(সিসিবির সবার প্রতি এই কঠিন লেখা দেবার জন্য ক্ষমাপ্রার্থী। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম… এই ব্লগের সবাই একজনের জন্মদিন নিয়ে বিশেষ বাড়াবাড়ি শুরু করেছে…। ব্যাপারটা মোটেও পছন্দ হয়নি বলেই আমার এই স্পেশাল লেখা।)
বাড়াবাড়ি আমি কখনও পছন্দ করি না…। :no:
সে কারণেই আমি কাউকে বেশী ভাল বাসি নি পর্যন্ত…!! :thumbdown:
অন্যের জোরাজুরিতে এই ব্লগে এসেছিলাম…।
তারপর দেখলাম… সবাই কোন কারণ ছাড়াই একজনকে বিশেষ গুরুত্ব দেয়…যার অত গুরুত্ব পাওয়ার কোন কারণই নেই…!!!! 😮
সঠিক, আমি জনাব সানাউল্লাহ লাবলু সাহেবের কথা-ই বলছি…।
তার জন্মদিন নিয়ে এত বাড়াবাড়ি-র কি আছে!!!!!!!!!!!!!!!!!!!!!????????????????? :-B
তিনি এমন কি আমার???
কিংবা আমাদের???
বয়স্ক একজন মানুষ…চশমা ছাড়া দেখেন কি না সন্দেহ… সারাদিন সুযোগ পেলেই সিগারেট খান… কঠিন কঠিন কথা বলেন…শুধু শুধু গুটিকয়েক মেম্বারের প্রতি পক্ষপাতিত্ব করেন
…………………………… ইত্যাদি
………………………ইত্যাদি
…………ইত্যাদি
…ইত্যাদি
না হয় তিনি আমাদের সিসিবি-র প্রিন্সিপ্যাল…
না হয় তিনি আমাদের সবার চেয়ে মানসিকভাবে যুবা…
না হয় তিনি আমাদের সুযোগ পেলেই আইস্ক্রীম খাওয়ান…
না হয় তিনি আমাদের স্নেহ-শাসন-ভালবাসা-আদর- (কিংবা সিসিবি বুঝ) দিয়ে একাত্ম করে রাখেন…
না হয় তিনি আমাদের পরম দরদ দিয়ে আগলে রাখেন…
না হয় আমরা তাঁরে পরম এবং চরম ভালা পাই…
……………………………ইত্যাদি
………………………ইত্যাদি
…………ইত্যাদি
…ইত্যাদি
তা-ই বলে আমরা কেবল-ই কথার বাড়াবাড়ি করবো??????????????????????????????????
কেবল কথা লিখে-ই ছেড়ে দেব???????????????????????????????????????????????
আমরা কি রেডিও এবিসি আক্রমনে যাব না?????????????????????????????????????
কক্ষনও না…………
কক্ষনও না…………
আসুন ভাই-ব্রেরাদার-ভইন-ভাবী-ভাপু-সক্কলে…
সমস্বরে চিৎকার করে বলিঃ
শুভ জন্মদিন লাবলু ভাই……… :party:
আমরা আসিতেছি… :goragori:
কই গেলি রে আহমইদ্যা…..শাফী…ম্যাস্ফু…কাইয়ুম…ক্যাম্স, জুনা, তাইফুর, রকিব্যা…বোমাবাজ… এবং অন্যরা …কই তোরা……!!!!!!!!!!
কই গেলেন মাসুম ভাই…, ওয়াহিদা আপা…নুপুর ভাই… এবং অন্য বড়রা!!!!!!
চলেন আক্রমনে নামি!!!!!!!!!!!!!!!!!! :grr:
চল্ চল্ চল্ … লাবলু ভাই বস্ :awesome:
😀
শিভি জিন্মি দিন
লাভলৃ ভাই
:awesome: :awesome:
:tuski:
অই মিয়া... বানান ভুল কর ক্যান্??????????
লাবলু ভাই হইবো!!!
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
😀 😀
আ-ক্র-ম-ন!!!!!! আগে বাড়ো...শুভ জন্মদিন ল্যাবলু ভাই!!!!
হ!!! আ-ক্র-ম-ন!!!!!
আজ লাবলু ভাইয়ের বাড্ডে উপলক্ষ্যে কথা বন্ধুদের কাছ থেকে আমাদের অধিকার আদায় করে নিতে হবে :grr: :grr:
অ ট ইয়ে মানে, নওশীন কি এবিসি,নাকি ফুর্তি তে 😕
কোন নওশীনের কথা কন? :-B
এই নওশীনের কথা কই :-B :-B
পিছে লাগছিলাম এর 😀 ... পরে শুনি এক সন্তানের জননী :((
বিশ্বাস কর আর না-ই কর, এই নওশীন খুলনায় হাকিম স্যারের ব্যাচে আমার সাথে ক্যাডেট কোচিং করছিল।ইনার বড় ভাই আবার জেসিসির।ওনেক দিন পর এন এস ইউতে দেইখা আমি চিনতে পারিনাই-এতোটাই চেঞ্জ! তয় মেয়ে খুব ভালো-ডাউন টু আর্থ 🙂
;)) ;)) ;)) :frontroll: :frontroll:
তহনও কি হ্যায় তোর :just: ফেরেন্ড ছিল না কি?????? :-B :-B
অঃটঃ মডু...এডু... নির্দোষ প্রশ্নের ইমো চাই!!!!!!! 😛 😛
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ইয়ে,আমারে যখন জিগাইছে যে ওরে দেইখা চিনি নাই ক্যান,আমি ব্যাক্কলের মত কইয়া দিছি-"তখন তো তুমি সেইরকম কুচ্ছিত ছিলা,মাথায় পরচুলা পরতা-তুমি যে পরে এত হট হইবা তা আমি ক্যামনে জানুম!"
