বনলতা সেন আজ
মাখে চুলে রং
টিকটক ভিডিওতে
করে নানা ঢং!!
পথে সে হাঁটে না
উবারেই চলে
চুপচাপ থাকে না সে
কত কথা বলে!!
হোয়াজ্জ্যাপে বলে হেই
খাইছো কি বাবু?
শান্তির বদলে
করে সবে কাবু!!
নাবিকেরা ক্লান্ত
পায়না তো দিশা
বনলতা লাউঞ্জে
টানে দেখো শিসা!!
আজো নামে সাঁঝবেলা
গোধূলীর মায়া
বনলতা সেলফিতে
খুঁজে নিজ ছায়া!!
মাফ চাই বনলতা
যাও তুমি উড়ে
ক্লান্ত আমি খুব
তোমা পিছে ঘুরে!!
লাগবে না তোমাকে
ঘরে আছে দেবী
ভালোবেসে বলি তাকে
লাভ ইউ বেবী!!
বাহ!!!