যে-সে

Song: যে-সে
Band: The Q
Lyrics: Bappy khan
Tune: Reshad Mahmood
Release/Album: 1994/ জন্ম
Label: Mars/বেতার জগত

যে হৃদয় ভেঙ্গে গেছে ,
তাকে কেন হাসতে বলো?
যে ছবি গিয়েছে মুছে ,
তাকে কেন আঁকতে বলো ?
যে স্বপন অলীক স্বপন,
তাকে কেন মিছে তুমি খুঁজতে থাকো?
যে আছে তোমার কাছে,
তারে প্রণাম করো।

বিস্তারিত»

দুইটা লিরিক

[ফেসবুক মেমরি থেকে পেলাম। গত দশকের গোড়ার দিকের লেখা। গান হবে এরকম চিন্তা ছিল। হয়নি। ঘনিষ্ঠ এই ব্লগে আনকাট ভার্সনটা টুকে রাখা থাক।]

#
শ্যাওলা জমেছিল বুঝি
তোমার মনের পুকুরে,
ভিজতে ইচ্ছে করেছিল
তাই অন্য শ্রাবণ দুপুরে।

দেয়াল পাশের বাতায়নে
কাঁদতে যখন অঝোরে
ভাবনা জমাট বাঁধা ছিল
অন্য কারো আদরে।

খেয়াল খুশীর ইচ্ছে মত
আমায় কেন জড়ালে?

বিস্তারিত»

সেইন্টমার্টিন ভ্রমণের কথা গুলো

আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশের সবচেয়ে সুন্দর দৃশ্যটি কোথায় দেখেছেন? আমি বাংলাদেশের সর্বদক্ষিণের এক খণ্ড দ্বীপ, যার নাম সেন্ট  মার্টিন, এর নামটা বলতে আর এক মুহূর্ত ভাববো না। সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি মূলভূখন্ডের সর্ব দক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত, যার আকার মাত্র  ১৭ বর্গ কিলোমিটার। স্থানীয় ভাষায় সেন্টমার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়।

বিস্তারিত»

কেমন করে পারো তুমি?

কেমন করে পারো তুমি?

আজকে দিনের এই অবেলায়
কত কিছু ঘটে গেলো,
ভাষায় প্রকাশ করতে গিয়ে
নেত্র খানি ঝাপসা হলো।

দিন তারিখের বালাই ছেড়ে
মূল্য কতো আসবে বলো,
প্রতিহিংসার দেয়াল ভেঙ্গে
সামনে এবার এগিয়ে চলো।
পাপ পূন্যের শ্যাওলা জমা
সম্পর্কের হিসাব তোলো।

আসল খানি বেঁচে দেয়া
হালজামানা চলে এলো,
সুদটা বুঝে নিতে এখন
বুক-কাঁপে-কি এলোমেলো?

বিস্তারিত»

ইচ্ছের পালক

ইচ্ছের পালক
ব্যান্ড: ফিলিংস (নগরবাউল)
কথাঃ বাপ্পী খান
সুর: মাহফুজ আনাম জেমস
অ্যালবাম: জেল থেকে বলছি
লেবেল: সারগাম

ইচ্ছের পালক দিয়ে লিখেছি নতুন ঠিকানা,
সেই পালক গুলো উড়ি দিলাম অজানায়
আহা! আহা!

শ্রাবনের বৃষ্টি কনায় মুছে যায় রাজপথ,
আকাশের কান্নাগুলো বড় অশ্রুময়,
আমি বসে আছি একা, নিঃসঙ্গতায়
আহা!আহা!

