হাত নিশপিশ করছিলো লেখার জন্য। কিন্তু গত কিছুদিন ঝড় গেছে মোটামুটি। ক্রিযেটিভ হেড নেই। বেশ কয়েকটা ক্যাম্পেইনের কাজ। অনেক চাপ। আজ থেকে একটু ফ্রী হলাম। তাই এটাকে কামব্যাক পোস্ট বলা যেতে পারে। কয়েকটা গল্প ভেবে রেখেছি। আগামী কিছুদিনে লিখে ফেলব আশা করি। আপাতত অনুকাব্য…আগে দেখেছি অনুকাব্যের সবাই খালি ভুল অর্থ চিন্তা করে তাই এবার বোঝার সুবিধার্থে সঠিক ও নির্ভুল অর্থ সহ 😕 । অনুকাব্যগুলো কিছু নিজের কিছু অন্যের। জাস্ট শেয়ার করা আরকি…..।
১.
চুমু খাবে অ-লিখিত
আগে যেমন মলি খেত
.
.
.
অর্থ: মলিকে দেখে শেখো কেমন করে বাচ্চাকে চুমু খেতে হয়
২.
ফুলবাগানে মধু খায় ভ্রমরে
যতই ব্যাথা থাকুক কোমরে
.
.
.
অর্থ: ভ্রমরের বুঝি কোমর নাই!
৩.
তোমায় নিয়ে পদ্য লিথে গত কাল
নাম দিয়েছি`দেখা হয়নি কতকাল’
.
.
.
অর্থ: এই বেশ ভালো আছি
৪.
আগে অনেক ফুল কিনতাম
এখন অনেক ডাল কিনি
খুব সুখে আছো তুমি
মাদারীপুর কালকিনি
.
.
.
অর্থ: বাজারে মসুরের ডাইল খুব সস্তা
৫.
একে সে বন্ধুর বোন
তার উপর আল্লাদি
তারসাথে খেলাধুলায়
কেমন করে পাল্লাদি
.
.
.
অর্থ: লুডু খেলায় বন্ধুর বোনের সাথে পাল্লা দেয়া একদমই ঠিক না
৬.
চুমু খাওয়া দৃষ্টিকটু
চুমু খেতে বৃষ্টি পটু
.
.
.
অর্থ: বৃষ্টিরও একটি বাচ্চা আছে
৭.
আগুন হয়ে আছি
শরীরভরা জ্বলনি
বরফ হয়ে আছো
একটুও গলনি
.
.
.
অর্থ: আগুন জ্বলে; বরফ গলে
৮.
চিপায় এবং চাপায়
ভাইয়া এবং আপায়
কাঁপে এবং কাঁপায়
.
.
.
অর্থ: সামনে পরীক্ষা তাই ভাইয়া এবং আপা পড়া শেযার করছে, আর নোটে নোটে বাড়ি খাচ্ছে(মূল তিনলাইন হলেও অথর্টা একটু বড়)
😀
=)) =))
মিঞাভাই, যা দিলেন!
একেবারে পিলেন!
ব্যাখ্যা: পিলেন অর্থাৎ প্লেন, অর্থাৎ সমতল অর্থাৎ সরল অর্থের কিছু সুন্দর সুন্দর অণু দিয়েছেন। সেটা পড়ে আমি হেসেছি এবং আপনাকে মিঞাভাই বলে ডেকেছি! :dreamy:
:khekz: =)) হা হা =)) :khekz:
ব্যাখ্যা: কমেন্টের জন্য না, তুই ফার্স্ট হইছিস এই আনন্দে হাসলাম
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দারুন লেখা দিছেন :thumbup:
এবার টেবিলে আসেন ;;;
ব্যাখ্যাঃ সাধারন জনগনের জন্য প্রযোজ্য নয় :grr:
গরিব হইয়া গেছি :thumbdown: :(( :(( :(( :((
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো... :-B
খিয়াল কইরা...খুব খিয়াল কইরা...!!!!!!!!!!!!!!!! :hug: :hug: :hug:
দুয়েকটা টাইপো আছে মনে হলো...একটু দেখে নিয়ো...। 😛
অনবদ্য!!!!! :clap: :clap:
জিহাদ...কই তুমি...??? জবাব দিবা নাকি!!!??? :duel:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
থ্যাংকু বস। :awesome:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ক্লিক করিনা জবাব এ
বিশেষণ এর অভাবে 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
ক্লিক করিস না জবাব এ
বিনয় যখন স্বভাবে 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
লাজওয়াব,টিটো ভাই
আপনার কোন তুলনা নাই =)) :salute:
অর্থঃ টিটো ভাইএর ওজন মাপার বাটখারা বাজারে নাই :awesome: (সম্পাদিত)
আচ্ছা,কইদিন ধইরাই কমেন্টে দেখতেছি পুলাপাইন খালি (সম্পাদিত) লেইখা রাখে।কাহিনীটা কি?
🙂 😛 🙂 :guitar: :hug: (সম্পাদিত)
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
(সম্পাদিত)
(সম্পাদিছিল) ;;;
(সম্পা কথা দিয়া কথা রাখে নাই..সম্পাহারামী x-( )
(সম্পাদিত)
ইয়ে মানে,আজকাল :just: শব্দযুক্ত কোন বাক্য দেখলেই প্লাসে মাইনাসে মাইনাস মনে হয় 😕 :grr:
হুমম :just: প্লাসে মাইনাসে মাইনাস 🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
:)) =)) 😀
😀 =)) :))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:awesome: :awesome: :awesome:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
:tuski: :tuski: :tuski:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো ভাই এইটা কি দিলেন,
আপনি নায়ক,আপনিই ভিলেন।।
অর্থঃ চিন্তা করতাছি কি অর্থ 😕 😕
=))
চ্যারিটি বিগিনস এট হোম
নায়ক, ভিলেন নায়িকার কাছে?
