(মজার জন্য লেখা। ফাজলামি করে লেখা। কেউ সিরিয়াসলি নিবেন না আশা করি।)
এক:
চিত্রনায়িকা কুয়েলিকা তার ছিপছিপে দেহে হাসির ঝলক তুলতে তুলতে বলে, “যাহ, কামরুল ভাই!”
পরিচালক কামরুল হাসান জর্দা দেয়া পান মুখে পুরে দিয়ে বিড়ি ধরান। আয়েশ করে একটা টান দিয়ে বলেন, “আরে চিন্তার কিছু নাই। ছেলে আমার ছোট ভাইয়ের মত। ভেরি গুড বয়। এইএইসসিতে জিপিএ ফাইভ পেয়েছে।”
কুয়েলিকার মুখ লজ্জায় লাল হয়। ঠোঁটে মাখানো লিপস্টিকের প্রায় সমতলে এসে পৌঁছে, “ওকে কামরুল ভাই। আপনি যখন বলছেন! তো আমাকে কী করতে হবে?”
“তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি চেয়ারে বসে থাকবা। ও তোমাকে শুধু একটু ছুঁয়ে দেখবে। জাস্ট এ লিটল টাচ।” কামরুল হাসান বিড়িতে জোরেশোরে একটা টান দিয়ে তার চেয়েও জোরেশোরে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করেন, ” বুঝলা না? ছোটভাইরা এসে একেকটা আবদার করে, না করতে পারি না। আফটার অল, আমাকে তো বাংলা ছবির হাতেম তাই বলতে পারো। এই তো সেদিন, মুহাম্মদ আইসা বলে- কামরুল ভাই- একটা চিত্রনাট্য লিখছি। সায়েন্স ফিকশান। আপনি না করতে পারবেন না। আপনার বানানোই লাগবে। কী আর করি? কোনমতে বানাইয়া দিলাম। দেখস তো বোধহয়। ছবির নাম, “মহাকাশে লাভলু ভাই।” আরেকদিন রায়হান আবীর নামে এক ছোট ভাই এসে ধরলো- কামরুল ভাই, আমি অভিনয় করতে চাই, আপনার সিনেমাতে আমারে পার্ট দেয়া লাগবে। আমি বললাম, ওকে, তুই নায়কের বাপের ড্রাইভারের পার্ট করিস। পোলায় মুখটা অন্ধকার করে ফেলল। বললাম, কী পার্ট চাস তাইলে? সে বলে, নায়ক হইতে মন চায় গো কামরুল ভাই! বোঝ অবস্থা? আরে ব্যাটা তোর যা সাইজ, তোর মতন পাঁচটা রায়হান আবীর মিলে কী একটা নায়িকারে কোলে তুইলা নাচতে পারবে?”
“তার মানে?” কুয়েলিকার মুখের বাত্তি নিভে যায়।
“আরে না না। তোমার কথা বলছি না। তোমার ফিগার দেখলে তো স্বয়ং মনিকা বেলুচ্চিরও লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে।”
এ কথায় কুয়েলিকার মুখের বাত্তি পুনরায় জ্বলে ওঠে। কামরুল হাসান বলেন, ” হলিউডে আমার যে মুভিটা বানাবো, তাতে নায়িকা কে হবে জানো? নো এঞ্জেলিনা জোলি, নো সালমা হায়েক।” হাতের বিড়িতে শেষ টান দিয়ে, সিগারেট ছুঁড়ে ফেলে, পরিচালক কামরুল হাসান, বাংলা ছবির ডাকসাইটে পরিচালক কামরুল হাসান চিত্রনায়িকা কুয়েলিকার দিকে আংগুল নির্দেশ করেন, “ইউ। কুয়েলিকা। ইউ!”
দুই:
“শোন্। জাস্ট একটু টাচ করে সোজা চলে আসবি। নো লটর পটর। নইলে কিন্তু আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। ” বেনসনের প্যাকেট বের করে কামরুল ভাই আমার দিকে একটা সিগারেট বাড়িয়ে দ্যান। ” নে, বিড়ি খা। ঘটনার আগে বিড়ি খাইলে সাহস বাড়ে।”
আমি মিন মিন করে বলি, “ধইন্যবাদ, কামরুল ভাই।”
“কুয়েলিকা ড্রয়িংরুমে বসে আছে। চল্। ও ভালো কথা, কোথায় ছুঁয়ে দেখবি ঠিক করছস?”
