গ্রুপ মেইলে এই জুক্সটা পাইলাম, ভাবলাম শেয়ার করি। মডারেটর ভাইয়েরা না দিতে চাইলে বাদ দিতে পারেন।
ইংলিশ মিডিয়াম স্কুলে সুন্দরী শিক্ষিকা চাকুরিতে যোগ দিলেন। পড়াতে গিয়েই টের পেলেন,যুগের ছেলেরা পাল্টেছে, অতি স্মার্ট ডিজুস পোলাপান নিয়ে ম্যাডামের বেকায়দা অবস্থা। প্রথম গ্রেডে সদ্য ভর্তি হওয়া রাজু তো বলেই বসলো, ম্যাডাম,আমি কোনো অবস্থাতেই প্রথম গ্রেডে পড়বোনা। কারণ,প্রথম গ্রেডের সব পড়ালিখা আমি অনেক আগেই শেষ করে ফেলেছি। এমনকি আমার বড় বোন যে ৩য় গ্রেডে পড়ে ,আমি ওর চেয়ে ও স্মার্ট।কাজেই মিনিমাম ,আপনি আমাকে ৩য় গ্রেডে পড়ার সুযোগ করে দিন।
ম্যাডাম,রাজুকে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলেন।সব খুলে বললেন।
প্রিন্সিপাল স্যার বললেন, ঠিক আছে,আমি তোমাকে দুয়েক টা প্রশ্ন করবো, যদি তুমি ঠিক ঠিক উত্তর দিতে পারো ,তবে তোমাকে উপরের ক্লাশে প্রমোশন দেয়া হবে।
প্রিন্সিপাল স্যার বললেন, আচ্ছা বলতো রাজু, ৩ গুন ৩ = কত?
রাজুর জটপট জবাব, স্যার , নয়।
আচ্ছা বলতো ৮ গুন ৮ সমান কত?
এবারও রাজুর জবাব স্যার ৬৪।
প্রিন্সিপাল স্যার ম্যাডামকে বললেন, রাজুকে উপরের ক্লাসে প্রমোশন দেয়া যায়।
রুপবতি ম্যাডাম এবার প্রিন্সিপাল স্যার কে বললেন, স্যার আমারও কিছু প্রশ্ন ছিলো, যদি আপনি অনুমতি দেন,আমিও একটু ওর মেধা যাচাই করি।
প্রিন্সিপাল স্যার এবার মাথা নেড়ে সায় দিলেন।
ম্যাডাম ,রাজুকে প্রথম প্রশ্ন করলেন-আচ্ছা রাজু বলতো,গাভীর চারটা আছে,কিন্ত আমার আছে দুটো। সে টা কি?
রাজু চুপচাপ চিন্তা করছে,আর মিটিমিটি হাসছে।
ম্যাডাম বললেন,লজ্জা পাবার দরকার নেই রাজু। তুমি সঠিক জবাব দিও।
রাজু বললো, ম্যাডাম,এটা হলো-আপনার দুই পা।
ম্যাডাম এবার ২য় প্রশ্ন করলেন, আচ্ছা এবার বলতো, তোমার প্যান্টের ও জায়গায় আছে,আর আমার তা নেই সেটা কি?
রাজু লাজে হাসে।
ম্যাডাম বলেন,লজ্জা পাওয়ার কিছু নেই রাজু।
রাজু বলেন,ম্যাডাম এটা হলো,আমার প্যান্টের পকেট।
ম্যাডামের পরের প্রশ্নঃ আচ্ছা, বলতো,এমন একটি শব্দ যা ইংরেজে লেটার
C দিয়ে শুর আর T দিয়ে শেষ। জিনিসটা গোলাকার,ডিলিশাস,ভেতরে ভেজা ভেজা, আর নরম,যা পেলে সবাই তৃপ্ত হয়।
প্রশ্ন শুনে প্রিন্সিপাল স্যারের চোখ বড় বড় হয়ে গেলো।কি বলবেন ভেবে পাচ্ছেন না।চেহারা পুরো লাল হয়ে গেছে।
রাজ বললো, ম্যাডাম এটা হলো Cocunut.
ম্যাডের পরের প্রশ্নঃ আচ্ছা এবার বলোতো, যা খুব শক্ত হয়ে কারো ভিতরে ঢুকে,আর নরম,ভেজা,আঠালো হয়ে বের হয়ে আসে?
রাজুর জবাব, ম্যাডাম এটা হলো বাবল গাম।
ম্যাডামঃআচ্ছা এবার বলোতো, কোন শব্দ ইংরেজি F দিয়ে শুরু আর K দিয়ে শেষ। যে শব্দ শুনলেই শরীরে যথেষ্ট উত্তাপ আর উত্তেজনা শুরু হয়-
এ প্রশ্ন শুনে প্রিন্সপাল স্যারের আবারো, লজ্জাকর অবস্থা ।
কিন্ত রাজুর উত্তর ,ম্যাডাম এটা হলো Fire Truck.
ম্যাডামঃ বলোতো কোন শব্দ ইংরেজি F দিয়ে শুরু আর K দিয়ে শেষ। যা মানুষ না পেলে হাত ব্যবহার করে।
রাজুর জবাব-ম্যাডাম এটা হলো-Fork.
