((এই ব্লগে দেখতে দেখতে অনেক কিছুই লেখা হল। ছড়া কিংবা কবিতা এখনও নয়।কাজেই আমিই প্রথম শুরু করলাম। দ্যাখেন ক্যামন লাগে…))
কতই বা আর বয়স তখন নয় কিংবা দশে
বাবার সাথে দেখছি টিভি ড্রয়িং রুমে বসে
হচ্ছে তখন অনুষ্ঠান এক মেধাবী মুখ নিয়ে
দেখছে বাবা,দেখছি আমি অবাক দৃষ্টি দিয়ে।
এস এস সিতে ওরা নাকি করেছে সবার ভালো
কয়েকজনকে দেখে আমার দৃষ্টিটা আটকালো।
বলি-“বাবা,ওদের ড্রেসটা অন্যরকম কেন?”
খাকি জামায় সবার মাঝে সবচে বেশি যেন।
বলেন বাবা- অমন ড্রেসে নিচ্ছে যারা ক্রেস্ট
ক্যাডেট ওরা,পড়াশুনা,সব কিছুতেই বেস্ট।
মুগ্ধ চোখে দেখছি আমি,দেখছি ওদের চেয়ে
গর্বে কেমন ঝকঝকে মুখ স্বীকৃতি আজ পেয়ে।
কি জানি কি হয়ে গেল অল্প সময় ক্ষণে
খাকি জামা পড়ার নেশা জাগলো ছোট্ট মনে।
অবুঝ আমি আস্তে করে বাবার হাতটা ধরে
বলি-“বাবা,ক্যাডেট হবো।দেবে ভর্তি করে?”
হাসেন বাবা,চোখ নাচিয়ে বলেন-ওরে,খোকা
তার আগে যে অনেক অনেক পড়তে হবে বোকা।
শুধোই-বাবা, এ আর এমন কঠিন কোন কাজ!!
তোমার ছেলে পড়বে ভারী,হচ্ছে শুরু আজ।
সেদিন থেকে ছোট্ট ছেলের সব কিছুতেই একা
দৃপ্ত পায়ে জলদি চলের স্বপ্ন শুরু দেখা।
ভীরু ভীরু সেই ছেলেটার শেষটাতে কি হলো?
বলছি দাঁড়াও পরের পর্ব এই বুঝি এই এলো।
চরম হচ্ছে। ছড়াটা যদি অনেকদূর আগায় তাহলে সাহিত্যের নতুন ক্ষেত্র সৃষ্টি করতে হবে। মহাকাব্যের বদলে সে ক্ষেত্রের নাম হতে পারে, কি হতে পারে? এই মুহূর্তে কোন নাম মাথায় আসছে না।
পরে মনে আসলে জানাবো। জিহাদ, চালিয়ে যাও।
এইটা দিয়ে ক্যাডেট কলেজের ৬ বছর তুলে আন জিহাদ। আজ হেভী স্বাদ চেঞ্জ হল। আচার পেলাম সাথে পানীয়।
marvellous! why dont you make it something like an Epic....no, I am not kidding......you can make it like choy kando kadetayon(like saat kando ramayan)....every year will be discussed in a "Kando" or chapter.......
Please give it a thought.......
হুম
জিহাদ ,ভাইয়া খুব ভালো হচ্ছে...চালায় যাও।
অ্যানটেনার উপরে ... 😛
🙁
কিরে হাসের বাচ্চা,
মন খারাপ করলি ক্যান? :-S
তারপর......একটু দ্রুত লেখ। সুন্দর হচ্ছে।
জিহাদ ভাই তাড়াতাড়ি লেখো;
আশা করি এইবারও হবে ভালো। 😀
jihad vai ami fahim , chinsen ? F.H. er fahim
amar yahoo id holo shadow0798 , amak add kore nien
r amar number holo 01719367460 , apnar number ta amak dien . wish u best of luck . bye bye
আরে ফাহিম!!!ক্যামন আছ?? 😉
হু। ফাহিম, কি খবর তোমার? আস্তে আস্তে পরিচিত অনেকেই আসতেসে। দেখে ভাল লাগলো। এড করসি তোমাকে। ভাল থাইকো। 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
ফাট্টাফাট্টি হইসে!!!চরম!!জটিল!! :clap:
ক্যাডেট বেলা সিরিজের এই পর্বটাই আমার কাছে সবচে বাজে মনে হয় 😐
সাতেও নাই, পাঁচেও নাই