নায়িকার তাইলে খবর আছে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পইড়া নাম্বার আট
হাসতে হাসতে ভাইঙ্গা পড়লাম খাট ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
চিপায় এবং চাপায়
ভাইয়া এবং আপায়
কাঁপে এবং কাঁপায়
এর পরেতে হাঁপায় ;;;
শিউর কচ্ছিস? ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কোবতে ভরা দারুণ রস,
টিটোভাই সিরাম বস! :hug:
:boss:
চ্যারিটি বিগিনস এট হোম
............বন্য
তোর কমেন্টে ধন্য
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :hatsoff: :hatsoff: :goragori: :goragori:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz: :khekz: :hug: :hug: :goragori: :goragori:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কী লিখেছিস?
পোলাপানকে হাসাচ্ছিস,
আর নিজে সারারাত .........। 😉
দোস্ত, আমাদের সেই পাগলামীর দিনগুলোর কথা মনে আছে? তোর লেখা পড়ে হঠাৎ মনে পড়ে গেল। তুই বেঁচে আছিস ঠিকই কিন্তু আমি পুরোদস্তর কেরাণী হয়ে গেছি।
মান্না হইলে কেরানী
শাকিব বেচবে বিরানী
আমি দোস্ত পৌনেদস্তর কেরাণী, সো পৌনে মৃত্। ভাগ্যিস এ্যাডফার্মে জবটা পাইছিলাম, তাই অল্প হলেও ক্রিয়েটিভের সাথে যুক্ত। (স্বান্তনা আর কি 🙁 ) অথচ কত কি করার কথা ছিলো :dreamy: :dreamy: :dreamy:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
'চিপা' 'চাপা'র চক্করে
দুষ্টু টিটো রক্করে :gulli:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাইর দরজায়
কে যেন নক করে ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জট্টিল :salute: :boss:
৫ তারকার বেশি রেটিং করার অপশন নাই কেন? :-/ :awesome: :duel:
চ্যারিটি বিগিনস এট হোম
:shy: :shy: আসলেই শরম পাইলাম বস। অনেক অনেক ধন্যবাদ O:-) O:-)
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মাঠে ঘাটে চিপা চাপায়
টিটো ভাই ড়কায়
( কাইয়ুম ভাইয়ের থেকে চোথা মারছি)
.........
টিটো ভাইরে যেথায় পায়
মাঠে ঘাটে চিপা চাপায়
মেয়েরা সেথায় ছুইট্টা যায়
দুইটা করে :-* খায়
শুনলে কবরী ভাবী,
এমন মাইর খাবি!
(অফ টপিক-টিটো ভাইয়ের স্ত্রীর নাম কবরী)
অফ টপিক @ মাস্ফু
- টিটো ভাইয়ের স্ত্রীর নাম 'কবরী' নয় 'করবী'।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
~x( ~x( ~x( রসভংগটা কি না করলেই নয় কামরুলদা?
অফ টপিক- আপনি যাঁকে চেনেন তাঁর নাম হয়তো করবী ভাবী,ইউ নেভার নো হয়তো এই নামেও আরেকজন ভাবী আছেন ;;;
ওয়েল্কাম ব্যাক টিটো ভাই
হাসতে হাসতে পিরা যায়
:pira: :pira:
পিরা যাই হবে মনে হয়।
চ্যারিটি বিগিনস এট হোম
=)) =)) =)) =))
Life is Mad.
লগিন না কইরা থাকতে পার্লাম না। একটার চাইতে একটা ফাটাফাটি। =))
জল পরে
পাতা নড়ে
টিটো ভাই রককরে.... :boss: :boss:
পোলাপাইন সব হাইসা মরে
টিটো ভাইয়ের কাব্য ঝড়ে
টিটো ভাইয়ের লেখা
আমার সেরা দেখা |
অর্থ: টিটো ভাই পাথরায় :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ভালো লাগলো পড়ে
হেসে দিলাম জোরে
ব্যাখ্যাঃ ভালো লাগলো 😕
দারুন লিখেছ। :khekz:
=))
দোস্ত, ব্যাপক মিজা পিলাম। প্রতিটাই জোস হইছে!
www.tareqnurulhasan.com
:khekz: :khekz: :khekz:
টিটো তুমি মাল । এই দুঃখের দিনেও না হাইসা থাকতে পারলাম না
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
টিটো ভাই দেখি মাল্কবি :)) :))
মানুষ তার স্বপ্নের সমান বড়
চরম হইছে দোস্ট! বিশেষ কইরা ব্যাখ্যাগুলা 😀
তুই ব্যাখ্যা না দিলে অবুঝ মন অনেক কিছু ভেবে বসত! 😛
টিটো ভাই, আপনে একটা মাল... 😀
অবুঝ মন এই 'অপব্যাখ্যার' ধার ধারে নাই... ;;; (সম্পাদিত)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) =)) বিশেষ করে চিপা-চাপার অনুকাব্যে।
কী দারুণ পড়লাম রে ভাই,
হাসতে হাসতে তাই গড়াগড়ি খাই।
😀 😀
x-( তুই কই উধাও হইছোস রে মাহমুইদ্যা?
টিটো ভাই জিন্দাবাদ । আইজকা আপনের একখানা ছড়া ( নম্বর ৮) এক ভাইয়া এবং আপুরে এস এম এস কইরা কে জানি পাঠাইছে । (তাহারা কাপাকাপি করিতেছিলো) । উত্তরে তাহারা বলিয়াছেন son of bitch ।আহা সেলুকাস ! যদি তাহারা বুঝিত !!