দেখিতে দেখিতে একুশটা বসন্ত কোন দিক দিয়া আসিয়া কোন দিক দিয়া যেন চলিয়া গেল। মাগার কোন ললনা ছলনা করিয়াও বলিয়া গেলনা আমার জীবনের বাকি বসন্তগুলো আমি তোমার হাত ধরিয়াই পার করিতে চাই। হাহ! বদলে নামে বৃষ্টি। একা একা ভিজি আর আংগুর বাগানের চারপাশে ঘোরাঘুরি করি। এই জীবনে আমারে দিয়া কিসু হৈলোনা। দু:খ ভুলিতে মুখ বইয়ের অন্দরে প্রবেশ করি। যাদের দিয়া হয় এবং হৈতেসে তাদেরকে দেখিয়া যদি তাও কিছু শিখিতে পারি। কিন্তু হা হতোম্বি! শিখিতে গিয়া উহাদিগের চমক ও ঠমকে আমি শিখার কথা বেমালুম ভুলিয়া যাই। আর মনে মনে ভাবি সত্যিই বিচিত্র এই সেলুকাস। বাকি সবাই যাহা পারে আমি কেন করিতে পারিনা। দুই কি তিন দিন আগে তেমনই এক ছবি দেখিয়া পুর্বোক্ত কথাগুলাই ভাবিতেসিলাম। ইহারা পারেও! আমি চোখ দুইটা গোল্লা গোল্লা কৈরা দেখিতেসিলাম আর ভাবিতেসিলাম এইবার এই ছবির নায়কের কাছ থিকা আমাকে শিখিতেই হবে এইসকল বিষয়ের ক্যামনে কি? কিয়ৎক্ষণ পরেই এম এস এন বাহকে নায়কসাবকে সওয়ারী হৈতে দেখিয়া আমার তর আর সইলোনা। একেবারে চাপিয়া ধরিলাম। সাথে অভিনন্দন জানাইতেও ভুলিলাম না এই যাত্রায়। কিন্তু প্রত্যুত্তরে যাহা শুনিলাম তাহা শুনিয়া বুঝিয়া গেলাম এই জীবনে আমারে দিয়া কিছু শিখা হৈবেনা।
আমি কেবল বলিয়াছিলাম- ভাবীসাব এবং আপনি আমার অন্তরের অন্ত:স্থল থেকে অভিনন্দন গ্রহণ করুন। আপনাদের সম্মুখে চলার পথ হোক কুসুমাস্তীর্ণ।
শুনিয়া উনি হাসিয়াই বাঁচেনা। ঠোঁট টিপিয়া বলিলেন – কি যে বলিস। উই আর জাস্ট ফ্রেন্ডস!
আমি আর কথা বাড়াইনা। মনে মনে বলি- ঠিকাছে। জগতের সকল জাস্ট ফ্রেন্ডস দীর্ঘজীবী হোক। আমিন।
বিবাহ পরবর্তী প্রেমে'র জন্য তৈরী হয়া নে। পূর্বপ্রেমের অভিজ্ঞতা না থাকায় উহাতে সকল ঢালিয়া অমর হইয়াছে অনেকেই।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাসরুফ, মাসরুফ গন্ধ পাইলাম লেখাটায় ... 😕
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি কমেন্ট করার সময় ছবি আসছিল না।
অন্ধ তিরোন্দাজের 'বুলস আই' হইছে ... O:-)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি জ্ঞান হারাবো , মরেই যাবো
বাঁচাতে পারবে না কেউ 😮 😮 😮 😮 😮
কামস ভাই, জিহাদ্রে এই ছবি সরাইতে কন...আমি হিংসায় মিরা যাইতেছি...
উত্তেজিত হইস না রে পাগল। তোরও সময় আসবে। 😉 😉 😉
কামস ভাই, আমি কবে বড় হবো, কবে এমুন ছবি তুলবো, যা দেখে পাব্লিক হিংসায় মিরা যাবে???
:)) :)) :))
😀 ... মাসরুফ ভাই আপনার প্রোফাইলে ছবিটা দেখছিলাম। কিন্তু কিছুই বলি নাই। 😮
মিয়া আপনে তলে তলে দিল্লী পৌছায় গেছেন।
:salute:
কে কারে পচাইতেছে বুঝতে পারলাম না,
হা, ঈশ্বর, এইগুলা কি ঘটিতেছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, দুইন্না থিকা সিনিয়রের প্রতি শ্রদ্ধা, আদব-লেহাজ সব উইঠা যাইতেছে।জিহাদ হালায় কইছিল যে মাসরুফ ভাই-আপনের ওই পিক নিয়া আমি এট্টা ব্লগ লিখুম।আমিও জুক কইরা কইছিলাম হ লিখ মাগার দেখিস আমার ইজ্জতের ১২টা বাজাইস না-যাই করস বুইজা শুইনা করবি।
বদটার "বুইজা শুইনা" করা কামের নমুনাটা দেকলেন? x-( x-( x-(
cool cool
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
x-( কুলের কি পাইলেন আপনে?নেক্সট গেট টুগেদারে জিহাদরে কুল থিকা হত বানাই দিয়েন পাঙ্গায়া x-(
ও খ্যাম খ্যাম অন, কুল কুল,
তুমি কি যেন খাইতে পছন্দ কর বলছিলা?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:gulli:
ঘঠনা তাহলে এই! :dreamy:
www.tareqnurulhasan.com
মামা, ঘটনা কি সেইটা নিচের কমেন্টে বিস্তারিত দিছি।উল্টা সিধা বুইঝা আমারে বাটে ফালাইয়েন না-এখনো বিয়া শাদি করি নাই-চরিত্রে কালি লাইগা গেলে এক্কেরে মাঠে মারা পড়ুম 😕
মাশরুফ,
পাব্লিকের মুখ তো তুমি আর বন্ধ রাখতে পারবানা। পাব্লিক কালি লাগাবে, দরকার হলে ওয়াটার পালিশ করবে, তবু সত্য একদিন সামনে আসবেই। :))
www.tareqnurulhasan.com
আল্লাগোওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও
x-( আল্লারে ডাকস ক্যান?
