ডিসক্লেইমার: এই গল্পের সকল চরিত্র :just: কাল্পনিক এবং সকল বৃক্ষই :just: কাল্পনিক বৃক্ষ। কেউ যদি বেশি জোশ নিয়া কারো সাথে কিছু মিলাইয়া ফেলেন তাইলে কিলাইয়া সেই ভুত ছাড়ানোর দায়িত্বও তার। আমি শুধু এই উপদেশটুকু বিলাইয়াই আপাতত ক্ষান্ত দিলাম।
এই দেশেতে দক্ষিণে এক বন ছিল
আর তাতে :just: বৃক্ষ- মানুষজন ছিল
তারই মাঝে একটা বিশাল গাছ ছিল
ছয়টা বছর ধইরা শুধু খাচ্ছিল। 😡
তার খাওনের ঠেলায় বাকি বৃক্ষতে
অর্ধাহারে রুপ নিলো দুর্ভিক্ষতে ~x(
রইলোনা আর উপায় কোন, শেষ ছাড়া
বৃক্ষ তখন হইলো তাহার দেশ ছাড়া। :chup:
বৃক্ষ এবার অন্য সবার মঙ্গলে
ফিরলো ঢাকায় এক বনানী জংগলে
সে জংগলে অনেক রকম ট্রেন্ড ছিল
দেখতে সিরাম মনকাড়া :just: ফ্রেন্ড ছিল। 😡
বৃক্ষ সেথায় অল্পদিনেই হিট হলো
ডজন খানেক তাহার তরে ফিট হলো
কেউবা তাকে বুকের ভেতর রাখতে চায়
বৃক্ষ কেবল :just: ফ্রেন্ডই থাক্তে চায়। ;;;
পল্টি দিয়া বেশতো ভালোই চলছিল
দুই পাশে :just: বান্ধবীদের দল ছিল
কিন্তু হঠাৎ হইলো এসব পর্ব নাশ
জনৈকা :just: ফ্রেন্ডে তাহার সর্বনাশ! :bash:
বৃক্ষ হঠাৎ মানুষ এবার হইতে চায়
:just: ফ্রেন্ডের হাতটা ধরে কইতে চায়
ছয়টা বছর হুদাহুদিই ঠকসি ক্যান?
তোমার জন্য আমার সকল অক্সিজেন! :boss:
তুমি যদি দাও ফিরাইয়া ছ্যাক খাপো
মনের দু:খে অল্প করে কেক খাপো
:just: ফ্রেন্ডও হয় ফিদা, কয়- ঠিক কথা!?
“ওলে আমার কিউটু মিউটু বৃক্ষটা! ! ” :shy:
জমলো খেলা; দুই জনেতে ভাব শুরু
বৃক্ষ হইলো স্বঘোষিত লাভ গুরু B-)
ভালোবাসার চাকরিতে হয় ফার্স্ট কামাই
মাস্ফ্যুরাতেই (মাস ফুরাতেই) বৃক্ষ হলো :just: জামাই! :guitar:
অতি জটিল দোস্ত
:khekz: :khekz: :khekz:
=)) =)) =))
লা জবাব...।। :hatsoff: :hatsoff:
ওয়াও !!
=)) =)) =))
এই রকম একটা জটিল ঝাক্কাস অসাধারণ ঝিকিঝিকি পমপম লেখাতে ফার্স্ট হওয়ার মজাই আলাদা !!
:pira:
সেইরকম জোস হইছে দোস্ত।
তরে আমি কাঁচা খায়া ফালামু,লবন মরিচ ছাড়া।আর তোর গুরু জিহাদরে আমি শিক কাবাব বানাই খামু x-( x-(
হজম করতে পারবি...??? :no: :no:
:pira: :pira:
:just: কঠিন ...... :goragori: :goragori: :goragori: :pira: :pira: :pira:
x-( x-( কি কঠিন হইছে?কিমুন বড় ভাই আপনি এইদিকে আপনের মাস্ফ্যু বৃক্ষরে কামরুল ভাই জিহাদ আর মাহমুদ নামক দুই কাঠুরিয়া দিয়া কুটিকুটি কইর্যা কাইটা ফালাইতাছে আর আপনে গড়াগড়ি দিয়া হাসতাছেন x-( x-(
হ আসলেই ... তোমারে ভালো ছেলে পেয়ে সবাই তোমার পিছে লাগে ...... জটিল একটা পোস্ট দিয়া দাও তো এই ব্যপারে ......
