আজান

প্রবীণ ললাটে, কোরান মলাটে, বন্দী যে মহাকাল
রোদপোড়া দেহে তামাটে ভাঁজের বয়স আজ বারো সাল।

লাউয়ের মাচার তলেতে বিছানো হাতবোনা লাল পাটি,
বয়সী দু হাতে লেপে ছিমছাম প্রাচীন এই ভিটা মাটি।
দহল ছাড়ায়ে ছোট ডোবাখানি, ভরিছে কচুরিপানা
ধারে ওল কচু হাটেই বিকিয়ে সের-এ মেলে তেরো আনা।
চাননী রাইতে শিয়ালেরা মিলি রসুই ঘরেতে ঢুকে
এটা ওটা ছানে, নাক ঘষে ঘষে,

বিস্তারিত»

সংশয়

সংশয়
ওবায়েদুল্লাহ

কোথায় আছি? নাইতো কোথা
এমন বসবাস
এইত এখন অমনি তখন
গরল হিস্যা নিকাশ।

আসন পাতা , কোথায় আসন?
ভুবন পরপার
এইত আছে তেমন যেমন
হঠাৎ হাহাকার।

এই যে দেহ দেহ না কি?
মাটির ও পিণজর
এই যে আছে সকল মাঝে
শুনে্য বসত যার।

আসছি নাকি না এসেছি ?

বিস্তারিত»

অযুত-নিযুত-লক্ষ-কোটি

অযুত-নিযুত-লক্ষ-কোটি
————————-

আমি লাভ লোকসান না দেখিলাম; সর্বশেষের ভালবাসায়,
পুঁজি-পাট্টা সব হারালাম; প্রথম প্রেমের বীষ যাতনায়।।
লক্ষ টাকার ব্যবসাতে তাই
কোটি টাকার ক্ষতি আমার।।

তুমি আগে-পরে না ভাবিলে; এই আমাকে প্রথম দেখায়,
ধ্যান-ধারণা সব খোয়ালা; এক পশলা মেলামেশায়।।
লক্ষ টাকার ব্যবসাতে তাই
কোটি টাকার ক্ষতি তোমার।।

তিনি ভালবাসার অন্তরালে; সম্মহনে ডুবে ছিলেন,

বিস্তারিত»

~~ একটি অণূ ও একটি পরমাণু কবিতা ~~

~ হিজিবিজি ~

জীবনটা চাইলেই হতে পারতো
শ্লেট পেনসিল ।
চাইলেই …
চাইলেই …

চেয়েছি কি !

আঁকের ওপর আঁকে, এঁকে গেছি
যতোসব !
জীবন তো হিজিবিজি মন্তাজের
জোনাকী !
নাকি !

০৩ জুন ২০১৫ ~ বিকেল

~ মেঘরাত ~

ছিলো চাঁদ, পূর্ণিমাও ।
দৃষ্টিসখ্য পায়নি
শুধু চন্দ্রালোক !

বিস্তারিত»

ওয়ান্স আপন এ ট্রেজার্ড টাইম

Hamid Vi

 

 

 

 

 

 

শেখ আব্দুল হামিদ । ক্যাডেট নম্বর ১, ব্যাচ নম্বর ১। রাজশাহী ক্যাডেট কলেজের জীবন্ত কিংবদন্তী। ক্যাডেট , কর্মচারী কিংবা শিক্ষক সবার মাঝেই সমান জনপ্রিয় তিনি। তবে ক্যাডেটদের মাঝে তাঁকে নিয়ে অন্যরকম অনুভূতি কাজ করে। শাহী ভাই (১৭/৯৫২) ( লেঃ কঃ এ কে এম ইকবাল আজিম জি+ ) অধ্যক্ষ থাকাকালে ২০১২ সালের ১৩ ই মার্চ আব্দুল হামিদ ভাইয়ের পার্সোনাল ফাইল হাতে পেয়ে স্টোরকীপারকে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেছিলেন।

বিস্তারিত»

~ আগুনে অচ্ছুত সে, ভালোবাসায় ব্রাত্য ~

শহরের আগুন আজ আর
কিছুতেই দেবালয় ছোঁয় না।
মানুষকে যতোটা সে বাসে ভালো
দেবতাকে ঠিক ততোটা না।

দেবতার শাদা কিংবা নীল
রক্ত – দাহ্য ততোটা
নয়, যতোটুকু কামলার বা
শ্রমিকের, খেটে খাওয়া মানুষের,
নগন্য সাধারণ লাল
রক্ত হয়। অনায়াস বহ্নুতসবে
যারে সহজে পোড়ানো যায়।

স্বস্তা আবেগে কথার
খই ফোটায় যারা, সেই সব
বোকা সাধারণ কেরানী ও
কর্মী,

বিস্তারিত»

তুমি না এলে

তুমি না এলে চারপাশ কেমন নিষ্প্রভ মনে হয়,
তুমি চলে গেলে তারাগুলো সব উদাস হয়ে রয়।
তুমি না এলেও জীবন বয়ে চলে, বয়ে যায় সময়,
তবু মনে হয় বয়ে চলা যেন এ চলার নাম নয়।

(সর্বস্বত্ব সংরক্ষিত।)

বিস্তারিত»

প্রযুক্তি,টেকসই উন্নয়ন এবং পরিবেশ

development-and-nature

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ফরিয়াদ

-মোস্তাফিজুর রহমান

আধা বর্বর থুড়ি আধা পরিবাহী
তড়িচ্চুম্বকীয় আবু গারিবের ফরিয়াদ
কানে তোলো কিচিরমিচির
এত কষ্ট দিও না নিউরন রেটিনাকে
ক্যাথোড গামা কাপড় খুলে
এলইডি পরালেই চলবে না
অবরোধ তুলে নিতে হবে
ঘাস ফুল মৌমাছি থেকে
নির্বাসন থেকে ফিরিয়ে আন
ফড়িং আর সব প্রজাপতি।

