ইন্টারনেট ব্যবহার করেন অথচ মজিলা ফায়ারফক্স -এর নাম শুনেনি এমন মানুষ সারা দুনিয়ায় নাই, আর এইটা নিয়া কোনো সন্দেহও নাই। ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা-এগুলা সবই ইউজ করেছি কিন্তু ক্যান যেন মজিলা-র প্রেম ছাড়তেই পারি নাই। আর এই মজিলা-ফায়ারফক্স ইউজাররা প্রায় সবাই-ই আমরা অ্যাডঅন ইনস্টল করতে অভ্যস্ত। কাজের সুবিধার জন্য আমরা বিভিন্ন সময় অনেক অনেক অ্যাডঅন ইনস্টল করি। কিন্তু ফায়ারফক্সেই কিন্তু এর কনফিগারেশন পরিবর্তন করার অপশন রয়েছে। আর সেই অপশন ব্যবহার করে এটিকেঅনেকভাবে কাস্টোমাইজ করা যায়। সেটি হল about:config নানা সময় বুয়েটের ফ্রেন্ডদের কাছ থেকে, কখনো বড় ভাইয়াদের কাছ থেকে ধার করা জ্ঞান আর ইন্টারনেট ঘাটাঘাটি করে টুকে রাখা নোট থেকে কিছু মজিলা টিপস তুলে ধরলাম আজকের পোস্টে। আগেই বলে নেই হাজারো আগ্রহ থাকলেও ইন্টারনেট এবং কম্পিউটার বিষয়ে আমার দৌড় খুব একটা বেশি না, কাজেই টিপস গুলো দিয়ে কতখানি সাহায্য করতে পারবো জানি না, কিন্তু আমার কাছে বেশ পছন্দ হয়েছে এমন কিছু টিপস দিয়েই সাজালাম এই মজিলা টিপস। ;;) ;;) ;;)
ফায়ারফক্সের ওয়েবসাইটের অ্যাড্রেস বার-এ লিখে দিন about:config তারপর :just: ENTER চাপুন।
যে পেজটা আসবে ওখানে একটি ওয়ার্নিং ম্যাসেজ দেখানো হচ্ছে তাইতো? ;;; “I’ll be carefull, I promise!” লেখা বাটনটি ক্লিক করে দিন।দেখুন এরপর বিশাল একটা লিস্ট আসবে। যে যে বিষয় গুলো পরিবর্তন করতে চান তা Filter-এর বক্সে লিখে দিন। B-)
১) লোকেশন বারের সাজেশনের সংখ্যা পরিবর্তন করতে চান?
লোকেশন বারে (যেখানে ওয়ের সাইটের ঠিকানা লেখা হয়) কোন ওয়েব সাইটের ঠিকানা লেখার সময় নিচে একটি সাজেশন লিস্ট ওপেন হয়। সেখানে ১২ টি সাজেশন থাকে। প্রয়োজন অনুযায়ী এটা পরিবর্তন করা যায়।
লেখতে হবে: browser.urlbar.maxRichResults
ডিফল্ট: 12
পরিবর্তন: যতগুলা দেখতে চাই সেই সংখ্যা লেখলেই হবে। সাজেশন বন্ধ করতে চাইলে -1 লেখতে হবে।
২) সেশন রি-স্টোর বন্ধ করা
ফায়ারফক্স প্রতি ১০ সেকেন্ড পর পর সেশন সেভ করে, ফলে হঠাৎ বন্ধ করলে বা ক্রাশ করলে তা রি-স্টোর করা যায়। অনেকের এই অপশনটি ভালো নাও লাগতে পারে। চাইলে এটি বন্ধ করা যাবে।
লিখতে হবে: browser.sessionstore.enabled
ডিফল্ট: True
পরিবর্তন: False লিখলে বন্ধ হয়ে যাবে।
৩) সেশন রি-স্টোর অ্যাডজাস্ট করতে চাইলেঃ
সেশন রি-স্টোর যেমন বন্ধ করা যাবে, তেমনই এটি কতক্ষন পর পর সেভ করবে তা ঠিক করে দেয়া যায়।
লিখতে হবে: browser.sessionstore.interval
