শেখ আলীমের হাইকু -১

শেখ আলীমের হাইকু -১

সাকুরার দেশে শেখ আলীমের হাইকু
পাঁচ সাত পাঁচ শব্দে সূচিত বর্ণ মালা
তিন পঙক্তিতে অবলোকনের বিশ্ব জানালা।

বর্ষায় ধোয়া একটি কদম কলি
আনত আঙ্গুল মেহেদী লতানো করপুটে দেই তুলি
শ্রাবণে এ কোন অমোঘ নিমজ্জন।

মুক্ত বাজারে বেনের পণ্য বোমা
ইউরো ডলার ইয়েনে আঁতাত ভোগের সামিট চলে
অভাবের টাকা ভেসে যায় বেনোজলে।

চৌচির কাদা শুকনো ধূসর খাল
খরাটে ডাঙ্গার ঢেলায় মাখানো পোড়ানো নাড়ার ছাই
আলপথে একা এলোকেশী রাঙা বউ।

ঘড়ির এলার্ম শাণিত শব্দ চাবুক
রেলের বগিতে গাদাগাদি করে হাইহিল আর নেকটাই
চৈতি আকাশে একটি ধবল পায়রা।

সূর্য রুদ্ধ কার্বন কালো মেঘে
এসিড বৃষ্টি চেটে শুষে খায় শুভ্র তাজমহল
প্রবাসী কবির কলমের শিষে জল।

৩,৪১৩ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “শেখ আলীমের হাইকু -১”

  1. হাসনাইন (৯৯-০৫)

    বস আপনি আমাদের অনেক সিনিয়র, অভিজ্ঞ। ৭১ নিয়ে নিশ্চয় জ্বলন্ত কিছু উপহার দিবেন আমাদের। অপেক্ষায় থাকলাম।

    সূর্য রুদ্ধ কার্বন কালো মেঘে
    এসিড বৃষ্টি চেটে শুষে খায় শুভ্র তাজমহল
    প্রবাসী কবির কলমের শিষে জল।

    নিজেকে নিয়ে লিখলেন। :hatsoff: :hatsoff: :hatsoff:

    জবাব দিন
  2. রহমান (৯২-৯৮)

    আলীম ভাই,
    ব্লগে আপনাকে জানাই :hatsoff: স্বাগতম । এখন পর্যন্ত আপনি হলেন এই ব্লগের সবচেয়ে সিনিয়র। সে উপলক্ষ্যে আপনাকে :salute:
    কবিতা আমি সহ এই ব্লগের বেশ কজন খুব পছন্দ করি। তাই এখানে আপনার পাঠকের অভাব হবেনা। কবিতার পাশাপাশি অন্যান্য বিষয়ও আমাদের সাথে শেয়ার করবেন। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে স্বাধীনতার কিছু ঘটনাও শুনতে চাই আমরা। আশা করি নিয়মিত লিখবেন :guitar:

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    স্বাগতম আলীম ভাই। প্রথমেই সিসিবিয় সংবিধান অনুযায়ী আপনাকে :salute:

    সূর্য রুদ্ধ কার্বন কালো মেঘে
    এসিড বৃষ্টি চেটে শুষে খায় শুভ্র তাজমহল
    প্রবাসী কবির কলমের শিষে জল।

    :thumbup:

    তিন পঙক্তিতে অবলোকনের বিশ্ব জানালা।

    আসলেই ভাইয়া, তিন পঙক্তিতে কত কিছু বলে দেয়া যায়!

    আপনার এই হাইকুগুলো নিয়মিত দিবেন আশা করি।

    জবাব দিন
  4. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    হাইকুতে ভালোমতোন মনোনিবেশ করা আগেই নামের উপর ক্লিক করে বসলাম।
    তারপর স্মৃতি থেকে সানাউল্লাহ ভাইয়ের সাথে মিলিয়ে ক্যালকুলেশন করে ফলাফল বের করে যারপরনাই আনন্দিত হলাম।
    স্বাগতম বস :salute: :salute: :salute: :salute: ।


    Life is Mad.

    জবাব দিন
  5. ফয়েজ (৮৭-৯৩)

    আলীম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম।
    আলীম ভাই এগিয়ে চল,
    জুনিয়ার গ্রুপ তোমার সাথে।

    বস কবিতা পড়ছি। অনেকগুলা ডাইমেনশনে তুলে এনেছেন দেখছি।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।