ভগবান গোওওওওওওওওওওওওওওওওওওওওওও
ঈশ্বর গোওওওওওওওওওওওওওওওওওওওওওওওও
আগুন জ্বালাইস না মোর গায়,হায়রে আগুন জ্বালাইস না মোর গায়
জ্বালাইয়া প্রেমের বাত্তি কোথায় তুমি থাকোরে
দাওনা দেখা তুমি জিহাদ রে...............।। :goragori: :party:
আলদীন,
ফেইসবুকে তোরে মেইল করছি। একটু দেখিস।
www.tareqnurulhasan.com
ঘটনা তাইলে খুলতাছে আস্তে আস্তে.... 😮 😮 😮
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
নাহ, এই ব্লগে আমার আর থাকা যাইবনা আমি নিরুদ্দেশ হমু।ভদ্র পুলা হিসাবে আমার এতদিনের অর্জন যেই সুনাম ,জিহাদ সেইটা এক্কেরে মিরপুরের শওকতের কাবাব বানাই খাই ফালাইছে ।ভাইজানেরা-ঘটনা টা আমার মুখ থিকা শুনেন,জিহাইদ্দার পুংটা ইঙ্গিতে কান দিয়েন না।এই ছবিটা হইল আমার কাজিনের বাসায় রাত ৩/৪ টার দিকে তুলা ছবি।আমাগো পরিবারের ট্রেডিশন হইল যে কুনু কাজিনের বিয়া লাগলে কম পক্ষে ১ সপ্তাহ বন্ধু বান্ধব শুদ্দা তার বাসায় রাত্রিযাপন করি সবাই মিল্লা।সারা রাইত আড্ডাবাজি, গানা-বাজনা ইত্যাদি চলে-সেই সাথে স্মৃতি হিসাবে মুহূরর্তগুলা ধইরা রাখনের জুন্যে চলে ফোটো সেশন।এই ছবির পাত্রী আমার কাজিনের দোস্তের ভইন-আমাগো ফ্যামিলি ফেরেন্ড।গায়ে হলুদের সময় ভদ্রমহিলার সাথে অনেক নাচানাচি করছি সেই সুবাদে পুলাপাইন এইটা নিয়া খ্যাপাইছেও(নাচতে গিয়া পারা দিয়া কিবোর্ডের তার খুইলা ফেলছিলাম দেইখ্যা)।যাই হোক,সাতদিন একসাথে থাকলে যা হয়-ফাটায়া মজা করছি আর খুব ভালো বন্ধুত্বও কইরা ফালাইছি।ছবিটা সেই সুবাদেই তুলা।উই আর স্টিল ভেরি গুড ফ্রেন্ডস-এই আজকেও ভদ্রমহিলারে বাসায় লিফট দিছি।কিন্তু তার মানে এই না যা "ফেরেণ্ড" নাম দিয়া ইলিয়াস স্যারের মত "হরে কৃষ্ণ হরে রাম,কাঁথার তলে চলে কাম" বইলা কিছু করতাছি(পরীক্ষার আগে ব্ল্যাঙ্কেট এর তলে লুকায় বই পড়তে গিয়া আফটার লাইটস অফ ইলিয়াস স্যারের কাছে ধরা খাওনের পর এই ডায়ালগ শুনছিলাম,কতিপয় পাঠকের দুষ্ট মন "কাম" বলতে জানি অন্য কিছু না বুঝে ) ।
আমার মত ভাল ছেলের চরিত্রে কালিমা লেপনের অপরাধে জিহাদের আইপি সুদ্দা ব্যান চাই। x-( x-( x-( x-(
নিরুদ্দেশ হওার সঙ্গিনী যাদের আছে, তারা হতেই পারে।
আমরা অবশ্য এখনো এত ডীপে যাইতে চাই নাই.........
হিট হিট, মাসরুফ হিট। :clap: :clap:
এইদিকে আমার ইজ্জতের ফালুদা আর উনি আইছে উনার মুভির হিট ফ্লপ নিয়া।হায় রে দুইন্না!!!ইন্সাফ বইলা কিসুই নাই :((
শোয়েব ভাই,আমি তো আর কুবের না যে কপিলা ছাড়া "একা অতদূর পথ পাড়ি দিতে পারিব না।"।সঙ্গিনী তো আপনের কেস-সেই চায়নিজ রেস্টুরেন্টের আফামনির কি জানি নাম??? 😛
এই কেসে কারো নাম জানতেও কপাল লাগে।
অনেক কাছের আত্মীয় দেখা যায়। :ahem: :ahem:
তোরা কি মানুষ না কল্যাণ পার্টি ... :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাসরুফ ভাই এইটা মিয়া কি কইলেন হাসতে হাসতে পিরা যাইয়া এখন মিরা যাওয়ার অবস্থা =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আমি কই নাই,ইলিয়াস স্যার কইছিল-ব্ল্যাঙ্কেটের নিচে টর্চ জ্বালায়া সেলফ স্টাডি কর্তে গিয়া ধরা খাওনের পর 🙁
ও ভালা কথা এখনি মিরা যাইস না-তাইলে জীবনে কি প্লাম কি প্লাম না সেই হিসাব মিলাইতে কাউরে ধিরা আন্তে পার্বি না। 😛
শরীয়ত অনুযায়ী তাইলে জায়েজ আছে। O:-)
মাশরুফ... কিস্যু কইলাম না... ভাষা হারায়া ফালাইসি...
bepar na.
মাসরুফরে :salute:
সাত বছর প্রেম কইরাও এরম একটা ছবি তুলবার পারি নাই। 🙁
মাসরুফ এন্ড কোং, লুকিং কিউট। আশা করি তোমাদের চলার পথ কুসুমাস্তীর্ণ হবে। :gulti:
:(( হ ছবিডা ভালা আইছে।এই আফামনি মার্কেটিং গ্র্যাজুয়েট-উনি ছবি তুলার গেটআপ আর লুক্স টা ভালো বুঝেন।তাই আমার মত গরিলার সাথেও পিকচারডা এক্কেরে বাজে আসে নাই। :shy:
বাই দা ওয়ে,খালি আমার চলার পথের জুন্নেই দুয়া করেন।"তোমাদের" কইলে এট্টু কেমুন জানি হয়া যায় ~x(
দেশে আসেন তৌফিক ভাই, আপনের আর ভাবীর জোস জোস ছবি তুইল্লা দিমুনে 🙂
আমিন।
আমিন ছুম্মা আমিন 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
x-( ওই তুই দুধের বাচ্চা তুইও এইখানে আইসা যোগ দিছস?যা লং আপ হয়া থাক গিয়া বান্দর পোলাপান x-(
হাইট দেখার পর মেয়েটাকে আমার মাসরুফের অর্ধাংগিনীই লাগছে... :-B O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
জুনায়েদ, :khekz: :khekz: :khekz:
আমি মাইয়া কিংবা পিসিসি হইলে তোর কমেন্ট-এর প্রেমে পিরা যাইতাম। তোর বেস্ট কমেন্ট কোনটা এই নিয়া ধন্দে আছি। :boss: :boss:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
B-) হেঁ হেঁ হেঁ এক কাজ করেন গাছ হয়া যান তাইলে আপনেও এমুন কমেন্ট কর্তে পার্বেন B-)
এডু, মডু- আমি চাই ব্লগে 'লগ ইন এজ ইনভিজিবল' অপশন দেয়া হউক...আমি আর এখানে নিজেকে নিরাপদ ভাবতে পারছি না... 😕 😕
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😛 😛 তাইফুর ভাই দেক্তাছি আন্নেরে অনেক ভালা পায় কবীর ভাই
দেহের অর্ধেক হইলেই অর্ধাঙ্গিণী এই সুত্র আবিষ্কারের পরেও ভালা পামুনা 😮 কস কি ??
(মাসরুফ ভাগিনা, আমি কিন্তু তোর পক্ষেই ছিলাম। জুনায়েদ'রে নরম করতাছিলাম দলে ভিড়ানোর জইন্যে। 😉
বুঝলিনারে বুঝলিনা, চিনলিনারে চিনলিনা।)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
🙁 এক্কেবারে ঠিক অবজারভেশন 🙁
মাসরুফ তাইলে এতো না না করতাছে ক্যান???