ডিফল্ট: 10000(মাইক্রো সেকেন্ডে দেয়া, 10000 মানে 10 সেকেন্ড)
পরিবর্তন: 1000 মানে 1 সেকেন্ড, 60000 দিলে 1 মিনিট পর পর সেব হবে।
৪) অ্যাডভান্স কালার প্রোফাইল সাপোর্ট
এটি এমন একটি সুবিধা যার মাধ্যমে ফায়ারফক্সে ছবি আরও ভালো কোয়ালিটিতে দেখা যাবে। এই সুবিধাটা বন্ধ করা থাকে, কারণ এর ফলে ব্রাউজার ধীরে ওপেন হতে পারে। তবে দরকার মনে করলে এটি অন করে নেয়া যাবে।
লিখতে হবে: gfx.color_management.enabled
ডিফল্ট: False
পরিবর্তন: True (কালার প্রোফাইল সাপোর্ট অন হবে)
৫) ভাইরাস স্ক্যান বন্ধ করতেঃ
এটা মূলত উইন্ডোজ ব্যাবহারকারীদের জন্য। ফায়ারফক্স ৩ কোন ফাইল ডাউনলোড করার সময় ফাইলটা ডিফল্ট এন্টি ভাইরাস দিয়ে চেক করে। ফলে অনেক বড় ফাইল নামানোর সময় অনেক বেশি সময় লাগবে। আপনি যদি নিশ্চত থাকেন যে আপনি কোন ফাইল নামাচ্ছেন তবে এই ব্যাবস্থাটা বন্ধ করে রাখতে পারেন ফলে ডাউনলোড স্পিড বাড়বে।
লিখতে হবে: browser.download.manager.scanWhenDone
ডিফল্ট: True/False
পরিবর্তন: False (বন্ধ হবে)
৬) ট্যাব এর Close বাটন দেখা/ বন্ধ করা
ফায়ারফক্সে প্রতিটি ট্যাবে Close বাটন থাকে। এর ফলে অনেকের কাজ করতে অসুবিধা হতে পারে। এটি পরিবর্তন করা যায়।
লিখতে হবে: browser.tabs.closeButtons
ডিফল্ট: 1
পরিবর্তন:
0- অ্যাকটিভ ট্যাব-এ Close বাটন থাকবে
1- সবগুলা ট্যাব-এ Close বাটন থাকবে
2- কোথাও কোন Close বাটন থাকবে না
3- একেবারে শেষ প্রান্তে একটা Close বাটন থাকবে
৭) সার্চ বক্সের ফলাফল নতুন ট্যাব-এ ওপেন করা
ব্রাউজারের উপরের ডান দিকে যে সার্চ বক্স রয়েছে সেখানে কিছু সার্চ করলে ফলাফল ঐ ট্যাবেই দেখা যায় তবে এটি পরিবর্তন করলে ফলাফল গুলা নতুন ট্যাব-এ দেখাবে।
লিখতে হবে: browser.search.openintab
ডিফল্ট: False
পরিবর্তন: True (ফলাফল নতুন ট্যাবে ওপেন হবে)
৮)মিনিমাইজ করা অবস্থায় কম ফিজিকাল মেমরী ব্যাবহার
(উইন্ডোজে ব্যাবহারকরীদের জন্য) ফায়ারফক্স মিনিমাইজ করা হলে এটি ভার্চুয়াল মেমরীতে চলে যাবে ফলে তখন ফিজিকাল মেমরীতে চাপ কমবে। প্রায় 10MB জায়গা এটি ছেড়ে দেয়, যখন আবার কাজ করা হবে তখন এটি এর প্রয়োজন মত জায়গা ব্যাবহার করবে। এটি ফায়ারফক্সে ডিফল্ট ভাবে থাকেনা । about:config পেজ এর খালি জায়জায় মাউতের ডান বাটন ক্লিক করে New >> Boolean সিলেক্ট করুন।
নাম লিখুন : config.trim_on_minimize
ভ্যালু লিখুন :True
৯) ফায়ারফক্সের গতি বাড়ান
[এ্যাট লিস্ট এইটা তো সবাইই করতে চান আশা করি।]
লিখতে হবে: network.http.pipeliningডিফল্ট: False
পরিবর্তন: True
