টাকা হায় টাকা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

টাকা হায় টাকা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
মানুষেরই ঘামে ভেঁজা টাকা হায় টাকা
কেউ চাল বেঁচে তা দিয়ে শোধ করে দেনা,
কেউ নেশার আগ্রাসনে বেচে দেয় সোনা।।
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা

কেউ মদ বেচে নুন কেনে কেউ প্রেমে মশগুল
কারো শেষ সম্পকর্ ভুল সবই ভুল
কেউ আবার জাল ফেলে করে জালিয়াতি
হাজার কোটি লুটে নিয়ে কেউ দেখায় কেরামতি
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা

কেউ নিজের সহোদরে করে টাকার জন্য বিবাদ
কোথা বর কনের জীবন জুড়ে যৌতুকেরই গ্রাস
টাকার জন্য কত শত মানুষ সাজে অমানুষ
কারো কাছে অথর্ কড়ি দিবালোকের ফানুস
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা

বাপ্পী খান

৮৫৯ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “টাকা হায় টাকা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!”

  1. সাইদুল (৭৬-৮২)

    থিম ভালো l লেখাও ভালো l

    তুমি বোধ হয় কুরে কুরে লিখতে চেয়েছিলে হয়েছে কুড়ে কুড়ে লেখুব গুরুত্বপূর্ণ একটি শব্দের ভুল বানান ভালো লাগে না


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।