আরে যন্ত্রনা এই অব্জারভেশন সেই অব্জারভেশন না এইটা হইল হাইটের অব্জারভেশন-সেই সেন্সে ঠিক আছে x-(
আফনাগো মুনের মইদ্যে খালি কুটকুটি x-( x-(
ই-বুক এর প্রচ্ছদ হবে এই ছবি ... ...। আমদের ভাই আর ভাই এর কাজিনের দোস্তের ভইন ,
😮 নাআআআআআআআআ এ হতে পারেনাআআআআআআআ :((
I second Sumon vai. বইয়ের নাম হবে "জাস্ট ফ্রেন্ডস(!)"
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
পড়তে পড়তে ভাবতেছিলাম - কৈ যেন দেখছি এই ছবি, কৈ যেন...!!!
তারপর এ্যাত্তগুলান কমেন্টে সব কিলিয়ার হয়া গেল 😀 😛 😀 😛 ।
Life is Mad.
x-( অন্য কমেন্টে কান না দিয়া খালি আমার কমেন্ট গুলা পড়েন-এক্কেরে ফিলিপ্স বাত্তির মত ফকফকা হয়া যাইব x-(
ইহার নাম প্রোপাগান্ডা। জনমত দমানোর জন্য পৃথিবীতে আগেও এই প্রচেষ্টা করা হইছে, কিন্তু অদম্য জনতা থামে নাই। :gulli:
সত্য বেরিয়ে আসবেই। :-B
shoitaaaaaaaaaannnnnnnnnnnn
tumi amar vhalobasha niye chinimini khelecho............
x-( ওই মাইয়া তোমার ভালবাসা নিয়া কেডা ছিনিমিনি খেলতাছে?যাও ভাগো-আমি বাস্কেটবল আর কিরিকেট খেলি,ছিনিমিনি আমার খেলা না x-(
শুনলাম এই পোস্টটা করার লাইগা মাশরুফ জিহাদরে আম ক্যাফেতে খাওয়াইছে ;))
কাহিনিতো কিছুই বুঝতার্লামনা :dreamy:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
মাফ চায়া গেলাম
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হ দোস্ত আমরা মনে লয় পাঁচ-সাত বছর আগে জন্মায়া গেছি, যার লাইগা এই 'জাস্ট ফ্রেন্ড' জমানা ডা মিস করছি :(( :((
সংসারে প্রবল বৈরাগ্য!
ব্যাপার্না বস। নেক্সট টাইম। 🙂
হ আমার তো টেকা বেশি হয়া গেছে য়াম ক্যাফেতে খাওয়ামু-আমার দৌড় মেডালিয়নের গলির চায়্যের দোকান-তাও কামরুল ভাই খাওয়ায় 😀
ki ami cuzin er frnd er bon tao abar vhodro mohila??????????? 🙁
আইহাই ভদ্রমহিলা এইখানে কি করেন????আফামনি আপনেরে এইখানে কমেন্টাইতে কে কইল?এইবার আমি সত্যি সত্যি শেষ :((
ki korbo ami vhallagena.mashfu tumi shobar shamne amare pochaila ken?????????? x-(
r ami tomar shudhu friend taina?????????????ajke theke jodi tumi amar shathe jojajog korar kono chesta korso tou buijho..... :duel:
আরে আজিব আমি তো ফ্রেন্ড ই 🙁 খামাখা যোগাযোগ বন্ধ করতে চাও কেন?
যাও ভাগো x-( আমি আমার ক্যাডেট ভাইদের নিয়াই থাকি x-( x-(
মাসরুফ শ্যাষ। আর জোরাজুরি খাটব না। :grr:
ভদ্রমহিলা নিজে এসে বলে গেছেন।
একসাথে দুই নৌকায় পা দিলে এরকমই হয়। গাছেরও খাবা তলারও কুড়াবা তা কি হয় নাকি?? 😉 😉 ;))
বস কার সামনে কি কন।গাছের খাওয়া তলারটা কুড়ানোর ব্যাপারে যা জানেন ভালা কথা চাইপ্পা যান।আফনেরে নায়াগ্রা ফলসে ঘুরামু রিক্সা দিয়া ,যান 🙁
gacher o abar toaro beparta thik clear bujte parlamna mashfu ektu clear korotou???? 😕 =((
tolar o
সাংসারিক গিয়ানজাম লেগে গেছে দেখি। মাসফু ভাই সমাবেদনা। 🙁
ওই আমার নাম মাস্ফু হইল কবে থিকা? x-( খিয়াল কইরা,খুব খিয়াল কইরা কইতাছি কইলাম x-( x-(
ভদ্রমহিলা তো আপনাকে মাসফু বলেই ডাকলো। আমার, কিংবা আমাদের কি দোষ?? 🙁 🙁
সেইটা সেই ভদ্রমহিলার প্রব্লেম x-( সিনিয়রের নাম বিক্ক্রিত করার অপরাধে তরে তিন্টা ইডি+এডজুটেন্ট বরাবর প্রেম্পত্র দেওয়ার নির্দেশ দেওয়া গেল। x-(
মাসফু ভাই তো x-( x-( এই ইমো দিতে দিতে ফাডায়লাইতেছেন...
:gulli2: খাওনের শখ হইছে???
mashfu 😮 😮
সংসারে প্রবল বৈরাগ্য!
সিনিয়র রে ডাইরেক্ট হুমকি দেওন যায়না-কিন্তু রায়হানরে লিখা কমেন্টটা আফনের জুন্যেও প্রযোজ্য x-(
:gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
রোম যখন পুড়তেছে, নিরো তখন বাশী বাজাইতেছে ...
আগুন লাগায়া জিহাদ ভাগ্লো কই ??
মাস্ফু, 😉 এখনো সময় আছে সব স্বীকার করি একূল ওকূল দুকূল বাচায়া ল।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ওই মিয়া আফনে আবার মাস্ফু কন কেন?ভ্যা কইরা কাইন্দা দিমু কইলাম :((
মাসরুফ ভাই... রামধরা একবারই খায় মাইনসে। 😛
স্বীকার কইরা ফেলান। নাইলে কারও মুখ বন্ধ হইব না। 😀
জুর কইর্যা ধরা খাওয়াই দিলে তো হইবোনা।জীবনের রূপ-রস গন্ধ এখনো কিছু দেখি নাই এর মইধ্যেই ধরা খাওয়ায় দিতে চাস? 🙁
যত যাই বলেন ভাইজান... পিকটা কিন্তু জটিলসসসস।।
ক্যামেরাম্যানের সাথে পরিচয় করায় দিয়েন। বড় খায়েস হইছে ঐডা 😡 হওয়নের পর এমুন একটা ফুটু তুলুম। :dreamy: ;;)
জীবনের রূপ-রস গন্ধ আর কত দেখবা মাস্ফু ...
এ্যালা ক্ষ্যান্তি দেও ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:(( আমারে মাস্ফু ডাইকেন না আফনের ঠ্যাংএ পড়ি :((
দোস্ত তাইফুর, মাস্ফু পোলাডা যেভাবে কানতাছে, অরে ছাইড়া দে, মানে কইতাম চাইতাছিলাম যে মাস্ফু রে আর মাস্ফু মাস্ফু কইয়া ডাকিসনা :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইউম ভাই,খাড়ান আফনেরে রুম ভর্তি পিসিসির দোস্তদের মইধ্যে ছাইড়া দিয়া বাইরে থিকা গাছ লাগায় দরজা বন কইরা দিমু x-(
ঘটনা তো দেখি জইমা এক্কেবারে বরফে হই গ্যাছে গা।
কাজি আইব কখন, ৮ তারিখ নাকি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: :khekz: :khekz:
বরের নাম নিয়া এখনো তফসরা চলতিছে ... মাস্ফু, মাস্ফি না মাস্রুফ
নাম ঠিক না হওয়া পন্ত ডাক্তে নিষেধ করছেন কাজি সায়েব।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:(( ভাউজানেরা আমারে ক্ষ্যামা কইর্যা দেন আমি সারাদিন ফুশ আফ দিমুনে :((
বিয়ার আগেই 😀 😉 ?