আমি মাথা নীচু করি, “এসব কথা বড় ভাইয়ের সামনে বলতে লইজ্জা লাগে!”
কামরুল ভাই রীতিমত বজ্রহুংকার করেন, “আস্তাগফিরুল্লাহ। নাউযুবিল্লাহ। তার মানে? তোর মনে এই ছিলো? শোন একটু উল্টা পাল্টা করবি, পান্থপথ টু এফডিসি ফ্রণ্টরোল চলতে থাকবে। বুঝছস?”
আমি এবার ভয় পেয়ে যাই, “ঠিকাছে কামরুল ভাই। কুয়েলিকার গালে একটা টোকা দিয়ে দৌড় দিব।”
‘গুড বয়। ভেরি গুড বয়। দৌড় দেয়ার দরকার নাই। হাঁইটা হাইঁটা আসিস।” কামরুল ভাই কমান্ডের ভংগিতে বলেন, “ওকে, লেট্স গো।”
তিন:
কুয়েলিকা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। সামনে মেকআপ বক্স। এখন তো ছবির শ্যুটিং নেই। মেকআপ বক্স নিয়ে কি করে কে জানে?
আমাদের দেখে কুয়েলিকা মুখ তুলে চায়, “হাই!”
কামরুল ভাই হাসেন, “এই হইলো ছোট ভাই। খুব ভালো ছেলে।” এরপর আমার দিকে তাকান, “যা।”
আমি গুটিগুটি পায়ে কুয়েলিকা পানে এগোতে থাকি। বুকের ভেতর দড়াম দড়াম শব্দ হয়। কুয়েলিকা হাসে। যার মানে হলো- ভয় পাওয়ার কিছু নেই। একটু ছুঁয়ে দেখাই তো।
কুয়েলিকার খুব কাছে আসি।
কুয়েলিকার মুখে যেন সুন্দরবনের মধু আছে, “আরে,এত লজ্জা পাচ্ছো কেন? এই যা! তোমাকে তুমি করে বলে ফেললাম। কিছু মনে করোনি তো!”
আমিও মুখে হাসি আনবার চেষ্টা করি, “না না। ঠিকাছে। তুমি করেই তো বলবা। এই যা! তোমাকেও তুমি করে বলে ফেললাম। ”
ছোট্ট কথোপকথনে বুকে বল পাই। বিসমিল্লাহ বলে কুয়েলিকার মুখমণ্ডলে টোকা দিতে যাবো এমন সময় দুপদাপ শব্দে ড্রয়িং রুমের দরজা প্রায় ভেংগে পড়ে। তাকিয়ে দেখি, সবাই এসে হাজির হয়েছে। সিসিবির সব পোলাপাইন লাইন ধরে দাঁড়িয়ে। মাসরুফ ভাই আর তুহিন প্রায় যৌথ কণ্ঠ বলে ওঠে, “আমরা কী দোষ করছি। আমরাও কুয়েলিকা ম্যাডামের গালে একটা টোকা দিতে চাই।”
ঠিক এমন সময়। ভোজবাজির মত দিহান ভাবী এসে হাজির হন। সবার সামনে। সব দাঁত বের করে বলেন, “আমি কিন্ত লাইনে ফাশট”
😀
:teacup: 😀
খালি মাউস দ্বারা কৃত কমেন্টকে ফার্স্ট হিসাবে গণ্য না করার একটা বিল সিসিবির সংসদে উত্থাপন করবো কিনা ভাবছি। ভাই ও বোনসকল, আপনারা কি বলেন? x-(
:hatsoff:
আমি প্রথম যখন ঢুকলাম দেখি খালি আমিই আছি। ভাবলাম পেয়ে যাব লাইনের ফার্স্ট প্লেসটা। লগাইতে লাগল ১০ সেকেন্ড, টাইপিংসহ। ইতিমধ্যে চারজন এই পোস্টে হাজির। কানাডার দুর্দান্ত স্পিড দিয়া আর চালানো যাইব না। 😐
=)) =)) =)) =)) =))
দিহান ভাবীর অবস্থা =((
আমার অবস্থা :khekz: :khekz: :khekz:
ঐ :khekz: :khekz: :khekz:
ভাবি আমি কিনতু তোমার দল এই আসি 😀 😀 😀
ভাবী কি খেপলেন নাকি? 😕
