কখনো কি ভালোবাসা জীবনের কানাগলি দিয়ে
ভুল করে হেঁটে যাবে পথ?
কোথাও ধুসর দূরে…
ঝাঁক বেঁধে নামে যদি
নম্র-নীল আলোর কপোত!
নিশি পাওয়া মানুষের মতো
ভুল ঠিকানায় কড়া নেড়ে নেড়ে…
খোয়া গেলে আরো কিছু কাল
রক্তে বৈদগ্ধ যদি মেশে;
প্রাচ্যের বেশে তবু প্রতীচী আবেশে!
তবু আমি দেখে যেতে চাই
ওই নীলে, নোনা-নীল জলে..
কি বিষ রেখেছ ঢেলে কোমল অনলে!
এখনও এতটাই জীবনানন্দতে আচ্ছন্ন হয়ে আছি যে, কোন কবিতায় জীবনানন্দের ছোঁয়া পেলে তা বারবার পড়তে ইচ্ছা হয়।
প্রথমবার পড়ার পর সেই আমেজ পেলাম আর সেইজন্য পরপর ছ'সাতবার পড়ে গেলাম। সশব্দে।
আমার মনে হয় জীবনবাবু এই কবিতাটা দেখে এই ভেবে খুশি হতেন যে এখনও কেউ কেউ তাঁকে কি ভীষণ যত্নে বুকের ভিতরে ধারন করে আছে।
আর তা শব্দে-ছন্দে-বিষয়বস্তুতে!
আমার তো অন্ততঃ সেরকমই মনে হলো......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
এত যত্ন নিয়ে পড়েছেন বলে অত্যন্ত সম্মানিত বোধ করছি।
আমার রক্তে ও মজ্জায় আমৃত্যু জীবনানন্দকে টের পাই ঘাতক লিউকোমিয়ার মতো, ছড়ায়,—কেবলি ছড়ায়। তাঁর ব্যবহৃত 'তবু' সর্বনামটি আমার বড়ই প্রিয়। জীবন বাবু এক অপার নিভৃতচারী,—তাঁর কবিতায় ও যাপিত জীবনে!
এমন প্রকটিত করে লিখতেন না তিনি।
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
একদম ঠিক কথা বলেছো পারভেজ! :thumbup:
🙂 🙂 🙂 🙂
ভাইয়া, আপনার একখানা অডিও ব্লগের জোর দাবী জানিয়ে রাখলাম সিসিবিতে। কবিতা বুঝতে না পারি, কবিতা পাঠ শুনতে ভাল লাগে।
কবিতা বুঝবার বিষয় নয় সাবিনা, অনুভবের বিষয়—আর নিজের ভেতরে অসংখ্য অনুরণন তৈরির জাদুমন্ত্র! কবিতার পাঠ শোনা উপাদেয়, তবে কবিতার গভীরে প্রবেশ করে মণি-মুক্তো সিঞ্চনের ঢের অবসর কোথায় সেখানে? কোথায় দূর ব্রহ্মাণ্ডকে একটি ছোট্ট তিলে টেনে নিয়ে কল্পনার যথেষ্ট সময়?
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
🙂 🙂 🙂 🙂
কবিতাকে বলা হয় আমাদের আত্মার প্রতিধ্বনি; যে প্রতিধ্বনিটি আমাদের ম্রিয়মাণ ছায়াটিকেও নাচতে বলে! কবিতা লেখেন বা পড়েন অনেকেই কিন্তু কবিতার সুরটিকে ধারণ করেন কম মানুষই। আমার মনেহলো, আপনি হলেন কবিতাকে জীবনে ধারণ করবার মত মানুষ। তাই একখানা পাঠের সনির্বন্ধ অনুরোধ করা।
সিসিবি এখন কবিদের পদচারণায় মুখর বলতে গেলে। আমি প্রায় সব কবিকে একটি হলেও অডিও ব্লগ পোষ্টের অনুরোধ জানাই। কেউ সেটি করেন না। নূপুর আমাদের কবিতা পাঠের বারটিকে বেশ উঁচু করে দিয়েছে। তাঁর পাঠ সিসিবিকে অনেকখানি সমৃদ্ধ করেছে। নিজে একখানা অকবিতা লিখে রেকর্ড করে বসে আছি অনেকদিন, সাহসের অভাবে পোষ্ট করতে পারিনা। হায়!
"নিজে একখানা অকবিতা লিখে রেকর্ড করে বসে আছি অনেকদিন, সাহসের অভাবে পোষ্ট করতে পারিনা"
আরে এত চিন্তা ভাবনার কি আছে?
কইরা ফালাও লোড, আমরা আমরাই তো......
দেইখো, কি ফাটাফাটি প্রশংসা করি তারহ্যাশে.........
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অগ্রজের কাজই তো সাহস যুগিয়ে যাওয়া!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
🙂 🙂 🙂
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ঝাঁক বেঁধে নামে যদি
নম্র-নীল আলোর কপোত!