আমার কাছে তোর অনেক খাওয়া পাওনা হইলো।
যা খাইতে চাস তাই খাওয়ামু।
পুররা মনের মতো হইছে, এক্কেরে 'বৃক্ষ নিধন' ।
পাঁচ তারা।
অনেকদিন ধইরা এমন কিছু চাইতেছিলাম।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি এইবার ঢাকা যাওয়ার আগে নির্দিষ্ট কিছু কমেন্ট প্রিন্ট কইরা নিয়া যাবো। পড়ে যাতে কেউ খাওয়ানো নিয়া তেড়িবেড়ি করতে না পারে।
আর তার মধ্যে আম্মাজান আমারে বলসে আমি নাকি দিন দিন খালি শুকায়া যাইতেসি :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
এখানে পরিকল্পনা করে বৃক্ষনিধন চলছে। জাতি এর বিচার চায়......... :gulli2: :gulli2: :gulli2:
হাসতে হাসতে কই গিয়া মারা যামু বুঝতাছিনা ... :khekz: :khekz:
জটিলেস্ট!
অ:ট: এতবার বৃক্ষ কথাটা না লিখলে হত না...আফটার অল, আমিও তো...
এডু স্যার, আমি কিন্তু ডিসক্লেইমার দিয়া দিসি আগেই :no: O:-)
সাতেও নাই, পাঁচেও নাই
=)) =)) =)) =)) =)) =))
:pira:
তোমার জন্য আমার সকল অক্সিজেন!
পারলে জিহাদরে সাহিত্যে নুবেল দিয়া দিতাম :boss: :boss: :boss:
আমিও। জিহাদের মতো ছড়াকার ... অনবদ্য।
ঐ :thumbup:
:(( :(( :(( :(( :(( :(( :(( :(( কামরুল ভাই নাহয় দুইদিন আগে আপনেরে উইশ করছি তার মানে কি এই যে আপনি জিহাদ আর মাহমুইদ্যা দুইটারে দিয়া আমার এমনে বাঁশ মারবেন?বস আপনে এই কাম করবেন জানলে আমি আপনের কথামত জন্মদিনের পুস্ট না হয় সরায় দিয়া দুইদিন পরেই দিতাম :(( :(( :(( :(( :(( :(( :((
হায় রে, মান সম্মান ইজ্জত যা কামাইছিলাম এই এক ধাক্কাতেই চাপা খিরখিরা হয়া গেল :(( :(( :(( :(( :((
অফ টপিক-জিহাদ,ভাল মন্দ যা খাইতে মঞ্চায় খায়া নে বুঝস ই তো দুই দিনের দুনিয়া... x-( x-( x-(
বৃক্ষ সেথায় অল্পদিনেই হিট হলো
ডজন খানেক তাহার তরে ফিট হলো
সুখ নাই রে পাগল সুখ নাই,আমি জিন্দেগিতেও মাইয়াগো কাছে বেইল পাই নাই,যা লিখছস পুরাই তোর মনের কল্পনা :((
তাই তো মনে হচ্ছে...... :guitar:
কি মনে হৈতেছে? :-/
তুই অতি ভদ্র ছেলে.........।। :khekz: :khekz:
ওরে আমারে ধর। আমি তো এইবার চেয়ার না, বিল্ডিং থেকে পিরা জামু। এইটা কি লিখলি রে?
অসাধারন। :boss: :boss:
জিহাদ, আমার পক্ষ থেকে যেই খানে খাইতে চাও বলো।
এই কমেন্টটারও প্রিন্টেড ভার্সন সংরক্ষণ করতেসি :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
আমার ইমি টা দিতি ভিলে গিছেলিম। :pira: :pira: :pira:
:khekz:
জিহাদ দারুন লিখছস দারুন 😀 মাস্ফু ভাইকে এত সুন্দর করে উপস্থাপন করার আর কোন উপায় মনে হয় ছিল না 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
অনেক কিছু কইতে চাইছিলাম, কিন্তু সাহসে কুলায় না, এমনিতেই বিয়ের আগে সবেমাত্র বিধব(বিধবার পুরুষ শব্দ আর কী) হইছি।
অনটপিকঃ ছড়াটা জুস হইছে, প্লাস প্লাস প্লাস +++ :gulti:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বিপত্নিক :-B
বিশেষ দ্রষ্টব্যঃ
লেখক যেমন বলেছেন,এটি কবিতাই,বাস্তবের সাথে এর কোন মিল নাই।সুতরাং এই ঘটনার সাথে বাস্তবের কোন চরিত্রের মিল আকাশ কুসুম কল্পনা কইরা কেউ যুদি মজা লইবার চান বুইঝা শুইনা নিয়েন মামু-এক্কেরে এক্সারসাইজ কইরা তিন দিন না খায়া তারপর আপনার বাসায় গিয়া হাজির হমু খাইতে x-(
ঠাকুর ঘরে কে রে...............