Life is Mad.
😮 ওরে না রে না...
অফ টপিক-আপ্নে লাইবেরিয়া গিয়া বান্দর হই গেছেন x-(
আমি এখন বিয়া করুম না আমি সিঙ্গেল থাকবার চাইইইইইইইই :((
দেন মোহর কত? কাজিনের দোস্তের ভইন কত চায়?
এক ছুডু ভাই শখ করছে আর আমরা বিয়া দিতে পারুম না, বড়ই অসম্মানিত মনে হইতেছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
যুদি পলায় বিয়া করি তাইলে আইজ থিকা আমি জানি কারে কারে ডাক দিতে হইব 😀
তুই লিখলে কমেন্ট ১০০ ছাড়ায়া যায় ...
তোরে নিয়া লিখলে কমেন্ট ১০০ ছাড়ায়া যায় ...
তুই সিঙ্গেলই থাক। বিয়া করলে যদি তোরে ব্লগে না পাওয়া যায়।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঠিক কইছ, এইদিকে ভাবি নাই।
ক্ষান্ত দেয়া যায়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস দ্যাকবেন নিম্ন শ্রেণির প্রানীগো প্রজনন হার বেশি। আমার লিখা আর আমি নিজে দুইটাই অতি নিম্ন মানের ,তাই ল অব নেচারে আমার লিখা বা আমারে নিয়া লিখা(জিহাদ আমারে নিয়া লিকছে এইডায় খুশি হমু কিনা বুজতাছিনা)তে কমেন্ট একটু বেশি পড়বই।
বিধাতার রাজ্যে ভাল জিনিসের সংখ্যা কম বলিয়াই......ইত্যাদি ইত্যাদি।
তয় কথাডা যখন তুললেনি-এট্টা ছুডু পোরতিজ্ঞা করি-সংসারের খ্যাতা পুড়ি-সিসিবি আমার জান-পেরান, নিঃশ্বাস-বিশ্বাস।নিম্নমানের প্রাণির মতই বংশবিরিদ্ধি কইরা যামু আজাইরা কমেন্ট আর বস্তাপচা ব্লগ দিয়া...
মাসরুফ তুই কি CP ছিলি ??
(তোর অনেক দিনের আক্ষেপ দূর করার জন্য জিগাইলাম। কোন এক কমেন্টে যেন লিখছিলি ... 'কেউ কুত্তা দিয়াও জিগাইলেন না') :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:(( মিয়া এত্তদিনে দ্যাকলেন?প্রোফাইল ফুডুতে সোন্দর কইর্যা তিন্তারা লাগাই রাখছি শো অফ করনের লিগ্যা-কুত্তা তো কুত্তা কেউ বিলাই দিয়াও জিগাইলোনা-খালি সাব্বির ভাই(অস্ট্রেলিয়া) একবার কইছে আমি নাকি কলেজের চেয়ে বাইরে গিয়া বেশি "চিকি" হয়া গেছি :((
আগেই দেখছি, জানছি ... শুধু তোর পূরান একটা আক্ষেপ দূর করার জইন্য জিগাইলাম
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
🙁 এখন শরম্পাইতেছি,আর কইয়েন না আরো শরম্পামু :shy: :shy:
কই যানি পড়ছিলাম যারে আল্লাহ কুনু বিশেষ খ্যামতা দেয় না-সে যাতে চইলা খাইতে পারে সেই জুন্যে সেই আবাল টাইপের পোলাডার প্রতি সবার অন্তরে ভালবাসা তৈরি কইরা দেয়।
এই ব্লগে এত্তগুলা কমেন্ট দেইখা কথাডা বিশ্বাস করা শুরু করলাম।দিল চায় সবাইরে বুকে জড়ায়া ধরি।আফসুস-সবাই দ্যাশে নাই 🙁
ডায়লগটা এক্কেরে পিসিসি টাইপ হই গেছে ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আইচ্ছা যান আফনেরে পিঠে জড়াই ধরুম 😛
এইডাতো আরো খারাপ.. :khekz:
হ দেখসিতো কারে বুকে জড়ায়া ধরবার চাস :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আবার শুরু হইল তাইলে ... ওই আবার :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কিকৈবার্চান? x-(
আমরা কি গান গাওয়া শুরু করব 'লীলাবালী লীলাবালী'? নাকি আমি দেরী করে ফেল্লাম কম্নেট করতে। মাসরুফ ভাল মানাইছে দুজনকে। একদম দুজনে দুজনার 😀 😀
:gulli2: :gulli2: :gulli2: :duel: :duel: :chup: :chup:
আমি বাকরুদ্ধ :bash:
মাসফু(সরি মাসরুফ) ভাই আমাদেরও সিসটেম সিখাই দেন আমরাও দুই চাইরটা শুধুই বন্ধু বানাই। আমরা অভাগা তাই কেউ চোখ তুইলা দেখে না।(ভাই জিন্দিগিতে প্রেমতো কম করি নাই এরাম কোন বন্ধু তো পাইলাম না, আমাদের পচা কপাল)
কি যে কস-ভুইয়া একাডেমীতে তো মামু মাশা আল্লাহ আসমানের সব পরীরা সমাবেশ করে আমার নসু ফেইল-আর তুই হবি ব্যারিস্টার মানুষ-ওয়াইন,ওয়েলথ আর ওম্যান নিয়া হইব তোর কাম-কারবার 😀 😀 😀
বাই দা ওয়ে,আকাম কুকাম কইরা আইনি মারপ্যাচে পড়লে তোরে আমার কাজে লাগবো।এই বড় ভাইরে তখন ভুইল্লা যাইস না কইলাম 😛
আরে ভাই নিশ্চিন্তে অকাম কুকাম করেন ধরা পরলে এই ছোট ভাই আছি কী করতে। কিন্তু ধরা খাইয়া এইখানের মত চাপাবাজি কইরেন না কইলাম।
মাস্ফুউউউউউউউউউউউ মাস্ফু মাস্ফু.. মাস্ফু.
ট্যাহা পয়সা দিয়া দেখসি মাইন সে কত কিসসু করে,নাম কামায়,
আর তুই কিনাক স্ক্যান্ডাল কামাইলি।
ইউনিক আইডিয়া,
আফায় কি তোর প্রস্তাবে না করছিল নাকি?
