শেখ আলীমের হাইকু -১
সাকুরার দেশে শেখ আলীমের হাইকু
পাঁচ সাত পাঁচ শব্দে সূচিত বর্ণ মালা
তিন পঙক্তিতে অবলোকনের বিশ্ব জানালা।
বর্ষায় ধোয়া একটি কদম কলি
আনত আঙ্গুল মেহেদী লতানো করপুটে দেই তুলি
শ্রাবণে এ কোন অমোঘ নিমজ্জন।
মুক্ত বাজারে বেনের পণ্য বোমা
ইউরো ডলার ইয়েনে আঁতাত ভোগের সামিট চলে
অভাবের টাকা ভেসে যায় বেনোজলে।
চৌচির কাদা শুকনো ধূসর খাল
খরাটে ডাঙ্গার ঢেলায় মাখানো পোড়ানো নাড়ার ছাই
আলপথে একা এলোকেশী রাঙা বউ।
ঘড়ির এলার্ম শাণিত শব্দ চাবুক
রেলের বগিতে গাদাগাদি করে হাইহিল আর নেকটাই
চৈতি আকাশে একটি ধবল পায়রা।
সূর্য রুদ্ধ কার্বন কালো মেঘে
এসিড বৃষ্টি চেটে শুষে খায় শুভ্র তাজমহল
প্রবাসী কবির কলমের শিষে জল।
1st
:)) :)) :)) :)) 😀 😀 😀 😀 😀 😀
বস, ব্লগে আপনারে স্বাগতম... :clap:
অফ টপিকঃ আমিও জেসিসি... 😀 ৩২তম ইনটেক (১৯৯৫-২০০১)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:salute: :salute: :salute:
আগের বার ভুলে গেছিলাম...তাই নিজে নিজেই :frontroll: :frontroll:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাল লাগলো। ভাই, হাইকু মানে কি?
হাইকু হচ্ছে পাঁচ সাত পাঁচ ধ্বনি ও তিন লাইনে লিখিত জাপানী কবিতা। বাংলা ভাষায় ধ্বনির হিসেবটা একটু গোলমেলে তাই ধ্বনির পরিবর্তে শব্দ ব্যবহার করেছি। প্রথম হাইকুটি- আসলে হাইকুর সংজ্ঞা।
ব্লগে স্বাগতম আলীম ভাই।
হাইকুগুলা ভালো লাগছে। যতোদূর মনে পড়ে, হাইকু হইলো জাপানী অণুকবিতা। বিশেষ ছন্দমিলে লেখা হয়। তাই না?
আহা!!!!!!
সানাউল্লাহ ভাইয়ের চেয়েও সিনিয়র আরেকজন আসলেন। বস স্বাগতম। :clap:
ধন্যবাদ।
কেউ বিরক্ত বোধ না করলে অনিয়মিত ভাবে হাইকু পোষ্ট করবো আশ করি।
সবাইকে শুভ নববর্ষ।
কেউ বিরক্ত হবে না। এখানে এসে আমার কবিতা পড়ার অভ্যাস হয়ে গেছে। ভালই লাগে।
কি যে বলেন আলীমুজ্জামান ভাই, বিরক্ত হবার প্রশ্নই উঠেনা।
নিয়মিত হাইকু চাই :clap: :clap:
সাথে সাথে আরো অনেক লেখাও চাই 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আরে না, বিরক্ত হব না। আর বিরক্ত হলেই বা কি, আপনি সিনিয়র না, সিনিয়র জুনিয়রদের একটু আধটু জ্বালায়, এইটা কোন ব্যাপার না। 😀
তবে এতদিন পড়ে সানাউল্লাহ ভাইকে ধোলাই দেয়ার জন্য একজন পাওয়া গেছে এইটা বড় আনন্দের খবর। বস, সানাউল্লাহ ভাই গ্রুপিং শুরু করছে। সিনিয়ার আর জুনিয়ার। আমি পালটি দিয়া জুনিয়ার গ্রুপে চলে আসছি। বস আপনিও জুনিয়ার গ্রুপে চলে আসেন। আপনাকে চাইনিজ খাওয়াবো আমরা সবাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কাইয়ুম ভাই দেখি তিন লাইনে লিখলেন
হাইকু লিখলেন নাকি?
