কিছু ভুল তবে
থাকুক না নির্ভুল !
কারেকশনের লাল কালিতে
কে আর তারে চাইবে শুধরাতে !
সে আমারি তো ভুল ।
দুধে আলতায় হোক বিসদৃশ জরুল !
একান্ত আপন আহলাদে,
চেয়েছিলাম যে তারে তুমুল উল্লাসে !
কিছু ভুল তবে
থাকুক না নির্ভুল !
এক জনমে সব সঠিকের ভীড়ে !
দু’দন্ড আপন অবসরে
তারে দেখবো নেড়ে চেড়ে !
শেষ স্তবকটা চমৎকার হয়েছে।
আজ যেটাকে ভুল মনে হচ্ছে, কালের চক্রে কাল সেটাকে ভুল মনে নাও হতে পারে।
কিছু ভুল যেনো অনিবার্য হয়ে জীবনের গায়ে লেপ্টে থাকে। কিছুকে আলিংগনে আঁকড়ে ধরি জীবনের কোনো এক ক্ষণে। তেমন কিছু ভুল আছে যা বাকী জীবন নেড়ে চেড়ে দেখতে আর আপনাকে নিয়ে আপনিই হেয়ালীর হাসিতে মেতে ওঠা যায়... একান্ত আপন অবসরে... একান্ত অগোচরে... কখনো হয়তো নিজের দিকে স্যাটায়ারেস্টিক এক টুকরো মিষ্টি হাসিও ছুড়ে দেয়া যায়... কখনো আবার সেটা হয়তো রোমন্থনের মিষ্টি স্মৃতি হয়েই থেকে যায়...
আর কেউ না জানুক আমি তো জানি...
অনেক ধন্যবাদ খায়রুল ভাই।
একদম। যথার্থ বলেছেন।
শুরুটাই এমন শুদ্ধ দার্শনিকতায় পরিপূর্ণ!
কেবল ভাবিয়ে যায়।
ভুল করে কিছু ভুল করে ফেলে জমিয়েছিলাম যত্নে ধরা বৃষ্টি জলের মতোন...
নইলে যে গোটা জীবনটা একটা ছোটোগল্পের মতোন ফুরুত করে যেতো চলে অনবধানে...
তা একটু দার্শনিক দ্যোতনা তো আসেই চলে, নিজেরে নিয়ে নিজেই যখন একটু হেসে নেয়া যায়...
রাইট অন স্পট...
নূপুর 😀
"দুদণ্ড আপন অবসরে
তারে দেখব নেড়েচেড়ে"
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ ভাই মোস্তাফিজ । 🙂
ভুল করে করা ভুল, ফুল হয়ে ফোটে
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
দুর্দান্ত বললেন সাইদুল ভাই।
চমৎকার বলেছো সাইদুল।