তাল পিঠা

দমকা হাওয়ায় নিভে গেল বিজলী বাতি। এ তল্লাটে এমনটি ঘটে না সচরাচর। পাশের বাড়ির এক ঝাপটা বাতাস নাসারন্ধ্র পথে ডুব দিলো অনেক গভীরে। বজ্রপাতের আলো আঁধারের মাঝে ঝপঝপ বৃষ্টি। হারিকেনের টিমটিমে আলোয় কাঁসার থালা হাতে বুবু। কলা পাতার উপরে লাল চাপড়া আর বড়ার সুবাস আসছে। মা পিঠা বানিয়েছে। জিভে জল চলে এলো! হঠাৎ টরটর করে ওঠে ফ্যানটা। পটরপটর করে থিতু হবার চেষ্টায় টিউবলাইট। আরেকটু দেরী করে এলে ক্ষতি ছিল না বিজলী!

©টিটো মোস্তাফিজ
২৫ আগষ্ট ২০২০
নাটোর

২,৯০৫ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “তাল পিঠা”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    স্মৃতি সতত সঞ্চারমান। বাতাসে, আকাশে, আঁধারে, ঘ্রাণে, অনুভবে, কতকিছুতে বিচরণ করে! ইন্দ্রিয় রাডারে তা কত বিচিত্রভাবে ধরা পড়ে।
    ছোট্ট পোস্টটি প্রভূত আনন্দ দিয়ে গেল!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।