আবারো একডজন অনুকাব্য দুইটা কম

[আনেকদিন কিছু লিখি না। কাজ বাড়ছে। কাজেই সামনে লিখতে পারব তার সম্ভাবনাও ক্ষীণ। তাই লেখার ধারা ধরে রাখার জন্য একদমই ট্রাস কিছু অনুকাব্য দিলাম। কয়েক দিন গ্যাপ দেয়ার কারণে এমনিতেই কেমন অসস্তি হচ্ছে। অনেকটা আড্ডার মত। আড্ডায় একদিন গ্যাপ দিলেও পরদিন যেমন ঠিক ছন্দ খুঁজে পাওয়া যায় না অনেকটা সে রকম। তো সেই অসস্তি কমাতেই লেখা দিলাম। তার চেযেও বড় কথা ব্রাকেটের এই কথা গুলা হুদাই লেখা। কারণ তা না হলে প্রথম পাতায় অনেকখানি জায়গা দখল করে নেয়। হুদাই তাই আরো কিছু লিখি……….হুদাই, ………… হুদাই,……………হুদাই………………..হুদাই……………..হুদাই……………হুদাই………………………হুদাই :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: ]


প্রেমিক নম্বর এইট
হবে না, ইয়ারমেইট
প্রেমিক নম্বর নাইন
হ্যাপী ভ্যালেন্টাইন

২.
বুঝলি না সাইকিরে
তোর কাছে চাইকিরে


যদি বন্ধু হও,
………….হাতটা বাড়াও
হাতে আছে সুপার গ্লু
এবার তবে হাতটা ছাড়াও


লিপস্টিকে বেশি করে
সি ভিটা থাকা উচিত
সে কারণেই আমার
প্রেমেরফোড়া পাকা উচিত


আমার একটাই কাজ
তোমায় নিয়ে ভাবা
একখানা বিছানায় আর
কোথায় নিয়া যাবা


রান্না ভাল হলে
………প্রশংসা লবণের
একজন মানুষ আমি
প্রেমিক হবো ক’বোনের

৭.
তোমায় আমি খুঁজে মরি সারা বাংলায়
তুমি আবার কাকে খোঁজ তারা বাংলায়

৮.
আমপাতাও জোড়া জোড়া
আমারই কপাল পোড়া

৯.
তুমি জান
আর জানে বিশ্ব
তুমি ছাড়া
কে হবে নিস্ব

১০.
দৃষ্টি রাখি চার পাশে
তোমায় পাব কার পাশে

৬,৭০৮ বার দেখা হয়েছে

৬৭ টি মন্তব্য : “আবারো একডজন অনুকাব্য দুইটা কম”

  1. দোস্ত, জটিল হইছে! :thumbup: :thumbup:

    কয়েক দিন গ্যাপ দেয়ার কারণে এমনিতেই কেমন অসস্তি হচ্ছে। অনেকটা আড্ডার মত। আড্ডায় একদিন গ্যাপ দিলেও পরদিন যেমন ঠিক ছন্দ খুঁজে পাওয়া যায় না অনেকটা সে রকম।

    আমারও সেইম অবস্থা! 🙁
    ধুর! ভাল্লাগেনা! :no: :no:

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    অণুকাব্য ভাল ছিল ...
    দীর্ঘ অনুপস্থিতি'র পর টিটোর ফিরে আসাটাও ...
    (টিটো ক্যামন আছিস ??)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    রান্না ভাল হলে
    ………প্রশংসা লবণের
    একজন মানুষ আমি
    প্রেমিক হবো ক’বোনের

    মোরালের কাছে কিলিয়ার :thumbup: :thumbup:

    রান্না ভাল হলে
    ………প্রশংসা লবণের
    একজন মানুষ আমি
    প্রেমিক হবো ন’জনের

    😀 সবার কাছে কিলিয়ার 😉 😉 :gulli2: :gulli2:

    মিলছে দেখি :gulli2:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)
    আমপাতাও জোড়া জোড়া
    আমারই কপাল পোড়া

    ৮ নম্বরটা ছিল্লেও মিলে নাই। এইডা হইতে পারে:

    আমপাতাও জোড়া জোড়া
    আমারই শুধু কপাল পোড়া

    অথবা

    আমপাতাও জোড়া জোড়া
    আমারই কেবল কপাল পোড়া


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. সাকেব (মকক) (৯৩-৯৯)

    দুষ্টু টিটো,
    গ্যাপ থেকে ফিরা আইসাই তো আবার দুষ্টু দুষ্টু কোবতে লেখা শুরু করলা...
    খাদ্য, ক্ষুধা এবং তৃপ্তি বিষয়ক গল্প এর পরের পর্বের কি খবর? x-(


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।