কতো রঙ্গো জানোরে মানুষ -২

এক.

খবরের কাগজে বা ম্যাগাজিনে ‘ব্যাক্তিগত সমস্যা ও সমাধান’ পাতাটি নিশ্চয়ই অনেকবার দেখেছেন। খেয়াল করে দেখবেন এসব পাতায় সমাধান দেন বেশির ভাগ সময় একজন নারী। কেন? পুরুষরা ভালো সমাধান দিতে পারেন না? কে বলে? পুরুষদের দেয়া সমাধান অনেক বেশি ভালো হয় ! বিশ্বাস না হলে নিচের চিঠি আর তার সমাধানটি পড়ে দেখুন।
……………………………………

প্রিয় সম্পাদক ভাইয়া
গত সপ্তাহ খানেক আগে আমি অফিসে যাবো বলে বাসা থেকে গাড়ি নিয়ে বের হলাম। কিন্তু মাইলখানেক যাবার পরই পথিমধ্যে আমার গাড়ি বিকট শব্দ করে বন্ধ হয়ে যায়। অফিস অনেকদূর। তাই উপায় না দেখে আমি বাসায় ফিরে এলাম আমার স্বামীর সাহায্য নেবার জন্যে।
বাসায় ফিরে দেখি আমার স্বামী আমাদের প্রতিবেশিনীর সাথে এক বিছানায়। আমি রাগে অন্ধ হয়ে গেলাম। ধরা পড়ে তারা স্বীকার করলো যে গত চার মাসধরে ওদের পরকীয়া চলছে। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি । তাকে ডিভোর্স দিতে চাই না , আবার তার পরকীয়াও মেনে নিতে পারছি না।

আমার কী করনীয় জানালে উপকৃত হবো।

ইতি
শিলা

এবার সমাধানটি দেখুন।

প্রিয় শিলা
গাড়ি পুরোনো হয়ে গেলে তাতে মাঝে মাঝে সমস্যা দেখা দিতেই পারে। আপনি দয়া করে ফুয়েল লাইনটি আবার চেক করুন , আর সব অয়ার ঠিক মতো জোড়া দেয়া আছে কিনা দেখে নিন। তাতেও কাজ না হলে একটা ভালো গ্যারেজে পাঠিয়ে ঠিক করে নিন।
আশা করি আর পথিমধ্যে নষ্ট হবে না।
ইতি
সম্পাদক

এর চেয়ে ভালো আর কোন সমাধান হতে পারে ? 😉

দুই.

আচ্ছা, চলুন এবার সবাই মিলে একটা অঙ্ক করি। খুব সহজ অঙ্ক, তবে শর্ত একটাই, মুখে মুখে করতে হবে। ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে না। চলুন তাহলে………

প্রথমে ১০০০ নিন, এখন তার সাথে ৪০ যোগ করুন। এবার তার সাথে আরো ১০০০ যোগ করুন। কত হলো? এখন আরো ৩০ যোগ করুন, এবার আরো ১০০০ যোগ করুন। এবার যোগ করুন আরো ২০। এখন আরো ১০০০ যোগ করুন। কত হলো? এবার তার সাথে আরো ১০ যোগ করুন। সব মিলিয়ে কত হলো?

৫০০০ না? হুম ঠিক আছে। 😀
এবার ক্যালকুলেটর দিয়ে করে দেখুন। সঠিক উত্তর ৪১০০ ~x(

তিন.

ধুর, জমলো না, তাই না? আচ্ছা এবার দুইটা জোকস শুনেন।
*
শিক্ষক ছাত্র-ছাত্রীদের বলছেন কে কি হতে চায় ভবিষ্যতে-
রানা: আমি পাইলট হতে চাই।
সুমিত: আমি ডাক্তার হতে চাই।
দীপা: আমি একজন ভালো মা হতে চাই।
সুমন: আমি দীপাকে সাহায্য করতে চাই। 😉
**
শিক্ষক: জনি, বলো তো, একটি পুকুরে ১০টি হাতি সাঁতরাচ্ছে। একটি ছেলে সেই পুকুরে ঝাঁপ দিল এবং হাতিগুলোর নিচে চলে গেল এগুলোর পা গণনার জন্যে।
সে গুণে ৩৬টা পা পেল। কিভাবে সম্ভব?
জনি: স্যার, একটা হাতি ব্যাকস্ট্রোক সাঁতরাচ্ছিল। :gulti:

চার.