মাইয়াডা ভালা,একটুও রাগ না কইরা হাইসা গড়াগড়ি দিছে 🙂
নাহ এইখানেও মাস্ফ্যু ভাই, =(( =(( =(( ~x( ~x( ~x(
মাস্ফ্যু ভাই লাইন মারে নাই এমন কোন মাইয়া পাইলে আওয়াজ দিয়েন কেউ। :-B :-B :-B
x-( ওইটা লাইন মারা ছিলোনা,ওইটা ছিল নির্দোষ প্রশ্ন x-( আর আমি লাইন মারলে কি সে এখনো সিঙ্গেল থাকতো? B-) :grr:
😛 😛
শুনছি উনার নাকি একটা বাচ্চা আছে ... :grr: :grr: :grr:
😀 জানি,তিনি এখন সিঙ্গেল মম
😀 😀
চল মাসরুফ, তোকে স্টারে কাবাব খাইতে নিয়া যাই।
চলেন বাদশা ভাই-তয় লগে কি "ন" আদ্যক্ষরের কাউরে আনলে খুশি হইবেন নাকি? 😉
😀 😀
আরেএএএ না থাক, তুই আসলেই খুশী।
ত্য় তুই যদি আনতে চাস,,,,,,,, :dreamy: :dreamy:
:shy: :shy: আইচ্ছা,আমি তো বিজি থাকুম তাই আমার বদলে "ন" বেগমরেই পাঠাই দিমু,ঠিকাছে-বাদশা ভাই? 😛
ইয়ে সিঙ্গেল মাম মানে ঠিক কি বুঝায়? ডিভোর্সি মাম? নাকি অতি আধুনিক অবিবাহিত মাম?
:-/ :-/ :-/
She would be tripled (Mash and kid)
কে, কৃষ্ণদা নাকি? :shy:
ব্যাপার না
আবারো শুভ জন্মদিন লাবলু ভাই।
অফটপিক: লাবলু ভাইরে নিয়া একটা কবিতা লেখছি।
"চল চল চল, লাবলু ভাই বস"
জুলহাস ভাই, কপ্রাইটামার্নাম্দেন্নাইদেক্ষামাইন্ডখাইছি। 🙁
কপি রাইটের........................পুড়ি!!!!!!!!!!!!!!!!! :chup: :chup:
তুই এখনও আমার সাথে দেখা করস্ নাই ক্যান!!!!!!! :gulli2: :gulli2:
তোর কিন্তু খবর আছে!!!!!!!!!!!!!!!!!!!
অঃটঃ আমার বয়স...আর বৈবাহের বিষয়ডা বাদ দিয়া ...সিরিয়াল দিবার পারুম তো...!!!!!!! :dreamy: :dreamy:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ভাই আমি তো শুনছিলাম আপনে জাহাজ লইয়া যুদ্ধ করতাছেন পাইরেটস অফ দা ক্যারিবিয়ানের মত... :gulli2: :gulli2: :gulli2:
একদিন অবশ্য ফুন দিছিলাম, বন্ধ আছিল 🙁 🙁 🙁
আই এম ক্যাপ্টেন জুলহাস স্প্যারো B-)
=)) =)) =)) :khekz: :khekz: :khekz:
😛 😛 😛 😀 😀 :goragori: :goragori:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
বাপরে, প্রিন্সুর বাড়ী আক্রমণ?? 😕 আমি পিছে যাই, বড়রা আগে থাকুক
খাওনের সময় দেহুম নি... :grr: :grr: :grr:
তহন আগে গেলে কিন্তু...কিয়ামত তক্ :frontroll: :frontroll: :frontroll:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ইয়ে মানে ছোটদের আগে দিতে হয়, বড়রা পরে খায় তো 😀 😀
আসলেই ব্যাপারটা বাড়াবাড়ি।
তারপরও বলি, লাবলু ভাই আপনাকে আমরা খুব ভালবাসি।
:gulli: :gulli: :gulli:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
Attttttttttaaaaaaaaaaaaaackkkkkkk........... :gulli:
আ ক্র ম ন
:gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti: :gulti:
চ্যারিটি বিগিনস এট হোম
হামলাআআআআআআআআআআআআআআ... :gulli2: :gulli2: :gulli2:
শুভ শুভ শুভ জন্মদিন প্রিন্সু...ভাই
শুভ জন্মদিন লাবলু ভাই :party: :party: :party:
:party: :party: :party: :party: :party: :party: :party: :party: :party: :party: :party: :party:
Life is Mad.
:party: :party: :party: :party: :party: :party: :party: :party: :party: :party: :party: :party: :party:
আমারও বাড়াবাড়ি একদম ভালো লাগে না তাই সংক্ষেপে বলি লাবলু ভাই; উইলাবু 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আ-ক্র-ম-ণ......... :goragori:
চল্ চল্ চল্ … লাবলু ভাই বস্ :awesome:
এত বাড়াবাড়ি হয়ে গেছে আমি টেরই পাই নাই।
শুভ জন্মদিন লাবলু ভাই।
এর থেকে আই এম ক্যাপ্টেন জুল স্প্যারো বেশি ভালো শোনায় না? 😉
সব চে' ভাল হয়........."জুস্প্যারো"...
মু হা হা হা :grr: :grr: :grr:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
আইচ্ছা,... বস্ কোথায়???????????????????
লাবলু ভাই.................................!!!!!!!!!!!!!!!
আপনি কই?????
পেরেয়োঝনে আমি আইস্ক্রীমের মায়া ত্যাগ করতে রাজী আছি... তা-ও আপনি দেখা দেন্ প্লীজ......!!!!!!!!!!
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
শুভ জন্মদিন প্রিন্সিপাল স্যার।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx