হাফ ডজন অনুকাব্য (দুইটা বেশি)

হাত নিশপিশ করছিলো লেখার জন্য। কিন্তু গত কিছুদিন ঝড় গেছে মোটামুটি। ক্রিযেটিভ হেড নেই। ‍বেশ কয়েকটা ক্যাম্পেইনের কাজ। অনেক চাপ। আজ থেকে একটু ফ্রী হলাম। তাই এটাকে কামব্যাক পোস্ট বলা যেতে পারে। কয়েকটা গল্প ভেবে রেখেছি। আগামী কিছুদিনে লিখে ফেলব আশা করি। আপাতত অনুকাব্য…আগে দেখেছি অনুকাব্যের সবাই খালি ভুল অর্থ চিন্তা করে তাই এবার বোঝার সুবিধার্থে সঠিক ও নির্ভুল অর্থ সহ 😕 । অনুকাব্যগুলো কিছু নিজের কিছু অন্যের। জাস্ট শেয়ার করা আরকি…..।

১.
চুমু খাবে অ-লিখিত
আগে যেমন মলি খেত
.
.
.
অর্থ: মলিকে দেখে শেখো কেমন করে বাচ্চাকে চুমু খেতে হয়

২.
ফুলবাগানে মধু খায় ভ্রমরে
যতই ব্যাথা থাকুক কোমরে
.
.
.
অর্থ: ভ্রমরের বুঝি কোমর নাই!

৩.
তোমায় নিয়ে পদ্য লিথে গত কাল
‍নাম দিয়েছি`দেখা হয়নি কতকাল’
.
.
.
অর্থ: এই বেশ ভালো আছি

৪.
আগে অনেক ফুল কিনতাম
‍এখন অনেক ডাল কিনি
খুব সুখে আছো তুমি
মাদারীপুর কালকিনি
.
.
.
অর্থ: বাজারে মসুরের ডাইল খুব সস্তা

৫.
একে সে বন্ধুর বোন
‍তার উপর আল্লাদি
তারসাথে খেলাধুলায়
কেমন করে পাল্লাদি
.
.
.
অর্থ: লুডু খেলায় বন্ধুর বোনের সাথে পাল্লা দেয়া একদমই ঠিক না

৬.
চুমু খাওয়া দৃষ্টিকটু
চুমু খেতে বৃষ্টি পটু
‍.
.
.
অর্থ: বৃষ্টিরও একটি বাচ্চা আছে

৭.
আগুন হয়ে আছি
শরীরভরা জ্বলনি
বরফ হয়ে আছো
একটুও গলনি
‍.
.
.
অর্থ: আগুন জ্বলে; বরফ গলে

৮.
চিপায় এবং চাপায়
ভাইয়া এবং আপায়
কাঁপে এবং কাঁপায়
‍.
.
.
অর্থ: সামনে পরীক্ষা তাই ভাইয়া এবং আপা পড়া শেযার করছে, আর নোটে নোটে বাড়ি খাচ্ছে(মূল তিনলাইন হলেও অথর্টা একটু বড়)

৫,৬৩৭ বার দেখা হয়েছে

৬৩ টি মন্তব্য : “হাফ ডজন অনুকাব্য (দুইটা বেশি)”

  1. জুলহাস (৮৮-৯৪)

    টিটো... :-B
    খিয়াল কইরা...খুব খিয়াল কইরা...!!!!!!!!!!!!!!!! :hug: :hug: :hug:
    দুয়েকটা টাইপো আছে মনে হলো...একটু দেখে নিয়ো...। 😛
    অনবদ্য!!!!! :clap: :clap:
    জিহাদ...কই তুমি...??? জবাব দিবা নাকি!!!??? :duel:


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    পইড়া নাম্বার আট
    হাসতে হাসতে ভাইঙ্গা পড়লাম খাট ! :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. শাহাদাত মান্না (৯৪-০০)

    কী লিখেছিস?
    পোলাপানকে হাসাচ্ছিস,
    আর নিজে সারারাত .........। 😉

    দোস্ত, আমাদের সেই পাগলামীর দিনগুলোর কথা মনে আছে? তোর লেখা পড়ে হঠাৎ মনে পড়ে গেল। তুই বেঁচে আছিস ঠিকই কিন্তু আমি পুরোদস্তর কেরাণী হয়ে গেছি।

    জবাব দিন
  4. আশহাব (২০০২-০৮)

    পোলাপাইন সব হাইসা মরে
    টিটো ভাইয়ের কাব্য ঝড়ে
    টিটো ভাইয়ের লেখা
    আমার সেরা দেখা |
    অর্থ: টিটো ভাই পাথরায় :boss:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    টিটো ভাই, আপনে একটা মাল... 😀

    ব্যাখ্যা না দিলে অবুঝ মন অনেক কিছু ভেবে বসত! 😛

    অবুঝ মন এই 'অপব্যাখ্যার' ধার ধারে নাই... ;;; (সম্পাদিত)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. মশিউর (২০০২-২০০৮)

    টিটো ভাই জিন্দাবাদ । আইজকা আপনের একখানা ছড়া ( নম্বর ৮) এক ভাইয়া এবং আপুরে এস এম এস কইরা কে জানি পাঠাইছে । (তাহারা কাপাকাপি করিতেছিলো) । উত্তরে তাহারা বলিয়াছেন son of bitch ।আহা সেলুকাস ! যদি তাহারা বুঝিত !!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।