জাস্ট বৃক্ষ বন্দনা

ডিসক্লেইমার: এই গল্পের সকল চরিত্র :just: কাল্পনিক এবং সকল বৃক্ষই :just: কাল্পনিক বৃক্ষ। কেউ যদি বেশি জোশ নিয়া কারো সাথে কিছু মিলাইয়া ফেলেন তাইলে কিলাইয়া সেই ভুত ছাড়ানোর দায়িত্বও তার। আমি শুধু এই উপদেশটুকু বিলাইয়াই আপাতত ক্ষান্ত দিলাম‌‌‌‌‌‌‌‌‌।

এই দেশেতে দক্ষিণে এক বন ছিল
আর তাতে :just: বৃক্ষ- মানুষজন ছিল
তারই মাঝে একটা বিশাল গাছ ছিল
ছয়টা বছর ধইরা শুধু খাচ্ছিল। 😡

তার খাওনের ঠেলায় বাকি বৃক্ষতে
অর্ধাহারে রুপ নিলো দুর্ভিক্ষতে ~x(
রইলোনা আর উপায় কোন, শেষ ছাড়া
বৃক্ষ তখন হইলো তাহার দেশ ছাড়া। :chup:

বৃক্ষ এবার অন্য সবার মঙ্গলে
ফিরলো ঢাকায় এক বনানী জংগলে
সে জংগলে অনেক রকম ট্রেন্ড ছিল
দেখতে সিরাম মনকাড়া :just: ফ্রেন্ড ছিল। 😡

বৃক্ষ সেথায় অল্পদিনেই হিট হলো
ডজন খানেক তাহার তরে ফিট হলো
কেউবা তাকে বুকের ভেতর রাখতে চায়
বৃক্ষ কেবল :just: ফ্রেন্ডই থাক্তে চায়। ;;;

পল্টি দিয়া বেশতো ভালোই চলছিল
দুই পাশে :just: বান্ধবীদের দল ছিল
কিন্তু হঠাৎ হইলো এসব পর্ব নাশ
জনৈকা :just: ফ্রেন্ডে তাহার সর্বনাশ! :bash:

বৃক্ষ হঠাৎ মানুষ এবার হইতে চায়
:just: ফ্রেন্ডের হাতটা ধরে কইতে চায়
ছয়টা বছর হুদাহুদিই ঠকসি ক্যান?
তোমার জন্য আমার সকল অক্সিজেন! :boss:

তুমি যদি দাও ফিরাইয়া ছ্যাক খাপো
মনের দু:খে অল্প করে কেক খাপো
:just: ফ্রেন্ডও হয় ফিদা, কয়- ঠিক কথা!?
“ওলে আমার কিউটু মিউটু বৃক্ষটা! ! ” :shy:

জমলো খেলা; দুই জনেতে ভাব শুরু
বৃক্ষ হইলো স্বঘোষিত লাভ গুরু B-)
ভালোবাসার চাকরিতে হয় ফার্স্ট কামাই
মাস্ফ্যুরাতেই (মাস ফুরাতেই) বৃক্ষ হলো :just: জামাই! :guitar:

১৩,৬৯০ বার দেখা হয়েছে

১৪৭ টি মন্তব্য : “জাস্ট বৃক্ষ বন্দনা”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    আমার কাছে তোর অনেক খাওয়া পাওনা হইলো।
    যা খাইতে চাস তাই খাওয়ামু।

    পুররা মনের মতো হইছে, এক্কেরে 'বৃক্ষ নিধন' ।
    পাঁচ তারা।

    অনেকদিন ধইরা এমন কিছু চাইতেছিলাম।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    :(( :(( :(( :(( :(( :(( :(( :(( কামরুল ভাই নাহয় দুইদিন আগে আপনেরে উইশ করছি তার মানে কি এই যে আপনি জিহাদ আর মাহমুইদ্যা দুইটারে দিয়া আমার এমনে বাঁশ মারবেন?বস আপনে এই কাম করবেন জানলে আমি আপনের কথামত জন্মদিনের পুস্ট না হয় সরায় দিয়া দুইদিন পরেই দিতাম :(( :(( :(( :(( :(( :(( :((

    হায় রে, মান সম্মান ইজ্জত যা কামাইছিলাম এই এক ধাক্কাতেই চাপা খিরখিরা হয়া গেল :(( :(( :(( :(( :((

    অফ টপিক-জিহাদ,ভাল মন্দ যা খাইতে মঞ্চায় খায়া নে বুঝস ই তো দুই দিনের দুনিয়া... x-( x-( x-(

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    বৃক্ষ সেথায় অল্পদিনেই হিট হলো
    ডজন খানেক তাহার তরে ফিট হলো

    সুখ নাই রে পাগল সুখ নাই,আমি জিন্দেগিতেও মাইয়াগো কাছে বেইল পাই নাই,যা লিখছস পুরাই তোর মনের কল্পনা :((

