পডকাস্ট লিঙ্কঃ কমিউনিকেশন এবং প্রেজেন্টেশন
১. আমি প্রচুর রিলস দেখি। যা সামনে আসে, তাই দেখি। তবে মন দিয়ে বেশি দেখা হয় স্কিলস-রিলেটেড পডকাস্ট এবং টেকনোলজি বিষয়ক ক্লিপস। ক্রিয়েটিভ টাইপের গুলোতেও কিছুটা সময় নিয়েই দেখা হয়। আর সোসাল মিডিয়ার এ.আই. যথারীতি আমার দেখার আগ্রহের প্যাটার্ন অনুযায়ী রিলস/ক্লিপস আমার সামনে নিয়ে আসে। তবে সফট স্কিলস রিলেটেড পডকাস্টের ক্লিপগুলো কেন যেন আমাকে অনেক টানে। এর কারন মনে হয় এটাই যে, আমি নিজেই একজন সফ স্কিলস ট্রেইনার। আর এই ক্লিপগুলোর প্রেজেন্টেশন থেকে সজ্ঞানে বা মনের অজান্তেই হয়তো বা আমার আগ্রহের নতুন কিছু শেখার নেশাতেই এধরণের রিলসে আমার সময় বেশি দেয়া হয়। একেকজন একেক ডাইমেনশনের স্কিলস নিয়ে কথা বলছেন। কেউ কমিউনিকেশন নিয়ে, কেউ বা আবার চাকরির ইন্টারভিউ নিয়ে। কেউ আবার অফিস ম্যানেজমেন্ট বিষয়ে; কেউ আবার জব/পোস্ট ভিত্তিক সিভি/রেজুমি ডিজাইন নিয়ে। বেশ উপভোগ করি এসব সম্পর্কে জানতে।
২. এবছরের শুরুর দিকে ফেনী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগদানের পর থেকেই এখানে সকল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের সফট স্কিলস গ্রুমিঙের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে কমিউনিকেশন, প্রেজেন্টেশন, এবং ইন্টারভিউ প্রিপারেশন বিষয়ে। এই কাজটি করার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাহায্য নিলাম, আর এই ক্লাবে ইংরেজির ছেলেমেয়েই বেশি। এরই মাঝে আবার ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রাঙ্গণে দুই ধাপে এপর্যন্ত তিনবার ক্যাডেটদের এবং শিক্ষকদের আলাদা আলাদা ট্রেনিং সেশন কন্ডাক্ট করার সৌভাগ্য হয়েছে। সব মিলে এই কাজটা আমি খুবই এঞ্জয় করি/করছি।
৩. কিছুদিন আগে (গত মাসে) আমার ডিপার্টমেন্টের এক ছাত্র এসে জানালো যে, তারা কয়েকজন মিলে একটা পডকাস্ট চ্যানেল শুরু করেছে, যেখানে তারা বিভিন্ন ডাইমেনশনের এক্সপার্টদের নিয়ে টক-সেসন করছে, এবং তারা আমাকে তাদের একটা সেসনে গেস্ট হিসেবে ইনভাইট করতে চায়। বেশ পুলকিত হলাম। জীবনের প্রথম পডকাস্টের ইনভাইটেশন। প্রথমে জায়গা/সেটিং হিসেবে ফেনী ইউনিভার্সিটির লাইব্রেরিকে নির্বাচন করা হলেও পরে নানান বিবেচনায় আমার অফিসেই পডকাস্ট রেকর্ডিঙের সিদ্ধান্ত হলো। আর এটাই হলো আমার প্রথম পডকাস্ট। রেকর্ডিঙের পরে এডিটেড ভার্সনটা এখানে দিয়ে দিলাম। কেউ উপকৃত হলে আমার ভাল লাগবে।
আহমদ মাহবুব-উল-আলম
(এক্স-ক্যাডেট, সিসিআর, ১৯৮৮-১৯৯৪)
সহযোগী অধাপক (ইংরেজি) ও ডিন (এক্টিং)
কলা, সামাজিক বিজ্ঞান, এবং আইন অনুষদ
ফেনী ইউনিভার্সিটি, ফেনী-৩৯০০, বাংলাদেশ