(এটি কবিতা নয়, এটি ব্লগর ব্লগর)
কথা ছিল, শহরের সীমানা পেরিয়ে আরও কিছুটা পথ
আমরা এক সঙ্গেই যাব।
তোর বুকের নীল ওড়না
সিরাজউদ্দোলার পাগড়ীর মত মাথায় পেঁচিয়ে, দু হাত ছাড়িয়ে আবৃত্তি করব
“ভালবাসার রঙ যদি নীল হয়,
তবে হাজারো সাপের দংশনে,
সমুদ্র কিংবা আকাশের মত নীল হতে আমি রাজি আছি”।
দুই হাতে ছোট্ট তিন-তালি দিয়ে তুই বলবি,
“বেদনার রংটি যে নীল, বুঝলি হে হাদারাম”।
কতটা কাছে গেলে মনের রঙ চেনা যায়,
তুই তো জানিস, আর কেউ জানুক বা না-জানুক,
তোকে সেভাবে ছুয়ে দেখা হয়নি আমার।
যদিও একসাথে হেটেছি খানিকটা,
সোডিয়ামের ভুতুড়ে আলোয় গলে যাওয়া রাজপথ,
ট্রেনের সীটের নীচে লুকিয়ে রাখা মধ্যবিত্তের রুপালী ইলিশ,
ঝলসানো শপিং মলে, ক্লান্ত তরুনীর এলিয়ে পড়া মাথা
ক্লান্ত তরুনের কাধে।
বিকেলের বাদাম-ভাজা আর মতি ভাইয়ের রিক্সা ভাড়া থেকে শুরু করে
জীবনের সবকিছু ভাগাভাগি করব আমরা।
কথা ছিল।
আরও কিছুটা পথ কি যাওয়া যেত না একসাথে?
জীবনের আরও কিছু রঙ?
খুব কি ক্ষতি হত রূঢ় এই পৃথিবীটার, কিংবা তোর-আমার,
যদি জীবনের শেষটাও ভাগ করে নিতাম তোর সাথে?
“কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে?”
মুটিয়ে যাওয়া এই এখনকার সময়ে
অনেকটাই “নীল” আমি।
কিছুটা “নীল” কি তুইও?
বস,
আবারো পাংখা :boss:
আপনি আসলে মানুষ না... :hatsoff:
পুনশ্চঃ নায়ক-নায়িকার মিলন দেখলে ভালো লাগে :shy:
"কেননা মানুষ যদিও বিরহকামী,
কিন্তু তার মিলনই মৌলিক"
আমার আসলেই এই তরুণ-তরুণীর জন্য কষ্ট লাগতেসে...
বস, এইভাবে কেমনে একদম কলিজারে ছুঁয়ে যান? :salute:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
এন্টি-ভ্যালেন্টাইন কবিতা, ছ্যাকিষ্টদের জন্য। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনার উদ্দেশ্য সফল হয় নাই :thumbdown:
এরকম দুই-একটা লাইনই 'ভ্যালেন্টাইন' দের কাছে সোনা দিয়া বাঁধায়া রাখার জন্য যথেষ্ট :awesome: ...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
থাক আর কিছু বললাম না 😀 😀 বড় ভাইরা খারাপ মনে করবে 😛
খেক খেক খেক :grr: :grr: :grr:
বস, জটিল হইছে। :hatsoff:
সরাসরি প্রিয়তে...... :gulli: :gulli: :gulli:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
সব বরুনা আর পার্বতীর গল্প।
টার্ন-আউট ঠিক না থাকার গল্প।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:shy: :shy: :shy:
:dreamy: :dreamy: :dreamy:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
কেউ কথা রাখে নি :(( :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কাইন্দো না জনি। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, কেন যে এত কষ্ট দেন! 🙁 🙁
আর এত বেশী ভাল লিখলে আমরা তো লজ্জায় পড়ে যাই! ভেবেছিলাম একটা প্রেমের গল্প লিখব, কিন্তু আপনার লেখা পড়ে নিজেরে নিয়া শরমিন্দায় পড়ে যাই!