এখন ভদ্রমহিলা চিপায় পইরা কইব ।মাস্ফুউউউউউউউউউ, প্লিজ ,ফর গডস সেইক,ম্যারী মি।
হা হা হা হা
মাস্ফু,তরে লইয়া আমার প্রডাকশন থেইক্যা কামরুলের পরিচালনায়, জিহাদের স্ক্রীপ্টে ।the man who loved women...ছবির একটা রিমেক করুম বাংলায়.।।..তাও তুই স্বিকার যা যে তুই আসলে জিহাদ্ রে খাওয়াইয়া এই ব্লগ টা লিখাইছ।।..।.।।.।।...।।...।। :gulli2:
হ আর আপনের ভূমিকা কি হইব? নিরিত্ত পরিচালক? চাকভূম চাকভূম ড্যান্স দিবেন?? x-(
আসিতেছে আসিতেছে,জিহাদ তরফদার এর কাহিনি অবলম্বনে, জেমস কেমের পরিচালনায়,মেগা স্টার মাস্ফুর নতুন ছবি............সম্পূর্ন রঙ্গিন রোমান্টিক,এক্টি দুষ্টূ প্রেমের মিষ্টি ছবি,বিশেষ দৃশ্য পরিচালনায় বন্য ফুয়াদ :gulli2: ,ক্যামেরায় এক ঝাক পাপা রাজ্জি..।.।ঢাকা আশুলিয়া ফ্যান্টাসি কিংডম,নন্দন পার্ক,মিরপুর ,যমুনা ছাড়াও বিভিন্ন চিপা জায়গায় চিত্রায়িত ফুল এন্টার টেঈণ্মেন্ট।।।। মুভি...
।চিপায় যায় কোন হালায়,
চিপায় যায় কোন হালায়..।...............?কোন হালায়? :khekz:
😀 :)) :khekz: =)) :khekz:
Life is Mad.
মাসরুফ ভাইরে জিগান কেডা যায় :)) :)) :))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
চিপায় যায় কেডা সেইটা আমারে জিগান কেন টিএসসির পুলাপাইনরে কন।আম্রা "নসু"র পুলাপাইন চিপা না,ডায়রেক্ট একশনে বিশ্বাস করি B-) (পার্ট নিলাম)
অফ টপিক-মামা শুনলাম ডিসেম্বরে আইতাছেন???আসেন আসেন......ম্যালা প্ল্যান আছে আন্নেরে নিয়া 😀 ধান্মন্ডিতে নয়া কে এফ সি খুলছে-অদের কম্বো বার্গার টা সেইরকম!!! 😉
*ধানমন্ডিতে কে এফ সি খুলছে 😀
no probs,mashfu,tor engagement ta ki okhanei sarbi naki?
ami movie dekhbam.....mashfu re tui to hit vai...ja dekhaili..fb teo mashallah comment er por comment...aikhaneo to 100+...kam bad diya comment portesi...tor baindhobi vaiggo khubi vala...amar kono baindhobi to eram chobi tulte raji hoilo na...tor secret ki...tui beta faul atto binoy koros kan.....beshi binoy dekhaile panga khabi...on a serious note valomoto exam de..
n.b. office e bangla nai kindly adjust.. :salute:
মামা আমার টাইপ পুলারা খুব ভালো "ফেরেন্ড" হয়,ক্যাডেট-সুলভ দায়িত্ত্ববোধ,চান্স না নেওয়া ইত্যাদি গূনাবলীর কারণে। ভালো হাসবেন্ড ও হয়-সেই একি কারণে।
মাগার আশেপাশে যা দ্যাকলাম-"পেরেমিক" বা "বয়ফেরেন্ড" এর কেস অন্য।অগোরে হইতে হইবো চান্স টেকার,ব্যাডবয় ইমেজের। জেনারালাইজ না কইরাই কইতাছি(এক্সেপশন বাইরে রাইখা)-আফামনিরা পেরেম করব ব্যাডবয়গো লগে(পেরেমের নামে কি করব সেইটা উহ্য রাখলাম) আর গাঁটছড়া বাধবো আমাগো লগে। ভাইজানগো জুন্যেও এইটা টুরু।ঘুরাঘুরি রীটাদেবীর লগে মাগার সম্পর্ক সীতাদেবীর সাথে।খিকয।
ক্যাডেট তো , গেম বুইজা ফালাইছি মামা।এডাপ্ট করা এখনো শুরু করিনাইক্কা-মাগার ভবিষ্যতে করুমনা এইটা কইনা। ওই যে কয়না-বিহেভ এ্যাজ রোমানজ হোয়েন ইউ আর ইন রোম না কি জানি...আর যাই হউক, রিসিভিং এন্ডে থাকতে আমি রাজী না 😀
আর আফনের বান্ধবীগো লগে সিডনীর অপেরা হাউসের আন্ধারে কি নিয়া গফসফ(??) করেন সেইটা তো আমি দেইখা আসি নাই 😛
ব্লগে তো আমার বিদ্রোহী ছ্যাঁকাখোর হিসাবে নাম হয়া যাইতাছে।অফ যাই।এই সংক্রান্ত কিছু লিখা কিসুদিন বন রাখুম-পুলাপাইন টায়ার্ড হয়া যাইতাছে। 😕
amake maaaf koro.........mashfuuuuuuu tumi amar ek goj er moddhe r ashbana..............ami shesh............
i m sorry ami tou vhebechilam tumi shotti amake lv koro....tumio dekhi ajkalkar pulapain der motoi.......thak....vhaishokol....apnader shobaike shakkhi rekhe...shomporker eti taanlaam.mashfur shathe........allah hafiz....
এহ আসছে।যাও ভাগো-আমি আমার ক্যাডেট ভাইদের নিয়াই শান্তিতে আছি।সিঙ্গেল আছি বেশ আছ ডাবল হয়ার দরকার নাই B-)
পাত্রী তো মনে হয় দিল এ সাদ্-মা পাইসে...কবুল বইলা ফালা।।এতো লজ্জার কি আছে।। ;;)
:boss:
সাদ-মা কি? 😕
সাদ-মা হইল sad mother ... নারী মাত্রই মাতা ... সেই হিসেবে হইত বলছে ... পাত্রী কষ্ট পাইছে। :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইডা সিউর জিহাদ নয় কামরুলের আইডি ... 😐
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
না বস।পাত্রী নিজেই লিখছে 🙁
বস ,আমি শিউর,এইডা জিহাদ এর ই কাম,তানজিন নাম লইয়া মাসরুফরে হিট করতে আসছে......।।...।।...।।...
ওরে না রে না...সেইটা হইলে তো বাইচ্চাই যাইতাম...
আফামনি ফেসবুকে আছে কন তো আইডি দেই নিজেই জিগায় লন 🙁
মাসরুফ ভাই, সত্যি কথা বলছে। আমারও সন্দেহ ছিল। কিন্তু দেখলাম যে না...
আই হায়...এর মানে কি ফুলিস্টপ 😮 =(( 😮 !!
Life is Mad.
কিয়ের ফুলস্টপ।পরের লাইন শুরু 😛
জিহাদরে ধইরা পিটা, ঝামেলা বান্ধায়া দিয়া দূরে গিয়া মজা দেখতাছে।
ব্লগ এডজুট্যান্টের প্রতি বিনীত নিবেদন এই যে, এই রকম পেচগি লাগানো পোস্টের জন্য জিহাদরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
মাসরু, ভাই আমার, দুঃখ করিস না, আমরা আছি তোর লগে। 😀
মাসরু????এইদা কেম্নে আইলো আবার?
