কোন কালে’
প্রেম নেবেনা বলে কি
তারা আক্ষেপ
নিয়ে জানলায়
দিয়েছিল টেপ
ভালো করে,
‘আলো ভরে
চাই না কিছু’
তারস্বরে
স্বরলিপি ধরে
প্রতিদিন
গেয়ে গেছে গান;
অথচ যেদিন এলো সে
অপরিচিত
চশমাপরা
গোবেচারা মুখোশে
দোঁহে
কি মোহে
পরিধেয় ভেবে
প্রেম পরে নেয়
প্রেম খুলে ফেলে
আর সব
দূ উ রে
সুদূরে ঠেলে
শেক্সপীয়ারের লাভস লেবারস লস্টস মনে পড়লো :boss:
পুরাদস্তুর বাঙ্গাল
🙂 🙂
"প্রেম নেবেনা বলে" - বললেই কি আর প্রেম না নিয়ে পারা যায়?
যায় না গো, যায় না......
ভাল লেগেছে!!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অনেক ধন্যবাদ পারভেজ ভাই। 🙂
চমৎকার!
আরেকটু মনঃসংযোগ ঘটালে ছন্দটা নিখুঁত হতো!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
অশেষ ধন্যবাদ মোস্তফা ভাই!
একটু যদি ডিটেইলে যেতেন। কৃতজ্ঞ থাকবো
এভাবে যদি পর্ব ভাগ করি,
যদি লিখতে 'নেবে নাকো বলে' তবে কেমন হতো? ৬-এর চাল মিলে যেত, তাই না? বাকিটুকু তুমিই মিলিয়ে নাও।
অনেকেই 'নাকো' শব্দটিকে সেকেলে ভাবতে পারেন। কিন্তু কবিকে ক্রিয়াপদ নিয়ে খেলতে হয়। ক্রিয়াপদকে ভেঙেচুরে নোতুন মোড়কে যুতসই করে উপস্থাপন করতে হয়। তাই জীবনানন্দ যখন লেখেন,
তখন বরিশালের এই আঞ্চলিক ক্রিয়াপদটিও অমূল্য কাব্যিক দ্যুতি ছড়ায়।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
:boss: :boss: :boss:
যদি 'নেবেনাকো বলে'-র বদলে নেবেনা বলে কি লিখি?
সেক্ষেত্রে ছন্দে তো কোন সমস্যা আপাতত: চোখে পড়ছে না। বরং পাঠকের চিন্তার স্বাধীনতা আরেকটু প্রশস্ত হচ্ছে। স্পষ্ট করে না বলে চিলতে ফোঁটা রহস্য ফেলে রাখাই তো কবির স্বভাব!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
তোমাকে অনেক আগে থেকেই কবি বঅলে জানি।আর একটু পোক্ত হল সে পরিচয়।
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
সাইদুল ভাই,
মোস্তফা ভাই এর প্রথম লেখা পড়েই বোঝা যায় উনি আদ্যোপান্ত কবি। 🙂
নুপুর বুড়ো মানুষদের যা হয়, হাত কাঁপতে কাঁপতে মন্তব্য অন্য ঘরে চলে যায়। আমার মন্তব্যটা তোমার জন্যে
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
সাইদুল ভাই,
আপনার মন্তব্য কালই পড়েছিলাম, কিন্তু বলার মত কিছু খুঁজে পাচ্ছিলামনা।
বিশ্বাস করুন এখনো পাচ্ছি না। (সম্পাদিত)
প্রেম নেবে না সে !
বলো দেখি তো কে ?
দোঁহে মোহে সে যে
বুঁদ হয়ে আছে বসে
অলরেডী ওই বুকে ।
আপনার মন্তুব্য পাবার লোভ এখন আকাশচুম্বী। 🙂
পড়ে গেলে আর আস্ত থাকবো না যে !
শেষ স্তবকটা অসাধারণ হয়েছে।
অশেষ ধন্যবাদ খায়রুল ভাই!
🙂 🙂 🙂
🙂 🙂 🙂 🙂
তোমার কবিতার প্রসংগে না গিয়ে গল্প বলি, শোন! মাঝে বেশ ক'দিন সিসিবিতে ছিলাম না। সুদূরের একজন বন্ধু আমার অনুপস্থিতিতে ই-মেইল করে বললেন, ওহে! নূপুরের 'প্রেম' পড়েছো তুমি? আমি ঝটিতি তাঁকে উত্তর দিলাম, আমি নূপুরের 'প্রেমে' পড়েছি বটে!
আমার চটুলতার উত্তরে আরো একটি চটুল ই-মেইল প্রত্যাশিত ছিল তাঁর থেকে, কিন্তু সেটি পাইনি বলাই বাহুল্য। হায়! আমার অনিবার্য প্রেমের পরিণতিতে বন্ধুবিচ্ছেদ না ঘটে যায় হে!
আমি অকাট মূর্খ অকবি বটে যে কিনা কবিতার রস আস্বাদনে বহুলাংশেই ব্যর্থ কিন্তু বলতে চেয়েছিলাম, নূপুরের কন্ঠের প্রেমে পড়েছি সেই কোন কালে!
এহ, এ-কার যোগে
এ কার রোগে
বাগড়া দিলে হে!
বন্ধুকে বোলো
এ ফাজলামো
তোমার একার,
স্রেফ অজুহাত
মন্তব্য
না লেখার
বন্ধুটি সদা টং
মাখে মনে শত রং
কত কী বলে একা
যতনে আঁকে রেখা
তুলেছে কত তান
ভুলে না 'প্রেম' গান! B-)
দেখতে পাচ্ছি, "যেমন বুনো ওল, তেমনি বাঘা তেতুল"।
চালিয়ে যাও আরও কিছুটা সময়।
দেখি তো "কেহ কারে নাহি জিনে সমানে সমান"-টা কতক্ষন থাকে...
😛 😀 😛 😀 😛 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂 🙂 🙂 🙂
ওলটি বুনো বটে,
তেঁতুলটি বাঘা নহে
বুনো ওলে গলা ধরে,
তেঁতুলে কি সারে তাতে?
ভাইয়া, ফর্ম আর ছন্দ নিয়ে খেলতে পারেন বটে আপনি!! ভাবছি, লেখনীর উপর কতখানি দখল থাকলে এমন একখানি (আমার জন্য একখানিও অনেকখানি যদিও 😛 )কবিতা লেখা যায়!
:boss: :boss: :boss:
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
তিশা,
না হে, ছন্দ বোঝা আর হল কই। মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ।
বাহ, কি সুন্দর সাবলিল ছিমছাম লিখা। শুভকামনা নুপুর ভাই। :clap: :clap:
জিয়া,
ধন্যবাদ! তোমার লেখা পাইনা এ অনুযোগ করলাম কতবার -- তবু তুমি এখানে আসো না। তোমার ছিমছাম লেখাগুলো এখানে দিলে ব্লগের সৌন্দর্য বাড়ত।