এতোক্ষণেও উনার কোন খবর নাই। এখন তো ভয়ে ভয়ে আছি। ভাবীদের খেপানো ভালো না, শাস্ত্রে নিষেধ আছে। ভাবীদের খেপাইলে মজার মজার দাওয়াত বন্ধ সব। 🙁
কি মিস করে ফেললাম, খাইতে গেসিলাম। আইসা দেখি এই অবস্থা। 😕
তৌফিক ভাই বুঝলানা, আমি মনসুর ভাইরে চা বানায়া দিলাম। কষ্ট কইরা বেচারা পরথম হইলো, আর তুমি মিয়া গিয়াঞ্জাম লাগাবার তালে আসো? :-B
ভাবীর চা টা খুব ভাল ছিল বুজলা তৌফিক :)) :)) ভাবীদের দলে থাকো আখেরে ফায়দা হবে
ভাবীদের খেপাবা নাতো, আর কারে খেপাবা? খেপাও। ( উদাস হওয়ার ইমো )।
চিন্তা নাই, খেপালেও দাওয়াত, না খেপালেও দাওয়াত কনফার্ম। 😛
=))
আহা আহা কি পড়লাম
পাত্র পাত্রীদের প্রতিক্রিয়া কি হয় দেখা যাক...
আর মহিব, শেল্টার দরকার হলে এদিকে আইসো কিন্তু 🙂
তুখোড় রম্য। লাইনে লাইনে মিজা। মিজাই মিজা! :pira:
মুহিব কি লিখলি এইটা :)) দারুণ মজা পাইলাম 🙂
এইটা জব্বর হইছে 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
:)) :)) :goragori: :goragori:
আহা... :dreamy: :dreamy: :dreamy:
কুয়েলিকা :dreamy: :dreamy: :dreamy:
উম্... :-* :-* :-*
:shy: :shy: :shy:
😡 😡 😡
দিছিরে... আমি দিয়া ফেলছী :goragori: :goragori: :goragori:
:khekz: :khekz: :khekz:
মুহিব ভাই কি পরের পর্ব নামানোর চিন্তা করছো নাকি? :-B
আমি নায়িকারে টোকা মারতে কোন দুঃখে যামু? 😕
তোমাদের ভাইয়ের জন্য ইটা ফেলাইতে গেসিলাম। 😛 :grr:
ঘুমাইতে গেলাম। ঘুমাস্তেছে
ওকে, শুভ রাত্রি :grr:
:shy: আমিও টোকা দিপো :shy: :((
মাস্ফু ভাই, তোমারও নাম দেখলাম মনে হয়? 😮
আহা বেচারা লাভলু ভাই,
এমন সময় কি না তিনি মহাকাশে!
সিসিবির আকাশে আজ দুর্যোগের ঘনঘটা বটে!
:bash: লাভলু ভাই একটু নাইম্যা আসেন......... সবাই কি সব টোকাটুকি করতাছে............ :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz: :khekz:
Life is Mad.
হা হা হা। দারুন লাগল! :)) :)) :))
জব্বর মিজা পাইছি :))
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
=)) =)) =)) :goragori: :goragori: :goragori:
:)) :)) :goragori: :goragori:
ব্যাপক মিজা পালাম।
=)) =)) =)) :khekz: :khekz: :khekz:
ওরে কি লিখলি এইটা। :)) :)) অনেকদিন পর মিরা যাওয়ার দশা। এমন টাইমে সানা ভাই মহাকাশে। কামস। ব্যাচমেট হিসাবে আমাদের তো একটু টোকা ছাড়া এক্সট্রা দাবী আছে, না কি? 😉
:)) :)) :))
ঐ.. :grr:
:)) =))
হাহাহাহা......হাসতে হাসতে পিরা গিয়া মিরা যাবার দশা......... :goragori: :goragori:
আমাদের ডিরেক্টর সাহেব কই? উনারে তো দেখা যাইতেছে না!