তাইলে আমিও লিখি 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আরে তাইতো 😀
অটো বাংলা হাইকু চলে আসছে দেখি 😀
নামায়া দিমু নাকি গোটা দশেক হাইকু B-) B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
বস আপনি আমাদের অনেক সিনিয়র, অভিজ্ঞ। ৭১ নিয়ে নিশ্চয় জ্বলন্ত কিছু উপহার দিবেন আমাদের। অপেক্ষায় থাকলাম।
নিজেকে নিয়ে লিখলেন। :hatsoff: :hatsoff: :hatsoff:
দারুণ আইডিয়া হাসনাইন। :thumbup:
:salute: :salute: :salute:
:boss: :boss: :boss:
স্বাগতম ভাইয়া। :clap: :clap: :salute: :salute:
হেপি নিউ ইয়ার। 😀
এই কে আছিস ? আলীমুজ্জামান ভাইকে এক কাপ চা দে। 😉 😉
ভুল কইরা ব্লগে আগে জয়েন কইরা ফালাইছি... :-B
এই আমলে জয়েন করলে- অন্তঃত এক কাপ চা তো পাইতাম... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পরে মাথা ঠুকাঠুকি করিস, আগে কলেজের বড় ভাইরে চা আইনা দে, কুইক 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
আই আই স্যার... :salute:
ঐ আন্দালিব (১৯৯৬-০২), মাসরুফ (১৯৯৭-০৩) রে বল তো রকিব (২০০১-০৭) রে দিয়া যেন এক কাপ ফাস্ট ক্লাস চা আনায়া আলীমুজ্জামান ভাইরে দেয়... B-) 😉
জাফর (১৯৯৫-০১) দোস্ত, তুমি একটু দেখো তো- বিস্কিটের এন্তেজাম করতে পার কিনা... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ (৯৫-০১)
তুই দেখিস যাতে দুধ চিনি বাড়াইয়া , আলগা পাতি দিয়া দেয়। দৌড়াইয়া যা। ডাবল কর। 😉 😉
রকিব পোলাডা চরম শার্প...কোন টেনশন নিয়েন না বস...সব ঠিক কইরা আনব... :-B
আরে ঔ যে আইতেছে... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ , শুধু বিস্কু্ট ক্যান?? সাথে কেক , মিষ্টি ও আনতেছি । কলেজ এর বড় ভাই বইল্যা কথা । !! :boss: :salute:
কিন্তু একটা Doubt , সবাইরে দিয়া তো নাস্তা আনাইলা , তুমি তাইলে আলীম ভাই এর কি খেদমত করবা???
আলীম ভাই,
ব্লগে আপনাকে জানাই :hatsoff: স্বাগতম । এখন পর্যন্ত আপনি হলেন এই ব্লগের সবচেয়ে সিনিয়র। সে উপলক্ষ্যে আপনাকে :salute:
কবিতা আমি সহ এই ব্লগের বেশ কজন খুব পছন্দ করি। তাই এখানে আপনার পাঠকের অভাব হবেনা। কবিতার পাশাপাশি অন্যান্য বিষয়ও আমাদের সাথে শেয়ার করবেন। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে স্বাধীনতার কিছু ঘটনাও শুনতে চাই আমরা। আশা করি নিয়মিত লিখবেন :guitar:
স্বাগতম আলীম ভাই। প্রথমেই সিসিবিয় সংবিধান অনুযায়ী আপনাকে :salute:
:thumbup:
আসলেই ভাইয়া, তিন পঙক্তিতে কত কিছু বলে দেয়া যায়!
আপনার এই হাইকুগুলো নিয়মিত দিবেন আশা করি।
হাইকুতে ভালোমতোন মনোনিবেশ করা আগেই নামের উপর ক্লিক করে বসলাম।
তারপর স্মৃতি থেকে সানাউল্লাহ ভাইয়ের সাথে মিলিয়ে ক্যালকুলেশন করে ফলাফল বের করে যারপরনাই আনন্দিত হলাম।
স্বাগতম বস :salute: :salute: :salute: :salute: ।
Life is Mad.
আলীম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম।
আলীম ভাই এগিয়ে চল,
জুনিয়ার গ্রুপ তোমার সাথে।
বস কবিতা পড়ছি। অনেকগুলা ডাইমেনশনে তুলে এনেছেন দেখছি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ব্লগে স্বাগতম ভাইয়া
আমার চেযে জুনিয়র কেউ বিরক্ত হইলে কইয়েন
থাবরাইয়া নাক দিয়া দাত বাইর কইরা ফালামু 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এইটা কিভাবে সম্ভব??? ~x( 😮 তার চেয়ে বলেন থাবরাইয়া কান দিয়া চোখ বাইর কইরা ফালামু। :-B :-B
যাউক ব্লগের সবচেয়ে সিনিয়র পোস্ট এখন জেসিসির দখলে।আলীম ভাই,ব্লগে সুস্বাগতম! 😀