আমি কলা খাপো :((
ছোট মুখে আর বড় কথা কইলাম না 😛 😛
খুব খিয়াল কৈরা তাহমিনুল।তোর টুপির তলে চটির কাহিনী ফাঁস কইরা দিমু x-(
:khekz: :khekz: :khekz:
=)) =))
নাজমুইল্লা তোর কাহিনীও আমার জানা তুইও বেশি ফাল পাড়িস না কৈলাম x-(
:boss: :boss:
অফ টপিক- লুৎফর রহমান রিটন বা ওয়াবদুল গনি চন্দন না,আমার দেখা সেরা ছড়াকার জিহাদ।
সামি হক ভাই,মাপ কইরা দিয়েন(সামি ভাই আবার রিটন স্যারের জামাই কিনা 😉 )
ভাইরে,
এইটা কি লিখলি...?? আমি ৫ মিনিট হতভম্ব...।। অসাধারন।।
:salute: :salute: :salute: :salute:
=)) =))
অসাধারন। আমি আর কোন ভাষা পাচ্ছি না নিজের অনুভুতি প্রকাশ করার জন্য।
:just: :pira:
:clap:
:clap: :clap: :clap: :clap:
অসাধারণ... :thumbup: :thumbup: :thumbup:
বলগের তরফ থেইকা এই বছুরের 'নবিল পোরষ্কার' ডি :just: তরে দিয়ুনের ব্যবস্থা করন লাগব দেকতাচি...
x-( x-( ওই হালা তুই না আমার কলেজ+ব্যাচ+আর্মি মেট?তুইও বাঁশ দিতাছোস আমারে? x-( x-(
দুস্ত...ও....ও.....
:(( না...
আমি কি তোরে বাঁশ দিতে পারি???তুই আমার জিগরি দোস্ত... :hug: :hug: :hug: :hug: :hug:
রকিব পোলাডা এতো পেইন নিয়া লেখাডা লিকচে হেইডার জন্য অরে :just: একটু :clap: দিলাম...
তুই :(( না...
রকিব ভাই?? 😕
এইটা তো জিহাদ লিখেছিল বলে জানতাম। জাহিদ তোমাকে কইষা মাইনাস :thumbdown: :thumbdown:
ফ্রি ক্রেডিট।
জাহিদ ভাইকে প্লাস প্লাস প্লাস। :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কথা না বাড়ায়া চা নিয়া আয়।লাস্ট লেখাটা সুপার ডুপার হিট হইছে দেইখা তোর ভাব বাইড়া গেছে,চায়ের ব্যবসা বন্ধ করনের চিন্তা করতাছোস x-( x-(
পোলাটা পুরাই মাল । এক মাল আরেক মালের ছড়া লিখসে, ব্রাভো :clap: ।
:khekz: :khekz:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:khekz: :khekz: :pira: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbup: :thumbup: :thumbup:
এত মালামাল তো সামলানোই কষ্ট......।। :bash:
=)) =)) :khekz: :khekz: :pira: :pira:
অসাধারন... :just: অসাধারন :hatsoff: :hatsoff:
জিহাদ, যা খাইতে চাস... খালি আওয়াজ দিস :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
প্রিন্টেড কমেন্টের তালিকায় আপনেরটা তিন নাম্বারে আছে :tuski:
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাইদ্দ্যা
😡 😡 😡
আমারে না নিলে কইলাম খেলুম না x-( x-(
:(( :(( আমিও খাপোওওও :(( :((
জিহাদ... :just: :gulli2:
হালা বেঈমান,নিজের কলেজ মেট বাঁশ খাইতেছে সেইদিকে খিয়াল না কৈরা গুল্লি করতাছোস x-(
=)) =))
জিহাদ, ছড়া সিরকমের হইছে
বিয়াপক আনন্দ পাইলাম রে বাচ্চু। :thumbup:
আনন্দই আনন্দ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জিহাদ......ব্যাপক হইছে, ব্যাপক। =)) =)) =)) =))
আমার দিনের শুরুটাই দারুন হল তোমার এই গল্প (?) দিয়ে।
এক মাল আরেক মালকে নিয়ে গল্প লিখছে। :khekz: :khekz:
:pira: :pira: :pira:
তানভীর ভাই, আসল মালে আজম হৈলেন আপনে x-(
রাইতে পইড়াই হাসতে হাসতে পিরা গেছিলাম তাই কমেন্ট করতাম পারিনাই :khekz: :khekz: অলমোস্ট মিরার মুখ থেইকা বাইচ্যা আইসা কমেন্ট করতাছি =)) =)) জিহাদ কি দিলিরে এইটা =))
সংসারে প্রবল বৈরাগ্য!