ম্যাডামঃ রাজু বলতো সোনা,এ জিনিসটা কারো লম্বা, আবার কারো ছোট, একেক জনের একেক সাইজের হয়।বিয়ে করার পর জামাই আদর করে বউকে দিয়ে থাকে।
রাজুর জবাব–ম্যাডাম এটা হলো ডাকনাম।
ম্যাডামঃ রাজু বলতো এটা পুরুষের শরীরে কোন অংশ যেখানে কোনো হাড় নেই,তবে অনেক শিরা আছে,এক রকমের মাংসপিন্ডের সমষ্টি,উত্তেজনাকর অবস্থায় বেশী অনুভূত হয়।বিশেষ করে যা দিয়ে ভালোবাসা বাসি বুঝা যায়।
রাজুর জবাব, ম্যাডাম এটা হলো হার্ট বা হৃদয়।
শুনার পর প্রিন্সিপাল স্যার যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ম্যাডাম কে বললেন ওকে ৮ গ্রেডেই প্রমোশন দেয়া হোক। কারণ শেষের কয়েকটি প্রশ্নের জবাব আমি নিজেই ভুল করেছি।
আপনারা কয়টা পারছিলেন? :-B
:pira: :awesome: :awesome: :awesome:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সিসিবিতেও তো একজন প্রিন্সিপাল স্যার আছেন :-B ?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সাময়িক পুস্টে সাময়িক উত্তেজনা। :gulli2:
:))
মানুষ তার স্বপ্নের সমান বড়
:)) :)) =)) =)) :pira: :pira:
ফাটাফাটি হইসে, রাজু পোলাটা সিরকম :-B :-B
আমিতো খুব উত্তেজিত হইয়া পড়লাম :shy:
এই পোলাডারে রগড়ানের কেউ নাই ? :grr: :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😕
=)) =)) =)) :)) :)) :))
:shy: 😀 😛
মজার হইসে।
😛
🙂
🙂
এই পোলারে গ্রেডে ভর্তি করার দরকার কি?
সরাসরি সার্টিফিকেট দিয়ে দেয়া উচিত... 😛
হাসান ভাই...........হাসতি হাসতি চিয়ার থিকা পিরা যাতিসি্...
:)) :)) বেশ মজার ধন্যবাদ। শুনে আমারও দুটা বাচ্চাদের জোক মনে পড়ে গেল। বলেই ফেলি নাকি-
১। দুই ছোট ভাইকে লিভিংরুমে টিভি দেখতে বসিয়ে রেখে বাবা ও মা কোথায় জানি গেল। দুই ভাই কৌতুহলী হয়ে গেল দেখতে। এবং তারা বাবা মার বেডরুমে গিয়ে দেখতে পেল দরজা বন্ধ। এক ভাই কি-হোলে চোখ লাগিয়ে ভেতরে দেখার চেষ্টা করলো, এবং তার ভাইকে বললো- "boy!!! আর এই মহিলাই সেদিন আঙ্গুল মুখে দেওয়ার জন্য আমাকে ধরে মাইর দেয়।"
২। এক পিচ্চি সকাল বেলায় তার বাবার বেডরুমে ঢুকে দেখতে পায় মাত্র গোসল সেরে বেরিয়ে আসা বাবা is putting on a condom. ছেলেকে দেখে অপ্রস্তুত হয়ে যাওয়া বাবা তাড়াতাড়ি নুয়ে পড়ে খাটের নীচে কি যানি একটা খুজতে লেগে যায়। ছেলের গম্ভীর গলায় প্রশ্ন "বাবা তুমি কি করছো?" বাবা বললো "এইমাত্র খাটের নীচে একটা ইদুর দেখতে পেলাম।" ছেলে বললো "what you gonna do now then? fuck it to death?"
:khekz: :khekz: :khekz:
😀
:pira: :pira: :goragori: :khekz:
:just: :pira:
:pira: :pira: :khekz: :khekz:
=)) :)) :boss:
:)) :)) :)) :))
জুবায়ের ভাই সাময়িক উত্তেজিত............ =)) =))
সামুব্লগে এইটা বিরাট হিট জুক্স।
হ আমিও পড়ছিলাম
হাসান ভাই :)) =))
আসলেই বাচ্চাটারে সারটিফিকেট দেয়া উচিত।অর আর না পরলেও হবে।
🙁 🙁 🙁 🙁 🙁
না.. না.. না.. আমি মানিয়া লইতে পারিতেছিনা........আমি আরও পড়ালেখা করিতে চাহি..........মুরে ফরালিখা খরিবার দেও...... 🙁 🙁 🙁 🙁
:pira: :khekz: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
:duel:
আসলেই আসাধারণ........................
ঐ পোলারে ম্যাডাম কী পড়াবো ! :chup: ম্যাডামের ওর পাঠশালায় এডমিশনের ইণ্টারভিউ দেয়া উচিত । :grr:
:khekz: ;;; :khekz:
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
হাসান ভাইর ছোটবেলার আরও গল্প শুনতে মন চায়.... 😛
শেষের কয়েকটা আমি নিজেই ভুল করেছি.............. :pira: :goragori: :goragori: :goragori:
আমি সবকয়টাই ভুল করছি। 🙁
🙁 :boss: দারুণ
=)) =)) :pira:
অসাধার|ণ :boss: =)) :clap:
:just: :pira: :khekz: :goragori: :goragori:
আমি ওই ম্যাডামের কাছে পড়তে চাই :(( :((
........আমিও 😛 ;;;