“সিসিবি-র সবার প্রতি…সকল এক্স ক্যাডেটদের কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে।
প্রশ্ন-১
সানাউল্লাহ ভাই, কিংবা অন্য যে কোন ভাইয়েরা…
আমাদের মাঝে থেকে…(আমরা যারা ডিফেন্স-এ আছি)…আমরা যদি সবাই এখন চাকুরী ছেড়ে চলে আসি…, যদি আর মাথা নীচু করে…বুকের সাহসটুকু মুছে ফেলে চাকুরী করতে রাজী না থাকি…জাতির কাছে নিজেদের সত্যিকারের অবস্থান দেখে (আমরা সব চোর…বাটপার…অশিক্ষিত/অল্পশিক্ষিত…অ-দেশপ্রেমিক…অহংকারী…অসৌজন্যমূলক আচরণকারী…সুবিধাভোগী…তালিকার বাকীসব মনে নেই) এই বা** চাকুরীকে লাত্থি মেরে চলে আসি……
আমাদের জন্য…টু বি স্পেসিফিক…আমার জন্যে কোন রুটি/রুজির ব্যবস্থায়
কোন সাহায্য কি করতে পারবেন?
আমি কিন্তু মনের সাথে লড়াই করতে করতে আর বেশীদিন পারবো বলে মনে হচ্ছে না।
আমার পরিবার…(আমার স্ত্রী,সন্তান,বাবা-মা,ভাই,আমার সকল কলিগরা…সিসিবি-র সবাই)-এর দিকে তাকিয়ে হয়তো সকল কস্ট বুকে বাঁধার চেস্টা করবো…
তাতে নিজের কাছে নিজে ছোট হয়ে…নিজের প্রতি ঘেন্না পুষে রেখে……চাকুরী করতে হবে…এই আরকি!!!
আল্লাহ আমাদের সবার সহায় হোন।
আমিন।
প্রশ্ন-২
আর কত চোখের পানি ফেলব আমরা?
আসলে কতজন চোখের পানি ফেলছি?
সাধারণ মানুষের কাছে কি আমাদের-ই যেতে হবে?
“সাধারণ মানুষের কাছাকাছি যেতে হলে…আর কতবার আমাদের ভাসতে হবে রক্তগঙ্গায়?
…আমাদের আর কত জনকে ডুবতে হবে জাতীয় লজ্জায়???”
কান্নায় আর লিখতে পারছি না।
বাকী প্রশ্ন না হয় পরেই করবো…
সে সুযোগ “সিসিবি” দেবে তো!!!!!!!!!
জুলহাস ভাই,টক শোতে চেহারা দেখানো তথাকথিত বুদ্ধিজীবী আর নিজের গায়ে আঁচড় লাগতে না দেয়া কিছু সব্জান্তার কথা গায়ে মাখবেন না প্লিজ।আমরা সাধারণ মানুষেরা(ব্লগ কমিউনিটি,মিডিয়া এর বাইরেও কিন্তু সারা দেশ পড়ে আছে)কিন্তু শোক্সন্তপ্ত পরিবারগুলোর সাথে একাত্মতা প্রকাশ করছি।আল্লাহ আপনাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন।মনে রাখবেন, যখন কেউ আপনাকে অন্যায়ভাবে সমালোচনা করে-আসলে সে আপনার পজিশনে যেতে চায়-আর সেটা করার যোগ্যতা তার নেই বলেই ইনফেরিওরিটি কম্পলেক্স থেকে আসে ওইসব মাতালসুলভ কথাবার্তা।প্লিজ ভাইয়া,সাধারণ মানুষ আপনাদের জন্যে কাঁদে-অন্তত আমি কেঁদেছি।হতাশ হবেন না-বিশ্বের সবচাইতে দক্ষ সেনারা(ইউ এন সেক্রেটারি জেনারেলের বক্তৃতা অনুসারে)যদি মনোবল হারায় তাহলে আমাদের কি হবে???শক্ত হোন ভাইয়া...প্লিজ!
জুলহাস, ভাইয়া কি বলব তোমাকে? সামান্য কয়েকজন দালালের জন্য তুমি কেন নিজেকে তুচ্ছ করছ? তাও আবার এমন সব দালাল যাদের নিজেদের বর্নের ঠিক নেই।
মাথা ঠান্ডা রাখ প্লিজ, তোমার পায়ে পড়ি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জুলহাস ভাই আপনার মত অনেকেই এইভাবে চিনতা করেছে । আমি নিজেও সেই দলে ।
এখন আবেগী বা অভিমানী হবার সময় না...আমাদেরকে শক্ত হতে হবে...
ইতিহাসের কুখ্যাত এই হত্যাকান্ডের বিচার করতে হবে না????
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাইয়া, আমি ক্যাডেট না, হয়তো আপনাদের মনের ব্যথা বুঝবো না, তবুও বলছি, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের উদ্দেশ্যই ছিলো বাংলাদেশের সেনাবাহিনীকে মেধাবী অফিসারশুন্য করা। এখন আপনারা যদি চাকরী ছেড়ে চলে আসেন, তবে তাদের চাওয়াটাই পূর্ণ হবে, তাইনা?
