১
– মানা করি এতো, তবু করো ফোন,
বলেছি তো বাগদত্তা!
– বাক্যের আর জোর কত বলো
দিয়েছি যখন সত্বা
২
আমি তো কখনও তোমায় খুঁজিনি
খুঁজেছি আমার মন
সে নাকি তোমার পাহারায় থাকে
দিবানিশি সারা ক্ষণ
৩
তুমি বলেছিলে সবই মিছে মায়া
হ্রদয়ে লিখোনা নাম
কী অবোধ আমি সেই কথাকেই
ভালোবাসা ভাবলাম
দারুণ দারুণ দারুণ
😡 😡 😡
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
আহা ! তার পাহারায় থাকি, দিবানিশি সারাক্ষণ !
হৃদয়ে লিখি নাম, মিছে মায়া মেখে, অনুক্ষণ !
যেনো বরফ গলা নদী
পড়তে পড়তে হই মায়ায় আহলাদী ...
কী চমৎকার মন্তব্য
মনে হয় নরুনের বদলে নাক পেলাম ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
সো সুইট......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ডায়াবেটিস ধরেছে।নিজের চিনি খাওয়া বারণ। তাই চিনি বিলিয়ে দিচ্ছি
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
সুন্দর!
ধন্যবাদ
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
খুব সুন্দর তিনটে অনুকাব্য। শেষেরটা অতি চমৎকার!
ধন্যবাদ
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
সাইদুল ভাই,
মাথায় তো খালি দুষ্টু চিন্তা ঘোরে, তাই 'বাগদত্তা'র অন্ত্যমিল হিসেবে 'অন্তঃসত্তা' শব্দটাই মাথায় এলো। 😀 😀
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
হা হা হা, নুপুর তুমিও!
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান