ভুলে ভরা যত কথা থাক না যতনে মোড়া
আর কভু শুধরাবো না,
কষ্ট জরা যত ব্যাথা থাক না হৃদয় জোড়া
আর মুছে ফেলব না,
সবই তো ছিল আমার থাক এখনো আমার।।
বেসুরো যত গান থাক না সুরহীন সাবলীল
না হয় গাইবো না আর,
থাক না কবিতা ছন্দ হীন মুক শব্দ সলিল
না হয় আর লিখবো না ,
সবই তো ছিল আমার থাক না এখনো আমার।।
শুদ্ধ ছিল সব কিছু তোমার সাজানো পরিপাটি
রাখোনা সাজিয়ে সকল,
যত কথা ছিল বুক ভরা যতনে গড়া সপ্ন বাটি
থাকনা অমনি অবিকল,
যা ছিল তোমার তোমারই থাক তুমি ও তোমার।।
স্পষ্ঠ ছিল আঁকা ভ্রু কালো মায়াবী চোখের কাজল
ভিজিয়ো না অশ্রু জলে
ছিল সাজ সুক্ষ পরনে ভাজহীন সদা শাড়ীর আচঁল
কভু তা ভেঙোনা ফেলে।
তুমি তো রইলে তোমার কভু কি হলে গো আমার ।।
তুমি তো রইলে তোমার কভু কি হলে গো আমার
জটিল!
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
স্পষ্ঠ ছিল আঁকা ভ্রু কালো মায়াবী চোখের কাজল
ভিজিয়ো না অশ্রু জলে
- বাহহহ ! :clap: :clap:
খুব সুন্দর লাগলো কবিতাটা, পড়ে আনন্দ পেলাম। হয়তো একটা সুন্দর গানও হতে পারে এটা