লিখতে হবে: network.http.proxy.pipelining
ডিফল্ট: False
পরিবর্তন: True
লিখতে হবে: network.http.pipelining.maxrequests
ডিফল্ট: 4
পরিবর্তন: 4 থেকে বেশি কিন্তু 8 থেকে কম কোন নম্বর
লিখতে হবে: network.http.max-connections
ডিফল্ট: 30
পরিবর্তন: 96
লিখতে হবে: network.http.max-connections-per-server
ডিফল্ট: 15
পরিবর্তন: 32
১০) ক্যাশ ম্যামোরির পরিমান বাড়ানো
যখন কোন পেজ ওপেন হয় তখন তা হার্ডডিস্ক ক্যাশ হিসাবে জমা থাকে। ফলে পরবর্তিতে ঐ পেজ ওপেন করতে হলে ক্যাশ থেকে দ্রুত ওপেন হয়। ফায়ারফক্সের জন্য এটি 5MB থাকে। চাইলে বাড়ানো যাবে, তখন বেশি পেজ সেভ থাকবে।
ক্যাশ বাড়াতে হলে browser.cache.disk.enable এটি True থাকতে হবে।
লিখতে হবে: browser.cache.disk.capacity
ডিফল্ট: 5000(KB তে লেখা)
পরিবর্তন:
5000 এর বড় লেখলে ক্যাশ বাড়বে
5000 এর কম লেখলে ক্যাশ কমবে
১১) সকল ক্ষেত্রে একই জুম লেভেল
ফায়ারফক্সে ওয়েবপেজ গুলা জুম করে দেখা যায়। সব পেজই যদি সমান জুম ব্যাবহার করতে চান।
লিখতে হবে: browser.zoom.siteSpecific
ডিফল্ট: True
পরিবর্তন: False (সব ওয়েবসাইটের সমান জুম প্রিফারেন্স)
১২)জুম লিমিট সেট করা
এখন যে ভাবে জুম হচ্ছে তা যদি আপনার পছন্দ না হয় তবে তা পরিবর্তন করতে পারবেন।
লেখতে হবে: zoom.maxPercent
ডিফল্ট: 300(পার্সেন্ট)
পরিবর্তন: 300 থেকে বড় কোন নম্বর
লিখতে হবে: zoom.minPercent
ডিফল্ট: 30(পার্সেন্ট)
১৩) অফলাইন ক্যাশ বাড়ানো
সাধারন ভাবে ফায়ারফক্স সর্বচ্চ 500MB অফলাইন ক্যাশ হিসাবে ব্যাবহার করে। কারও প্রয়োজন হলে এটি বাড়ানো বা কমানো যাবে।
কনফগ: browser.cache.offline.capacity
ডিফল্ট: 512000(কিলোবাইট)
পরিবর্তন: 512000 থেকে বড় কোন নম্বর দিলেক্যাশ বাড়বে
১৪) ফায়ারফক্স-৩ এর বুকমার্ক bookmarks.html এ এক্সপোর্ট করা
ফায়ারফক্স-৩ places.sqlite ফাইলে বুকমার্ক ব্যাকআপ রাখে। কিন্তু bookmarks.html এ সেভ করলে এক্সপোর্ট করা বা অন্য ব্রাউজারের সাথে সিনকোনাইজ করতে সাহায্য করে।
কনফিগ: browser.bookmarks.autoExportHTML
ডিফল্ট: False
পরিবর্তন: True(বুকমার্ক bookmarks.html এ এক্সপোর্ট হবে)
১৫) অ্যাডঅন ইনস্টলের সময় ডিলে টাইম বন্ধ করা
প্রতিবার অ্যাড অন ইনস্টল করার সময় কয়েক সেকেন্ড করে অপেক্ষা করতে হয়। security.dialog_enable_delay থেকে এই ডিলে বন্ধ করা যায়।
কনফিগ: security.dialog_enable_delay
ডিফল্ট: 2000(msec)
পরিবর্তন:
0- সাথেসাথে ইনস্টল শুরু হবে
অন্য যে কোন নম্বর(msec)
১৬) সোর্স পছন্দের এডিটরে ওপেন করা