:hatsoff: :hatsoff: :hatsoff:
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz:
:hatsoff: :hatsoff: :hatsoff: ..............
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
চরম মামা...
=)) =)) =)) =)) =)) =))
“ওলে আমার কিউটু মিউটু বৃক্ষটা! ! ”
:khekz: :khekz: :khekz: :just: :pira:
x-( ওই মিয়া হাসেন ক্যান? x-(
ঠিক বুঝলাম না, সিলেট কেন ট্যাগ করা? তবে জিহাদকে ব্লগেল (নোবেলের সিসিবীয় সংস্করণ) দেয়ার আবেদেন জানাচ্ছি 🙂
সিলেট ট্যাগ করা হইসে কারণ এই জিনিস আমার স্বতস্ফূর্ত মনোভাব বিকাশের ফসল না। সিলেটের কামরুল ভাইয়ের স্পেসিফিক্যাশন অনুযায়ী প্রস্তুত করা হইসে 😛
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz:
শুধু এই লাইনটার জন্যে তোর আলাদা একটা গিফট পাওনা রইলো। :clap: :clap:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আসলেই জটিল :thumbup: :thumbup:
জিহাদ ভাই এইডা কি দিলেন??!! পুরা :just: ফাটাইয়া ফালাইসেন দেখি :clap: আপনার এই প্রতিভা কলেজে থাকতে কই ছিলো ? :just: :just: চরম হইসে... :boss: :clap: 😉 😉
ফাহাদ, তুমি ভুল করতেসো!
আমি কুমিল্লার জিহাদ না, মির্জাপুর এর ! 😀
সাতেও নাই, পাঁচেও নাই
😀
=))
ফাহাদ সব ভাইরেই কি কুমিল্লা মনে হয়?? 😕
ব্লগে লিখা দে তাড়াতাড়ি x-(
:)) :))
x-( x-( কিরে,দুধের বাচ্চাগুলাও এই দলে আইসা যোগ দিছে? x-( x-(
x-( x-(
তাহসিন মাসরুফ হোসেন মাসফি ভাই তো আমারে হেল্প করতে চাইলো আর বেচারার নামে এই কি শুরু হইলো 🙁
তাহসিন মাসরুফ হোসেন মাসফি ভাই আজনাকনাকে আমার সাথে গুলশান ১ এ আমন্ত্রণ জানাইলাম আপ্নে গেলেন না KFC তে হাল্কা লাঞ্চ করতে পারতেন 🙂
ওই আজনাকনা কি রে?
আজকে আপনাকে 🙁
😮 ~x( ~x( ~x(
আজকে আপনাকে
x-( কই কে এফ স্যার কথা কখন কইছোস?তোরে আমি এক্কেরে শুলে চড়ামু x-(
সিলেটের মাল মুহিত আর বাজেট ঘোষণার দিন পাইলো না!!
এইডা কি পিড়লাম!! আহ্ ............. জিহাদ :hatsoff:
শেরাটনে এ কারণেই আইসক্রিম খাওয়াইছিলাম!!
কিন্তু ফেসবুকে এইডা কি জিহাদ? কারে কইতে চাও??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কারে খাওয়াইসিলেন? 😮
সাতেও নাই, পাঁচেও নাই
=)) =)) =)) =))
=)) =))
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
এইটারে প্রিয়তে না নিলে বিরাট অন্যায় হইয়া যাইবো! অ-সা-ধা-র-ণ লেখা!! আমি বহুদিন বহুদিন এমন চমৎকার লেখা পড়ি নাই!
সুপার্ব জিহাদ! :clap: :clap:
x-( x-( x-( মিয়া নিজে গাছ হয়া আপনে অন্য গাছের নিধনে তাল দিতাছেন।বর্ষাকালে আপনের ডালে ঠাডা পড়ুক x-(
অনেক দেরীতে হলেও যাক চোখে পড়েছে।
জিহাদ, উপরে সবাইতো সব বলে দিলো, আমি নতুন করে কি লিখব?
