ভরা যৌবনেও যে বাঙালি কবিগুরুর সন্ধান পায়নি,
তার চিত্তের মাঝে দৈন্য আছে, কিছু সমস্যা আছে।
যে বাঙালি যুবক তার কবিতা কিংবা গল্প পড়েনি,
সে তো জানলোনা সে কতটুকু আত্মবঞ্চিত হয়েছে।
প্রেমে পড়েও যে বাঙালির প্রেমিক চিত্ত রবীন্দ্র সংগীত শুনে
একটুও দোলায়িত হয়নি্, সত্য ও সুন্দরের সন্ধান করেনি,
নদী ও জ্যোতস্নাকে ভালোবাসেনি, বিরহী পাখীর কূজনে
প্রিয়ার কন্ঠ শোনেনি, সে যুবকের কিছু সমস্যা আছে।
ইন্দ্রিয়াতীত টেলিপ্যাথিতে যে প্রেমিক প্রেমিকা চিত্ত সংকেত
শুনতে পায়না, বুঝতে হবে তাদের চিত্তে কিছু সমস্যা আছে।
নিউ ইয়র্ক সিটি, ইউ এস এ।
১৪ জুন ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।
কবিতাটি পোস্ট করার পর দেখি, প্রথম দুটো লাইন ভুলক্রমে বাদ পড়ে গেছে। ভুল সংশোধনের আগেই ৯ জন পাঠক তা পড়ে ফেলেছেন। তাদের কাছে এই ত্রুটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
আহা সেই যুবক । জানেনি আদৌ তার জীবন কতোটা হলো মিছে ।
মন্তব্যের জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
ভরা যৌবনেও যে বাঙালি কবিগুরুর সন্ধান পায়নি,
তার চিত্তের মাঝে দৈন্য আছে,
সঠিক, স্যার সঠিক
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ধন্যবাদ সাইদুল, তোমার জোর সমর্থনের জন্য। অনুপ্রাণিত হ'লাম।
ইন্দ্রিয়াতীত টেলিপ্যাথিতে যে প্রেমিক প্রেমিকা চিত্ত সংকেত
শুনতে পায়না, বুঝতে হবে তাদের চিত্তে কিছু সমস্যা আছে।
পুরাদস্তুর বাঙ্গাল
সহমত
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, মোস্তাফিজ।
শামসুর রাহমানের 'কবিতার সাথে গেরস্থালি' ঝট করে দরোজায় উঁকি দিয়ে গেল!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
'কবিতার সাথে গেরস্থালি' এর সাথে আমার এ ক্ষুদ্র প্রয়াসকে একটু উঁকিসম রিলেট করায় প্রী্ত হলাম। আমার পাতাটা ঘুরে যাবার জন্য ধন্যবাদ।
এরকম সমস্যাগ্রস্থ মানুষই কি বেশি? মনে হয়।
হ্যাঁ, এখন তো তাই মনে হয়। আর দিনে দিনে তা আরও বেশী হবার সম্ভাবনা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।