলাম :shy:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
১.পরম
২.নরম
৩.চরম
৪.সেরম (সেই রকম)
৫.গরম
৬.টেরম টেরম
৭.পুরা পাঙ্খা
৮.দুরন্ত
৯.'কবিতা' আর 'কাব্য' যদি মানুষের নাম হয় তাইলে পুরা মাখন
১০. ওরে খাইস্টা রে...।
১১. ওরে না রে !!
১.পরম
২.নরম
৩.চরম
৪.সেরম (সেই রকম)
৫.গরম
৬.টেরম টেরম
.
.
.
.
মামা দিও না শরম
৯.দুইটাই যাতে কভার করে সেজন্যই অমন নাম বাছাই করেছি
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আলহামদুলিল্লাহ। বড়ই সৌন্দর্য্য 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
আলহামদুলিল্লাহ। বড়ই সৌন্দর্য্য দেখার চোখ তিনি দিয়েছেন 😉
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
৫ নাম্বার ঘটনাটা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ঘটছিল বইলাই তো উনি লিখেছেন "ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে-" 😀 😀
বদমাইশ পোলা। খালি ঘ্রান খুজে ঈদানিং
:clap: =))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বেশি জোস.... 😀
দূর্দান্ত হইছে :gulli: ।
Life is Mad.
:shy: থ্যাংক ইউ। তবে......
উতসাহিত কইরেন না। অশ্লীলতায় ছাইয়া যাইব দেশ
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কি চমৎকার দেখতে পাই
আমবাগানে টিটো ভাই.. 😀
ও আমবাগানে তুমি আগ থেইকাই ছিলা? 😉 ( দেখছো যেহেতু)
অবশ্য বন্যরা তো বনেই সুন্দর 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বন্যেরা বনে সুন্দর
টিটে ভাই আমবাগানে... :))
ঠিক আছে খালতো ভাই। মানলাম তোমার কথাটা =))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
x-( :gulli: :gulli:
টিটো ভাই,সেরাম দিলেন ফুয়াইদ্যারে!!!!বেচারা! 😀
টিটো মিয়ার কবিতা
পইড়া পাগল ববিতা
অঞ্জু ঘোষ মুচকি হাসে
সুচরিতা কাছে আসে
রোজিনা হয় দিওয়ানা
চিঠি লেখে শাবানা
দোয়েল বলে তুমি মোর
নতুন বলে মন চোর
চম্পা এসে ধরে হাত
টিটো মিয়া কুপোকাত
টিটো মিয়া কুপোকাত হও আর যা-ই হও, আরো এইরকম কবিতা কিন্তু আমাদের জন্য লিখতে হবে...।।
সবগুলা কবিতাই জটিল হইছে...এক্কেবারে :gulli:
বস :salute:
থ্যাংক ইউ। তবে……
উতসাহিত কইরেন না। অশ্লীলতায় ছাইয়া যাইব দেশ
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আপনার কবিতা আরও জোস
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
@ আহসান ভাই
বস মিষ্টি মেয়ে করবী(আমাদের টিটো ভাবি) থুক্কু কবরী বাদ পইড়া গেছে। :grr: :grr:
দিলি তো দলাদলি শুরু করে। করবী জানে বাজি লাগাইয়া বলবে হয় ওরা থাকবে না হয় আমি
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
করবী রে তুই রাইখা বাকিদের আহসান ভাইয়ের কাছে পাঠাইয়া দে। 😉 😉
ইচ্ছা করলে আমারে ২/১ জন দিতে পারস। 😉
ওই আমার কাছে কেন...? পুরাডাই তুমি নাও...। আমার লাগবোনা...।
না আহসান ভাই। ২-১ টা আপনার নিতেই হইব
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বস, নিতেই হইব। নিতেই হইব। 😉 😉 😉
ওরে বাবারে ওরে মা রে...
আমারে বাচাও রে... :((
কামরুল ভাইজান,গ্রুপ আকারে এসএমএস কইরা যাবতীয় উল্লেখিত নায়িকাগো আহসান ভাইয়ের নাম্বার আর সংক্ষিপ্ত বায়োডাটা পাঠাই দেওন যায়না? 😀
আহসান ভাই, আপনে কমান্ডো বুঝলাম মামা কিন্তু ওই নায়িকাগো (সর্বনিম্ন ওজন আড়াই মণ) হাত দিয়া ধইরা তুলা কইলাম ট্যাঙ্ক দিয়া বেঞ্চ প্রেস মারার মতই!পেরাকটিস কইরা লন কইলাম 😀
ওই, বিয়া'র পাগল তুমি...
আমার পিছনে না লাইগা, নিজে টেরাই দাও...
কামে লাগবো...।
আহসান ভাই,
আপনাগো আমলের নায়িকা আপনাগো জন্য। ওদের জন্য অপু বিশ্বাস 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কামরুল নতুন ভাবে সংযোজিত হলো...
.........
.........
চম্পা এসে ধরে হাত
টিটো মিয়া কুপোকাত
কিন্তু বিফল হলো সবই
কবরী হলো আমাদের ভাবী
:salute: আবারও
সেরম বস :gulli:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বস্,
ফাট্টাফাটি হইছে, ইস্পিশালি এই দুই লাইন :boss: :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
:gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :bash:
:hug: :hug: :hug:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:tuski:
পুরাদস্তুর বাঙ্গাল