কোন ওয়েব পেজ এর সোর্স দেখি ফায়ারফক্সের নতুন একটি উইন্ডোতে। কিন্তু এটি আপনার পছন্দের এডটরে ওপেন করা যাবে।
কনফিগ: view_source.editor.external
ডিফল্ট: False
পরিবর্তন: True
কনফিগ: view_source.editor.path
ডিফল্ট: blank
পরিবর্তন: এডিটরের ফাইল পাথ
১৭) ফুলস্ক্রীন মোডে টুলবার অটোহাইড
ফুলস্ক্রীন মোডে টুলবার অটোহাইড হয়ে যায়। কিন্তু কারও যদি টুলবার সবসময়ই দরকদর হয় তবে অটোহাইড বন্ধ করা নেয়া যাবে।
কনফিগ: browser.fullscreen.autohide
ডিফল্ট: True (সবসময় অটোহাইড)
পরিবর্তন: False (সবসময় টুলবার থাকবে)
১৮) Add-on সার্চ রেজাল্ট বাড়ানো
Tools->Add-ons->Get Add-ons থেকে অ্যাড অন সার্চ করা যায়। এখানে একবারে কেবল ৫টি ফলাফল দেখায়। চাইলেই এর সংখ্যা বাড়ানো যায়।
কনফিগ: extensions.getAddons.maxResults
ডিফল্ট: 5
পরিবর্তন: 5 এর থেকে বড় যে কোন নম্বর।
তাহলে আজই পরীক্ষা করে দেখুন টিপ্সগুলো কেমন লাগে। আর শান্তি করে সার্ফিং করে বেড়ান আগের চেয়ে কিছুটা অন্যভাবে। আর ডিরেক্ট কাজে লাগুক না লাগুক এ্যাট লিস্ট পোলাপাইনের সাথে টেকনোলজি নিয়া গ্যাজানোর সময় তো কাজে লাগেবেইইই শিউউউউউরর ;;; ;;;
জীননে প্রথমবারের মত প্রথম... :grr :grr:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
বহুত খুব... বহুত খুব 😀 😀 😀
😀
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
😀 😀 😀 😀
পড়ো ডাক্তারী, লেখো টেকী ব্যাপার স্যাপার নিয়ে - পরে কী ওকালতির চাকুরী করবে?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ডাক্তারী পড়ি, বাট এইটা ভাল্লাগে না আপু, কী করুম 🙁 🙁 🙁
আমি ভাই ক্রোম ব্যবহার কইরাই মজা পাইছি। যারা একদম শুরুর দিকে ক্রোম দু-এক বার :just: নাড়াচাড়া করে দেখেছেন, ভার্সন ২ বা ১ বা তারও আগে তাদের জন্য বলছি ক্রোম এখন ভার্সন ৬ তে আছে। ফায়ারফক্সের প্রায় সব add-on এখন ক্রোম-এ পাবেন। ক্রোম-এ add-on কে বলে extension. আমার এর omnibox (url+serch)-টা দারুণ পছন্দ। আপনি টাইপ করা শুরু করবেন তো ওয়েব থেকে রেজাল্ট আসাও শুরু হয়ে যাবে। এজন্য আমি বলব, যারা গত এক-দেড় বছরে ক্রোম ব্যবহার করেননি, তারা সপ্তাহখানেক আপনার নিয়মিত ব্রাউজারের পাশাপাশি ক্রোম ব্যবহার করে দেখতে পারেন। মনে রাখবেন, গুগলের মত কোম্পানী এর পিছনে আছে। এখনকার সব ব্রাউজারই ক্রোমের মত interface বানাচ্ছে, ট্যাব উপরে।
ক্রোমের জন্য যান __এখানে__ ।
স্যরি দোস্ত। এই ফায়ারফক্সের পোস্টে ক্রোমের বিজ্ঞাপন করার জন্য। এজন্য আমার ব্যাঞ্চাই!!!!