বিকেলের রৌদ্র-ছায়া কানে কানে বলে যায়
জীবনের স্বপ্নগুলো বড় গীতিময়
আমি হয়ে গেছি একা,

বিস্তারিত»

মনোক্ষুন্ন মন

মনোক্ষুন্ন মন

লজ্জা এখন হয়না লজ্জিত,
সব কিছু আজ অতি রঞ্জিত।
সত্য এখন আঁটকে গেছে ফাঁসে,
মিথ্যা এখন তুমুল প্রকাশ্যে।

সঠিক ভাষন পেটের মধ্যে পচে,
অসহায়ের দুঃখ নাহি ঘোচে।
হাসি এখন তাপদাহে ভাসে,
কান্না এখন চিৎকার করে হাসে।

শিয়ালের ঘরে মুরগি হচ্ছে জমা,
মহাকাল কি করবে মোদের ক্ষমা?
অসভ্যতা মিলছে অনায়াসে,

বিস্তারিত»

২১ (বিশ্ব মাতৃভাষা দিবস)

২১ (বিশ্ব মাতৃভাষা দিবস)
শিল্পী: বাপ্পী খান, মেহেদী, অংশু, তরুণ, দূরে ও সুমন।
কথা: বাপ্পী খান
সুর: নিয়াজ আহমেদ অংশু
সঙ্গীত: বাপ্পী খান-নিয়াজ আহমেদ অংশু-টিটো
লেবেল: সাউন্ডটেক

গর্বে আমার হৃদয় হাসে,
সুখের জোয়ার অশ্রুজলে।
বাংলা আমার মায়ের ভাষা,
বিশ্বজনীন মাতৃভাষা।
উল্লাসে আজ আকাশ কাঁপে,
দোয়েল পাখির গানে।
আমরি বাংলা ভাষা,
চেনে বিশ্বের সবখানে।

বিস্তারিত»

কথা হলো না

কথা হলো না।

তোমাকে-যে “ভালবাসি” বলা হলো না,
রাগ আর অনুরাগ বোঝা গেল না।
মান আর অভিমান শেষ হলো না,
আজ আর আমাদের কথা হলো না।

মেঘগুলি বুকে জমে হলো দূরাশা,
আশা গুলো রয়ে গেল হয়ে নিরাশা।
পথহারা পথিকের নেই-আজ-ঠিকানা,
আজ আর আমাদের কথা হলো না।

প্রখর রোদের দিনে হলে নাতো ছায়া,
মমতায় এলোমেলো প্রেমের মায়া।

বিস্তারিত»

স্বাগতম 2023

স্বাগতম 2023
——————-
নতুন আসবে।
আসুক।
তাকে আসতে দাও।
আসতে দিতেই হবে।
নতুবা তুমি নিজেই পুরানো হয়ে যাবে।
পিছিয়ে থাকবে অতীতের আস্তাকুঁড়ে।
তাই বলে পুরানোকে ফেলে দেয়া যায় না।
ফেলে দেয়া ঠিক না।
অতীতের ভালো থেকে দীক্ষা নিতে হয়।
মন্দ থেকে নিতে হয় শিক্ষা।
সুখ থেকে নিতে হয় দুঃখের সম্ভাব্যতার পাঠ।
দুঃখ থেকে পেতে হয় আশু আনন্দের মন্ত্রনা।

বিস্তারিত»

তখনও জানতে বাকি

তখনও জানতে বাকি

কথাঃ বাপ্পী খান

সুর-সংগীতঃ আইয়ুব বাচ্চু

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

এবি কিচেন স্টুডিও ভার্শন

 

তখনও জানতে বাকি, তুমি আর আমি,

কার চেয়ে কে বেশী, কাকে ভালবাসি?

এখন আর তখনের জীবনসীমায়,

তোমার ছলনাগুলো এখনো কাঁদায়।।

তখনও জানতে বাকি, তুমি আর আমি,

কার চেয়ে কে বেশী,

বিস্তারিত»

বালিশিরা রিসোর্টঃ শ্রীমঙ্গল এর ভ্রমণ কাহিনী

বেশ কিছুদিন যাবত ইচ্ছা হচ্ছিল সিলেট ঘুরতে যাওয়ার । কিন্তু দুঃখের ব্যপার হল, যখন আমি ছুটি পেলাম তখন শুরু হলো মহা বন্যা।বন্যার্ত সিলেট এরকম সময়  আমার পর্যটক হিসেবে যাওয়াটা মোটেও শোভনীয় দেখাবে না। তারপর বন্যা শেষ হবার পর শুরু হল আমার জ্বর। ট্রেনের টিকেট কাটা ছিল। কিন্তু যেতে পারি নাই।

