পডকাস্ট লিঙ্কঃ কমিউনিকেশন এবং প্রেজেন্টেশন
১. আমি প্রচুর রিলস দেখি। যা সামনে আসে, তাই দেখি। তবে মন দিয়ে বেশি দেখা হয় স্কিলস-রিলেটেড পডকাস্ট এবং টেকনোলজি বিষয়ক ক্লিপস। ক্রিয়েটিভ টাইপের গুলোতেও কিছুটা সময় নিয়েই দেখা হয়। আর সোসাল মিডিয়ার এ.আই. যথারীতি আমার দেখার আগ্রহের প্যাটার্ন অনুযায়ী রিলস/ক্লিপস আমার সামনে নিয়ে আসে। তবে সফট স্কিলস রিলেটেড পডকাস্টের ক্লিপগুলো কেন যেন আমাকে অনেক টানে।
বিস্তারিত»