যাই হোক, আবারও পাঁচ তারা, আবারও প্রিয় পোস্ট...ইত্যাদি।
তানভীর তোমার মন ভাল হয়েছে আশাকরি।
তোমার লেখা তো খুব সুন্দর, অনেক দিন পড়িনা তোমার লেখা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
লিখলে না পড়বেন x-( x-( x-( x-( x-( x-( x-(
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সাথে আগামী শতাব্দী কথাটা যোগ করে দিতি 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই তানভীর ভাইরে লেখা দেয়া নিয়ে ঝাড়ি দেয়... =)) =)) =))
হাসতে হাসতে আমার পেটে কলাপ্সেবল গেট লেগে গেল... :khekz: :khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নাহ! দুইন্নাইতে ইন্সাফ বলতে কিছুই থাকলো না :grr: :grr:
ঠিক,
হ্যা ভোট জয়ী হয়েছে (কপিরাইটঃ জিহাদ)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
@ টিটো আমি লক্ষ করছি তুমি আমার পোষ্টে নিজে থেকে কোন মন্তব্য কর না। অন্যের মতামত নিয়া মাতামাতি কর। কেসটা কি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, টিটো ভাইরে একটু পাঙ্গান ... উনি গত কাল বাংলা ফাইভ কাউরে না দিয়া একা একা খাইছেন... x-( :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) =))
জুনায়েদ ভাইয়া কি লিখলেন??
:goragori:
আর আপ্নে কিনা সবসময় 'গ্রিন গ্রিন আপ আপ করেন...' 😛
কি দিলাম...!!!!!!! B-) B-) B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওরে জুনা!! 😮 😮 এইটা কি দিলি রে! 😛 😛
:thumbup: :thumbup:
@জুনা,
নীল হতে চাইনা, তাই গ্রীন আপ করি।
কি আর দিবা, ব্লগর ব্লগর 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এই খেদ মোর মনে মনে
ভালোবেসে মিটল না সাধ এই ভূবনে
হায় জীবন এতো ছোট কেনে!
- তারাশঙ্কর
তারাশঙ্কর কোট কর ক্যান, তুমি কই?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি ভাষাহীন। এখনো মুগ্ধতা যায় নায়, তাই নিজের কোন লাইন খুঁইজা পাইতেছি না। =((
এইগুলা তো লিখিনা তেমন, হালকা টেনশিত আছি।
তয় তোমরা যেমনে কইতেছ, মনে হয় কিছু একটা হইছে :shy:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ছ্যাকিষ্টদের রংও মনে হয় নীল। :dreamy:
আমি মুগ্ধ। :boss: মুগ্ধতার রং জানিনা। :hatsoff:
মুগ্ধতার রঙ হইল গিয়া গ্রীন, সবুজ, দেখনা সবুজ হ্যাট।
অফটঃ স্কলারি তো বাড়ি চলি গেল। কিন্তু হিডিঙ্ক কি সঠিক পছন্দ?এও তো জাতীয় দলের কোচিং করে অভ্যস্ত।
সময় থাকলে একটা পোষ্ট দিও তো।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
গ্রীন গ্রীন আপ আপ :thumbup:
এহসান ভাইয়ের মুগ্ধতার রঙ লাল, লিভারপুলের লাল
এই সব লিখনা তো মন খারাপ হইয়া যায় :dreamy:
অসাধারন হইছে ফয়েজ!
😀
মন খারাপ করিয়েন না বস। এইগুলা তো এমনি এমনি লেখা 🙂
থ্যাঙ্কু।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই এইরকম আরো বেশি করে লেইখেন বস্
নিজেরাতো ভালো/খারাপ কোনোটার সুযোগই পাইলামনা, অন্যদের মন খারাপই না হয় দেখি :dreamy:
সংসারে প্রবল বৈরাগ্য!
এইটারে কি কয় জানো, কারো পৌষ মাস, কারো সর্বনাশ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঠিকই বলছেন বস, আমার ব্যাপক সর্বনাশ যাইতাছে এই লাইনে :(( :((
সংসারে প্রবল বৈরাগ্য!
চাক্কু মারা হাসিতেও কাইত হয় নাই কেউ, বিশ্বাস করবার কও?
করি বিশ্বাস কি কও, ভরসা থাকুক তোমার উপ্রে 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস এই 'ফক্স এন্ড আউল কলিং ডিপ নাইটে' আপনাকে :salute:
বরুনা, অরুনিমারা নাইতো কি হইছে B-) B-) হু কেয়ার্স B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
কথাটার মধ্যে কেমন জানি একটু টক টক গন্ধ আছে... 😛
তাও সেইম কাহিনী হবার জন্য... :thumbup: :thumbup:
সবশেষে... :bash: :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নাহ সেইম কাহিনী না, কারণ আমি কোনো টক টক গন্ধ পাইনাই 😀 😀 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনার জন্য এখন খারাপ লাগতাছে... :(( :(( :((
কে দাগা দিল ফেরেস্তার মতন (কাল্পনিক!) কাইয়ূম ভাইরে... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
:shy:
বস, সত্যি বলি, আপনার গত কালের মধ্য যৌবনের বিষন্নতাই আমার আজকের কবিতা বিষয়বস্তু।
সীমা অতিক্রম করলে হাতজোড়ে ক্ষমা চাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
x-( x-( x-(
ভাইয়া, রাগ করলেন? 🙁
:(( :(( :((
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আরে ধুর। :hug:
থ্যাঙ্কু ভাইয়া। :hatsoff:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইয়া আপনার খেরোখাতা অসাধারণ কিন্তু কবিতাগুলার কোন জবাব নাই। সরাসরি প্রিয়তে...