অফ টপিক-এই সঙ্গে আছেন দেইক্কাই তো আন্নেগোরে আমি এত ভালা পাই 😀
ami shesh...............mashfu.....vhalo theko sharajibon...mone rekho amay.......vhalobashi.......(as a friend)hahahahahahahahah
mashfu vhalo hoye jao vhalo hoye jao...vhalo hoite poysha lagena>>>
আইচ্চা যাও, টাকা যা লাগে আমি দিমুনে... 😉 😉 ।
Life is Mad.
হ মিশন কইরা ভালই কামাইছেন সব আমারে দিয়া দিয়েন 😀 ামি ভাল হই যামু 😛
x-( আমার পিতৃপ্রদত্ত নামটার এইরকম ১৮টা না বাজালে হইতোনা রিমঝিমঝিম?
অবশেষে স্বীকার গেলেন। ;)) 😛
ki shikar gese????
ঝাতির ভিভেকের কাছে এইটাই ফ্রষণ-আমি আবার কি স্বীখার ঘেলাম? x-(
মাস্ফু, নতুন নাম'র আকিকা কবে দিবি? আবার বলিস না আকিকা র engagement একি দিন এ! ;;)
এষা আফামনিরে নিয়া এট্টা ব্লগ লিখুম ভাবতাছি।আপনেরে নায়ক কইরা।সুতরাং খিয়াল কইরা বিস,খুব খিয়াল কইরা 😛
*বিস না হয়া বস হইব।
রিমঝিমঝিম টা আবার কেডা??? 🙁 🙁 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
তাঞ্জিন আফামনির ডাক নাম রিনি,আমি ডাকি রিমঝিমঝিম(আমারে মাস্ফু ডাকনের কারণে মাথা ঝিমঝিম কর্তাছে দেইক্যা 😛 )
তাইলেতো আপনার আর আফামনির সম্পর্ক নিয়া কোনো সন্দেহই নাই 😀 😀 😀
তা দাওয়াত পামু কবে??? 😕 😕 😕
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
যা বাইরে গিয়া মুর্গা হয়া থাক বজ্জাত পোলাপাইন-উল্টা বুঝার অফ্রাধে x-(
vy apni tension koirenna ami apnader thik e daoat dibo...
:party: :party: :dreamy:
x-( কিসের দাওয়াত?ওই মাইয়া কি কইবার্চাও? x-(
কি কইলেন বস... 😮 😮 😮
একখান হার্টবিট মিস করলাম। :khekz: :khekz: :khekz:
কারণ
আমিও :khekz: :khekz: :khekz: :khekz:
x-( কেন হার্টবিট মিস করস কেন?*চিতে লাত্থি খাইসস দেইখা? x-( ভালা হয়া যা
মাসরুফ বলেছেন:
আরেকজন বর্ষা প্রেমিক মনে হয় পাওয়া গেল 😛
সাতেও নাই, পাঁচেও নাই
যাক, আগে যে একজন ছিলো সেটাও বুঝা গেলো। :grr: :grr: :grr:
সেইটা তো জানা কথা। টিপ টিপ বারসা পানিতে কে জানি ভিজতে চাইসিল ? :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
সেটা তো বর্ষা না, রাভিনা ট্যান্ডনের সাথে। :grr: আর খবরদার রাভিনাকে নিয়া কোন উলটা পালটা কথা বলবি না, উই আর জাস্ট ফ্রেন্ডস। :grr: :grr:
ওই বেটা এই রিমঝিমঝিম মানে মাথা ঝিমঝিম করা,তোর বর্ষার শব্দ না।তোর তো আবার রিমঝিম রিমঝিম বর্ষা থুক্কু বৃষ্টি পড়ে মন দরিয়ায় তুফান উড়ে......
অফ টপিক-যার মুনে যা ফাল দিয়া উঠে তা,আর তাই আমাগো জিহাদ ঝিমঝিম শুনলেই... 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইউম ভাই, ইমোটিকন্টা বড়ই সৌন্দর্য 😀
আমিও রাভিনা ট্যান্ডনের "জাস্ত ফ্রেন্ড" হপো :((
ravina tandon k??ami chara onno keo ase naki??naaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
ওই মাইয়া ডোন্ট বি পজেসিভ। অনেক বান্দ্রামি করছ ভাল হয়া যাও।
tai jaaannn?????????? vhalo tou ami hoyei asi.....amina tomar rimjhim.....mashfuuuu
🙂 :shy: :-*
:goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz:
ওই মিয়া ঘটনা কি?এম্নে গড়াগড়ি দিয়া হাসেন কিল্লাই? x-( বড়ভাইগো রিপোর্ট কইরা আপ্নেরে "পিনিশমেন্ট" খাওয়ামু কইলাম,এই ব্লগের সিও আহসান ভাই কিন্তুক আমার গাইড(সিসিবিতে) :grr:
আমার মান সম্মানের উপর লাস্ট যেই আখড়া টা ছিল সেইটাও দিলা নাঙ্গা কইরা।এই পোস্ট ডিলিট মারতে হবে কারণ এইটা দেখলে ভবিষ্যতে আমার বিবাহ হবেনা-চরিত্র নিয়া প্রশ্ন উঠার কারণে :((
=)) =)) :khekz: :khekz: =)) =)) =))
ভাই ডাবল সেঞ্চুরি হয়ে নিক। তারপরে ডিলিট মাইরেন। 😀
হ ডাবল সেঞ্চুরি হইতে আর বাকি নাই এইবার ইনশআল্লাহ ডাবল সেঞ্চুরি কইরা তারপর ক্ষান্ত দিমু :grr: :grr: :grr:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
=)) =)) :khekz: :khekz:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মাস্ফু পোলাটা এক্কেবারে একটা মাল। :grr: :grr:
ভাই তোমার মত যদি একটা জাস্ট ফ্রেণ্ড পাইতাম! 🙁 🙁 🙁
😛 মামা আপ্নের মাশা আল্লাহ যেই নূরাণি সুরত(কসম কইতাছি এইটা কম্পলিমেন্ট),তাতে যাস্ট ফেরেন্ড না, যাস্ট গার্লফেরেন্ড আছে বইলাই ধইরা নিলাম ।
আহারে, কত মাইয়া না জানি আপনের এই ভোলাভালা সুরতের ফান্দে পইড়া সর্বস্ব হারাইছে 🙁 তারা তো আর জানে না যে এই নিষ্পাপ মুখের অন্ত্রালে লুকিয়ে রয়েছে বিষধর আশীবিষ :))
বিষধর আশীবিষ মানে কি??? :-/ :-/ :-/
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
যা সমাস পইড়া আয়।বহুব্রীহি সমাস দেখ।অবশ্য এই উপমাটি বাহুল্যদোষে দুষ্ট-এখানে বিশেষণের আতিশায়ন দেখা যায়,কেননা আশীবিষ দ্বারাই মূলভাব প্রকাশিত হয়ে গিয়েছে,পৃথক করে বিষধর উল্লেখ করার প্রয়োজনীয়তা ঠিক তেমনভাবে প্রতীয়মান হয়না।
অফ টপিক-এই মাত্র বাংলা ব্যাকরণ রিভিউ দিয়া আইলাম।
মাস্ফু, সিনিয়রের সাথে মকরামি কর, না? আমার মত ভালো মানুষরে কয় বিষধর আশীবিষ! x-( x-( যাও, কেয়ামত পর্যন্ত লংআপ হইয়া থাক! :grr: :grr:
ভাইরে...জাস্ট ফ্রেণ্ড-ই পাইনা আবার গার্লফ্রেণ্ড! 🙁 🙁 🙁
কেউ বুঝলোনা! :(( :((
মামা এইবার নামাই দেন-অনেক্ষন ধইরা লং আপ হয়া আছি 🙁
আচ্ছা যাও, মাফ কইরা দিলাম। এখন ৫০০টা পুশ-আপ দিলে শেষ। :grr: :grr:
তানভীর, তোর জাস্ট ফ্রেন্ড লাগবো? আগে কবি না?
