কখনো বলে দাওনি তুমি
অন্ধকারকে ভীষন ভয় তোমার।
তারপরেও আমাকেই তা বুঝে নিতে হয়েছিল;
ঠিক যেমন ভাবে বুঝে নেতে হয়েছিল
তোমার ভালবাসার অজানা ভাষা।
…নতুন করে পাঠগ্রহন শুরু হল তোমার কাছে।
শিখতে থাকলাম অনেক কিছুই-
যতক্ষন আমি তোমার কাছে থাকি,
চিক চিক করতে থাকা উজ্জল চোখ দুটি তোমার
বলে দেয় এর নাম “পাওয়ার আনন্দ”।
এক মুহুর্তের বিরহে ব্যাথায় বিবর্ন
তোমার মুখ আর
হাজার মানুষের ভীড়ে আমাকে খুজতে থাকা
চঞ্চল দুটি চোখ তোমার
নিমিষেই কি প্রশান্ত হয়ে যায়
বলে দেয় এর নাম “স্বস্তি”।
ক্ষুধায় কাতর যখন তুমি,
আমার মাঝেই খুজে নাও “আহার” তোমার।
ছোট ছোট ব্যাথা বেদনাতে
সবার হাজারো সান্তনার পরেও তোমার প্রতীক্ষা
আমারই সান্তনার ছোয়ার,
বুঝলাম এর নাম “নির্ভরতা”।
তোমার প্রতি ভালবাসায় জড়ানোর লোভ
কোনভাবেই সামলাতে পারি না আমি।
তোমার ঘুমন্ত শরীরের দিকে পলকহীন তাকিয়ে থাকি
আর জেগে থাকা প্রানবন্ত উচ্ছল শরীরটার সাথে
মায়ার খেলায় মেতে উঠে পাই জন্মের সুখ।
কোন ভাবেই কেন তোমাকে এড়িয়ে যেতে পারি না?
কেন পারিনা?
কোত্থেকে আসে এতো ভালবাসা?
তোমার চুল, নখ, হাত, দাঁত, আঙ্গুল… …
সবকিছুই আমাকে এতো টানে কেন?
এসব তৈরীতে আমার অবদান আছে এই কি একমাত্র কারণ?
নাকি পরম নির্ভরতায় আমাকে “মা” বলে ডাক বলে?
চিন্তায় পড়ে যাই,
জন্ম তো দিয়েছি আগেই,
এখন আপ্রান চেষ্টা আমার,
পারব তো হতে “মা”?
🙂
🙂
You cannot hangout with negative people and expect a positive life.
জটিল 😀 পাঁচ তারা :clap:
জটিলতার কিছুই নাই হাসান, খুব সরল এই ভালবাসা 😀
You cannot hangout with negative people and expect a positive life.
নো কমেন্টস...
ডাইরেক্ট পাঁচ তারা... :clap: :clap:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ধন্যবাদ জুলহাস ভাই 😀
You cannot hangout with negative people and expect a positive life.
দোয়া করি মাতৃত্বে সফল হও।
চ্যারিটি বিগিনস এট হোম
অসংখ্য ধন্যবাদ।
You cannot hangout with negative people and expect a positive life.
কি চমৎকার একটা কবিতা...
সামিয়া, তোমাকে অনেকদিন আগেই এফবি তে এ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। আমি নিজেই তোমার লেখার একজন বিরাট ভক্ত।
You cannot hangout with negative people and expect a positive life.
খিবি লিজ্জা পিলাম :shy:
এক্ষুনি এডাইতেসি আপু। খেয়াল করি নাই একদম। :frontroll: :frontroll: :frontroll:
অন্য কেউ হলে এমম পাঙ্গা পাঙ্গাইতাম... ... :just: তোমার লেখনীর গুনে তুমি :hug:
You cannot hangout with negative people and expect a positive life.
কোন মাফ নাই, পাঙ্গান ইডারে :grr:
আপু কে :salute:
চলো বহুদুর.........
🙂 ধন্যবাদ তন্ময়।
You cannot hangout with negative people and expect a positive life.
থাঙ্কু থাঙ্কু........ 😉 😉
চলো বহুদুর.........
তন্ময়, কি মনে কইরা সিনিয়াররে চোখ মারো??? 😡 😡 😡 আমারে চিনো না? আমি জুনিয়ারগো দৌড়ের উপর রাখতে বড়ই ভালু পাই। সো, নো মোর হাঙ্কি পাঙ্কি, স্টার্ট টেন ফ্রন্টরোল ন্যাও!
You cannot hangout with negative people and expect a positive life.