লাবলু ভাইকে মহাকাশে পাঠায়ে দেয়া কি ঠিক হইল মুহিব? আরেকটু চিন্তা-ভাবনা কইরা দেখ!
দারুণ হইছে! একদম কোপানি...... :duel: :duel:
চুলটা এট্টু আঁচড়াইয়া আসি। এট্টু পর কুয়েলিকারে টোকা দিতে যামু 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব, মধ্য থেকে ধীরে চল...... 😡 😡 😡
তোর অনেক সিনিয়ররা লাইনে আছে...... :gulli2: :gulli2:
মেহেদী, একটু ঘুইরা আয় :grr: :grr:
রবিন ভাই, আপনার অনুমতি পাইলে বাকি সবাইরে(মানে জুনিয়র গুলারে) উলটা ঘুর জলদি চল- কমান্ড দেই...। :grr: :grr:
এখনো কমান্ড দেস নাই? x-( x-(
ওকে...। রায়হান আবীর এর মতো সবাই সবাই..
:grr: :grr:
.
ওরে জুনিয়র ডিভিশন, চাইয়া দেখ...... কুহেলিকাও আমাগো লগে দৌড়াইতেছে...... চামে চামে আমরাই লাভবান... :khekz: :khekz: :khekz: :khekz:
কবে যে টোকা দিমু ... 😀
চলেন এক লগে যাই............ :awesome: :awesome: :awesome:
জব্বর মিজা পাইলাম...
:pira: :pira: :pira:
তুখোড় রম্য। লাইনে লাইনে মিজা। মিজাই মিজা! :pira:
আমাকে কি একটু সুজোগ দেয়া যায়?? 😕
আমি খালি একটা টোকা মাইরা চলে আসবো :shy:
কামরুল, জলদি আমারে দেশে ফিরাইয়া আনো। আইজ মুহিবের একদিন কি তোমার একদিন!! x-(
অফটপিক : মহাকাশে আমার লগেও একজন আছে! দুনিয়াত না ফিরলেও ক্ষতি নাই!! নায়িকার নাম কমু না। :shy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই, আপনার নায়িকার নামটা কি আমাদের জানানো যায় না? 🙂
আমারও লাবলু ভাইয়ের মত নায়িকা নিয়ে মহাকাশে হারিয়ে যেতে মন চায়! :dreamy: :dreamy:
তানভীর ভাই, টেলিভিষন এ একটা তেল এর বিজ্ঞাপন এ দেখছিলাম, ঘন কালো চুলের মাঝে হারিয়ে যেতে মন চায় । কিন্তু এইখানে দেখি আপনার..
:goragori: :goragori: .
তানভীর ...... মহাকাশে হারাইলে থাকবা কই ??? খাইবা কি ???
ভাবতেছি, লাবলু ভাই আর তানভীর ভাইরে নিয়া " মহাকাশে প্রেম" নামক কুন সায়েন্স ফিকশন লিখুম কিনা ! ! ! :grr: :grr: :dreamy: :dreamy:
লাবলু ভাই যদি উনার নায়িকারে নিয়া মহাকাশে হারায়ে গিয়ে বেঁচে থাকতে পারেন, তাইলে আমারও ইনশাল্লাহ সমস্যা হবে না। 😀 😀
:thumbup: :thumbup: :thumbup: তানভীর।
আমরা বছরে একবার একটা ক্ষুধানাশক বড়ি খাই। কয়েক হাজার বড়ি নিয়া নিছি। কোনো প্রকৃতির ডাক নাই.. সারাদিন খালি মহাবিশ্বে চক্কর দিয়া বেড়াই! আর থাকি তো মহাকাশযানে। মোটামুটি বাংলা সিনেমার মতোই প্রেম-ভালোবাসা, নাচা-গানা কইরা বেড়াই। আগামী ৩১ ডিসেম্বর ২০০৯ পৃথিবী থেকে দেড় মিলিয়ন আলোকবর্ষ দূরে আমাদের একটা লাইভ কনসার্ট আছে। পরিচালক কামরুল সাহেব, চিত্রনায়িকা কুয়েলিকাসহ সবাইরে নিমন্ত্রন!! আইসেন সবাই...........