বাংলাদেশের মানুশ মানে তো খালি টিভির পর্দায় ১০-২০ জন বুদ্ধিজীবি না। সাধারণ মানুষ কথা বলে না, কিন্তু তারা বোকা না। কি হয়েছে তা তারা বিচার করতে জানে। অন্তত আমার বন্ধুবান্ধবের মাঝে কেউ এখন আর অই সব বিশ্বাসঘাতকের পক্ষে নাই।
আল্লাহর কাছে সাহায্য চাই, তিনি যেন আমার এই দেশটাকে হফাজত করেন। সব ভুল ভ্রান্তি মুছে দিয়ে যোগ্য ও সৎ লোকদের দিয়ে সশস্ত্র বাহিনীর এই শুন্যস্থানগুলো পুর্ণ করেন।
রাতের পরে দিন আসে।সেই নতুন ভোরে আপনাদেরকে এই অভাগা দেশের সেবায় আবার দেখতে পাবো,মনে এই প্রত্যয় আছে।
আল্লাহ আপনাদের শোককে শক্তিতে পরিণত করার তৌফিক দিন।
এভাবে বলার জন্যে অনেক ধন্যবাদ ভাই।
সে বিচারও তো হবে ওই শু******বাচ্চাদেরই আলোচনা/বিবৃতি,কলাম ইত্যাদির প্রেক্ষাপটে। আমাদের কাউকেই তো সো কল্ড ফৌজি আইন কথা বলার সুযোগ দেবে না!!!
জুলহাস এটার বিচার করতে হবে। বিচার হবে।
এখন দিশেহারা হলে চলবে না। কুল ডাউন।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আল্লাহ আমাদের সহায় হোন।
Life is Mad.
আমার রেজিগনেশন আর্মি হেডকোয়ার্টারে গেছে গতবছর সেপ্টেম্বরে এখন পর্যন্ত কোন জবাব পাই নাই। এখন আর কি করলে এই আর্মি থেকে তাড়াতাড়ি নিজের নামটা কাটিয়ে সম্মান বাচানে যায় সেটাই চিন্তা করতেছি।
জীবনে আর কোনদিন নিজেকে আর্মি অফিসার হিসাবে পরিচয় দিতে চাইনা।
...............................................
Julhas bhai, some talk show puppets should not break you down. You know what happens in those puppet shows...puppeteer plays the puppets....audience claps...and then everybody goes home. Whoever masterminded this mutiny this is exactly what they wanted. If you leave they win.
Good to hear you after long time Julhas bhai..JCC here.
জুলহাস ভাই এখন শক্ত হবার সময়, আমার ভাইদের হত্যার বিচার করতে হবে । আপনারা না থাকলে ঐ শু** দালালরা চান্স পেয়ে যাবে । এটা হতে দেয়া যায় না ।
ব্লগ অ্যাডজুট্যান্ট…এডু এবং মডু…
বুক ফাটা কান্নার একটা ইমো চাই।
অবশ্যই আর একটা ইমো চাই দৃপ্ত অঙ্গীকারের।
আর যেন অবশ্যই থাকে শহীদ-এর ইমো।
এবারের মত শেষ রিকোয়েস্ট…
“কুত্তা-র বাচ্চা”র একটা ইমো যেন কোনমতেই বাদ না য
Would you know my name
If I saw you in heaven
Will it be the same
If I saw you in heaven
I must be strong, and carry on
Cause I know I don't belong
Here in heaven
Would you hold my hand
If I saw you in heaven
Would you help me stand
If I saw you in heaven
I'll find my way, through night and day
Cause I know I just can't stay
Here in heaven
Time can bring you down
Time can bend your knee
Time can break your heart
Have you begging please
Begging please
Beyond the door
There's peace I'm sure.
And I know there'll be no more...
Tears in heaven
Would you know my name
If I saw you in heaven
Will it be the same
If I saw you in heaven
I must be strong, and carry on
Cause I know I don't belong
Here in heaven
Cause I know I don't belong
Here in heaven
ভাই কতগুলো মস্তিস্কহীন বুদ্ধি(ভিক্ষা)জীবিদের কথায় ভেঙ্গে পড়রে কি চলবে? এইসব Foreign Production এর কথা গায়ে লাগানোই উচিত না। এদের কথার কোন ঠিক নেই। গতকালকের বক্তব্য আর আজকের বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য।
ভেঙ্গে পড়বেন না। এই দালাল বুদ্ধি(ভিক্ষা)জীবিরা আপনাদের সাথে না থাকলেও পুরো বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে। সাহস হারাবেন না। আপনাদের অবদান জাতি শ্রদ্ধা ভরে স্বরণ করে। :salute:
ভাইয়া, আপনাকেও :salute: ।
আপনার উপলব্ধিটা যদি সামান্যতম হলেও সবার মাঝে সঞ্চারিত হতো
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হা জুলহাস ভাই , আমার মনে হয় আমাদের দেশের সাধারন মানুষ এত কিছু দেখার পর অন্তত এখন আর তথাকথিত শু** বাচ্চা দালাল বুদ্ধি(ভিক্ষা)জীবিদের পক্ষে সাফাই গাইবে না কিংবা বি ডি আর এর নরপশু দের সংগ্রামি বীর (??) বানাবে না ... এই বিশ্বাস টুকু এখনো আছে ......
ভাই আপনাদের মত অফিসাররা চাকরি ছেড়ে দিলে আমাদের আর্মির কি হবে?
vai amr bangla lekha khub slow ato khon try korlam banglai lekhar i was joined BMA as cadet but letter on ami cera chole asi,amr khub kosto hossa ata vabe amra jara related to arm force tara cara aI aRMY DER KOSTO KAU BUJSENA.
আজ শতকরা ৯০ জন আর্মি অফিসারের মনের অবস্থাই হয়তো জুলহাস ভাইয়ের মতোই।
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।