:clap: :clap: যা সুন্দর হয়েছে!
" ঠিক যেমন ভাবে বুঝে নেতে হয়েছিল
তোমার ভালবাসার অজানা ভাষা।"
:clap: :clap:
এমজিসিসি রক্কসরে! :awesome:
সিনা, তোর লেখার কাছে আমারটা কিছুই না। তাও তোর ভাল লেগেছে জেনে খুশী হলাম। আর আমাদের মায়েদের কাছে প্রথম সন্তানের ভাষা কিন্তু "অজানা ভালবাসারই" ভাষা।না?
You cannot hangout with negative people and expect a positive life.
সত্যি বলছিস? আমার লিখা তোর চেয়ে ভালো?
এই উপলক্ষ্যে আরেকটা হয়ে যাক ---
তোমার জন্য আমি
-আয়েশা
আমার জন্য তুমি,
তোমার জন্য আমি,
আমি তোমার বঁধূ
তুমি আমার স্বামী।
ফের যদি মিছা কথা বলিস taile :chup: :chup: ....
সিনা, এইডাও সেইর'ম হইসে... :pira: :khekz:
You cannot hangout with negative people and expect a positive life.
:khekz: :khekz: :khekz:
চলো বহুদুর.........
দারুন তো!
আমার বন্ধুয়া বিহনে
😀
You cannot hangout with negative people and expect a positive life.
:hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
খালি ইমো দিয়ে কাজ সারছ আকাশ? ফাকিবাজ ক্যাডেট কোথাকার x-(
You cannot hangout with negative people and expect a positive life.
:frontroll:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ফাযিল ছেলে :gulli2:
You cannot hangout with negative people and expect a positive life.
😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কেউ এখানে হতাশ হওয়ার ইমো লোড করে নাই কেনু কেনু কেনু???? :bash: :bash: :bash:
You cannot hangout with negative people and expect a positive life.
:))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কি বলব? এক কথায় অসাধারণ কবিতা।
জিতু আপু, :salute: :salute:
ধন্যবাদ মঞ্জুর।
You cannot hangout with negative people and expect a positive life.
really onak shundor hoyese 🙂
buri, আপনার/ তোমার বয়সের রহস্যটা কি? :-/
You cannot hangout with negative people and expect a positive life.
ভালবাসা বিষয়ক কিছু নতুন সংঙা শিখলাম আজ, কখনও এভাবে ভেবে দেখিনি বিহ্বল হয়ে রইলাম কছকণ----তোমাকে :hatsoff: :hatsoff: :hatsoff: :salute: :salute: :salute: জিতাপ্পি
শিবলী, সত্যি কথা হল অনেক বেশী কিছু লিখতে ছেয়েছিলাম, কিন্তু সেভাবে ফুটিয়ে উঠাতে পারিনি মনে হয়, তারপরেও ভাল লেগেছে বলে 😀
You cannot hangout with negative people and expect a positive life.
কিছুক্ষণ লিখতে চেয়েছিলাম,,,,নতুন তো।।।। :frontroll:
:chup: , কিন্তু আমি যে আজও ভুল করি 😕
You cannot hangout with negative people and expect a positive life.
সরল স্বীকারক্তি!! 😮 😮 😮
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
হুমমমমমমম 🙁
প্রশান্তি প্রশান্তি।
সুন্দর প্রকাশ জিতু। আর ছবিটা বেশ ভালো লাগলো।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
সনহগখ্য ধন্যবাদ শান্তা আপা। আপনাদের মত মানুষ যখন আমার লেখায় কমেন্ট করেন, খুউউউব ভালো লাগে 😀
You cannot hangout with negative people and expect a positive life.
দারুণ।
মাতৃত্বের জয় হোক।
নুপুরদা, আমার ব্লগে এটাই বোধহয় আপনার প্রথম কমেন্ট।
অসংখ্য ধন্যবাদ, আপনার লেখাগুলোও খুব ভাল লাগে, দাদা।
কোন একটা অদ্ভুত কারণে আপনার নাম এবং চেহারা দুইই খুব পরিচিত লাগে 😕 :-/
You cannot hangout with negative people and expect a positive life.
হুমম্, এটাই প্রথম কমেন্ট।
আমি আসলে তোমার মতো এত ইমোশনাল না,
তোমার সহজ সরল ইমোশন দেখে আমার ভীষণ
ভালো লাগে। মনে হয়, তোমার মতো করে ভাবতে পারলে
বেশ হতো।
সহজ সহজ না, দাদা 😕
You cannot hangout with negative people and expect a positive life.