:goragori: :goragori: :goragori:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাভলু ভাই, আপনার নায়িকার নাম যে "সুরবালা" তা কিন্তু জাইন্যা গেছি...... :goragori: :goragori: :goragori:
:-/ ঝাতি ঝান্তে চায়। :grr:
মেহেদী, :-B এক্কেবারে তক্তা হইয়া যাইবা :chup: ....... যেইডা জানো না, সেইডা নিয়া গল্প বানাইও না!! কামরুলরে জিগাও, নায়িকা কে আছে? :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাগ্যিস আমারে তক্তা বানায় নাই। 😕
কাম্রুল ভাই, বাচান :tuski: :tuski: ...... আমি তো তক্তা হয়ে গেছি ~x( ~x( ...... এখন আপনিই শেষ ভরসা...... :dreamy:
আপনাকে কিন্তু বার্নিশও করে দ্বেয়া হয়েচে দাদা 😀
x-(
খেক খেক!!! লাস্টে আইসা পিরা গিলাম। 😀
চ্রম লেখা হইসে । =))
কামরুল ভাই এখন সিলেটে, ভোরের দিকে বলছিল গাড়িতে উইঠা ঘুমাবে..... :)) বেচারা তো জানে না ঘুম থেকে উঠে কি দেখবে 😛
হুমমমমমমমমমমমমমমমম B-)
দারুণ! একদম কোপানি……
আমিও লাস্টে আইসা পিরা গিলাম। 🙂
আপনার ছবিটাও কোপানি হইছে
রম্য দারুণ হইছে। :clap: :clap: =)) :))
:goragori: :)) :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
টোকা... :dreamy: :dreamy: 😡
অসাধারণ মিজা পাইলাম... :goragori: :goragori: :goragori:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
দারুন দারুন :clap: :clap:
ব্যাপক মিজা পিলাম। :)) :))
দেখতে হবে না পোলাটা কোন কলেজের :thumbup: :thumbup: :hatsoff: :hatsoff:
সংসারে প্রবল বৈরাগ্য!
সাম্প্রদায়িকতা, কাইয়ুম ভাই, আপনার বাঞ্চাই... :thumbdown: :thumbdown:
আগেই :frontroll: :frontroll: শুরু করছি... লং আপ করায়েন না। কষ্ট লাগে... :no: :no: :no:
😀 😀 উইঠা পড় ভাইডি, ক্যান্টিন থেইকা কেক আর কুক খায়া নিস 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
খাইয়া গিয়া লং আপ হইয়া থাকিস :grr: :grr:
আমি তো এখন কাইয়ুম ভাইয়ের ডিস্পোজালে আছি... :awesome: :awesome:
কোপানি লেখা হইছে ...
=)) =))
কুহেলিকারে এক্টা টোকা দিতে মন্চায় ... :just: একটা টোকা ... ...
:goragori: :goragori: :khekz: :khekz: =)) =))
Life is Mad.
:khekz: :khekz:
সেইরকম।
হাসতে হাসতে সত্যি সত্যি গড়াগড়ি দিলাম। =))
লাস্টে লাইনে আইসা পুরা মারা যাবার দশা হইছে! :grr:
মহিব হারামি , আমারে দিয়া পান না খাওয়াইলেও পারতি, আমি পান খাইনা। (অবশ্য দাওয়াতে গেলে হেভি খানাপিনার পর একটা মিষ্টি পান খাই মাঝে মাঝে)। 😀
কুয়েলিকা'র সাথে তো তোর একটা সাক্ষাতের ব্যবস্থা করতেই হয়। খবর নিলাম, ও আমাদের মামুন ভাইয়ের 'প্রভাতী সবুজ সঙ্ঘে'র শ্যুটিং করছে নরসিংদী, শ্যুটিং দেখতে যাবার ব্যবস্থা করতে পারি, কিন্তু ওইখানে টোকাটুকি করা যাবে না। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কেনু (কঃরাঃ আবীর) লাষ্ট লাইনে কি আছে? সবাই দেখি লাষ্ট লাইনে আইসাই মিরা যাইতেসে। 😕 B-)
আমি কিন্তু ফাস্ট লাইনেই চিত্রনায়িকা কুয়েলিকা তার ছিপছিপে দেহে হাসির ঝলক তুলার টাইমেই মিরা গিছিলাম :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
না বুঝলে কি আর করা!
