ঘাস হয়ে পড়ে আছি মাঠে
কখন ভোরের শেফালী হয়ে
পড়বে আমার বুকে ?
শিশিরে ভেজা নরম শেফালী
আর সবুজের নিবিড় মিতালী
মিলেমিশে একাকার ধরণী।
যেন নিপুন এক চিত্রকর্ম
প্রগাঢ় ভালোবাসা
আর অনুভূতির গল্প।
কত যুগ ধরে
শেফালী ঝরে
ঘাসের বুকে ?
কে জানে তাদের সম্পর্ক?
বিস্তারিত»