নাহ ! টানা ফ্লপ করতেছি। আরেকটু করি। দুইটা ছবি দিলাম, দেখেন।

ভালোবাসা টাকার খেলা

ভালোবাসা টাকার খেলা


একটা ট্যাম্পুর ছবি। সাদিয়া এক্সপ্রেস। মটো আছে আবার, দেখছেন? ভালোবাসা টাকার খেলা। তার নিচে ইংরেজি , বাংলা অঙ্ক , আরবীতে কি লেখা বুঝতে পারেন কিনা দেখেন।

এ দিন আর আসিবে না 😀

এর পরেরটা দেখেন।

খিয়াল কইরা

খিয়াল কইরা


বাচ্চার ডাইপার বারবার বদলাতে সমস্যা তাই বিকল্প বের করা হয়েছে। খুব সায়ান্টিফিক। পাইপ লাইনটা দেখেন, পুরা ডাইরেক্ট। ছোটটা নাহয় হলো কিন্তু বড়টা কিভাবে করবে তাই ভাবছি …

পাঁচ.
ফ্লপ একটু বেশি হয়ে যাচ্ছে, না? তবু আরেকটা জোকস শুনেনঃ
*
এক আমেরিকান, এক জাপানীজ ও এক বাংলাদেশী সমুদ্রস্নানে গেছে। হঠাৎ করে বীপ বীপ শব্দ শোনা গেল। আমেরিকানটি তার হাতের কব্জিতে টিপল আর শব্দ বন্ধ হয়ে গেল। অন্যরা যখন তার দিকে তাকিয়ে আছে দেখল, তখন সে বলল, “ও…ওটা ছিল আমার পেজার। আমার হাতের চামড়ার নিচে মাইক্রোচিপ আছে।”
কিছুক্ষণ পরে ফোনের রিং বেজে উঠল। জাপানীজ হাতের তালুটিকে ফোনের মতো ব্যবহার করে ফোনের উত্তর দিল। সে অন্যদের বোঝাল, “ওটা আমার মোবাইল। আমার হাতের তালুতে মোবাইলের মাইক্রোচিপ সেট করা আছে।”

বাংলাদেশী ব্যাটা মনে মনে ভাবল, “ইস, এদের সকলের কেমন ভালো প্রযুক্তি আছে। আমারও তো কিছু দেখাতে হয়।” সে তখন টয়লেটে গেল। ফিরল তার পাছায় টিস্যু লাগিয়ে। অন্য দু’জন অবাক হয়ে বলল, “আরে, ওটা কি?” বাংলাদেশী ব্যাটা বলল, “ও…আমার ফ্যাক্স আসছে।”

ছয়.

বাংলাদেশ নাকি কয়দিন পরে ‘ডিজিটাল বাংলাদেশ’ হয়ে যাবে। আচ্ছা তখন মানুষের কথা বার্তাও কি টেকি হয়ে যাবে? ক্যামন হবে তখন আমাদের কথা বার্তা? এবার তা নিয়ে একটা কার্টুন, ‘উন্মাদ’ ম্যাগাজিনের সৌজন্যে……

১
২
:dreamy:
সাত.

সবশেষে একটা ঘটনা দিয়ে শেষ করি। সত্যি কিনা জানি না। আমিও একজায়গায় পড়লাম…
***
গণ অসন্তোষের কারণে কোথায় যেন পুলিশকে মোলায়েম লাঠিচার্জ করতেই হয়েছিলো। তাতেও যখন কাজ হলোনা, তখন ভরসা রাবার বুলেট ! ঘটনা একটু ভয়াবহ!
তাই পরেরদিন স্থানীয় সংবাদপত্রে জব্বর একখানা হেডলাইন জায়গা করে নিলো,
“পুলিশের গুতে তিনজন আহত!”
চারিদিকে হৈচৈ… ব্যাপার কি? এবার ঘটনা একটু আকর্ষণীয়!
পরেরদিন পত্রিকায় সংশোধনী দিতেই হলো,
পাছার ভুলের কারণে গুলি ‘গু’ হয়ে যাওয়ায় আমরা দুঃখিত।” 😮 😮

৭,৬৫০ বার দেখা হয়েছে

৬৭ টি মন্তব্য : “কতো রঙ্গো জানোরে মানুষ -২”

  1. শাওন (৯৫-০১)

    চার নাম্বার জোকসটা আমার কাছে অসাধারন লাগছে........................।কামরূল ভাইয়া ফ্লপ না...চালায় যান প্লিজ


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  2. রবিন (৯৪-০০/ককক)
    দীপা: আমি একজন ভালো মা হতে চাই।
    সুমন: আমি দীপাকে সাহায্য করতে চাই

    ভালো ছিলো। আরো ভালো করার অবকাশ ছিলো। বহুদিন পর লেখা দেয়ার জন্য কামস এর ব্যান চাই

    জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)

    আমার কাছে ৫ নম্বরটা সবচেয়ে গুল্লি লাগসে...

    আর ২ নম্বরের অংকটায়, প্রথমবার যোগফল ৫০০০ হইসিলো...এরপর থিকা মুখে মুখে যোগ করলেও প্রতিবার ৪১০০ হইতেসে... ~x(
    কেম্নে কি? :-/


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  4. আর, আমার বউয়ের গাড়িটা কিমতে নষ্ট করা যায়, সেই জন্য এক্সপার্টের পরামর্শ চাই।

    ইয়ে মানে... আমিও হেল্পিঙ মাইন্ডেড কিনা. দীপা শীলা সহ পিথিমির সক্কল মেয়েকে সাহায্য করতে চাই।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।