:(( আমার আরো জাস্ট ফ্রেন্ড লাগপে :((
তোমার নাই 😛 ??????
Life is Mad.
ওই ব্যাটা মাসরুফ তোর কোটা শেষ । :chup:
aro lagbe mane???? x-( mashfur baccha tomar din shesh....tumi darao dekhaitesi moja.....vhai shokol ami r o ekta pic upload korte chai kintu partesina....jodi doya kore keo mushkilta asaan koren ami khubi upokrito hobo...plzzzzzzzzzzzzzz :bash:
আপু তারাতারি ছবি আপলোড করেন। ছবি আপলোড করতে হলে প্রথমে তা নেটে আপলোড করতে হবে। আপনি প্রথমে ছবিখানা Facebook এ আপলোড করেন। এরপর তার উপর রাইট ক্লিক করলে option আসবে copy image address. ওইটা ক্লিক করে তারপর এইখানে এসে আপনি ছবি লিংক এ ক্লিক করলে ছবির URL চাবে। ওইখানে ছবির address কপি করে ok করতে হবে।
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ওই শালা মুসতাকীম,তুই কি বন্ধু না শত্রু?ভদ্রমহিলা আইসা লিঙ্ক চাইছে আর উনিও সুন্দর এক্কেবারে "এসো নিজে করি" স্টাইলে স্টেপ বাই স্টেপ কয়া দিতাছে x-( ইচ্ছা করে তোরে সারাদিন লং আপ করায় রাখি x-( x-(
ami partesina....dhat
x-( পারা লাগবেনা x-(
রবিন...তোরে তো কবেত্থেকেই কইতাসি!
রবিন ভাইরে কয়া ফায়দা নাই।আহেন নসু তে আহেন দেখি আপনের এট্টা গতি কইরা দেওন যায় কিনা 😛
আহ্! এই না হইলে ছোট ভাই। :hug: :hug:
যাও, ৫০০ পুশ-আপ মাফ!
চিন্তা করতেসি, নসুতে এমবিএ টা করন যায় নাকি! মাস্ফু, কি কও? 😉 😉
আমিও আসতে চাই, মাসরুফ কবে আসমু বল। ফোন নং দাউ দেখি তোমার
আর তুমিও আই ইউ বি তে আইসো। 🙂
আমার ফুন নাম্বার ০১৭১২১৭৮১১১
এমবিএ টা নসু তে করেন-ওইখানের সিনিয়র আপুদের সাথেও মাশাআল্লাহ আফনের এই ছুডু ভাইয়ের ভালাই খাতির আছে।আমি উনাদের বড়ই ভালা পাই-নিজেরাই খাইতে নিয়া যায়,অঙ্ক কইরা দিলে একটার যায়গায় দুইটা বার্গার খাওয়ায়। 😛 😛
কউ কি? আমি তো মাঝে মাঝেই নসু তে যাই সন্ধায়। এম বি এ তে কিছু ফ্রেন্ড, কলিগ পড়ে।
😛 যাস্ট ফ্রেন্ড আর লেডী কলিগ? 😛
সাথে কিছু জাস্ট ছোট বোন ও আছে। 😛
😮
সংসারে প্রবল বৈরাগ্য!
বার্গার মানে আপনে যা ভাবছেন সেইটা না,এই বার্গার আসলেই রুটি আর ভিতরে কাবাব দেওয়া বার্গার।
x-( খালি খ্রাপ ইঙ্গিত x-(
o my god.tumi tou amake ei ghotona gulo janaonai
.....jao eibar final tomar rasta ar amar rasta alada....
আগেই কইসিলাম, মাসরুফ পোলাডা একটা মাল!
মাসরুফ, আর কি কমু, সবাই তো এই লাইনটার মানে বুঝে! 😛 😛
আমিতো বুঝলাম না :-/ :-/ :-/
বড় ভাইরা যদি কষ্ট কইরা একটু বুঝাইয়া দিতেন তা হইলে বড়ই উপকৃত হইতাম। :-B :-B :-B
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আমার মনে হয় মাস্ফু এই কথাটার মানে সবচেয়ে ভালভাবে বুঝাইয়া দিতে পারবে! 😉 😉
ও মাস্ফু ভাই প্লিজ সাহায্য করেন
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
যা গিয়া সাভিতা ভাবীরে জিগা-বেয়াদ্দপ পোলাপাইন x-( বার্গার মানে হইলো গিয়া বন রুটির মইধ্যে মাংশ দেওয়া-টী টাইমে খাস নাই জীবনে? x-( x-(
ডাবল সেঞ্চুরী হয়া গেছে।এইবার ইনিংস ঘোষণা করা হউক :))
ছবি আসেনাই।
কি আফামনি ছবি আসে না কেন??? 😕 😕 😕
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
হায় খোদা ইহা আমি কি দেখিলাম 🙁 🙁 🙁
মাস্ফু ভাই এ দেখি
টাইপ অবস্থা। 😛 😛 😛
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
হায় আল্লাহ, মাস্ফু ভাই...
এইটা কি দেখি???
এই ছবিটার মাধ্যমে জাস্ট ফ্রেন্ডস হবার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন আমাদের মাসফু ভাই। :gulli2:
থ্যাংকু আফামণি। 😀
সাতেও নাই, পাঁচেও নাই
মাস্ফু ভাই...
হায় হায়! এইটা কি দেখলাম! 😮 😮
একটা রেস্টুরেন্ট মনে হইতেসে! তার মধ্যে দুইজন "জাস্ট ফ্রেন্ডস" খুব কাছাকাছি বইসা আছে যাতে ক্যামেরায় দুইজন আইট্যা যায়!
নাহ! কেম্নে কি??? ~x( ~x(
মাস্ফু, কই গেলা?? একটু বুঝাইয়া দাওনারে ভাই!
