হাত নিশপিশ করছিলো লেখার জন্য। কিন্তু গত কিছুদিন ঝড় গেছে মোটামুটি। হ, কক্সবাজার গেছিলাম। ব্যাপক ঝড় বৃষ্টি ছিলো। ৩ নম্বর সতর্ক সংকেত। ফিরে এসে আজ একটু ফ্রী হলাম। তাই এটাকে কামব্যাক পোস্ট বলা যেতে পারে(এক চাপাবাজি আর কয়বার করা যায়, তয় মুসলমানের এক কথা)। কয়েকটা গল্প ভেবে রেখেছি(এটাও একটা গল্প)। আগামী কিছুদিনে লিখে ফেলব আশা করি। আপাতত অনুকাব্য…আগে দেখেছি অনুকাব্যের সবাই খালি ভুল অর্থ চিন্তা করে তাই এবার বোঝার সুবিধার্থে সঠিক ও নির্ভুল অর্থ সহ 😕 । অনুকাব্যগুলো কিছু নিজের কিছু অন্যের। জাস্ট শেয়ার করা আরকি…..। :grr: :grr:
১.
আমাদের তাইফুর এ
কোচিং করে সাইফুর এ
মেযে নিয়া ব্যস্ত থাকে
হিংসায় আমি যাই পুড়ে
.
.
.
অর্থ: আমাদের তাইফুর ভাই না। এক নামে তো কত মানুষই আছে!
২.
ছেলে খোঁজে চিপা চাপার
সাইবার ক্যাফে
মেয়ে খোঁজে নামি দামি
খাইবার ক্যাফে
.
.
.
অর্থ: সকল খাইবার ক্যাফেতে সাইবার ব্যবস্থা নাও থাকতে পারে তবে সকল সাইবার ক্যাফেতে খাইবার ব্যবস্থা আছে
৩.
তুমি জানো রুবাবা
ভাসাবা না ডুবাবা
.
.
.
অর্থ: তানভীর, রবিনদের রুবাবা না। এক নামে তো কত মানুষই আছে! এখানো সুইমিং ইন্সট্র্যাক্টর রুবাবার কথা বলা হয়েছে
৪.
চোখ যেন ঠিক তার টাঙ্গাইলের চমচম
দেখতে বারণ তাই দেখি আমি কম কম
সেটাই আমার কাছে ঝিকিঝিকি পম পম
.
.
.
অর্থ: বুরখা পরা মেয়ে পাগল করেচে…
৫.
বউ আমার বিউটি
ভীষণ রকম কিউটি
সেটাকে রক্ষা করাই
এখন আমার ডিউটি
.
.
.
অর্থ: বিবাহিত পুরুষ মানেই টায়ার্ড ….এবং বেতনহীন বডিগার্ড
৬.
বিয়ে যখন হয়নি পাড়ার
মে’গুলার
তাদের বাসায় যেতাম তখন
রেগুলার
.
.
.
অর্থ: টিউশানির কাজে
৭.
সুমুতে আর মুমুতে
দেয়না মোটে ঘুমুতে
মোবাইলটা নষ্ট হলো
চুমুতে আর চুমুতে
.
.
.
অর্থ: একই মোবাইল দুজন হাত বদল করে ব্যবহার করে
৮.
এক বিছানায় দু’জন যখন আটে না
একজন খাটে থাকে একজন খাটে না
তখন মনে হয় এ রাত কেন কাটে না
.
.
.
অর্থ: মোটা হয়ে যাচ্ছে মন, মোটা মোটা ভাবনা সে ভাবতে শিখছে এখন…
৯.
ও বগা তুই খাস কি
পান্তা ভাত চাস কি
পান্তা আমি খাই না
বগী টগী পাই না
একটা দুটা পাই
অমনি ধরে
গাপুস গুপুস খাই
.
.
.
অর্থ: বগা মানে বগাই…. মানুষও না, মানুষের নামও না
১০.
…………..সুমাইয়া
ফোন করে যাই ধুমাইয়া
তুমি থাকো ঘুমাইয়া
আমার রাত কেটে যায়
বালিশটারে চুমাইয়া
.