গুগল ক্রম বচ, গুগল ক্রম বচ। :awesome: :awesome:
তবু মজিলারে ভালোবাসি। পরথম প্রেম ভুলা বর কঠিন রে ভাই 😉 😉 😉
@গুলশানঃ
পুরান পল্টন নয়া পল্টন আবার জিগায়,
গুলশান বনানী আবার জিগায় x-( x-(
:just: কিডিং ;;;
নেট ঘাটতে ঘাটতে হঠাৎ _এই_ লেখাটি পাইলাম। আমি তো ভাবলাম পাইছি। তুই একেবারে নির্ঘাৎ কপি-পেস্ট মারছিস। এর বিরুদ্ধে সিসিবিতে জনমত গঠন করে তোকে দোষ স্বীকার করতে বাধ্য করা 😡 আমার নৈতিক দায়িত্ব। যখন সবে আক্রমণের :gulli: প্রস্তুতি নিচ্ছি, তখন হটাৎ ভাবলাম যে, ঐখানে লেখকের নামটা একটু দেখি। দেখতে যেয়ে দেখি আয়-হায়। একী 😮 । এতো তুই!!! 😮 😮 😮
তোর প্রতি এই খারাপ ধারণা করার জন্য মাফ চাচ্ছি... 😛 😛
লিঙ্ক আসে নাই। লিঙ্ক হইল-
http://www.bigganprojukti.com/post-id/3954
@গুলশান - তোর কথা শুনে সাহস করে উবুনটুতে আবার ইন্সটল দিলাম। দিয়ে আবার আগের বারের মতই হতাশ হইলাম। বাংলা ফন্ট ঠিকমত রেন্ডার করতেসেনা। আর ফন্ট সেটিংস টা ঠিক কোথায় সেইটাও বাইর করতে পারলাম না 😐
সাতেও নাই, পাঁচেও নাই
আমি তো উইন্ডোজে ব্যবহার করি। তেমন সমস্যায় পড়ি নাই। যেই ফন্টগুলা ইন্সটল করা আছে, সেইগুলা তো ঠিকমতই রেন্ডার হয়। তবে যেই ওয়েব পেইজে স্টাইলে বাংলা কোন ফন্টের কথা বলা নাই, সেখানে ডিফল্ট ফন্ট হিসেবে কি ব্যবহৃত হবে এটা ঠিক করে দেওয়ার কোন সেটিংস আমিও ক্রোমে খুঁজে পাইনি। তবে 'Options'-এ 'Under the Hood' ট্যাবে 'Web content' অংশে 'Change font and language settings' নামে একটা বাটন আছে (আশা করি উবুন্টুতেও আছে)। ঐখানে চেষ্টা করে দেখতে পারিস।
হা.পু. আমার পিছে লাগচস দেখা যায় x-( x-( x-(
মাফ করা গেলো B-)
আসলে দোস্ত এটা একটা 'অনভিপ্রেত(এই ভূত-প্রেত টাইপের শব্দটার মানে কি আল্লাহই জানে...) কাকতাল মাত্র'।
ফেসবুকে ঐ সাইটটার অ্যাড থেকে ঐ সাইটে গেছিলাম। যেয়ে দেখি ঐ লেখাটা। তারপর কি হইল তা তো আগেই কইছি।
হহ, বুচ্চি অহন। 😛
আর টিপসগুলানের অনেকগুলা নেট ঘাইটাই তো পাইছি, নিজে তো বানাইনাই। মিল পাইলেই দৌড়ানি দেওয়াইস না ভাই, মাপচাইইইই। :grr:
ক্রোম অনেক ফাস্ট কিন্তু প্রায়ই crash করে।
আর ফায়ারফক্স এর একটা সমস্যা হল স্টার্ট আপ এ অনেক সময় নেয়...
মেমরী যদি কম থাকে, সাথে সাথে যদি একসাথে অনেক ট্যাবে কাজ করার অভ্যাস থাকে, তাহলে অবশ্য ক্রোম ব্যবহার না করাই ভাল।
:clap: :clap: :clap:
:hatsoff: :hatsoff: :hatsoff:
থ্যাঙ্কু ভাইয়া...............অনেক কামের জিনিস 😀 😀 😀 😀
@হুমায়রাঃ
আই অলসো এগ্রীড... :hatsoff:
বিশেষ করে ৯) ফায়ারফক্সের গতি বাড়ান এইটা এপ্লাই কইরা দ্যাখ্, একটু হইলেও গতিবর্ধক :guitar:
চেঞ্জ তো করলাম। দেখা যাক...
