দমকা হাওয়ায় নিভে গেল বিজলী বাতি। এ তল্লাটে এমনটি ঘটে না সচরাচর। পাশের বাড়ির এক ঝাপটা বাতাস নাসারন্ধ্র পথে ডুব দিলো অনেক গভীরে। বজ্রপাতের আলো আঁধারের মাঝে ঝপঝপ বৃষ্টি। হারিকেনের টিমটিমে আলোয় কাঁসার থালা হাতে বুবু। কলা পাতার উপরে লাল চাপড়া আর বড়ার সুবাস আসছে। মা পিঠা বানিয়েছে। জিভে জল চলে এলো! হঠাৎ টরটর করে ওঠে ফ্যানটা। পটরপটর করে থিতু হবার চেষ্টায় টিউবলাইট। আরেকটু দেরী করে এলে ক্ষতি ছিল না বিজলী!
©টিটো মোস্তাফিজ
২৫ আগষ্ট ২০২০
নাটোর
ছোট কিন্তু পূর্ণ। অল্প কথন কিন্তু ভরাট বুনন।
ভাল লেগেছে ভাই.....
ধন্যবাদ সুহৃদ
পুরাদস্তুর বাঙ্গাল
ছোট কিন্তু পূর্ণ। অল্প কথন কিন্তু ভরাট বুনন।
ভাল লেগেছে ....
অনেক ধন্যবাদ মামুন। গতকাল রাতে লোড শেডিং এ অজ্ঞাত প্রতিবেশীর বাসা হতে আগত সুবাসে এই টুকরো স্মৃতি অবগাহন 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
স্মৃতি সতত সঞ্চারমান। বাতাসে, আকাশে, আঁধারে, ঘ্রাণে, অনুভবে, কতকিছুতে বিচরণ করে! ইন্দ্রিয় রাডারে তা কত বিচিত্রভাবে ধরা পড়ে।
ছোট্ট পোস্টটি প্রভূত আনন্দ দিয়ে গেল!
অনেক ধন্যবাদ খায়রুল ভাই। আপনার দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি।
পুরাদস্তুর বাঙ্গাল