এখনো বুঝেন নাই?? আপনেও দেখি আমার মত কিছু শিখতার্লেন্না 😛
সাতেও নাই, পাঁচেও নাই
হায় রে, কে কয় যে ক্যাডেটের মাংস ক্যাডেটে খায় না।কোথায় আমারে সবাই সাপোর্ট দিবো, তা না-মেয়ে মানুষ দেইখা সবাই ক্যাডেট ভাইরে ভুইলা "সিভিলিয়ান" আপারে সাপোর্ট দেওয়া শুরু করছে। হেও বাটে ফেইলা মজা নিতেছে আর আপনেরাও আমার করুণ অবস্থা দেইখা সমবেদনা জানানোর বদলে উল্টা বাঁশ দিতাছেন।চিল্লাইতে চিল্লাইতে গলা ব্যাথা হয়া গেল যে উই আর যাস্ট ফ্রেন্ডস-কে শুনে কার কথা।সিও আহসান ভাই কই, একটা শাউট দেন দেখি x-(
@রিনি-ওই মাইয়া তোমার লজ্জা শরম নাই?এইসব প্রাইভেট ছবি দশ জনরে দেখায় বেড়াইতেছ? x-( x-(
যাক, প্রাইভেট ছবি যে আছে সেটা সিকার করলি।। 😡
ki bolla???????amke oi maiya dakso......darao moja dekhaitesi.....emni jaan jaan r shobar shamne oi maiya na?????????rakho....tomare ebar bachay k dekhi
রিনির বাচ্চার আম্মা x-( তোমারে এই ছবি দিতে কেডা কইছে????আমার বিয়া শাদীর পথ তো বন্ধ কইরা দিলা x-( x-( খাড়াও তোমারে হাতের কাছে পায়া নেই x-( x-( এই ব্লগে আমার একটা "পার্ট" ছিল এইভাবে তার ফালুদা বানাইলা x-( তোমার খবর আছে দেখ আমি কি করি x-(
মাস্ফু, হাতের কাছে পাইলে কি করবা?? 😉 😉
chi chi....ki j bolo.....
ebar kotha bolo mashfuuuuuuu......amder sweet lunch.
😛 ভাই মাশরুফ, কই তুমি?
hahahahahh...."we r just friends,after all life partner's are the best friends"
:)) :)) :)) :))
ওক...কি?!! একখান ইমো দিলাম... আসল না কেন?? :-/
আরেকবার টেরাই...
~x(
মাস্ফু ভাইয়ের চক্রান্ত... x-(
সব বিরোধী দলের ষড়যন্ত্র 😀
ken kisher shorojontro???apnader ami ondhokar poth theke alor pothe ante cheshta korchi..... O:-)
আলোর পথে আমি জাস্ট ফ্রেন্ড চাই।
রিনি,রবিন ভাইয়ের সাথে ফ্রেন্ডশিপ কর আমার কুনু আপত্তি নাই 😛
অই বেটা আমি কি তা কইছি নাকি? তোমাদের জাস্ট ফ্রেন্ড এর মাজে আসার আমার ইচ্ছা নাই
ekhon tomar apotti thakleo ami care korina...ami oi maiya na?????????
মহাশয়া, আমার নিজের জীবন একেলা বহন করিতেই আপাতত আমি স্বাচ্ছন্দ বোধ করিতেছি,খুব শিগগিরি দ্বৈত হইবার আপাত আকাংক্ষা আসিবার সম্মুখ সম্ভাবনার বিশেষ প্রয়োজন আছে বলিয়া মনে করিতেছিনা।এই অধমকে আপনি বন্ধু হিসাবে ঠাঁই দিয়াছেন ইহাতেই আমি আশাতীতরূপে কৃতার্থ-ইহার চেয়ে বেশি কিছু দিলে আমার ক্ষুদ্র সত্ত্বা তাহা ধারণ করিতে পারিবে বলিয়া ধারণা করিনা।আপনার জীবন মঙ্গলালোকে পরিপূর্ণ হইয়া উঠুক,শীঘ্রই কোন সুপুরুষের হাতে আপনার হাত অর্পিত হউক-এই কামনা করিয়া এইখানেই ক্ষান্ত দিতেছি।
আপনার একান্ত অনুগত
শ্রী শ্রী মাসরুফ হোসেন প্রাক্তন-বৃক্ষবালকসেনা ভাগবত
:khekz: :khekz: :khekz: :khekz:
বিশেষ বিজ্ঞপ্তিঃ
(সাধারণ)
ভাইসকল(রিনির ব্যবস্থা আমি সামনা সামনি নিবো,ও এইখানে এক্সক্লুডেড),
ব্লগে আমার মান-সম্মান-ইজ্জত-প্রতিপত্তি যা ছিল এই এক স্ক্যান্ডালে তা ধুঁয়া হয়া গেছে-কিলিন্টন আর মনিকা লিউন্সকির কিচ্ছাও এর চেয়ে বেশি ড্যামেজ কর্তে পারছে বইল্লা মুনে হয়না।তাই এইবার আমি ক্ষান্ত দিতাছি-ডাবল সেঞ্চুরিও হয়া গেছে।লেবু বেশি চিপলে এক্কেরে তিতা হয়া যায়-তার আগেই আমি কাইটা পড়ি-এই বেলা আমি এইখান থিকা(মানে শুধু এই আর্টিকেল থিকা) অনির্দিষ্ট কালের জন্য নিরুদ্দেশ হইলাম,যে যা কমেন্ট করবেন নিজ দায়িত্বে করবেন-মতামত/মন্তব্য/পরামর্শ প্রভৃতির জন্যে ব্লগার মাসরুফ দায়ী থাকিবেন না।সিসিবি দীর্ঘজীবী হোক।
পুনশ্চঃ(গুরুত্ব বৃদ্ধির উদ্দেশ্যে সাধু ভাষা প্রয়োগ করা হইল)
সকলের ভ্রম দূরীকরণের স্বার্থে বলিতেছি-আপনাদের তুচ্ছ এই ভ্রাতার তুচ্ছাতিতুচ্ছ একখানা চিত্র আপনাদের মনে এমন দাগ কাটিয়াছে দেখিয়া(তাহা যেভাবেই কাটুক না কেন)আমি যারপরনাই আবেগাক্রান্ত ও আপ্লুত। কিন্তু আবেগ যাহাতে মুক্তবুদ্ধিকে আচ্ছন্ন করিয়া না ফেলে সেই কারণে আবারো বলিতেছি-এই ভদ্রমহিলা আমার একজন সহৃদয় বান্ধবী-পড়াশুনার চাপে আমার যাতে ১২টা বাজিয়া না যায় তাই তিনি মজা করিয়া পরবর্তী চিত্রটি প্রকাশ করিয়াছে(আমার অনুমতি ছাড়াই,যদিও আমি উহা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিয়াছি)। আপনাদের সাড়া দেখিয়া তিনিও ইহা ভাবিয়া আশ্চর্য হইয়াছেন যে এত নগন্য একটা ব্যাপারে যদি এইরূপ সাড়া পড়ে, তাহা হইলে সত্যিকারের প্রয়োজনের সময় না জানি এই ক্যাডেট সম্প্রদায় একে অন্যের জন্য কি করে!উনার এই অনুভূতিই আমার যাবতীয় রাগ ভুলাইয়া দিয়াছে এবং ক্যাডেট হিসাবে আবারো গর্ববোধ করার অবকাশ আনিয়া দিয়াছে। এই গর্ব বুকে লইয়া আমি আপাতত বিদায় নিতেছি,সকলে আমার জন্যে প্রার্থণা করিবেন যাহাতে একদিন আপনাদের মুখ উজ্জ্বল করিতে পারি।
:clap: yeeeeeeeeeessss amshfu....gr8 i really .... u sooooo much.....kintu shamnashamni tumi ja koro eshob kaoke bolona plzzzzzzzzzzzz,,,,, :shy:
হে ভগবান, হে আল্লাহ, ও হরি এ আমি কি শুনিলাম???
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ki bolla???????amke oi maiya dakso……darao moja dekhaitesi…..emni jaan jaan r shobar shamne oi maiya na?????????rakho….tomare ebar bachay k dekhi
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এখনো কোট করা শিখলাম না 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