রবীন্দ্রনাথের তের-চৌদ্দ বছরের বালাই আমি এক_
যন্ত্রণায় আমার দিন যায়;
আর আমি বেড়ে হই,
সুকান্তের আঠারো বছর বয়সের তরুণ;
যাদের তাজা তাজা প্রাণে এক অসহ্য যন্ত্রণা।
দুঃসাহসী, প্রখর, তীব্রচঞ্চল প্রাণ আমার_
আমি জানি নাকো কাঁদা,
আমি মানি নাকো কোন বাধা,
আমি ভালবাসতে জানি;
আমি এক সুশিক্ষিত, বিবেকবান মানব সন্তান,
আমি একজন ক্যাডেট।
-সমাপ্ত-
অনেকদিন আগে সিসিবি-তে স্মৃতিকথা বিভাগে প্রকাশিত, একটি লেখার অংশবিশেষ। কবিতাটা আলাদাভাবে পোষ্ট দেওয়ার ইচ্ছা আজ পূরণ করলাম।
আগেরটার লিংক – http://www.cadetcollegeblog.com/sadat-kamal/37705
:clap:
ভালো লাগলো, ভাই।
ধন্যবাদ মোজাহার ।
ভালো থাকা অনেক সহজ।
কবিতাটা পড়ে মনে হলো যেন কাঙ্খিত চিত্রটি পুরোপুরি উঠে আসেনি কবিতায়।
"আমি মানি নাকো কোন বাঁধা" - এখানে বাঁধা>বাধা হবে।
ধন্যবাদ, খায়রুল আহসান ভাই।
"বাধা" ঠিক করে দিয়েছি।
"কাঙ্খিত চিত্রটি পুরোপুরি উঠে আসেনি কবিতায়" --- এক মত আমি।
বিষয়টি জটিল। তারপরও, আমার ক্ষুদ্র চেষ্টা দিয়ে যে টুকু পেরেছি।
ভালো থাকা অনেক সহজ।
:clap: :clap: :clap:
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ, পারভেজ ভাই।
:hatsoff:
ভালো থাকা অনেক সহজ।