- বলি গুনে তো যাচ্ছেনা করা শেষ
কপোতেরা নেমেছে যতো মুগ্ধতায় এযাবৎ।
ধন্যবাদ, লুৎফুল ভাই! আপনার মন্তব্য জবাবছাড়া!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
রক্তে কি শেষে
বৈদগ্ধ মেশে?
🙂
যথারীতি মুগ্ধ।
বৈদগ্ধ মেশে না, যা মেশে তা হলো অবসাদের বীজ। জীবন বাবুর ভাষায়,
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
চমৎকার!
লুৎফুল ভাইকে লিখেছিলাম একদিন; আপনাকেও বলি --- মন্তব্যের শিল্পে যাঁরা বিশ্বাসী তাঁদের প্রতি আমি সবসময়েই অবনতমস্তক। সুন্দর করে ভাবা তো যায়ই কিন্তু সে ভাবনাকে বলবার জন্যে যে অবকাশ করে নিতে হয় সেটি আপনি অনায়াসে করেন -- সৌন্দর্যমণ্ডিত পথে।
প্রশংসা প্রেরণার পাপড়ি ফেলে যায়, সেই সাথে দাঁড় করিয়ে দেয় সরু দড়ির উপর, নিচে গভীর খাদ, এবার তুমি এগিয়ে যাও সার্কাসের মেয়ে!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
ঠিক বলেছো নূপুর। :thumbup:
কাব্যিক শিরোনামে স্বপ্নীল বর্ণময় কবিতা। খুব ভালো লেগেছে। :clap: :clap:
ধন্যবাদ, শ্রদ্ধাভাজনেষু! আপনার জার্ণালের প্রতীক্ষায় আছি!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
জার্ণালের পরবর্তী কয়েকটা পর্ব তৈ্রী আছে। স্পেস খালি হলেই দিয়ে দেবো। ততটুকু তো অপেক্ষাা করতেই হবে যে!
ভাইয়া, চমৎকার লাগলো এক্সপ্রেশনগুলো! বেশ যেন অনুভব করতে পারলাম... :clap:
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
স্ব-আরোপিত বনবাস থেকে ফিরে তিশা (তানজিনা) এখন দারুন ফর্মে।
:hatsoff: :hatsoff: :hatsoff:
"বইন গোওওওওওওও...
যাইও না যাইও না আর বনবাসেএএএএএএএ......"
(সুর করে বলতে হবে। রূপবানের সুর হলে বেশী ভাল হয়)
উই মিসড ইউ...
আর মিস করতে চাই না...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
পারভেজ ভাইয়া, আমিও অনেক মিস করেছি... পড়ার আনন্দ, লিখতে পারার আনন্দ... আর আপনাদের অতিরিক্ত প্রশংসায় বেশ একটু 'ভাব নেয়ার' আনন্দ! :shy: :shy: 😀
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
যা মিস করেছো, করেছো।
আর কইরো না।
এখন থেকে সাথে থাকো।
মাঝে মাঝে ব্রেক নিতে চাইলে নিও। কিন্তু নিয়মিত ফিরে ফিরে এসো।
একটা জিনিষ জানো তো, কিছুদিন পরে আমরা কেউ আর থাকবো না।
আমরা বলি, আমরা আমাদের সন্তানদের মাঝে বেঁচে থাকবো।
কথাটা ঠিক।
কিন্তু, কতদিন? তারপর কি?
তারপর একটা সময়ে আর কিছুই থাকবে না।
তবে?
তবে এখন যা যা লিখে রেখে যাবো, সেসব থেকে যাবে কোন না কোন ফর্মে, কারো না কারো কাছে।
অমরত্ব অর্জনের এই যে বাহন, "লিখালিখি", এটা যে কত শক্তিশালি, আমরা অনেক সময়ই বুঝি না।
যদি বুঝতাম, আমার মনেহয়, সব ছেড়েছুড়ে সারাক্ষন কেবলই লিখেই যেতাম...
লিখেই যেতাম......... (সম্পাদিত)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
"যদি বুঝতাম, আমার মনেহয়, সব ছেড়েছুড়ে সারাক্ষন কেবলই লিখেই যেতাম...
লিখেই যেতাম........." - পারভেজ, হাতে সময় কম। তাই তো আমিও লিখেই যাচ্ছি....
যদিওবা ওগুলো Unread থেকে যায়, তাও থাক...
খুবই ভাল বলেছেন, খায়রুল ভাই...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
মহাজনী লেখা। আমি কী করে এটি মিস করলাম?
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
'মহাজনী' বিষয়টা ঠিক বুঝতে পারিনি। নিশ্চয়ই ভালো কিছু হবে। 😀
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ
মহাজনের সাথে মালিকানার সম্পর্ক। রিটেইলাররা মহাজনের কাছ থেকে জিনিষ পত্র এনে দোকান সাজায়
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
এইবার বুঝেছি, মহাজন!
দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