.
.
অর্থ: যার কেউ নাই…………….তার বালিশ আছে
১১.
মেয়েটা যে হট কম
ছেলেদের তাই জট কম
একমাত্র ভরসা তার
বিবাহ ডট কম
.
.
.
অর্থ: ধুর এইটা কিছু হইল না….মেয়েরা কি হটপট…. যে হট থাকবো সব সময়…
১২.
এসো তবে, কাঁপাই এবং কাঁপি
দুজনে হই, একই পাপের পাপী
.
.
.
অর্থ: আমার কাছে নোট আছে….চলো পড়তে যাই :tuski:
😀 আপনার কালজয়ী অনুকাব্য "টেলিফোনের তারে কাক..." আমি প্রায়ই স্ট্যাটাসে দেই।ইটা ফালাইলাম,যাই এইবার পড়ি 😀
=)) =)) হিট হিট টিটো ভাই হিট!!!!! :boss:
তাও ভালো এটা লিখিস নাই যে হিট হিট টিট ভাই হিট!!!!! :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আছিস কেমন?
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাইজান,সিনিয়রদের নাম লইয়া জাইনা শুইনা মস্করা করুম আমার বুকের পাটা এখনো এত্ত বড় হয়নাই... 🙁
আপ্নে খুব খ্রাপ লুক,সেই কবে ভুল কইরা কি লেইখা ফেলছিলাম সেইটা নিয়া এখনো আমারে বাঁশ দযান :((
বাঁশ দযান টা আসলেই খুব খ্রাপ
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
~x( ~x( ~x( :bash: :bash:
ভাইজান!!! পইড়া তো নাচবার মন চাইতাছে!!! :tuski:
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
পুরাই :awesome: :awesome:
ইন থ্রিস নাচ
:awesome: :awesome: :awesome:
:awesome: :awesome: :awesome:
:awesome: :awesome: :tuski:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
লাস্টের একটা আবার এরাম টার্নাউট কেম্নে হইলো? :grr:
আরেকটা মকরামি কইরা ধরা খাইছে!! ফ্রন্টরোল দেয়!!! :frontroll:
যেটা টার্নাউট হইচে সেইটাই ফ্রন্টরোল দেয়............. :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
উরি খাইসে .... পুরা ডিসক্লেইমারসহ হট হট কাব্য ...
কামব্যাকেই ফাটায়া দিলেন ...
হট হইলে ফাটবই :party: 😉 :party:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মাগো মা,আমি মলাম গো =)) =)) =))
বস,এটা কালজয়ী =)) =)) =))
হুম.....সেই বালিশ সৃষ্টির পর থেকেই.....
:thumbup: :thumbup: ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এমন টাইমিং আসলেই বিরল 🙁
আমারও এইরাম টাইমিং আছে বহুত......দেখবি ???
আমি :just: প্রমাণডা রাখি নাই দেইখা.... 🙁
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এই লাইনটা কেন জানি বহুত চেনা চেনা লাগে 😛 😀 😛 😀
অসাধারণ ব্রাদার অসাধারণ :khekz: :khekz: :tuski: :tuski:
Life is Mad.
আচ্ছা সায়েদ ভাই, এই ঝিকিঝিকি পমপমটা জানি কি? :dreamy: :-/
থ্যাংকু সায়েদ ভাই...নাটক নিয়া লেখাটা পড়ছি....লজিকরে নষ্ট কইরা দিছেন..... :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো ভাই রকায়,
আপা এবং ভাইয়াতে
চিপা চাপায় কাঁপায়....
