কথা হলো না

কথা হলো না।

তোমাকে-যে “ভালবাসি” বলা হলো না,
রাগ আর অনুরাগ বোঝা গেল না।
মান আর অভিমান শেষ হলো না,
আজ আর আমাদের কথা হলো না।

মেঘগুলি বুকে জমে হলো দূরাশা,
আশা গুলো রয়ে গেল হয়ে নিরাশা।
পথহারা পথিকের নেই-আজ-ঠিকানা,
আজ আর আমাদের কথা হলো না।

প্রখর রোদের দিনে হলে নাতো ছায়া,
মমতায় এলোমেলো প্রেমের মায়া।
নদী আর সাগরের দেখা হলো না,
আজ আর আমাদের কথা হলো না।

©️ বাপ্পী খান
বেইলি রোড। ঢাকা।

৪২৯ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “কথা হলো না”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।