আপনে ফাস্ট হইতে থাকেন। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি ফাষ্ট হইবো কোন দুঃখে, তাও আবার নায়িকারে টোকা দিতে? 😕
ঐটা তো আপনার বন্ধুর জন্য ইটা রাখছিলাম। :grr: :grr:
ভাবী আমার লাইগাও একখান ইটা রাইখেন। আমিও টোকা দিমু :shy: ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমারে কইসোস কিসু? 😕
বাহ রে, নায়িকার জন্য, বোনরে ভাবী বানায় ফেলসোস। :-B
স্যুরি আপু :((
ইটা কি রাখছেন?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-(
কয়েকশো বার, আপু লিখতে থাকো। তারপর চিন্তা করমুনে। :grr:
ওই রকিব, বহুদিন চা দেস না। ফাকিবাজি শুরু করছোস। x-( x-(
মাসরুফ ভাই আর তুহিন প্রায় যৌথ কণ্ঠ বলে ওঠে, “আমরা কী দোষ করছি। আমরাও কুয়েলিকা ম্যাডামের গালে একটা টোকা দিতে চাই
=)) =)) =)) =))
পুরা সিরুম।...যাহ নাইন স্টার জেনারেল বানায় দিলাম।। 😀
এ্যাই পোলাপাইন,
এইদিকে আমি কিন্তু গ্রীনরুমে বসা।
আইজকা আমিই কুয়েলিকার মেক-আপ ম্যান। 😀 .
তাতারি টোকাটুকি সারো। আমার দেরী হয়া যাইতেসে। 😉
নূপুর ভাই আইস্যা গ্যাছেন??
এই পোলাপাইন, সব আউট গ্রীনরুম থেইকা x-( কুইক 😡 😡
বস্, আপ্নে :just: দুইটা মিনিট খাড়ান, আমি গ্রীনরুমটাতে একটা ফাইন্যাল চক্কর দিয়া আইতাছি, শুনছি জামাই, বন্য টাইপ কয়েকটা বদ জুনিয়র ড্রেসিং টেবিলের ভিত্রে লুকায়া আছে। :just: দুইটা মিনিট বস্
খটাক (গ্রীনরুমের ছিটকানি আটকানির আওয়াজ)
দুই মিনিট পর...
খটাস... দরজা খুলার আওয়াজ... এইবার যান বস্, সব কয়ডারে পিডায়া বাইর কইরা দিসি 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
=)) :khekz: :khekz:
কাইয়ূম ভাইডি, এইটা কি লিখলেন? :just: :pira:
B-) আমি ফ্যান ধইরা সিলিং এ ঝুইলা ছিলাম আমারে দেখে নাই :shy:
গ্রীনরুমটাতো দেখলাম এসি করা 😉
জামাই তাইলে কই লটকায়া ছিলো? বাথরুমে না তো!
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =))
চ্যারিটি বিগিনস এট হোম
চরম, ব্যাপক, জটিল, কঠিন.......হাসতে হাসতে পুরা শেষ হইয়া গেলাম :)) =)) :khekz: :goragori:
পুরা :duel: হইছে :thumbup:
কামরুল ভাই, আমার এক দফা এক দাবী মানতে হবে 😀
চ্রম চ্রম.... :goragori: :goragori: :goragori: :goragori:
অফটপিক: এইবারের সুপার হিরো সুপার হিরোইন না কি একটা অনুষ্ঠানের টপটেনে নাকি শম্পা নামে এমজিসিসির একজন আসে??জানেননি কেউ???
তাই নাকি কাইয়ূম ভাই? :grr: :grr:
১০০ তম টোকা 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এমজিসিসি নিয়া টানাটানি ঠিক না।
লেখা হইছে অসাধারণ। :clap:
বিয়াপোক মজা পাইলাম।
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
নাও সবাই চা খাও।
:teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup:
ইফতেখার ভাই
কতোগুলি কাপ খালি দেখা যাইতেছে, চা নাই !
এগুলি কারে দিছেন ? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আহহারে পোলাপান বুজেও না। টেবিলের উপর খালি কাপ রাখসি। সবাইতো এখোনো আসে নাই। খালি না রাখলেই তো তুমি ডাবল কাপ মাইরা দিবা।