মাঝরাতের একান্ত গহীনে ঘুমন্ত নগরী
ফুটপাতে ঘুমিয়ে থাকা অভুক্ত শিশু,
পড়ে আছে তার পাশে তারই মত কিছু
‘পাপের শিশুর’ গলিত নাড়িভুঁড়ি।
তারই পাশ দিয়ে পাজেরো হাঁকিয়ে চলা,
ভদ্র মানুষেরা মুখ ঢেকে ঢুকে যায় অভদ্র পাড়ায়
তাদের হাতে বিয়ারের ক্যান, চোখ মত্ত নেশায়।
তারা দেখবে কেন রাতের আঁধারে দুর্ভাগ্যের খেলা।
বিস্তারিত»
