পথ চলতে চলতে যদি পিছলে পড়ি,
হাত ধরো, অন্ততঃ একটি হাত।
আবার উঠে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো।
ভুল পথে যদি কখনো পা বাড়াই,
শুধু একটি হাত ঊঠিয়ে ইশারা করো,
নিমেষেই বুঝে নিব, ফিরে আসবো।
একান্তে যদি কখনো কিছু বলতে চাও,
আলতো করে শুধু হাতটি ধরো,
বুঝে নিব, বলার আগেই বুঝে নিব।
ঘুমের মাঝে যদি কোন বার্তা দিতে চাও,
আলগোছে হাতটি শুধু একটু ধরে রেখো,
নিমেষেই চোখ খুলে মনযোগ দিব।
ভাষার ঘাটতি যদি কখনো বাধা হয়ে দাঁড়ায়,
হাতটি ধরে চোখের দিকে তাকিও,
চোখ ও হাতের ভাষা চটজলদি বুঝে নিব।
অন্তিম শয্যাশায়ী হলে, যদি বাকহারা হয়ে যাই,
ভালবাসার পেলবতায় শুধু হাতটি ধরে রেখো,
চলে যাবো, নয় ফিরে আসবো, হাসতে হাসতেই!
(ইতিপূর্বে প্রকাশিত)
আদিতমারী,লালমনিরহাট
১২ আগস্ট ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।
খুব ভাল লাগল, খায়রুল ভাই! 😀
আদিতমারী, লালমনিরহাট- এ আমার বাবা পোস্টিং কারনে কয়েক মাস ছিলেন। কলেজের ছুটিতে আমি একবার গিয়েছিলাম। অনেক আগের কথা অবশ্য- সম্ভবত '৯৬-'৯৭ এর ঘটনা! আমরা তিন বিঘা করিডরেও গিয়েছিলাম! শেষের ডিস্ক্লেইমার দেখে সেই সময়ের কথা মনে পড়ল! :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ জুনায়েদ, শেষ পর্যন্ত আমার এ কবিতাটা তোমার নজরে পড়ে ও প্রথম মন্তব্য পেয়ে ধন্য হলো। ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
লালমনিরহাটের আদিতমারী আমার গ্রামের বাড়ী। প্রতি বছর অন্ততঃপক্ষে একবার হলেও সেখানে যাই। সাধারণতঃ কোরবানী ঈদটা বাড়ীতেই করি।
আহা ! আহা !
কি অনবদ্য নরোম কমল কথার মালা !
কি নিদারুণ প্রেম, মিষ্টি আবেগ, গভীর মদির শপথ গাঁথা !
:boss: :boss: :boss:
ধন্যবাদ। চমৎকার তোমার স্টাইল, লুৎফুল।
সদা সুস্বাগত।
আ হা, প্রেমের স্বগত সংলাপ।
ছুঁয়ে গেল।
ধন্যবাদ নূপুর। মানুষের হাত, কাইনেটিক এবং পটেনশিয়াল, উভয় ধরনের এনার্জি'র আধার। কারো কারো হাতের স্পর্শে জাদু থাকে।
খুব ভালো লাগলো। আপনার আর সব কবিতার মতই এটির বক্তব্যও মনকাড়া
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
মন কাড়তে না পারলেও, শুধু স্পর্শ করতে পারলেও আমি খুশী সাইদুল।