নীল হয়ে আছি

(এটি কবিতা নয়, এটি ব্লগর ব্লগর)

কথা ছিল, শহরের সীমানা পেরিয়ে আরও কিছুটা পথ
আমরা এক সঙ্গেই যাব।
তোর বুকের নীল ওড়না
সিরাজউদ্দোলার পাগড়ীর মত মাথায় পেঁচিয়ে, দু হাত ছাড়িয়ে আবৃত্তি করব
“ভালবাসার রঙ যদি নীল হয়,
তবে হাজারো সাপের দংশনে,
সমুদ্র কিংবা আকাশের মত নীল হতে আমি রাজি আছি”।

দুই হাতে ছোট্ট তিন-তালি দিয়ে তুই বলবি,
“বেদনার রংটি যে নীল, বুঝলি হে হাদারাম”।

কতটা কাছে গেলে মনের রঙ চেনা যায়,
তুই তো জানিস, আর কেউ জানুক বা না-জানুক,
তোকে সেভাবে ছুয়ে দেখা হয়নি আমার।
যদিও একসাথে হেটেছি খানিকটা,
সোডিয়ামের ভুতুড়ে আলোয় গলে যাওয়া রাজপথ,
ট্রেনের সীটের নীচে লুকিয়ে রাখা মধ্যবিত্তের রুপালী ইলিশ,
ঝলসানো শপিং মলে, ক্লান্ত তরুনীর এলিয়ে পড়া মাথা
ক্লান্ত তরুনের কাধে।
বিকেলের বাদাম-ভাজা আর মতি ভাইয়ের রিক্সা ভাড়া থেকে শুরু করে
জীবনের সবকিছু ভাগাভাগি করব আমরা।
কথা ছিল।

আরও কিছুটা পথ কি যাওয়া যেত না একসাথে?
জীবনের আরও কিছু রঙ?
খুব কি ক্ষতি হত রূঢ় এই পৃথিবীটার, কিংবা তোর-আমার,
যদি জীবনের শেষটাও ভাগ করে নিতাম তোর সাথে?

“কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে?”

মুটিয়ে যাওয়া এই এখনকার সময়ে
অনেকটাই “নীল” আমি।
কিছুটা “নীল” কি তুইও?

৯,৬৩২ বার দেখা হয়েছে

৭০ টি মন্তব্য : “নীল হয়ে আছি”

  1. সাকেব (মকক) (৯৩-৯৯)

    বস,
    আবারো পাংখা :boss:
    আপনি আসলে মানুষ না... :hatsoff:

    পুনশ্চঃ নায়ক-নায়িকার মিলন দেখলে ভালো লাগে :shy:
    "কেননা মানুষ যদিও বিরহকামী,
    কিন্তু তার মিলনই মৌলিক"

    আমার আসলেই এই তরুণ-তরুণীর জন্য কষ্ট লাগতেসে...
    বস, এইভাবে কেমনে একদম কলিজারে ছুঁয়ে যান? :salute:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  2. মাহমুদ (১৯৯০-৯৬)
    মুটিয়ে যাওয়া এই এখনকার সময়ে
    অনেকটাই “নীল” আমি।

    বস, জটিল হইছে। :hatsoff:

    সরাসরি প্রিয়তে...... :gulli: :gulli: :gulli:


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    ফয়েজ ভাই, কেন যে এত কষ্ট দেন! 🙁 🙁

    আর এত বেশী ভাল লিখলে আমরা তো লজ্জায় পড়ে যাই! ভেবেছিলাম একটা প্রেমের গল্প লিখব, কিন্তু আপনার লেখা পড়ে নিজেরে নিয়া শরমিন্দায় পড়ে যাই!

