ইচ্ছে করে একটুখানি আকাশ ছুঁয়ে দেখি,
ইচ্ছে হলেই ঐ অধরে ঠোঁট ডুবিয়ে রাখি।
ইচ্ছে করে তোমার সাথে সুর মিলিয়ে গাই,
ইচ্ছে হলেই জীবনের আরো অর্থ খুঁজে পাই।
ইচ্ছে হলেই তোমার হাতে রাখি আমার হাত,
ইচ্ছে করে এমনি করেই কাটাই দিন-রাত।
ইচ্ছে হলেই কানের কাছে মুখটা নিয়ে বলি,
“এই ভাবেই ইচ্ছেডানায় চল ভেসে চলি”।
ইচ্ছেডানায় ওড়ার যখন চলছে আয়োজন,
বিস্তারিত»