স্বপ্নে কেন উকি দিলে অনেক ভোরের বেলা ?
নির্জনতা ভাঙ্গেনি ত’ – হয়নি শুরু মেলা |
কোথায় তুমি জানি না ত’ , জানি আছ যোজন দূরে ;
হয়ত তুমি বন্দী আজো আধার পাতালপুরে |
মোর হিয়াতে ব্যাথা যত শুষে নিলে তুমি,
অবাক আলোর শান্ত ভোরে বিদায় নিলে চুমি |
স্বপ্ন এখন টুটে গ্যাছে, ভাঙ্গল নির্জনতা ;
অনেক গুঞ্জন, অনেক শব্দ, অনেক কথকতা |
কেউ জানেনি তুমি এসে চুপে চলে গেলে,
স্বপ্ন ভ্রম (?) সারাটি দিন সবই এলেবেলে |
কথা ছিল, ভুলে যাব – তুমিও যাবে ভুলে,
শর্ত ভেঙ্গে কেন তবু স্বপ্নে হানা দিলে !
পথের বাঁকে দেখা মোদের, পথের বাঁকেই শেষ ,
খোয়াব যখন খোয়াবে হারায় থেকো নিরুদ্দেশ |
(খোয়াবের দেশে নিরুদ্দেশ
- স্বপ্নদ্রষ্টা )
পথের বাঁকে দেখা মোদের, পথের বাঁকেই শেষ,
খোয়াব যখন খোয়াবে হারায় থেকো নিরুদ্দেশ।
- বাহহহ !
কোথায় তুমি জানি না ত’ , জানি আছ যোজন দূরে ;
হয়ত তুমি বন্দী আজো আধার পাতালপুরে |
এর বদলে
কোথায় তুমি জানিনাতো, হয়তো যোজন দূরে
হয়তো তুমি বন্দী আজো আঁধার পাতাল পুরে
পড়ে দেখতে পারো
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
:thumbup:
স্বপ্নটা ভালোই উঁকি দিয়েছিল। কিন্তু 'ব্যাথা' যে বড় ব্যথা হয়ে বুকে বাজলো।
'আধার' যদি 'আঁধার' হতো পাতালপুরীর মাঝে
আলোর ফিনিক ছিটিয়ে যাওয়া তবেই বুঝি সাজে!
যাহোক, একটি মধুর কল্পনাকে বিকশিত হতে দেখি।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
শেষ স্তবকটা বেশী ভালো লেগেছে।