সুন্দর চিন্তাধারার অসম্ভব রকমের ভাল একটা কবিতা।বেশ কয়েকবার পড়লাম,তবে মনে হয় অনুভুতিটা পুরো উপলব্ধি করতে পারিনি।কোন ছেলের পক্ষে কি আদৌ বোঝা সম্ভব??
:clap:
হয়তো সম্ভব। কেননা আমি অনেক বাবাদের দেখেছি যারা একই সাথে একজন বাবা ও একজন মায়ের ভূমিকা পালন করছে, যদিও সেই উপমা সংখ্যায় অনেক নগন্য। তবে পিতৃত্বের সাধও অনেক মধুর। যারা স্বেচ্ছায় নিজেদের তা থেকে বঞ্চিত করে তাদের মত অভাগা আর নাই আমার মতে।
You cannot hangout with negative people and expect a positive life.
এখন দেখি আবার একটা মারাত্মক ছবিও পোস্ট করে দিয়েছিস.....পাঁচ তারা!
সিনা, ছবির আইডিয়া টা অবশ্য তোর থেকে টুক্লিফাই করছি 😛
You cannot hangout with negative people and expect a positive life.
জিতুপ্পী :hatsoff:
এই অনুভূতি অনেকবার হয়েছে :bash: ছোটবেলায় বানিজ্য মেলায় গেলেই প্রায়ই আমি হারিয়ে যেতাম, আর কি কান্না, যখনই আম্মুকে দেখতাম, যেন জান ফিরা পাইলাম :hug:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
বয়স যখন ৪ বছরঃ আমার মা সব জানে! :goragori:
বয়স যখন ৮ বছরঃ মা তো অনেক জানে!:-B
বয়স যখন ১২ বছরঃ মা আসলে অনেক কিছুই জানে নাহ! 😐
বয়স যখন ১৪ বছরঃ মা... তুমি কিচ্ছুই জানো না! :no:
বয়স যখন ১৬ বছরঃ মা কে অদৃশ্য মনে হয়! :tuski:
বয়স যখন ১৮ বছরঃ মা খুবই সেকেলে! :thumbdown:
বয়স যখন ৩০ বছরঃ এ ব্যাপারটায় মা হয়তো ভালো বলতে পারতেন! 🙂
বয়স যখন ৩৫ বছরঃ আমরা নিজেরা সিদ্ধান্ত নেওয়ার আগে, চল মা কে একবার জিজ্ঞেস করি! 😕
বয়স যখন ৪৫ বছরঃ মা আমার জায়গায় থাকলে কিভাবে চিন্তা করতো? :-/
বয়স যখন ৬৫ বছরঃ ইসসস... মা... সময় থাকতে কদর করলাম না 🙁 ~x(
You cannot hangout with negative people and expect a positive life.
:thumbup: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আপা একেবারে হাসা কইসেন 🙁 বয়স থাকতে আসলেই বুঝলাম না...
:hatsoff: :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
:boss: :boss: :boss:
আরে এতো দেখি আমার মিতা।
:hatsoff: :hatsoff:
অনেক ভালো লাগ্লো.........
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ভালো লাগলো আপি।
ছবিটাও মাশাল্লাহ দারুন হয়েছে। 🙂
:thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
সবাই সবকিছু বলে গেছে... আমি শুধু বলব,
....."মামনি".......
কি করে ভূলব আমি
অম্ল মধুর সেই ছোট ছোট স্মৃতি
মাঝে মাঝে ভূলে যাই আমি
তোমার চোখের দুঃখ নদী
অদৃশ্য কিংবা অলীক কিছুর মোহে
মরিচীকার পিছে তীব্র বেগে ছুটছি আমি
কখনো কখনো ভূলে যাই মামনি
তোমার চোখের খরস্রোতা নদী
গান আর কাজ , কাজ আর গানে
ভূলে থাকি সর্বদা
হঠ্যাত করে জেগে ওঠে ২১ বছর আগের
নাড়ী ছেড়ার তীব্র বিচ্ছেদ যন্ত্রণা
তুমি নিঃসঙ্গ দিন কাটাও
সেই পুরনো সবুজ বাগান বাড়িতে
আমার দিন কেটে যায় নিরব হতাশায়
পতেঙ্গা, জাফলং সেন্ট মার্টিন ঘুরে ঘুরে
কবে ভূলে গেছি তোমার বুকের নোনতা মধুর গন্ধ
হারিয়ে গেছে তোমার আঁচলের স্বস্তির ছাঁয়া
এখন শুধুই তীব্র যান্ত্রিকতা.........
আমি চাই তোমার জঠরের শীতলতা।।
-আলীম হায়দার.1312.
:just: :salute: