অনেকেই পিসির হার্ড ড্রাইভ ক্রাশ হবার ভয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলোকে অনলাইনে কোথাও সেভ করে রাখেন। এতে হঠাৎ হার্ড ডিস্ক ক্রাশ করলেও খুব একটা সমস্যায় পড়তে হয়না। তবে সমস্যা হলো অনেক অনলাইন স্টোরেজ সাইটই ফ্রিতে খুব বেশি একটা স্পেস দেয় না। আপনিও যদি এসমস্যায় পড়েন তবে Windows Live SkyDrive ব্যাবহার করে দেখতে পারেন। কারন Windows Live SkyDrive আপনাকে দিচ্ছে ফ্রি ২৫ গিগাবাইট অনলাইন স্টোরেজ সুবিধা। এছাড়া এই সাইটটির মাধ্যমে আপনি অনেক বড় সাইজের ফাইলও (গিগাবাইট রেঞ্জ সাইজের) শেয়ার দিতে পারবেন যা হয়ত মেইল এটাচমেন্ট সাইজের লিমিটেশনের জন্য আপনি পাঠাতে পারছিলেন না। এজন্য আপনাকে শুধু স্কাইড্রাইভের পাব্লিক অপশনে গিয়ে ফাইলটি শেয়ারে দিতে হবে। চাইলে আপনি যে কোন ফাইলে ইউজার পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। এক্ষেত্রে কেবল পাসওয়ার্ড জানা লোকটিই আপনার ফাইলটি ডাউনলোড করতে পারবেন।
আপনার যদি হটমেইল একাউন্ট থাকে তবে স্কাইড্রাইভ এর জন্য আর আলাদা করে ইউজার তৈরি করার দরকার নেই। আপনার হটমেইল একাউন্টের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েই আপনি স্কাইড্রাইভে লগ-ইন করতে পারবেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্ক যানঃ
ক্লিক করুন !
আমি যতদূর জানতাম, স্কাইড্রাইভে ৫০ মেগাবাইটের বেশী সাইজের ফাইল আপলোড করা যায় না। এটা পরিবর্তন হয়েছে কিনা জানি না। তবে ব্যাপারটা ভালই। ২৫ গিগাবাইট ফ্রি!
লিংক কই??? :-/
লিংক কই???
ঐ
আরেকটু যোগ করি, অফিস ২০১০ থাকলে সেখান থেকে সরাসরি স্কাইড্রাইভ এক্সেস করা যায়। শুধু লাইভ আইডি দিয়ে লগ ইন করলেই হোল।
মিজাক পেলুম........ 😀 😀
লিংক কই??? x-( x-(
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
কি ব্যাপার... কেউ কি "ক্লিক করুন" লিখাটা দেখতে পারছেন না!!! :-B
এখন ব্লগে চুনকাম উদযাপন চলছে। এজন্য লিংকগুলো আলাদা রং এ আসছে না। বা রং আলাদা হলেও কাছাকাছি হওয়ায় আলাদাভাবে চোখে পড়ছে না।
লিংকঃ
skydrive.live.com
১০ কিলোবাইট আপলোড স্পিড দিয়া স্কাইড্রাইভ ভরতে জেবন পার হইয়া যাবে 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনার কি এখন আর আপলোডের বয়স আছে। তাছাড়া বয়স হইছে না, এখন কি আর আগের মত স্পিড পাইবেন ? 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =)) ~x( :khekz: :khekz:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) =)) =)) :clap:
জানি সত্য নয়,শুধু কল্পনায়...ইচ্ছের ঘুড়ি আমরা ওড়াই...স্বপ্ন গুলো সত্যি হবে তারি অপেক্ষায়
একদম রাইট টাইম এ পাইলাম লিঙ্ক টা...সেইজন্য থ্যাঙ্কু ভাইয়া 😀 😀 😀