ওই তোমার ভাইটা কই? হারায় গেল নাকি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
অসাধারণ কবিতা, বস। পড়তে পড়তে আমিও খানিকটা 'নীল' ... কেম্নে লেখেন এত সুন্দর ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইগুলারে কয় ব্লগানি B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
অসাধারন :boss: :boss: :boss:
:hatsoff:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই মনটা প্রচন্ড খারাপ করে দিলেন। ইমো দিতেও ইচ্ছা করতেসে না। এতোটা অসাধারন করে না লিখলে কি হত না?
মন খারাপের কিছু নাই, এইটা ব্লগর ব্লগর। অন্য কিছু তো না 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😀 😀 😀
চ্রম চ্রম চ্রম। ভাষা নাই কিছু বলার আমার। :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
:thumbup: :thumbup: :thumbup:
--
raihan (from md's pc)
খাইছে। কুড়মুড় কইরা পড়লাম।
না কমেন্টাইলে ফয়েজ ভাই আবার মাইন্ড করে ;;;
এই কবিতাটা পড়ার পর সত্যিকার অর্থেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেসিল। এই জন্য তখন আর কিছু লিখিনাই। কিন্তু প্রিয়তে নিয়ে নিসিলাম তখনি।
গদ্য দিয়ে বিশ্বজয় করা যেতে পারে। কিন্তু মন জয় করার জন্য কবিতার মত তীব্র এবং সত্যিকার অনুভূতি বোধহয় আর কিছু নেই...
(সিরিয়াস কমেন্ট হয়া গেল মনে হয় 😕 )
সাতেও নাই, পাঁচেও নাই
কিরে ভাই, বিরিশিরি পাট্টি লেখার চাইর দিন পরে আইসা লাইন ধইরা কমেন্টাইতেছে ক্যান? কেস কি?
হো জা মাল হো দিতেছে না তো আবার? 😕
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কবি ঘুমিয়ে আছে,
ভালবাসার সাগরে ।
কবিতার শব্দেরা
কাঁদছে... হাসছে....
ডুবছে... ভাসছে...।
টলমলে জলে রূপালী ঝিলিক।
আজ নিশ্চয়ই পূর্ণিমা আকাশে;
নইলে জোয়ারে এত টান কেন ?
- বস আমার কিন্তু দোষ নাই-
আপনার কবিতাটা পড়ার পর কেন জানি আমার এই কটা লাইন আমায় বড্ড জ্বালাচ্ছিল।
তাই এখানে রেখে দিয়ে গেলাম।
অসাধারন লাগছে নীল হওয়ার কবিতাটি। :clap:
সৈয়দ সাফী
তোমার প্রোফাইল পিক তো পুরাই নীল দেখি,
😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, অসাধারন :hatsoff:
অনেকের এ প্রিয় পোস্ট এ এই নামটা পেয়ে খুলে দেখলাম।
এত দারুণ কবিতা অনেকদিন পর পড়লাম।
পুরায় উরাধুরা কবিতা হয়সে ভাইয়া। :boss: :boss: :boss:
খুব কি ক্ষতি হত রূঢ় এই পৃথিবীটার, কিংবা তোর-আমার,
যদি জীবনের শেষটাও ভাগ করে নিতাম তোর সাথে?
...হোত?
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
মুটিয়ে যাওয়া এই এখনকার সময়ে
অনেকটাই “নীল” আমি।
কিছুটা “নীল” কি তুইও? ভাল লাগেনা আর...
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
ভাই পুরা কবিতার (ব্লগের) সারাংশ এই ৪টা লাইন :clap: :clap: :clap: :boss: :boss:
প্রিয়তে যোগ করলাম(যদিও কবিতা সবসময় আমার এন্টেনার উপর দিয়ে যায় তারপরও ভালো লাগলো :thumbup: :thumbup: (সম্পাদিত)