আসলেই :just: :thumbup:
এইটা একটা অসাধারণ ছড়া। আমি মিস করে ফেলছি কেমনে কেমনে। জাস্ট সিরাম।
😡 😡 :bash: :bash: ওরে না রে না তপু ভাইও :(( :(( :((
ওরে আল্লারে... এইটা কি পড়লাম... :)) =)) :goragori: :khekz: :pira: :gulli2:
জিহাদকে এই লেখার জন্য ব্লগের নোবেলের পাশাপাশি "দ্য জিহাদ" উপাধি দেয়ার জন্য জোর সুপারিশ করছি...
খাওয়ানোর কথা কইলাম না...(তাইলে আবার প্রিন্টেড লিস্ট হইয়া যাইবো)...
ভাইয়া আমারে একটা থ্যঙ্কস দেন আমি কমেন্ট করলাম দেখেই মনে হয় আপনি এই পুরান লেখাটা পড়তে পারলেন।
হ্যা...ঠিক...
থ্যাঙ্কস...
আর তপু ভাইয়া, আমার থ্যাঙ্কস টা? 😛
ঠিক ঠিক আপনি না কমেন্টাইলে আমার ও পড়া হইত না।
😀
x-( আহসান ভাই,এর সাথে কিন্তু আপনের স্নেহধন্য মাস্ফ্যুকে মিলানোর চেষ্টা করবেন না-এইটা :just: কল্পনা,তাইনা দিহানাপ্পু?
আবার জিগস্ 😀
:shy: :shy: :shy: :shy: :shy:
মাস্ফু,
মিলানোর চেষ্টা তখনই করা হয়, যখন ব্যাপারটা "হইলেও হইতে পারে" টাইপের থাকে...
কিন্তু নিশ্চিত কোন ব্যাপার সম্পর্কে মিলানোর জন্য আর কিইবা বাকী থাকে?
ভাই রে,কোন কিছুই নিশ্চিত না-আমার তো ৬ মাস ও হয়নাই, এই আজকেই একজনের বিয়ে ছিল যে ৯ বছর ধরে প্রেম করছে আরেকজনের সাথে 🙁 তারপর শাঁসালো দেখে প্রবাস ফেরত পাত্রের গলায় ঝুলে পড়ছে।
বড় গলায় কিচ্ছু বলার সাহস নাই আমার 🙁
এইটা অবশ্য নতুন কিছুনা...
এক্ষেত্রে আমি তোমাকে ইংরেজী সেই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই...
"If U love someone, set her/him free. If she/he returns to U, she is yours. If she/he doesn't, she/he was never yours..."
সুতরাং,এখানেও টেনশন নিওনা...
জন্যঃ she is yours.
পড়ুনঃ she/he is yours.
মাস্ফু,
দিহান ভাবী তোমারে মুখে সান্ত্বনা দিলেও আমি জানি উনি নিজেও শিওর যে কবিতায় কাকে নিয়ে কিংবা কি বলা হয়েছে...
আহসান ভাইয়া, ভাল ভাল, আপনি দেখি, ভাবি-দেবর ঝগড়া লাগাবার ধান্দায় আছেন !!! :grr:
আপনি কি তাইলে কইবার চান যে কবিতার নায়ক ক্যাঠা তা আপনি বুইঝাও বুঝেন নাই????
😮 উম ... :grr:
মাস্ফু ভাইয়া, তুমি লজ্জা ও পাও?
আমিতো খালি তোমার ক্রন্দনরত চেহারা আর রাগান্বিত চেহারা ই দেখি। 😛
:shy: :shy: :shy: কি যে বলেন দিহান ভাবীপ্পু :shy: :shy: :shy:
:khekz: :khekz: :khekz: :khekz: =)) =))
Life is Mad.
:hatsoff: :hatsoff: :hatsoff:
এই ছড়াটা পড়লেই মন ভালো হয়ে যায়... মাঝে মাঝেই ঘুরে ফিরে এখানে আসি
আহা বেচারা মাস্ফ্যু...
আপনার উসিলায় আমিও বহুদ্দিন পরে পড়লাম। 😀
কামরুল ভাই এখনো আমার পেমেন্ট ক্লিয়ার করেনাই সেইটাও আজকে মনে পড়ে গেল :grr: আর যারা যারা খাওয়াইতে চাইসেন তারাও কিছু খাওয়ায়নাই। x-(
সাতেও নাই, পাঁচেও নাই
ব্যাপার না জিহাদ... একদিন শুধু অফিসের সামনে আইসা আওয়াজ দিও কি খাইতে চাও... কবে আসবা?