বিস্তারিত»

প্রণয়।

সাদা পাতা খাতা ছিল লেখাহীন জীবন
খোলা মন আকাশ ছিল মেঘে ভেজা নীল
উদার ভাবনায়
সহস্র ধারায় ঝরে প্রবাহিল প্রণয়,
ধুলা উড়া মরা গাঙে খা খা ধু ধু বালি
পরানে প্রনয় জ্বালা ডোবে না অতলে।

কালো জল টলমল চোখ ছিল ভাষাহীন
বুকে সুখে সাগর ছিল সূদুরে হরিত
অমল আশায়
সহস্র ধারায় গলে বহিল প্রণয়,
বিজন বন পল্লব পত্রহরিৎ নির্জন সপর্িল
বষর্িত বজ্র ফণা হানে ছোবলে।

বিস্তারিত»

‘আমিই পুরুষ’

খোলা ময়দানে একা

প্রহরাহীন, প্রতিরোধহীন

অক্লেশে, আকাশে তাকিয়ে

বলতেই পারি

‘আমিই পুরুষ’।

 

গভীর রাতে একাকী পথে

কুকুরের ডাক অগ্রাহ্য করে,

নিশুত পাখির ভয় জাগিয়ে

চিৎকার করে বলতেই পারি,

‘আমিই পুরুষ’।

 

মিছিলে শ্লোগানে বুক চিতিয়ে

কালো রাজপথ বুকের রক্তে রাঙিয়ে,

বিস্তারিত»

তাহারা

মাঝরাতের একান্ত গহীনে ঘুমন্ত নগরী

ফুটপাতে ঘুমিয়ে থাকা অভুক্ত শিশু,

পড়ে আছে তার পাশে তারই মত কিছু

‘পাপের শিশুর’ গলিত নাড়িভুঁড়ি।

 

তারই পাশ দিয়ে পাজেরো হাঁকিয়ে চলা,

ভদ্র মানুষেরা মুখ ঢেকে ঢুকে যায় অভদ্র পাড়ায়

তাদের হাতে বিয়ারের ক্যান, চোখ মত্ত নেশায়।

তারা দেখবে কেন রাতের আঁধারে দুর্ভাগ্যের খেলা।

বিস্তারিত»

ক্ষনিকের অভিমান

প্রথম যেদিন শ্বেতশুভ্র তুষার,
তোমার কদম চুমে ছিল,
আজও মনে পরে সেই দিনটির কথা!
ছোট্ট শিশুর অকৃত্রিম সরল হাসির মতন,
খিলখিলিয়ে হেসে উঠে বলেছিলে,
“এই দেখো দেখো, কি সুন্দর লাগছে
বরফগুলো দেখতে! যেন সাদা তুলার চাঁদর!”
আমি তখন তুষারপাতের সৌন্দর্য ভুলে
অবাক চোখে তাকিয়ে দেখছিলাম,
তোমার তুষারস্নান!
যেন তুমি ফিরে গিয়েছিলে তোমার শৈশবে,
আপনমনে মাখছিলে তুষার তোমার মুখে!

বিস্তারিত»

নিউ ইয়র্ক সিটি

“একটি চাবি মাইরা দিছে ছাইড়া,
জনম ভইরা চলতে আছে”

সেই যে কবে থেকে বাউল কবির এ গান শুনেছি,
এখানে এসে দেখতে পারছি তার সঠিক চিত্ররূপ।
চাবি মারা কলের মত মানুষের জীবন, আচরণ,
ঘড়ির সাথে বাঁধা তার দু’পা, ছুটছে তো ছুটছেই।
জীবনের এই অন্তহীন দৌড়ের কোন বিরতি নেই।

হাডসন নদীর সাথে মিশে আছে কত নোনা অশ্রুজল,
কে তার হিসেব রাখে?

বিস্তারিত»

~ মরণ সাধার ধ্যানে ~

দমকা হাওয়া হঠাৎ এসেই
জানালা পেরিয়ে কাগজ উড়িয়ে,
করলো যতনে টেবিলে জমানো
কথার অযুত বাহানা গুলোকে সাফ্ ।

বেহায়া আলোক মুখটা লুকিয়ে
সন্ ধি ভাঙার সুযোগ মিলতে
সহসা সকল আঁধার উড়িয়ে
পুরোটা ঘরেই জাগিয়ে তুললো রাত ।

আষাঢ় শ্রাবণ মাসেরা কিযেনো
কুটিল গোপন ফন্ দি ফিকিরে
মরিয়া মেতেছে, যেনোবা কবির
ভাবনা তাড়ানো মহিমা মাখানো কাজ ।

বিস্তারিত»

তোমার উপমা

তোমার উপমা খুঁজে মেলা ভার
তোমার উপমা কই?
উপমা তোমার ছেঁড়া-জর্জর
উইপোকা কাটা বই।

জীবনের উম এড়িয়ে যখন
গ্রন্থিবিহীন হই-
বিচ্যুত সেই বোধের পুকুরে
তুমি-আমি মিশে রই।

তুমি রেখে গেছ মিশকালো তৃষা
অতৃপ্তি অবসাদ-
নিয়তিবিদ্ধ নিত্য চুমুকে
বিবমিষা বিস্বাদ।

তবু জানি আমি একাগ্র ধ্যানে
হৃদয়ের যত ক্ষত;
ফুটবে কখনো নিকষ আঁধারে
তারাপুঞ্জের মতো।

বিস্তারিত»