    যাই হোক, আবারও পাঁচ তারা, আবারও প্রিয় পোস্ট...ইত্যাদি।

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আর আপ্নে কিনা সবসময় 'গ্রিন গ্রিন আপ আপ করেন...' 😛

    কোন কথা ছিল না...
    কোন চাওয়া পাওয়ার অবকাশও ছিল না...
    তারপরও কষ্ট পাই...
    কারন, তোকে ভালবাসব না-এমন মানসিক জোর আমার ছিল ছিল না...

    কি দিলাম...!!!!!!! B-) B-) B-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. আরও কিছুটা পথ কি যাওয়া যেত না একসাথে?
    জীবনের আরও কিছু রঙ?
    খুব কি ক্ষতি হত রূঢ় এই পৃথিবীটার, কিংবা তোর-আমার,
    যদি জীবনের শেষটাও ভাগ করে নিতাম তোর সাথে?

    এই সব লিখনা তো মন খারাপ হইয়া যায় :dreamy:

    অসাধারন হইছে ফয়েজ!

    জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ফয়েজ ভাই এইরকম আরো বেশি করে লেইখেন বস্
    নিজেরাতো ভালো/খারাপ কোনোটার সুযোগই পাইলামনা, অন্যদের মন খারাপই না হয় দেখি :dreamy:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  7. তাইফুর (৯২-৯৮)
    আরও কিছুটা পথ কি যাওয়া যেত না একসাথে?
    জীবনের আরও কিছু রঙ?
    খুব কি ক্ষতি হত রূঢ় এই পৃথিবীটার, কিংবা তোর-আমার,
    যদি জীবনের শেষটাও ভাগ করে নিতাম তোর সাথে?

    অসাধারণ কবিতা, বস। পড়তে পড়তে আমিও খানিকটা 'নীল' ... কেম্নে লেখেন এত সুন্দর ??


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  8. জিহাদ (৯৯-০৫)

    না কমেন্টাইলে ফয়েজ ভাই আবার মাইন্ড করে ;;;

    এই কবিতাটা পড়ার পর সত্যিকার অর্থেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেসিল। এই জন্য তখন আর কিছু লিখিনাই। কিন্তু প্রিয়তে নিয়ে নিসিলাম তখনি।

    গদ্য দিয়ে বিশ্বজয় করা যেতে পারে। কিন্তু মন জয় করার জন্য কবিতার মত তীব্র এবং সত্যিকার অনুভূতি বোধহয় আর কিছু নেই...

    (সিরিয়াস কমেন্ট হয়া গেল মনে হয় 😕 )


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  9. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    কবি ঘুমিয়ে আছে,
    ভালবাসার সাগরে ।
    কবিতার শব্দেরা
    কাঁদছে... হাসছে....
    ডুবছে... ভাসছে...।

    টলমলে জলে রূপালী ঝিলিক।
    আজ নিশ্চয়ই পূর্ণিমা আকাশে;
    নইলে জোয়ারে এত টান কেন ?

    - বস আমার কিন্তু দোষ নাই-
    আপনার কবিতাটা পড়ার পর কেন জানি আমার এই কটা লাইন আমায় বড্ড জ্বালাচ্ছিল।
    তাই এখানে রেখে দিয়ে গেলাম।

    অসাধারন লাগছে নীল হওয়ার কবিতাটি। :clap:


    সৈয়দ সাফী

    জবাব দিন
  10. মামুন (০০-০৬)

    আরও কিছুটা পথ কি যাওয়া যেত না একসাথে?
    জীবনের আরও কিছু রঙ?
    খুব কি ক্ষতি হত রূঢ় এই পৃথিবীটার, কিংবা তোর-আমার,
    যদি জীবনের শেষটাও ভাগ করে নিতাম তোর সাথে?

    ভাই পুরা কবিতার (ব্লগের) সারাংশ এই ৪টা লাইন :clap: :clap: :clap: :boss: :boss:
    প্রিয়তে যোগ করলাম(যদিও কবিতা সবসময় আমার এন্টেনার উপর দিয়ে যায় তারপরও ভালো লাগলো :thumbup: :thumbup: (সম্পাদিত)

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।