প্রো-পিকটা সেইরকম হইসে, দেখলেই প্রেমে পড়তে ইচ্ছা করে 😡 ;;;
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
@হুমায়রা B-)
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
:hatsoff:
browser.search.openintab ব্যবহার করলাম।
থ্যাংকু।
@মাঈনুল ভাইঃ
শেয়ারটা স্বার্থক হইলো। :hatsoff:
বস্, ক্যামন আছেন? আমারে মনে আছে? সেই যে, আমারে স্বাগতম জানায়া ফ্রন্টরোল দেওয়াইছিলেন :frontroll: :frontroll:
:clap: 😀 :clap:
প্রিয়তে :clap:
পরে ব্যবহার করে দেখব।কাজ না হলে মূল্য ফেরত চাই। :))
খালিদ ভাই, এইহানেও ব্যাবসা পাইচেন??? 😛 😛
ব্যবসায়ী ছিলাম কবে?? 😮
জানি না তো ভাই। 😛
ভুজুং ভাজুং মারছি 😛 😛
প্রিয়তে :clap:
পরে ব্যবহার করে দেখব।কিন্তু কাজ না হলে মূল্য ফেরত চাই না। আমি তো আর ব্যবসায়ী খালিদ না। B-)
হেহেহে :)) :))
ভাই, খালিদ ভাইয়ের ওইটা হুদাই ভুজুং মারতে গিয়া মুখ ফস্কায় বাইর হয়া গেসে। 😛
আর, বস্, কাজ দিবে, এটলিস্ট "মজিলার গতি বাড়ান" ঐ প্যারাটা ভালো করে পড়ে টেরাই মাইরা দ্যাখেন। রিয়েলী গতিবর্ধক। 😀
আব্দুল্লাহ্ অ্যানথ্রাক্স এর ভয়ে আজকাল গরু ব্যবসায়ীরা কি ব্যবসা ছেড়ে দিল? :khekz:
:chup: :chup: :chup: :goragori:
:chup: :chup: :chup:
hmm, i have also tried the other browsers but finally @ firefox. Shall try your tricks once i get my net connection back on. 😉
:thumbup: :thumbup: হোপ ইউ উইল রিগেইন ইউর নেট কানেকশন ভেরি ছুউন 😀
ইফতেখার তুই তো দেখি কাজের ছেলে :thumbup: :thumbup: :-B
হ ভাই, সারাদিন কাজ করি, দিন আনি রাইত খাই 😛 😛
থ্যাঙ্কু মুহিব্বুল ভাই। 😀
[বস্, আমারে চিন্তে পারসেন / মনে আছে??]
অনেক দিন পরে একটা কামের লেখা পড়লাম :thumbup: :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
:boss: :boss: :thumbup: :thumbup:
মজিলা ফায়ার ফক্স ৪.০ এর জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ভার্সন ৬.৫.১৪.১ নামিয়েছিলাম। কিন্তু সিরিয়াল নম্বর না পাওয়ায় কাজ হচ্ছে না। সবার সাহায্য প্রার্থনা করছি। কিংবা মজিলা ৪.০ এ ব্যবহারযোগ্য সিরিয়াল নম্বর/ক্র্যাক ফাইলসহ যে কোন আইডিএম ভার্সন পেলে কৃতজ্ঞ থাকবো। ikmahmood@hotmail.com
ভাই, আমার একটি সমস্যা আছে, আমি যখনই কোনো ফোরামে সাইনআপ করি, পরবর্তী লগইন করতে গেলে বলে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুল দেয়া হয়েছে। পাসওয়ার্ড নতুন করে রিসেট করার পরও একই বার্তা প্রদর্শন করে। আমি মজিলা ফায়ারফক্স ব্যবহার করি ১১
সমাধান জানাবেন।
শেয়ালটা খুব কাজের। 😀 । তোমার লেখাটা :awesome: ।
পুরো লেখার ছবি তুলে রাখলাম।
পুরাদস্তুর বাঙ্গাল