টাকা হায় টাকা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
মানুষেরই ঘামে ভেঁজা টাকা হায় টাকা
কেউ চাল বেঁচে তা দিয়ে শোধ করে দেনা,
কেউ নেশার আগ্রাসনে বেচে দেয় সোনা।।
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
কেউ মদ বেচে নুন কেনে কেউ প্রেমে মশগুল
কারো শেষ সম্পকর্ ভুল সবই ভুল
কেউ আবার জাল ফেলে করে জালিয়াতি
হাজার কোটি লুটে নিয়ে কেউ দেখায় কেরামতি
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
কেউ নিজের সহোদরে করে টাকার জন্য বিবাদ
কোথা বর কনের জীবন জুড়ে যৌতুকেরই গ্রাস
টাকার জন্য কত শত মানুষ সাজে অমানুষ
কারো কাছে অথর্ কড়ি দিবালোকের ফানুস
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
বাপ্পী খান
বিস্তারিত»