অবশেষে পরের সপ্তাহে ট্রেনের টিকেট কাটলাম তবে সিলেট না, শ্রীমঙ্গল ঘুরার জন্য। কারণ ইতিমধ্যে আমার ছুটি প্রায় শেষের পথে।

বিস্তারিত»

আমার প্রেমের এক জোনাকি…

আমার প্রেমের এক জোনাকি…

তুমি এলে অবেলাতেও
জোনাক্ জ্বলে মাঝ দুপুরে,
অমানিষা আইলা রাতেও
চাঁদ দেখা যায় পূণির্মাতে।
তোমার সাথে থাকলে আমি
পরিপূর্ণ বেঁচে থাকি,
মিথ্যা নামের ভণ্ডামীতে
যোজন যোজন দূরে থাকি।।
আমার প্রেমের এক জোনাকি…

আমি আছি ভিন্ন গ্রহে
তবু তোমার আপত্তি নেই,
শুধু তোমার একটাই চাওয়া
আবার যেন পালিয়ে না যাই।

বিস্তারিত»

বাতাসের কাছে পরাজিত ইচ্ছা

বাতাসের কাছে পরাজিত ইচ্ছা_____

কি দারুণ বইছে হাওয়া এই নিশি প্রান্তরে,
এক্ষুনি নামলো বৃষ্টি বাতাসের তোড় জোড়ে।

সাথে নিয়ে যাবার জন্য বাতাসকে বললাম,
দেশান্তরী মেঘের কাছে অক্ষমতা শুনলাম।

আমরা মানুষ যে যার মত মানচিত্রে বন্দী,
বাইরে যেতে চাইলে লাগে শত অনুমতি।

বাতাস বলে তারাই ভাল স্বেচ্ছাতে ঘুড়ে-বেরায়,
কাষ্টমস আর পাসপোর্টের প্রয়োজন নাহি হয়।

বিস্তারিত»

ইচ্ছে নামের দৈত্যটাকে

ইচ্ছা নামের দৈত্যটাকে ……!!!!!!!!

ইচ্ছে হলেই পেতে হবে এই কথাটা কে বলেছে?
শ্রাবন মাসেই বৃষ্টি হবে এটাই বলো কে মেনেছে?
হৃদয় যদি পাখী হতো আমি তবে হতাম-টা কি?
মগজ যদি এতই ব্যস্ত কিসের এত জানাজানি?
তাই ইচ্ছা নামের দৈত্যটাকে সামলে রেখে চলো,
নতুবা কিন্তু সাজানো বাগান হতে পারে এলোমেলো।।

ইচ্ছে হলেই করতে হবে এমন কাজ কয়টা আছে?

বিস্তারিত»

গ্রহান্তরী ভালবাসা

গ্রহান্তরী ভালবাসা
—————
শিল্পী: রেশাদ
কথাঃ বাপ্পী খান
সুর-সংগীতঃ মাহফুজ আনাম জেমস
অ্যালবামঃ গ্রহান্তরী ভালবাসা (১৯৯১-৯২)
লেভেল: সারগাম
————————————
কোন এক রাতে
আমার স্বপ্নের উঠোনে
হঠাৎ আগমনে এক নভোচারীনি,
গ্রহান্তরী ভালবাসা।
অহঃরহঃ মেলামেশা
বৃষ্টির মত মাঝেমাঝে
জীবনের কাছে কিছু পাওয়া।
গ্রহান্তরী ভালবাসা।

কোমল আলিংগনে জড়িয়ে আমাকে
উড়িয়ে নিয়ে গেল এক স্বপ্নের দেশে।।

বিস্তারিত»