ক্যাডেট কলেজ ব্লগBappy Khan (84-88)শুভ জন্মদিন রক আইকন আইয়ুব বাচ্চু শুভ জন্মদিন রক আইকন আইয়ুব বাচ্চু লেখক: Bappy Khan (84-88) বিভাগ: ব্লগর ব্লগর আগস্ট ১৬, ২০২২ @ ২:৩৩ পূর্বাহ্ন ১টি মন্তব্য প্রয়াত মানুষের কাছে জন্মদিনের শুভেচ্ছা হয়ত পৌছায় না। তবুও একটা উপলক্ষ্য। শুভ জন্মদিন রক আইকন আইয়ুব বাচ্চু। আল্লাহ আপনাকে বেহেশত নসীব করুন।
টিটো মোস্তাফিজ dec ২৬, ২০২৫ @ ১১:১৮ অপরাহ্ন আইয়ুব বাচ্চু আমার প্রিয় শিল্পী। তার জন্য দোয়া রইলো। পুরাদস্তুর বাঙ্গাল জবাব দিন
আইয়ুব বাচ্চু আমার প্রিয় শিল্পী। তার জন্য দোয়া রইলো।
পুরাদস্তুর বাঙ্গাল