:(( :(( :(( এইগুলা ঠিক না বস,আপনে মুরুব্বি হয়া আমারে এমনে বাঁশ দেন...
আমি আগেই সন্দেহ করসিলাম, মাস্ফ্যু এই কোবতে কড়া নজরদারীতে রাখবে...
আমার কাছে এখন পর্যন্ত জিহাদ ভাই এর এই ছড়াটাই এই ব্লগে বেস্ট লাগছে :boss: অনেক পরে পড়েও তারা দাগাইলাম 😀
মাস্ফ্যু ভাই,তাইলে এই পোস্টের পরই জামাই হইছে :grr:
এইডা কি হইল??? :clap: :clap: =)) =)) :)) :)) :tuski: :tuski: :awesome: :awesome: :goragori: :goragori: :khekz: :khekz:
কপাল রে...ঘুইরা ফিরা এইডাই আবার চউক্ষে পড়লো :((
নিজের টি আর পি বাড়ানোর ধান্দায় আছোস মনে হচ্ছে... :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz: :khekz: :khekz:
চলো বহুদুর.........
ভাইজানেরা আমি জানতে চাইতেছি যে,এই বৃক্ষ কি ঝিনাইদহ ক্যাডেট কলেজ নিয়ে লেখা????যাহাই হউক,,লেখা অসাধারন হইছে,,,
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
:khekz: :khekz: :khekz: সুপারররররর...
রঞ্জনা আমি আর আসবো না...
তাইত বলি মাস্ফ্যু ভাই এত শুকায় গেছে কেন?? :grr: :grr:
লিখা সিরাম। :just: :pira:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
শালা,এই পোস্ট এতদিন পর জীবিত করার মানে কি? x-(
আরে এই পোস্ট এ্যাদ্দিন পর আমার চোখে পড়লো!
সাধু সাধু! :just: ফাটাফাটি
তা এই :just: বৃক্ষের :just: ফ্রেন্ড্-এর কাহিনী আমরা শুনিনা ক্যান আর?
x-( আপনের ডাক্তারসাব আপনেরে কি জানি প্রশ্ন করছিলো ওইটার উত্তর নিয়া বিজি হয়া যান,কাহিনী শুনার কুনো দর্কার্নাই। x-( (সম্পাদিত)
ওইটার উত্তর তো আমি জানিই! 😀
কাহিনীর কথায় খেপলা কেন?
আমি তো ডিসক্লেইমার দেইখা ভাবলাম সকল চরিত্রই :just: কাল্পনিক।
😀
~x( ~x( :bash: :bash: :((
মন্তব্য করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ!
বহুদিন পর আবার পইড়া গেলাম 😀
সাতেও নাই, পাঁচেও নাই
আমি আগে এইটা মিস করে গেছিলাম। এইবারে পইড়া জিহাদের ধন্যবাদ নিয়া গেলাম।
তবে আমার প্রস্তাব এই পোস্ট তারপরে "ইসসিরে" এর মত মহান পোস্ট গুলোকে আর্কাইভ করে দেওয়া হোক। যাতে কেউ মিস করে গেলেও পরে পড়ে নিতে পারে।
আর হ্যা আমি দেশে আইলে জিহাদ আমার থেকে একবার খাইয়া নিস।
x-( কই থিকা এইডা খুঁইড়া বাইর করলেন?
এইটা মিস করছিলাম কেমনে !
আহা কাসানোভা মাস্ফু ভাই এর খবর এতো দিন পরে জানলাম ! :thumbup:
জটিল পোস্ট জিহাদ ভাই ..
কোর্সে থাইকা এই জিনিস মিস কর্ছি :((
তয় এইটা কালজয়ী পিউর এন্টার্টেইনমেন্ট =))
:just: :pira:
এই ব্লগ টা কেমনে মিস করলাম =)) । অসাধারণ জিহাদ ভাই। :just: :pira:
মাসরুফ ভাই, :just: জামাই। :goragori:
:just: পাংখা।
:pira2:
এই লেভেলের ছড়া জীবনেও পড়ি নাই! জিহাদ ভাই, ক্যামনে পারেন??
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
:just: :just: :just: :just: :just: :just: :just: :just: :just: :just: :just: :just: :just: :just: :just: :just: :just: :just: :just: :just: :just: :just: হইসে
:just: :awesome:
পুরাদস্তুর বাঙ্গাল