টাকা হায় টাকা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
মানুষেরই ঘামে ভেঁজা টাকা হায় টাকা
কেউ চাল বেঁচে তা দিয়ে শোধ করে দেনা,
কেউ নেশার আগ্রাসনে বেচে দেয় সোনা।।
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
কেউ মদ বেচে নুন কেনে কেউ প্রেমে মশগুল
কারো শেষ সম্পকর্ ভুল সবই ভুল
কেউ আবার জাল ফেলে করে জালিয়াতি
হাজার কোটি লুটে নিয়ে কেউ দেখায় কেরামতি
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
কেউ নিজের সহোদরে করে টাকার জন্য বিবাদ
কোথা বর কনের জীবন জুড়ে যৌতুকেরই গ্রাস
টাকার জন্য কত শত মানুষ সাজে অমানুষ
কারো কাছে অথর্ কড়ি দিবালোকের ফানুস
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
কুরেকুরে খেয়ে ফেলে মানুষেরই মাথা
বাপ্পী খান
টাকা!!!
থাকলেও বিপদ, না থাকলেও......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
Correct
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
থিম ভালো l লেখাও ভালো l
তুমি বোধ হয় কুরে কুরে লিখতে চেয়েছিলে হয়েছে কুড়ে কুড়ে লেখুব গুরুত্বপূর্ণ একটি শব্দের ভুল বানান ভালো লাগে না
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
Thanks for your concern
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
raaপ হতে পারে জটিল।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
Thanks
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan
ট্যাকা মাটি, মাটি ট্যাকা।
না থাকিলে ঠ্যাটা, থাকিলে ব্যাটা।
🙂
Thanks
Ex Cadet: Mustafiz/SB330/7th Batch/BCC(SSC1988) Bappy Khan