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    অনেক কিছু কইতে চাইছিলাম, কিন্তু সাহসে কুলায় না, এমনিতেই বিয়ের আগে সবেমাত্র বিধব(বিধবার পুরুষ শব্দ আর কী) হইছি।
    অনটপিকঃ ছড়াটা জুস হইছে, প্লাস প্লাস প্লাস +++ :gulti:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  5. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    বিশেষ দ্রষ্টব্যঃ

    লেখক যেমন বলেছেন,এটি কবিতাই,বাস্তবের সাথে এর কোন মিল নাই।সুতরাং এই ঘটনার সাথে বাস্তবের কোন চরিত্রের মিল আকাশ কুসুম কল্পনা কইরা কেউ যুদি মজা লইবার চান বুইঝা শুইনা নিয়েন মামু-এক্কেরে এক্সারসাইজ কইরা তিন দিন না খায়া তারপর আপনার বাসায় গিয়া হাজির হমু খাইতে x-(

    জবাব দিন
  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    অফ টপিক- লুৎফর রহমান রিটন বা ওয়াবদুল গনি চন্দন না,আমার দেখা সেরা ছড়াকার জিহাদ।

    সামি হক ভাই,মাপ কইরা দিয়েন(সামি ভাই আবার রিটন স্যারের জামাই কিনা 😉 )

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    =)) =)) :khekz: :khekz: :pira: :pira:

    অসাধারন... :just: অসাধারন :hatsoff: :hatsoff:

    জিহাদ, যা খাইতে চাস... খালি আওয়াজ দিস :thumbup: :thumbup:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    রাইতে পইড়াই হাসতে হাসতে পিরা গেছিলাম তাই কমেন্ট করতাম পারিনাই :khekz: :khekz: অলমোস্ট মিরার মুখ থেইকা বাইচ্যা আইসা কমেন্ট করতাছি =)) =)) জিহাদ কি দিলিরে এইটা =))


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  9. নাজমুল (০২-০৮)
    জমলো খেলা; দুই জনেতে ভাব শুরু
    বৃক্ষ হইলো স্বঘোষিত লাভ গুরু

    x-( x-(
    তাহসিন মাসরুফ হোসেন মাসফি ভাই তো আমারে হেল্প করতে চাইলো আর বেচারার নামে এই কি শুরু হইলো 🙁
    তাহসিন মাসরুফ হোসেন মাসফি ভাই আজনাকনাকে আমার সাথে গুলশান ১ এ আমন্ত্রণ জানাইলাম আপ্নে গেলেন না KFC তে হাল্কা লাঞ্চ করতে পারতেন 🙂

    জবাব দিন
  10. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    সিলেটের মাল মুহিত আর বাজেট ঘোষণার দিন পাইলো না!!

    এইডা কি পিড়লাম!! আহ্ ............. জিহাদ :hatsoff:
    শেরাটনে এ কারণেই আইসক্রিম খাওয়াইছিলাম!!

    Zihad Tarafdar another 12 june coming slowly.. but the scenario will never be same.. Kacher manush gulo valo thakuk.. shob shomoy...

    কিন্তু ফেসবুকে এইডা কি জিহাদ? কারে কইতে চাও??


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  11. আহ্সান (৮৮-৯৪)

    ওরে আল্লারে... এইটা কি পড়লাম... :)) =)) :goragori: :khekz: :pira: :gulli2:

    জিহাদকে এই লেখার জন্য ব্লগের নোবেলের পাশাপাশি "দ্য জিহাদ" উপাধি দেয়ার জন্য জোর সুপারিশ করছি...

    খাওয়ানোর কথা কইলাম না...(তাইলে আবার প্রিন্টেড লিস্ট হইয়া যাইবো)...

    জবাব দিন
  12. আছিব (২০০০-২০০৬)

    আমার কাছে এখন পর্যন্ত জিহাদ ভাই এর এই ছড়াটাই এই ব্লগে বেস্ট লাগছে :boss: অনেক পরে পড়েও তারা দাগাইলাম 😀
    মাস্ফ্যু ভাই,তাইলে এই পোস্টের পরই জামাই হইছে :grr:

    জবাব দিন
  13. Pervez

    ভাইজানেরা আমি জানতে চাইতেছি যে,এই বৃক্ষ কি ঝিনাইদহ ক্যাডেট কলেজ নিয়ে লেখা????যাহাই হউক,,লেখা অসাধারন হইছে,,,
    :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))

    জবাব দিন
  14. কিবরিয়া (২০০৩-২০০৯)
    তুমি যদি দাও ফিরাইয়া ছ্যাক খাপো
    মনের দু:খে অল্প করে কেক খাপো

    তাইত বলি মাস্ফ্যু ভাই এত শুকায় গেছে কেন?? :grr: :grr:

    লিখা সিরাম। :just: :pira:


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  15. তানভীর (০২-০৮)

    এইটা মিস করছিলাম কেমনে !

    'বৃক্ষ সেথায় অল্পদিনেই হিট হলো
    ডজন খানেক তাহার তরে ফিট হলো

    আহা কাসানোভা মাস্ফু ভাই এর খবর এতো দিন পরে জানলাম ! :thumbup:
    জটিল পোস্ট জিহাদ ভাই ..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।