অর্থঃ সাইবার ক্যাফের চিপাতে আপু এবং ভাইয়া মিলে টিটো ভাইয়ের অনুকাব্য পড়ে হাসতে হাসতে বুথ কাঁপাচ্ছে :grr:
অবশেষে হাঁপায়............. :grr:
অর্থঃ হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে :-B
রেজওয়ান & সাব্বির
:khekz: :khekz: :khekz: ;;; ;;; :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হইছে মোটামুটি। কিন্তু প্রথমটা তো মিলে নাই
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
একটু চেষ্টা করেন বস.... মিলবেই 😕 😕 😕
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=)) =)) =)) =))
😛 😛 😛 😛 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বলার কিছু নেই। আমি ভাষাহীন, স্তব্ধ। :boss: :boss:
কয়েকটা কাব্য স্ট্যাটাসে দিবো। অনুমতি চাই।
অনুমতি দেয়া হলো :hug: :hug:
স্ট্যাটাসে দাও ঠিকাছে কিন্তু কাউরে কইতে যাইও না...........কারণ তুমি তো এখন ভাষাহীন, স্তব্ধ। ;)) ;)) ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ফাটাফাটি।
তোর লেখা কই :-/ :-/ :-/ :-/ :-/
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তুই শালা মানুষ না ...
ম্যালা দিন পর গড়াইয়া গুড়াইয়া হাস্লাম ...
(তুই চিপায় চাপায় দিয়া কাব্য করলেই আমার ট, ঠ, ড, ঢ নিয়া শংকা শুরু হয়)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তোর অণূকাব্য
এর সাথে ২য় পর্ব হিসেবে
এসো তবে, কাঁপাই এবং কাঁপি
দুজনে হই, একই পাপের পাপী
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ধুর ... উদ্ধৃতি মারতে গিয়া কাঁপাই ফেলছি 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাও ভাল 'ঠ' চইলা আসে নাই 😉
সাবু শালা দেখি পাকা হারামী ... x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাইও দেখি ম্যাশরে সাবু ডাকা শুরু কইরা দিলেন 🙂
সাবু শরীরডা বালা? :grr:
অই জব পাইসস? এইবার মেইলের রিপ্লাই না দিলে ব্যানারের লগে লঙ্গাপে রাখুম। :gulli2:
আমরা তো মেইলও পাই না 🙁
:khekz: :khekz: :khekz:
বস,
আপনেও মানুষ না!
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ঐ
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাই রে, এডি কি অণুকাব্য লিখলেন। পুরাই আণবিক বোম!!
রাইতের বেলা একা একা ঘর কাঁপায়ে হাস্তেছি। কাঁপানোর লোক নাই! 🙁
এক্টা বালিশও নাই :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
নাহ, টিটো ভাই লোকটা বেশি ভস :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হ, প্রচার চালা। প্রচারেই প্রসার :)) :))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভস......... :boss:
থ্যাংকস 🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:shy: :shy: :shy: আমাকেও ...
আপ্নার আর সায়েদ ভাইর জন্য এইটা 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো ভাই, আপনে একটা জিনিষ :grr: B-)
চরম হইসে ভাই :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
থ্যাঙকু......আমারে তাইলে একেবাের অজিনিস বা অপদার্থ বলা যায় না...কি বলিস 😀 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সিনেমাওয়ালা,
এইটা কি দিলা!
মনটা তরল হয়ে গেলো...জাস্ট উরাধুরা :awesome:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
থ্যাংকু সাকেব ভাই :boss: :boss: :boss: :boss:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পুরাই জোস......... :pira: :pira: :thumbup: :khekz: :khekz:
থ্যাংকু :party: :party: :party: :party: :tuski: :tuski: :tuski: :awesome: :awesome: :awesome:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হিট হিট টিট ভাই হিট!!!!!
=)) =)) =))
কেমনে মিস করলাম পোস্টটা........... দোস্ত তুই আসলেই একটা খাসা মাল.......... :thumbup: :thumbup: :thumbup:
মিস্ কল্লি কই..... ;)) ;)) ;)) ;)) 🙂 🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পাঁচতারা
থ্যাংকু। আছিস কেমন?
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দোস্ত! পুরা কাপানি পোস্ট দিছস্! =)) =))
সুপার-ডুপার হিট।
হ, কাঁপাকাঁপি নিয়াই তো লিখছি.... :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পুরাই ঝিকিঝিকি পম পম =)) =)) =)) =))
"টেলিফোন তারে বসে কাক তুমি কালো,
কত কথা আসে যায় বোঝো না তার বাল ও"